শুরু হলো WB ANM GNM 2024 এর আবেদন প্রক্রিয়া। 

আবেদন চলবে ২১ মার্চ থেকে ২১ এপ্রিল ২০২৪ পর্যন্ত। 

আবেদন করা যাবে WBJEEB এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে। 

যোগ্যতাঃ 

৪০ % নম্বর নিয়ে কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পাশ   

বয়সঃ 

৩১ জুলাই ২০২৪ অনুযায়ী কমপক্ষে ১৭ বছর হতে হবে। 

এই বছর বয়সের কোনো ঊর্ধসীমা নেই। 

আবেদনের ফিঃ SC/ ST/ OBC এর ক্ষেত্রে ৩০০ টাকা   GEN এর ক্ষেত্রে ৪০০ টাকা। 

পরীক্ষার তারিখঃ  ১৪ জুলাই ২০২৪, রবিবার, দুপুর ১২ টা থেকে। 

আরও বিশদে জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন