Last Updated on December 25, 2024 by Shiksha Diksha
ইতিহাসের ধারনা MCQ প্রশ্ন-উত্তর ( Madhyamik History Chapter 1)
মাধ্যমিকের ইতিহাস বিষয়ের প্রথম অধ্যায় ” ইতিহাসের ধারনা ” থেকে সমস্ত রকম MCQ প্রশ্ন এবং তার উত্তর (Madhyamik History Chapter 1) করে দেওয়া হলো। যে সমস্ত ছাত্র-ছাত্রী সামনের বছর মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের খুব উপকার হবে। এখানে ইতিহাস বিষয়ের প্রথম অধ্যায়ের সাজেসটিভ MCQ উত্তরসহ করে দেওয়া আছে।
আরও দেখুনঃ মাধ্যমিক ইতিহাস প্রথম অধ্যায়ের অতি সংক্ষিপ্ত (VSAQ) প্রশ্ম-উত্তর লিঙ্ক।
১. সাধারণ ধারনায় ইতিহাস হল-
(ক) দেশীয় সাহিত্য
(খ) অতীতের কথা
(গ) বর্তমান কথা
(ঘ) রাজনীতি
উঃ- (খ) অতীতের কথা।
২. ” ইতিহাস একটি বিজ্ঞান, কমও নয়, বেশিও নয়”- একথা বলেছেন-
(ক) ই. এইচ. কার
(খ) বিউরি
(গ) ট্রাভেলিয়ান
(ঘ) র্যাঙ্কে
উঃ- (খ) বিউরি।
৩. ‘History from Bellow’ (1966 খ্রিস্টাব্দ) প্রবন্ধটির রচয়িতা হলেন-
(ক) ই. পি. থমসন
(খ) মার্ক ব্লখ
(গ) ই. এইচ. কার
(ঘ) রণজিৎ গুহ
উঃ- (ক) ই. পি. থমসন ।
৪. ‘সোশ্যাল সায়েন্স হিস্ট্রি অ্যাসোসিয়েশন’ গঠিত হয়-
(ক) ১৯৭৬ খ্রিস্টাব্দে
(খ) ১৯৮০ খ্রিস্টাব্দে
(গ) ১৯৮৬ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৮৮ খ্রিস্টাব্দে
উঃ- (ক) ১৯৭৬ খ্রিস্টাব্দে ।
৫. ভারতে নিন্মবর্গের ইতিহাস চর্চার জনক হলেন-
(ক) রামচন্দ্র গুহ
(খ) রণজিৎ গুহ
(গ) অমলেশ ত্রিপাঠী
(ঘ) জ্ঞানেন্দ্র পাণ্ডে
উঃ- (খ) রণজিৎ গুহ।
৬. ভারতে নিন্মবর্গের ইতিহাসচর্চা শুরু হয় কত খ্রিস্টাব্দে-
(ক) ১৯৮২ খ্রিস্টাব্দে
(খ) ১৯৭০ খ্রিস্টাব্দে
(গ) ১৯৯০ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৬০ খ্রিস্টাব্দে
উঃ- (ক) ১৯৮২ খ্রিস্টাব্দে ।
৭. “খেলা যখন ইতিহাস” গ্রন্থটি কার লেখা-
(ক) বোরিয়া মজুমদার
(খ) কৌশিক বন্দ্যোপাধ্যায়
(গ) রামচন্দ্র গুহ
(ঘ) সৌভিক লাহা
উঃ- (খ) কৌশিক বন্দ্যোপাধ্যায়।
৮. ক্রিকেট খেলা প্রথম শুরু হয়-
(ক) অস্ট্রেলিয়া
(খ) ভারত
(গ) ইংল্যাণ্ড
(ঘ) ওয়েস্ট ইন্ডিজ
উঃ- (গ) ইংল্যাণ্ড।
৯. ভারতে ফুটবল খেলার সূত্রপাত ঘটায়-
(ক) পোর্তুগিজরা
(খ) ফরাসিরা
(গ) ডাচরা
(ঘ) ব্রিটিশরা
উঃ- (ঘ) ব্রিটিশরা ।
১০. ‘হকির জাদুকর’ হলেন-
(ক) ধ্যানচাঁদ
(খ) ধনরাজ পিল্লাই
(গ) কে. ডি. সিং
(ঘ) লেসলি ক্লডিয়াস
উঃ- (ক) ধ্যানচাঁদ ।
১১. মোহনবাগান প্রথমবার আইএফএ শিল্ড জয় করে-
(ক) ১৯০০ খ্রিস্টাব্দে
(খ) ১৯১১ খ্রিস্টাব্দে
(গ) ১৯২০ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯২১ খ্রিস্টাব্দে
উঃ- (খ) ১৯১১ খ্রিস্টাব্দে।
১২. ‘কেকের দেশ’ হল-
(ক) ফ্রান্স
(খ) অস্ট্রেলিয়া
(গ) ভারত
(ঘ) স্কটল্যাণ্ড
উঃ- (ঘ) স্কটল্যাণ্ড ।
১৩. ‘নমো হিন্দুস্থান’ গানটির রচয়িতা-
(ক) রবীন্দ্রনাথ ঠাকুর
(খ) রজনীকান্ত সেন
(গ) সরলা দেবী চৌধুরানি
(ঘ) জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর
উঃ- (গ) সরলা দেবী চৌধুরানি।
১৪. ‘ বঙ্গীয় নাট্যশালার ইতিহাস’ গ্রন্থটির লেখক-
(ক) সত্যজীবন মুখোপাধ্যায়
(খ) আশুতোষ মুখোপাধ্যায়
(গ) ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
(ঘ) আশুতোষ ভট্টাচার্য
উঃ- (গ) ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।
আরও দেখুনঃ অসুখী একজন (কবিতা): মাধ্যমিক বাংলা MCQ প্রশ্ম-উত্তর।
১৫. নাট্যশাস্ত্রকে ‘পঞ্চম বেদ’ বলেছেন-
(ক) কালিদাস
(খ) ব্যাসদেব
(গ) ভরতমুনি
(ঘ) কৌটিল্য
উঃ- (গ) ভরতমুনি।
১৬. ‘নাট্যাভিনয় নিয়ন্ত্রন আইন’ পাস হয়-
(ক) ১৮৭০ খ্রিস্টাব্দে
(খ) ১৮৭৬ খ্রিস্টাব্দে
(গ) ১৮৭৮ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮৮০ খ্রিস্টাব্দে
উঃ- (খ) ১৮৭৬ খ্রিস্টাব্দে।
১৭. ‘অঙ্গার’ নাটকটির পরিচালক-
(ক) শম্ভু মিত্র
(খ) বিজন ভট্টাচার্য
(গ) উৎপল দত্ত
(ঘ) অজিতেশ বন্দ্যোপাধ্যায়
উঃ- (গ) উৎপল দত্ত।
১৮. ‘নবান্ন’ নাটকের বিষয়বস্তু ছিল-
(ক) সিপাহি বিদ্রোহ
(খ) ফরাসি বপ্লব
(গ) সাঁওতাল বিদ্রোহ
(ঘ) পঞ্চাশের মম্বন্তর
উঃ- (ঘ) পঞ্চাশের মম্বন্তর ।
১৯. দাদাসাহেব ফালকে –
(ক) পরিবেশের ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত
(খ) ক্রীড়া জগতের সঙ্গে যুক্ত
(গ) স্থানীয় ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত
(ঘ) চলচ্চিত্রের সঙ্গে যুক্ত
উঃ- (ঘ) চলচ্চিত্রের সঙ্গে যুক্ত ।
২১. ভারতের প্রথম চলচিত্র-
(ক) জামাইষষ্ঠি
(খ) রাজা হরিশচন্দ্র
(গ) বিল্বমঙ্গল
(ঘ) আলম আরা
উঃ- (খ) রাজা হরিশচন্দ্র।
২২. ‘ভূবন সোম’ চলচ্চিত্রটির পরিচালক কে ছিলেন-
(ক) মৃণাল সেন
(খ) ঋত্বিক ঘটক
(গ) সত্যজিৎ রায়
(ঘ) বিমল রায়
উঃ- (ক) মৃণাল সেন ।
২৩. ভারতের প্রথম সবাক চলচ্চিত্র হল-
(ক) হরিশচন্দ্র
(খ) জামাইষষ্ঠি
(গ) পথের পাঁচালী
(ঘ) আলম আরা
উঃ- (ঘ) আলম আরা ।
২৪. সত্যজিৎ রায় অস্কার পুরস্কার পান কোন চলচ্চিত্রের জন্য-
(ক) পথের পাঁচালী
(খ) জলসাঘর
(গ) চিড়িয়াখানা
(ঘ) গণশত্রু
উঃ- (ক) পথের পাঁচালী ।
২৫. যামিনী রায় কোন শিল্পের সঙ্গে যুক্ত ছিলেন-
(ক) চিত্রশিল্প
(খ) নৃত্যশিল্প
(গ) চলচ্চিত্র শিল্প
(ঘ) নাট্যশিল্প
উঃ- (ক) চিত্রশিল্প ।
২৬. ভারতের প্রথম ফটোগ্রাফার ছিলেন-
(ক) আহমেদ আলী খান
(খ) লালা দীনদয়াল
(গ) মধু আস্বত
(ঘ) কে. ভি. আনন্দ
উঃ- (খ) লালা দীনদয়াল।
২৭. কলকাতার ‘ভিক্টোরিয়া মেমোরিয়াল হল’ প্রতিষ্ঠিত হয়-
(ক) ১৯০১ খ্রিস্টাব্দে
(খ) ১৯০২ খ্রিস্টাব্দে
(গ) ১৯০৪ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯০৫ খ্রিস্টাব্দে
উঃ- (ক) ১৯০১ খ্রিস্টাব্দে ।
২৮. ‘পোর্টস, টাউনস, সিটিস’ গ্রন্থটির লেখক ছিলেন-
(ক) লক্ষ্মী সুব্রামানিয়াম
(খ) রয় পোর্টার
(গ) কৌশিক গঙ্গোপাধ্যায়
(ঘ) রামচন্দ্র গুহ
উঃ- (ক) লক্ষ্মী সুব্রামানিয়াম ।
২৯. পণ্ডিত বিরজু মহারাজ কোন শিল্পের সঙ্গে যুক্ত ছিলেন?
(ক) নাট্যশিল্প
(খ) চলচ্চিত্র
(গ) চিত্রশিল্প
(ঘ) নৃত্যশিল্প
উঃ- (ঘ) নৃত্যশিল্প ।
৩০. ‘এ হিস্ট্রি অফ কস্টিউম’ গ্রন্থের লেখক-
(ক) এডুইন লুটিয়েন
(খ) আর. জে. ইভান্স
(গ) কার্ল কোহলার
(ঘ) আর. গ্রোভ
উঃ- (গ) কার্ল কোহলার।
৩১. ‘অশান্ত অরণ্য জীবন’ গ্রন্থটি কার রচনা?
(ক) রণজিৎ গুহ
(খ) দীপেন চক্রবর্তী
(গ) শমিতা সেন
(ঘ) রামচন্দ্র গুহ
উঃ- (ঘ) রামচন্দ্র গুহ ।
৩২. ভারতে প্রথম যাত্রীবাহী ট্রেন চালু হয়-
(ক) ১৮১৩ খ্রিস্টাব্দে
(খ) ১৮৫৩ খ্রিস্টাব্দে
(গ) ১৮৬৩ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮৭৫ খ্রিস্টাব্দে
উঃ- (খ) ১৮৫৩ খ্রিস্টাব্দে ।
৩৩. নর্মদা বাঁচাও আন্দোলনে নেতৃত্ব দেন-
(ক) মেধা পাটকর
(খ) উমা প্রসাদ
(গ) জি. এস. সাঁধু
(ঘ) বিরসা মুণ্ডা
উঃ- (ক) মেধা পাটকর ।
৩৪. ‘কোচবিহারের ইতিহাস’ কে লিখেছেন?
(ক) রাধারমন সাহা
(খ) বিপিনচন্দ্র পাল
(গ) নিখিল সরকার
(ঘ) ভবানীচরন বন্দ্যোপাধ্যায়
উঃ- (ঘ) ভবানীচরন বন্দ্যোপাধ্যায় ।
৩৫. ‘ মিলিটারি হিস্ট্রি অফ ইণ্ডিয়া’ গ্রন্থের লেখক-
(ক) রামচন্দ্র গুহ
(খ) জি. এস. সাঁধু
(গ) মাধব গ্যাডগিল
(ঘ) যদুনাথ সরকার
উঃ- (ঘ) যদুনাথ সরকার ।
৩৬. ‘ জীবনস্মৃতি’ রচনা করেন-
(ক) বিপিনচন্দ্র পাল
(খ) রবীন্দ্রনাথ ঠাকুর
(গ) জওহরলাল নেহেরু
(ঘ) সুভাষচন্দ্র বসু
উঃ- (খ) রবীন্দ্রনাথ ঠাকুর।
৩৭. ‘বঙ্গদর্শন’ প্রথম প্রকাশিত হয়-
(ক) ১৮৭২ খ্রিস্টাব্দে
(খ) ১৮৯০ খ্রিস্টাব্দে
(গ) ১৮৯৫ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯০০ খ্রিস্টাব্দে
উঃ- (ক) ১৮৭২ খ্রিস্টাব্দে ।
৩৮. ‘লেটার্স ফ্রম এ ফাদার টু ডটার’ গ্রন্থের লেখক-
(ক) রবীন্দ্রনাথ ঠাকুর
(খ) নেতাজী
(গ) জওহরলাল নেহেরু
(ঘ) খুশবন্ত সিং
উঃ- (গ) জওহরলাল নেহেরু।
৩৯. ভারতে কোন সরকারের আমলে গোয়েন্দা বিভাগ গঠিত হয়েছিল?
(ক) লর্ড ক্যানিং
(খ) লর্ড ডাফরিন
(গ) লর্ড রিপন
(ঘ) লর্ড লিটন
উঃ- (খ) লর্ড ডাফরিন।
৪০. ‘উইমেন ইন মডার্ন ইন্ডিয়া’ গ্রন্থের লেখক-
(ক) বি. আর. নন্দ
(খ) হোয়াইট ক্লে
(গ) র্যাচেল কারসন
(ঘ) জেরাল্ডিন ফোর্বস
উঃ- (ঘ) জেরাল্ডিন ফোর্বস ।
৪১. ‘ ম্যাডনেস অ্যাণ্ড সিভিলাইজেশান’ গ্রন্থটির লেখক-
(ক) মিশেল ফুকো
(খ) লাদুরি
(গ) মার্ক ব্লখ
(ঘ) ড. রণজিৎ গুহ
উঃ- (ক) মিশেল ফুকো ।
৪২. প্রথম বাংলা নির্বাক চলচ্চিত্র-
(ক) জামাইষষ্ঠী
(খ) আলম আরা
(গ) বিল্বমঙ্গল
(ঘ) পথের পাঁচালী
উঃ- (গ) বিল্বমঙ্গল।
৪৩. ” সোমপ্রকাশ” ছিল একটি –
(ক) দৈনিক পত্রিকা
(খ) পাক্ষিক পত্রিকা
(গ) মাসিক পত্রিকা
(ঘ) সাপ্তাহিক পত্রিকা
উঃ- (ঘ) সাপ্তাহিক পত্রিকা ।
৪৪. “ক্যালকাটা ক্রিকেট ক্লাব ” প্রতিষ্ঠিত হয়-
(ক) ১৮৯২ খ্রিস্টাব্দে
(খ) ১৭৯২ খ্রিস্টাব্দে
(গ) ১৯১৯ খ্রিস্টাব্দে
(ঘ) ১৭৯০ খ্রিস্টাব্দে
উঃ- (খ) ১৭৯২ খ্রিস্টাব্দে।
৪৫. ভারতে পরিবেশ রক্ষার জন্য একটি আন্দোলন হল-
(ক) নর্মদা বাঁচাও আন্দোলন
(খ) ওয়াহাবি আন্দোলন
(গ) একা আন্দোলন
(ঘ) গঙ্গা আন্দোলন
উঃ- (ক) নর্মদা বাঁচাও আন্দোলন ।
৪৬. রবীন্দ্রনাথ ঠাকুরের ‘জীবন স্মৃতি’ গ্রন্থাগারে প্রকাশিত হয়-
(ক) ১৩২০ বঙ্গাব্দে
(খ) ১৩১৯ বঙ্গাব্দে
(গ) ১৪১৯বঙ্গাব্দে
(ঘ) ১৪১৮ বঙ্গাব্দে
উঃ- (খ) ১৩১৯ বঙ্গাব্দে।
৪৭. তপন সিংহ যে ধরনের ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত ছিলেন?
(ক) খেলাধূলার ইতিহাস
(খ) শিল্পচর্চার ইতিহাস
(গ) দৃশ্য শিল্পের ইতিহাস
(ঘ) খেলার ইতিহাস
উঃ- (খ) শিল্পচর্চার ইতিহাস।
৪৮. নেহেরু তাঁর কন্যা ইন্দিরাকে চিঠি লিখেছিলেন-
(ক) ২০ টি
(খ) ২৫ টি
(গ) ৩০ টি
(ঘ) ৪০ টি
উঃ- (গ) ৩০ টি ।
৪৯. বিপিনচন্দ্র পালের আত্মকথা প্রথমবার প্রকাশিত হয়-
(ক) বঙ্গদর্শনে
(খ) প্রবাসীতে
(গ) সন্ধ্যাতে
(ঘ) হিতবাদীতে
উঃ- (খ) প্রবাসীতে ।
৫০. ‘বঙ্গদর্শন’ প্রত্রিকা প্রথম সম্পাদক ছিলেন-
(ক) রবীন্দ্রনাথ ঠাকুর
(খ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
(গ) বালগঙ্গাধর তিলক
(ঘ) বিপিনচন্দ্র পাল
উঃ- (খ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ।
৫১. কলহনের রাজতরঙ্গিনীর ইতিহাস অন্তর্গত হবে-
(ক) সামরিক ইতিহাসের
(খ) খেলাধূলার ইতিহাসের
(গ) স্থানীয় ইতিহাসের
(ঘ) পরিবেশের ইতিহাসের
উঃ- (গ) স্থানীয় ইতিহাসের ।
৫২. ‘জীবনের ঝরাপাতা’ যে পত্রিকায় নিয়মিত প্রকাশিত হত-
(ক) বঙ্গদর্শন
(খ) দেশ
(গ) সোমপ্রকাশ
(ঘ) সংবাদ প্রভাকর
উঃ- (খ) দেশ ।
৫৩. ভারতের প্রথম সংবাদপত্র হল-
(ক) সমাচার দর্পন
(খ) বেঙ্গল গেজেট
(গ) দিগদর্শন
(ঘ) সংবাদ প্রভাকর
উঃ- (খ) বেঙ্গল গেজেট ।
৫৪. “মেঘে ঢাকা তারা” চলচ্চিত্রের পরিচালক-
(ক) সত্যজিৎ রায়
(খ) মৃনাল সেন
(গ) ঋত্বিক ঘটক
(ঘ) তরুণ মজুমদার
উঃ- (গ) ঋত্বিক ঘটক ।
৫৫. বিবেকানন্দ আমেরিকার শিকাগোয় বিশ্বধর্ম সম্মেলনে অংশ নেন-
(ক) ১৮৯৩ খ্রিস্টাব্দে
(খ) ১৮৯৫ খ্রিস্টাব্দে
(গ) ১৮৯৬ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮৯৭ খ্রিস্টাব্দে
উঃ- (ক) ১৮৯৩ খ্রিস্টাব্দে ।
স্কলারশিপ সংক্রান্ত এই রকম গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে আমাদের Facebook Page ফলো করুন এবং Telegram চ্যানেল জয়েন করুন।
Latest Posts:
- মাধ্যমিক ইতিহাস (সপ্তম অধ্যায়) প্রশ্ম-উত্তর | Madhyamik History Chapter 7 Question Answer
- মাধ্যমিক ইতিহাস (অষ্টম অধ্যায়) প্রশ্ম-উত্তর | Madhyamik History Chapter 8 Question Answer
- মাধ্যমিক ইতিহাস (চতুর্থ অধ্যায়) প্রশ্ম-উত্তর | Madhyamik History Chapter 4 Question Answer
- মাধ্যমিক ইতিহাস (ষষ্ঠ অধ্যায়) প্রশ্ম-উত্তর | Madhyamik History Chapter 6 Question Answer
- মাধ্যমিক ইতিহাস (পঞ্চম অধ্যায়) প্রশ্ম-উত্তর | Madhyamik History Chapter 5 Question Answer