Last Updated on January 1, 2025 by Shiksha Diksha
সংঘবদ্ধতার গোড়ার কথাঃ বৈশিষ্ট্য ও বিশ্লেষণ (Madhyamik History Chapter 4)
মাধ্যমিকের ইতিহাস বিষয়ের চতুর্থ অধ্যায় (Madhyamik History Chapter 4) ‘ সংঘবদ্ধতার গোড়ার কথাঃ বৈশিষ্ট্য ও বিশ্লেষণ ‘ থেকে গুরুত্বপূর্ণ অতিসংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ম-উত্তর দেওয়া হলো। যে সমস্ত ছাত্র-ছাত্রী মাধ্যমিক পরীক্ষা দেবে তারা এই প্রশ্ম-উত্তর গুলি প্র্যাকটিস করে নিতে পারো। টেস্ট পেপার থেকে এই গুরুত্বপূর্ণ প্রশ্ম গুলি সংগ্রহ করা হয়েছে। নীচে মাধ্যমিকের ইতিহাস বিষয়ের চতুর্থ অধ্যায়ের (Madhyamik History Chapter 4) গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ম-উত্তরের লিঙ্ক দেওয়া আছে সেগুলোও প্র্যাকটিস করে নিতে পারো।
মাধ্যমিক ইতিহাস (চতুর্থ অধ্যায়) প্রশ্ম-উত্তর (Madhyamik History Chapter 4)
(১) সিপাহি বিদ্রোহ কবে সংঘটিত হয়েছিল?
উঃ- সিপাহী বিদ্রোহ ১৮৫৭ খ্রিস্টাব্দে সংঘটিত হয়েছিল ।
(২) সিপাহি বিদ্রোহের প্রথম শহিদ কে?
উঃ- মঙ্গল পান্ডে ছিলেন সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ।
(৩) মহাবিদ্রোহের সিপাহিরা ‘ভারতের সম্রাট’ বলে কাকে ঘোষণা করেছিল?
উঃ- মহাবিদ্রোহের সিপাহিরা দ্বিতীয় বাহাদুর শাহকে ‘ভারত সম্রাট’ বলে ঘোষণা করেছিল।
(৪) মিরাটে কবে সিপাহি বিদ্রোহ শুরু হয়েছিল?
উঃ- ১৮৫৭ খ্রিস্টাব্দের ১০ মে মিরাটে সিপাহি বিদ্রোহ শুরু হয়েছিল।
(৫) কুনওয়ার সিং কে ছিলেন?
উঃ- কুনওয়ার সিং ছিলেন বিহারের জগদীশপুরের জমিদার ও সিপাহী বিদ্রোহের অন্যতম নেতা।
(৬) দ্বিতীয় বাহাদুর শাহকে কোথায় নির্বাসিত করা হয়?
উঃ- দ্বিতীয় বাহাদুর শাহ কে বার্মায় অর্থাৎ বর্তমান মায়ানমারে নির্বাচিত করা হয়।
(৭) কীভাবে ভারতে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসনের অবসান ঘটেছিল?
উঃ- ১৮৫৭ খ্রিস্টাব্দে ভারত শাসন আইন দ্বারা ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসনের অবসান ঘটেছিল।
(৮) ‘হিস্ট্রি অফ ফ্রিডম মুভমেন্ট ইন ইন্ডিয়া’ গ্রন্থটির লেখক কে?
উঃ- ‘হিস্ট্রি অফ ফ্রিডম মুভমেন্ট ইন ইন্ডিয়া’ গ্রন্থটির লেখক ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার।
(৯) বিনায়ক দামোদর সাভারকার সিপাহি বিদ্রোহকে কী বলেছেন?
উঃ- বিনায়ক দামোদর সভারকার সিপাহী বিদ্রোহকে ‘ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ’ বলেছেন।
(১০) ব্রিটিশ পার্লামেন্টে ভারত বিষয়ক মন্ত্রীকে কী বলা হত?
উঃ- ব্রিটিশ পার্লামেন্টে ভারত বিষয়ক মন্ত্রীকে বলা হত ভারত সচিব।
(১১) সিপাহি বিদ্রোহের পর ভারতের শাসনভার কে গ্রহণ করেছিলেন?
উঃ- সিপাহী বিদ্রোহের পর ভারতের শাসনভার গ্রহণ করেছিলেন ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়া।
(১২) ‘মহারানির ঘোষণাপত্র’ কবে পেশ করা হয়?
উঃ- ১৮৫৭ খ্রিস্টাব্দের ১ নভেম্বর ‘মহারানীর ঘোষণাপত্র’ পেশ করা হয়।
(১৩) ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন?
উঃ- ভারতের শেষ গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং।
(১৪) ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন?
উঃ- ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং।
(১৫) ঊনবিংশ শতাব্দীতে ভারতে সভাসমিতিগুলি গড়ে ওঠার একটি উদ্দেশ্য লেখো।
উঃ- উনবিংশ শতাব্দীতে ভারতে সভাসমিতি গুলি গড়ে ওঠার একটি উদ্দেশ্য ছিল ভারতীয়দের স্বার্থ রক্ষার প্রয়োজনে ব্রিটিশ সরকারের কাছে বিভিন্ন দাবি পেশ করা।
(১৬) ‘ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি’ কবে প্রতিষ্ঠিত হয়?
উঃ- ‘ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি’ প্রতিষ্ঠিত হয় ১৮৩৯ খ্রিস্টাব্দে।
(১৭) ‘বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি’-র সম্পাদক কে ছিলেন?
উঃ- ‘বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটির’ সম্পাদক ছিলেন প্যারীচাঁদ মিত্র।
মাধ্যমিক ইতিহাস (তৃতীয় অধ্যায়) প্রশ্ম-উত্তর | Madhyamik History Chapter 3 Question Answer
(১৮) ‘পুনা সার্বজনিক সভা’ কবে প্রতিষ্ঠিত হয়?
উঃ- ১৮৬৭ খ্রিস্টাব্দে ‘পুনা সার্বজনিক সভা’ প্রতিষ্ঠিত হয়।
(১৯) ‘হিন্দুমেলা’ পূর্বে কী নামে পরিচিত ছিল?
উঃ- ‘হিন্দুমেলা’ পূর্বে ‘চৈত্রমেলা’ নামে পরিচিত ছিল।
(২০) ‘ভারতসভা’-র প্রতিষ্ঠাতা কে?
উঃ- ভারত সভার প্রতিষ্ঠাতা রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।
(২১) ভারতসভার কার্যাবলির মধ্যে গুরুত্বপূর্ণ একটির উল্লেখ করো।
উঃ- ব্রিটিশ সরকার আইসিএস পরীক্ষায় ভারতীয় ছাত্রদের বসার বয়সসীমা ২১ থেকে কমিয়ে ১৯ করার ঘটনার তীব্র প্রতিবাদ করে ভারত সভা।
(২২) ইলবার্ট কে ছিলেন?
উঃ- বড়লাট লর্ড রিপনের আইন সচিব ছিলেন ইলবার্ট।
(২৩) ‘বন্দেমাতরম্’ গানটি কোন্ উপন্যাসের অন্তর্গত?
উঃ- ‘বন্দেমাতরম’ গানটি ‘আনন্দমঠ’ উপন্যাসের অন্তর্গত।
(২৪) কোন্ বিদ্রোহের পটভূমিকায় ‘আনন্দমঠ’ উপন্যাসটি রচিত?
উঃ- সন্ন্যাসী বিদ্রোহের পটভূমিকায় ‘আনন্দমঠ’ উপন্যাসটির রচিত।
(২৫) জাতীয় কংগ্রেসের ১৮৯৬ খ্রিস্টাব্দের কলকাতা অধিবেশনে কে ‘বন্দেমাতরম্’ গানটি গেয়েছিলেন?
উঃ- জাতীয় কংগ্রেসের ১৮৯৬ খ্রিস্টাব্দের কলকাতা অধিবেশনে রবীন্দ্রনাথ ঠাকুর বন্দেমাতরম গানটি গেয়েছিলেন
(২৬) ‘বর্তমান ভারত’ প্রথম কবে গ্রন্থাকারে প্রকাশিত হয়েছিল?
উঃ- ১৯০৫ খ্রিস্টাব্দে ‘বর্তমান ভারত’ প্রথমবার গ্রন্থাকারে প্রকাশিত হয়েছিল।
(২৭) গগনেন্দ্রনাথ ঠাকুর কেন বিখ্যাত?
উঃ- গগনেন্দ্রনাথ ঠাকুর ব্যঙ্গচিত্র শিল্পী হিসেবে বিখ্যাত।
(২৮) কোন্ ঐতিহাসিক ঘটনার পটভূমিকায় ‘ভারতমাতা’ চিত্রটি অঙ্কন করা হয়েছে?
উঃ- ভারতমাতা চিত্রটি স্বদেশী ও বঙ্গভঙ্গ আন্দোলনের পটভূমিকায় অঙ্কন করা হয়েছে।
মাধ্যমিক ইতিহাস (দ্বিতীয় অধ্যায়) প্রশ্ম-উত্তর | Madhyamik History Chapter 2 Question Answer
আমাদের পোষ্টের লেটেস্ট আপডেট পেতে আমাদের Whatsapp Channel , Facebook Page জয়েন করুন এবং Telegram Channel জয়েন করুন।
Latest Posts:-
- মাধ্যমিক ইংরেজি প্রশ্ম ২০২৫ | Madhyamik English Question 2025 pdf Download
- মাধ্যমিক বাংলা প্রশ্ম ২০২৫ | Madhyamik Bengali Question 2025 pdf Download
- বাংলা প্রবন্ধ রচনা | Bangla Probondho Rochona
- WBBSE Holiday List 2025 | মধ্যশিক্ষা পর্ষদের ২০২৫ শিক্ষাবর্ষের ছুটির তালিকা
- একটি নদীর আত্মকথা- বাংলা প্রবন্ধ রচনা | Akti Nadir Atmakatha Bangla Probondho Rochona