মাধ্যমিক ইতিহাস (তৃতীয় অধ্যায়) প্রশ্ম-উত্তর | Madhyamik History Chapter 3 Question Answer

Madhyamik History Chapter 3

Last Updated on December 25, 2024 by Shiksha Diksha

পশ্চিমবঙ্গের মাধ্যমিকের ইতিহাস বিষয়ের তৃতীয় অধ্যায় (Madhyamik History Chapter 3) ” প্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য ও বিশ্লেষণ “ থেকে গুরুত্বপূর্ণ অতিসংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ম-উত্তর দেওয়া হলো। মাধ্যমিকের ইতিহাস (Madhyamik History) বিষয়ের তৃতীয় অধ্যায়ের এই সাজেস্টিভ প্রশ্ম-উত্তর গুলি টেস্ট পেপার থেকে সংগ্রহ করা হয়েছে। যে সমস্ত ছাত্র-ছাত্রী মাধ্যমিক পরীক্ষা দেবে তারা তাদের পরীক্ষার প্রস্তুতির জন্য এই প্রশ্ম-উত্তর গুলি প্র্যাকটিস করতে পারো। এই পেজে শুধুমাত্র অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ম-উত্তর দেওয়া আছে। নীচে মাধ্যমিক ইতিহাসের তৃতীয় অধ্যায়ের MCQ Type প্রশ্ম-উত্তরের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে MCQ প্রশ্ম-উত্তর গুলিও দেখে নিতে পারো।

(১) ব্রিটিশ সরকার কোন্ আইনের মাধ্যমে ভারতীয় অরণ্যের ওপর নিয়ন্ত্রণ বৃদ্ধি করে?

উত্তর- ১৮৫৫ খ্রিস্টাব্দের অরণ্য আইনের মাধ্যমে ব্রিটিশ সরকার ভারতীয় অরণ্যের উপর নিয়ন্ত্রণ বৃদ্ধি করে।

(২) ভারতে ঔপনিবেশিক শাসনকালে প্রথমবার কবে অরণ্য আইন পাস হয়েছিল?

উত্তর- ভারতে উপনিবেশিক শাসনকালে প্রথমবার ১৮৬৫ খ্রিস্টাব্দে অরণ্য আইন পাস হয়েছিল।

(৩) ডেইট্রিক ব্রান্ডিস কে ছিলেন?

উত্তর- ডেইট্রিক ব্র্যান্ডিস ছিলেন জার্মানির বনাঞ্চল বিশারদ, যিনি এ দেশে প্রথম ইন্সপেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত হন।

(৪)  কবে, কার প্রচেষ্টায় ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস চালু হয়?

উত্তর- ১৮৬৪ খ্রিস্টাব্দে ডেইট্রিক ব্রান্ডিসের প্রচেষ্টায় ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস চালু হয়।

(৫)  কবে রংপুর কৃষক বিদ্রোহ হয়?

উত্তর- ১৭৮৩ খ্রিস্টাব্দে রংপুর কৃষক বিদ্রোহ হয়।

(৬) কার বিরুদ্ধে রংপুর কৃষক বিদ্রোহ হয়েছিল?

উত্তর- ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অত্যাচারী ইজারাদার দেবী সিংহের বিরুদ্ধে রংপুর কৃষক বিদ্রোহ হয়েছিল।

(৭) রংপুর কৃষক বিদ্রোহে কে নেতৃত্ব দিয়েছিলেন?

উত্তর- রংপুর কৃষক বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন নুরুলউদ্দিন।

(৮) বনাঞ্চলগুলির ওপর ঔপনিবেশিক কর্তৃত্ব বৃদ্ধির একটি কারণ লেখো।

উত্তর- বনাঞ্চল গুলির ওপর ঔপনিবেশিক কর্তৃত্ব বৃদ্ধির একটি কারণ ছিল- রেলের স্লিপার তৈরি করার জন্য প্রয়োজনীয় কাঠ সংগ্রহ করা।

(৯) রাম্পা বিদ্রোহ কবে হয়েছিল?

উত্তর- ১৮৭৯ খ্রিস্টাব্দে রাম্পা বিদ্রোহ সংঘটিত হয়েছিল।

(১০) দ্বিতীয় পর্বের চুয়াড় বিদ্রোহ কবে হয়েছিল?

উত্তর- দ্বিতীয় পর্বের চুয়াড় বিদ্রোহের সময়কাল ছিল ১৭৯৮ – ৯৯ খ্রিস্টাব্দ।

(১১) কোন্ শব্দ থেকে চুয়াড় শব্দটির উৎপত্তি হয়?

উত্তর- ইংরেজি ‘চার’ (Char) শব্দ থেকে ‘চুয়াড়’ শব্দটির উৎপত্তি হয়।

(১২) চুয়াড় কারা?

উত্তর- চুয়াড়রা ছিল জঙ্গলমহলের ভূমিজ আদি অধিবাসী।

(১৩) চুয়াড় বিদ্রোহের দুইজন নেতার নাম লেখো।

উত্তর- চুয়াড় বিদ্রোহের দুজন নেতা ছিলেন রায়পুরের জমিদার দুর্জন সিং এবং মেদিনীপুরের রানী শিরোমণি।

(১৪) ‘পাইকান’ কী?

উত্তর- পাইকদের লেঠেল বাহিনীর ভোগ করা নিষ্কর জমিকে বলা হত পাইকান ।

(১৫) ‘ডিং-খরচা’ কী?

উত্তর- রংপুর বিদ্রোহের সময় বিদ্রোহীরা বিদ্রোহের ব্যয় নির্বাহ করার জন্য যে চাঁদা ধার্য করেছিল তা ‘ডিং- খরচা’ নামে পরিচিত ছিল।

(১৬) ‘দিকু’ কাদের বলা হত?

উত্তর- দুই বহিরাগত মহাজনদের দিকু বলত।

(১৭) চাইবাসার যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয়েছিল?

উত্তর- পোড়হাটের জমিদার ও ইংরেজ সেনাপতি রোগসেসের বাহিনীর সঙ্গে কোলদের সাঁওতালরা ১৮২০ – ২১ খ্রিস্টাব্দে চাইবাসার যুদ্ধ সংঘটিত হয়েছিল।

(১৮) সাঁওতাল বিদ্রোহ কবে সংঘটিত হয়?

উত্তর- ১৮৫৫- ৫৬ খ্রিস্টাব্দে সাঁওতাল বিদ্রোহ সংঘটিত হয়।

(১৯) ‘দামিন-ই-কোহ’ কথার অর্থ কী?

উত্তর- ‘দামিন-ই-কোহ’ কথার অর্থ হল পাহাড়ের প্রান্ত দেশ।

(২০) কোল বিদ্রোহের একটি কারণ লেখো।

উত্তর- কোল বিদ্রোহের একটি কারণ ছিল কোলদের অঞ্চলে ব্রিটিশ সরকার কর্তৃক ‘দিকু’ (বহিরাগত মহাজন) দের নিয়োগ।

(২১) কোল বিদ্রোহের দুইজন নেতার নাম লেখো।

উত্তর- সুই মুন্ডা এবং বুদ্ধ ভগত হল কোল বিদ্রোহের দুইজন নেতা।

(২২) ‘উলগুলান’ কী?

উত্তর- ‘উলগুলান’ শব্দটির অর্থ হল বিরাট তোলপাড় বা চরম বিশৃঙ্খলা।

(২৩) ‘ছোটোনাগপুর প্রজাস্বত্ব আইন’ কবে পাস হয়?

উত্তর- ১৯০৮ খ্রিস্টাব্দে ‘ছোটনাগপুর প্রজাস্বত্ব আইন’ পাস হয়।

(২৪) মুন্ডাদের বিদ্রোহটি কীধরনের বিদ্রোহ ছিল?

উত্তর- মুণ্ডাদের বিদ্রোহটি ছিল একটি উপজাতি বিদ্রোহ।

(২৫) ভিল বিদ্রোহের একজন নেতার নাম লেখো।

উত্তর- ভিল বিদ্রোহের একজন নেতার নাম শিউরাম।

(২৬) সন্ন্যাসী-ফকির বিদ্রোহ কবে সংঘটিত হয়েছিল?

উত্তর- ১৭৬৩ থেকে ১৮০০ খ্রিস্টাব্দে সন্ন্যাসী- ফকির বিদ্রোহ সংঘটিত হয়েছিল।

(২৭) পাগলপন্থী বিদ্রোহের সময়কাল লেখো।

উত্তর- ১৮২৫ থেকে ২৭ খ্রিস্টাব্দ ছিল পাগলপন্থী বিদ্রোহের সময়কাল।

(২৮) সন্ন্যাসী-ফকির বিদ্রোহের দুজন নেতার নাম লেখো।

উত্তর- সন্ন্যাসী- ফকির বিদ্রোহের দুজন নেতা ছিলেন ভবানী পাঠক ও দেবী চৌধুরানী।

(২৯) সন্ন্যাসী-ফকির বিদ্রোহ দমন করতে এসে কোন্ দুই ইংরেজ ক্যাপটেন নিহত হন?

উত্তর- ইংরেজি সেনাপতি টমসন এবং এডওয়ার্ডস সন্ন্যাসী – ফকির বিদ্রোহ দমন করতে এসে নিহত হন।

(৩০) কে সন্ন্যাসী-ফকির বিদ্রোহকে ‘পেশাগত ডাকাতদের উপদ্রব’ বলেছেন?

উত্তর- ওয়ারেন হেস্টিং সন্ন্যাসী – ফকির বিদ্রোহকে পেশাগত ডাকাতদের উপদ্রব বলেছেন।

(৩১) ভারতে ওয়াহাবি আন্দোলনের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন?

উত্তর- উত্তরপ্রদেশের রায়বেরেলির বাসিন্দা সৈয়দ আহমেদ ছিলেন ভারতে ওয়াহাবি আন্দোলনের প্রকৃত প্রতিষ্ঠাতা।

(৩২) বাংলায় ওয়াহাবি আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছিলেন?

উত্তর- বাংলায় ওয়াহাবি আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন তিতুমীর।

(৩৩) তিতুমিরের বাহিনীর প্রধানমন্ত্রী কে ছিলেন?

উত্তর- তিতুমীরের বাহিনীর প্রধানমন্ত্রী ছিলেন মৈন উদ্দিন।

(৩৪) তিতুমির কোথায় বাঁশের কেল্লা নির্মাণ করেছিলেন?

উত্তর- তিতুমীর ২৪ পরগনার বাদুড়িয়া থানার নারকেলবেড়িয়া গ্রামে বাঁশের কেল্লা নির্মাণ করেছিলেন।

(৩৫) ‘দার-উল-ইসলাম’ শব্দের অর্থ কী?

উত্তর- ‘দার-উল-ইসলাম’ শব্দের অর্থ ইসলামের পবিত্রভূমি।

(৩৬) ‘ফরাজি’ শব্দের অর্থ কী?

উত্তর- ফরাজি শব্দের অর্থ হল ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য।

(৩৭) মোহম্মদ মহসিন কী নামে অধিক পরিচিত ছিলেন?

উত্তর- মোহাম্মদ মহসিন দুদু মিঁয়া নামে অধিক পরিচিত ছিলেন।

(৩৮) ‘দার-উল-হারব’ কথাটির অর্থ কী?

উত্তর- ‘দার-উল-হারব’ কথাটির অর্থ হল ‘বিধর্মীর দেশ’।

(৩৯) নীল বিদ্রোহ কবে সংঘটিত হয়েছিল?

উত্তর- নীল বিদ্রোহ সংঘটিত হয়েছিল ১৮৫৯ – ৬০ খ্রিস্টাব্দে।

(৪০) নীল বিদ্রোহের দুজন নেতার নাম লেখো।

উত্তর- নীল বিদ্রোহের দুজন নেতা ছিলেন বিষ্ণুচরন বিশ্বাস ও দিগম্বর বিশ্বাস।

(৪১) ‘দাদন’ কী?

উত্তর- নীল চাষ করতে নীল করা চাষীকে যে অগ্রিম অর্থ প্রদান করত তাকেই বলা হতো দাদন।

(৪২) ‘নীলদর্পণ’ নাটকটি কে রচনা করেন?

উত্তর- নীলদর্পণ নাটকটি রচনা করেন দীনবন্ধু মিত্র।

(৪৩) ‘বাংলার নানাসাহেব’ কাকে বলা হয়?

উত্তর- রাম রতন মল্লিককে ‘বাংলার নানাসাহেব’ বলা হয়।

(৪৪) কে ‘বিশে ডাকাত’ নামে পরিচিত ছিলেন?

উত্তর- নীল বিদ্রোহের অন্যতম নেতা বিশ্বনাথ সর্দার ‘বিশে ডাকাত’ নামে পরিচিত ছিলেন।

(৪৫) কবে কৃত্রিম নীল রং আবিষ্কার হয়?

উত্তর- ১৮৯৮ খ্রিস্টাব্দে কৃত্রিম নীল রঙ আবিষ্কার হয়।

আমাদের পোষ্টের লেটেস্ট আপডেট পেতে আমাদের Whatsapp Channel , Facebook Page জয়েন করুন এবং Telegram Channel জয়েন করুন।

WhatsApp Channel Follow
Telegram Channel Join Now
Facebook Page Follow

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *