WB MP Exam Routine 2025

WB MP Exam Routine 2025 | মাধ্যমিক ২০২৫ পরীক্ষার রুটিন

মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর সিলেবাস ২০২৪ | WBBSE Class 10 Syllabus 2024 Download

Class 9 Bengali Syllabus

নবম শ্রেণীর বাংলা সিলেবাস 2024 | Class 9 Bengali Syllabus

নবম শ্রেণীর বাংলা সিলেবাস (Class 9 Bengali Syllabus)

Class 9 Bengali Syllabus: পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের নবম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের জন্য সামেটিভ পরীক্ষার সিলেবাস আপলোড করা হলো। প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় সামেটিভ পরীক্ষার সমস্ত বিষয়ের বাংলা (Bengali), ইংরেজী (English), গণিত (Mathematics), ভৌতবিজ্ঞান (Physical Science), জীবন বিজ্ঞান (Life Science), ইতিহাস (History), ভূগোল (Geography) সিলেবাস দেওয়া আছে।

মধ্যশিক্ষা পর্ষদের নবম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের জন্য প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় সামেটিভ পরীক্ষার সিলেবাস (WBBSE Class 9 Bengali Syllabus), পরীক্ষার মাস এবং নম্বর বিভাজন ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়েছে।

প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন (First Summative)

প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন
(লিখিত -৪০ + অন্তবর্তী মূল্যায়ন-১০) মোট- ৫০ নম্বর
পরীক্ষার মাস- এপ্রিল
১) কলিঙ্গদেশে ঝড়-বৃষ্টি
২) ধীবর-বৃত্তান্ত
৩) ইলিয়াস
৪) দাম
৫) নোঙর

সহায়ক পাঠ- প্রফেসর শঙ্কুর ডাইরি
গল্প- ব্যোমযাত্রীর ডায়রি
ব্যাকরণ- ধ্বনি ও ধ্বনি পরিবর্তন
শব্দ গঠন- উপসর্গ, অনুসর্গ, ধাতু ও প্রত্যয়
নির্মিতি- ভাব-সম্প্রসারণ

দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন (Second Summative)

দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন
(লিখিত -৪০ + অন্তবর্তী মূল্যায়ন-১০) মোট- ৫০ নম্বর
পরীক্ষার মাস- আগস্ট
১) নব নব সৃষ্টি
২) আকাশে সাতটি তারা
৩) চিঠি
৪) আবহমান
৫) রাধারাণী

সহায়ক পাঠ- প্রফেসর শঙ্কুর ডাইরি
গল্প- কর্ভাস
ব্যাকরণ- বাংলা শব্দ ভাণ্ডার, শব্দ ও পদ, বিশেষ্য-বিশেষণ-সর্বনাম এর বিস্তারিত আলোচনা
নির্মিতি- ভাবার্থ ও সারাংশ

তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন (Third Summative)

তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন
(লিখিত -৯০ + অন্তবর্তী মূল্যায়ন-১০) মোট- ১০০ নম্বর
পরীক্ষার মাস- ডিসেম্বর
১) হিমালয় দর্শন
২) খেয়া
৩) নিরুদ্দেশ
৪) ভাঙার গান
৫) চন্দ্রনাথ
৬) আমরা এবং প্রথম ও দ্বিতীয় পর্যায়ের কবিতা, গল্প ও প্রবন্ধের সমগ্র অংশ

সহায়ক পাঠ- প্রফেসর শঙ্কুর ডাইরি
গল্প- স্বর্ণপর্ণী
ব্যাকরণ- অব্যয়, ক্রিয়া এবং প্রথম ও দ্বিতীয় পর্যায়ের ব্যাকরণের সমগ্র অংশ
নির্মিতি- প্রবন্ধ রচনা, গল্প লিখন এবং প্রথম ও দ্বিতীয় পর্যায়ের নির্মিতির সমগ্র অংশ।

আমাদের পোষ্টের লেটেস্ট আপডেট পেতে আমাদের Whatsapp Channel জয়েন করুন এবং Telegram Channel জয়েন করুন।

WhatsApp Channel Follow
Telegram Channel Join Now
Facebook Page Follow

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top