HS Semester system Syllabus 2024-25

HS Semester system Syllabus 2024-25 | উচ্চমাধ্যমিক সেমিস্টার সিস্টেম সিলেবাস ২০২৪-২৫

Last Updated on March 15, 2024 by Shiksha Diksha

HS Semester system Syllabus 2024-25: প্রকাশিত হল উচ্চমাধ্যমিক সেমিস্টার সিস্টেমের সিলেবাস ২০২৪-২৫। একাদশ ও দ্বাদশ শ্রেণী মিলে মোট চারটি সেমিস্টারের পরীক্ষা হবে । একাদশ শ্রেণীতে প্রথম ও দ্বিতীয় সেমিস্টার এবং দ্বাদশ শ্রেণীতে তৃতীয় ও চতুর্থ সেমিস্টার।

উচ্চমাধ্যমিকের নতুন সিলেবাসে পরীক্ষা পদ্ধতি


প্রথম সেমিস্টার এবং দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা স্কুল পরিচালনা করবে , তৃতীয় ও চতুর্থ সেমিস্টার কাউন্সিল পরিচালনা করবে।

প্রথম ও তৃতীয় সেমিস্টার MCQ ধরনের এবং  দ্বিতীয় ও চতুর্থ সেমিস্টার  SAQ ধরনের হবে ।

প্রথম ও দ্বিতীয় সেমিস্টারের খাতা স্কুল দেখবে, প্রশ্ন স্কুল করবে এবং দুটো সেমিস্টার মিলে ৩০% নম্বর পেতে হবে দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ হওয়ার জন্য। প্রথম ও দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষার সূচি কাউন্সিল দিয়ে দিবে।

তৃতীয় সেমিস্টারের mcq ,খাতা চেক করবে মেশিন। চতুর্থ সেমিস্টারের খাতা উচ্চমাধ্যমিকের পুরনো নিয়মই দেখা হবে।

তৃতীয় ও চতুর্থ সেমিস্টার মিলে 30% মার্ক্স পেলেই সে উত্তীর্ণ হবে অর্থাৎ উচ্চমাধ্যমিকের রেজাল্ট হবে শুধু তৃতীয , চতুর্থ সেমিস্টারের রেজাল্টের ভিত্তিতে।

প্রথম ও দ্বিতীয় সেমিস্টার হোমসেন্টারে হবে এবং তৃতীয়, চতুর্থ সেমিস্টার এর পরীক্ষা অন্য সেন্টারে হবে।

কোন্ মাসে কোন্ পরীক্ষা হবে:

প্রথম ও তৃতীয় সেমিস্টার প্রতিবছর হবে নভেম্বর মাসে এবং দ্বিতীয় ও চতুর্থ সেমিস্টার হবে মার্চ মাসে।

তৃতীয় , চতুর্থ সেমিস্টার এর এডমিট কার্ড তৃতীয় সেমিস্টার এর আগেই কাউস্নিল দিয়ে দেবে।

পরীক্ষায় নম্বর বিভাজন: (HS Semester system Syllabus)


প্রথম, দ্বিতীয় , তৃতীয়, চতুর্থ সেমিস্টারের থিওরি পরীক্ষা সাইন্স এর ক্ষেত্রে ৩৫  নম্বরের ওপর হবে এবং আর্টস এর ক্ষেত্রে 40 নম্বরের ওপর হবে এবং  দ্বিতীয় ও চতুর্থ সেমিস্টারে সাইন্সের প্রাকটিক্যাল 30 এবং আর্টসের প্রজেক্ট 20 নম্বরের হবে।

উচ্চমাধ্যমিকের রেজাল্ট কিভাবে হবে?


উচ্চমাধ্যমিকের ফলাফল শুধু তৃতীয় ও চতুর্থ সেমিস্টারের উপর ভিত্তি করেই হবে।

আরও দেখুন: WBCHSE Exam Routine 2025 | উচ্চমাধ্যমিক পরীক্ষার রুটিন ২০২৫

উচ্চমাধ্যমিক সেমিস্টার সিস্টেমের সিলেবাসের  পিডিএফ:

উচ্চ মাধ্যমিকের সেমিস্টার সিস্টেমের সিলেবাসের (HS Semester system Syllabus) পিডিএফ দেওয়া আছে । নিচে ডাউনলোড বাটনে ক্লিক করে সহজে ডাউনলোড করে দেখে নেওয়া যাবে।

একাদশ ও দ্বাদশ শ্রেণির সিলেবাস এর পিডিএফ:

একাদশ ও দ্বাদশ শ্রেণী মিলে মোট চারটি সেমিস্টারের পরীক্ষা হবে । একাদশ শ্রেণীতে প্রথম ও দ্বিতীয় সেমিস্টার এবং দ্বাদশ শ্রেণীতে তৃতীয় ও চতুর্থ সেমিস্টার। একাদশ ও দ্বাদশ শ্রেণীর ২০২৪-২০২৫ সেশনের সিলেবাস নিচে দেওয়া হলো।

Download Semester system Total Syllabus

Download Semester System Total Syllabus

আমাদের পোষ্টের লেটেস্ট আপডেট পেতে আমাদের Whatsapp Channel জয়েন করুন এবং Telegram Channel জয়েন করুন।

Latest Posts:

WhatsApp Channel Follow
Telegram Channel Join Now
Facebook Page Follow

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top