Last Updated on December 25, 2024 by Shiksha Diksha
প্রতিরোধ ও বিদ্রোহঃ বৈশিষ্ট্য ও বিশ্লেষণ (তৃতীয় অধ্যায়) | Madhyamik History MCQ
প্রতিরোধ ও বিদ্রোহঃ বৈশিষ্ট্য ও বিশ্লেষণ (তৃতীয় অধ্যায়) | মাধ্যমিক ইতিহাস ( Madhyamik History ) থেকে বিভিন্ন রকম সাজেস্টিভ MCQ প্রশ্ম এবং তার উত্তর করে দেওয়া হলো। যেসমস্ত ছাত্র-ছাত্রী সামনের বছর মাধ্যমিক পরীক্ষা দেবে তারা এই MCQ প্রশ্ম গুলি প্র্যাকটিস করতে পারো। এখানে তৃতীয় অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ MCQ গুলি তুলে ধরা আছে।
আরও দেখুনঃ মাধ্যমিক ইতিহাস (তৃতীয় অধ্যায়) প্রশ্ম-উত্তর | Madhyamik History Chapter 3 Question Answer
১. Indian Forest Service’ গঠিত হয়?
(ক) ১৮৩৪ খ্রিস্টাব্দে
(খ) ১৮৪৫ খ্রিস্টাব্দে
(গ) ১৮৬৪ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮৭০ খ্রিস্টাব্দে
উত্তরঃ- (গ) ১৮৬৪ খ্রিস্টাব্দে।
২. ভারতে কবে প্রথম অরণ্য আইন পাস হয়-
(ক) ১৮৩৪ খ্রিস্টাব্দে
(খ) ১৮৪৫ খ্রিস্টাব্দে
(গ) ১৮৬৪ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮৬৫ খ্রিস্টাব্দে
উত্তরঃ- (ঘ) ১৮৬৫ খ্রিস্টাব্দে।
৩. ‘বিপ্লব’ শব্দটি নিম্নোক্ত কোন্ অর্থে প্রকাশ করা যায় বলে তুমি মনে করো?
(ক) আংশিক পরিবর্তন
(খ) আমূল পরিবর্তন
(গ) সাময়িক পরিবর্তন
(ঘ) কোনোরূপ পরিবর্তন না হওয়া
উত্তরঃ- (খ) আমূল পরিবর্তন।
৪. ‘মেদিনীপুরের লক্ষ্মীবাই’ হিসেবে পরিচিত-
(ক) রানি শিরোমণি
(খ) হজরতমহল
(গ) মাতঙ্গিনি হাজরা
(ঘ) শান্তি ঘোষ
উত্তরঃ- (ক) রানি শিরোমণি।
৫. সুই মুন্ডা কোন্ বিদ্রোহের নেতা ছিলেন?
(ক) মুন্ডা বিদ্রোহের
(খ) কোল বিদ্রোহের
(গ) সাঁওতাল বিদ্রোহের
(ঘ) চুয়াড় বিদ্রোহের
উত্তরঃ- (খ) কোল বিদ্রোহের।
৬. পোড়াহাটের জমিদার ও ব্রিটিশ সেনাপতি রোগসেসের বাহিনীর বিরুদ্ধে কোলরা ‘চাইবাসার যুদ্ধ’ করেছিল-
(ক) ১৮১০-১১ খ্রিস্টাব্দে
(খ) ১৮২০-২১ খ্রিস্টাব্দে
(গ) ১৮৪০-৪১ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮৬০-৬১ খ্রিস্টাব্দে
উত্তরঃ- (খ) ১৮২০-২১ খ্রিস্টাব্দে।
৭. নুরুলউদ্দিন নেতা ছিলেন-
(ক) রংপুর বিদ্রোহের
(খ) কোল বিদ্রোহের
(গ) সাঁওতাল বিদ্রোহের
(ঘ) ভিল বিদ্রোহের
উত্তরঃ- (ক) রংপুর বিদ্রোহের।
৮. ‘হুল’ শব্দটির অর্থ হল-
(ক) বিদ্রোহ
(খ) পরব
(গ) শ্রম
(ঘ) জমি
উত্তরঃ- (ক) বিদ্রোহ।
৯. চূয়াড় বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন-
(ক) জোয়া ভগত
(খ) দুর্জন সিং
(গ) ডোমন মাঝি
(ঘ) মুশা শাহ
উত্তরঃ- (খ) দুর্জন সিং।
১০. আরণ্যক উপন্যাস থেকে কোন বিদ্রোহের কথা জানা যায় ?
(ক) কোল
(খ) ভিল
(গ) নীল
(ঘ) সাঁওতাল
উত্তরঃ- (ঘ) সাঁওতাল।
১১. রংপুর বিদ্রোহ হয়েছিল-
(ক) ১৭৭৩ খ্রিস্টাব্দে
(খ) ১৭৮৩ খ্রিস্টাব্দে
(গ) ১৭৮৯ খ্রিস্টাব্দে
(ঘ) ১৭৯৩ খ্রিস্টাব্দে
উত্তরঃ- (খ) ১৭৮৩ খ্রিস্টাব্দে।
১২. ‘দামিন-ই-কোহ’ শব্দের অর্থ কী-
(ক) পাহাড়ের প্রান্তদেশ
(খ) পাহাড়ের শীর্ষদেশ
(গ) উঁচু পদ
(ঘ) ঈশ্বরের কৃপা
উত্তরঃ- (ক) পাহাড়ের প্রান্তদেশ।
১৩. সাঁওতাল বিদ্রোহকে ভারতের প্রথম মুক্তিসংগ্রাম বলেছেন-
(ক) নরহরি কবিরাজ
(খ) রমেশচন্দ্র মজুমদার
(গ) সুপ্রকাশ রায়
(ঘ) বরুণ দে
উত্তরঃ- (গ) সুপ্রকাশ রায়।
১৪. ‘খুৎকাঠি প্রথা’-র অর্থ হল-
(ক) জমিতে সমবায়ের মালিকানা
(খ) জমিতে যৌথ মালিকানা
(গ) বেগার শ্রমদান করা
(ঘ) বিদ্রোহ করা
উত্তরঃ- (খ) জমিতে যৌথ মালিকানা।
আরও দেখুনঃ সংস্কারঃ বৈশিষ্ট্য ও পর্যালোচনা (দ্বিতীয় অধ্যায়) মাধ্যমিক ইতিহাস MCQ প্রশ্ম উত্তর | Madhyamik History Chapter 2
১৫. ‘ধরতি আবা’ বা ‘পৃথিবীর পিতা’ নামে পরিচিত ছিলেন-
(ক) বিরসা মুন্ডা
(খ) জোয়া ভকত
(গ) সিধু
(ঘ) ঝিন্দরাই মানকি
উত্তরঃ- (ক) বিরসা মুন্ডা ।
১৬. ভিল বিদ্রোহ হয়েছিল-
(ক) ১৭৯১ খ্রিস্টাব্দে
(খ) ১৮০০ খ্রিস্টাব্দে
(গ) ১৮০৯ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮১৯ খ্রিস্টাব্দে
উত্তরঃ- (ঘ) ১৮১৯ খ্রিস্টাব্দে।
১৭ মুন্ডা সমাজে ‘সিংবোঙা’ নামে পরিচিত ছিলেন-
(ক) চন্দ্র দেবতা
(খ) সূর্য দেবতা
(ঘ) বৃষ্টি দেবতা
(গ) পবন দেবতা
উত্তরঃ- (খ) সূর্য দেবতা।
১৮. ‘ছোটোনাগপুর প্রজাস্বত্ব আইন’ পাস হয়-
(ক) ১৮৯০ খ্রিস্টাব্দে
(খ) ১৯০৮ খ্রিস্টাব্দে
(গ) ১৯১৪ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯২১ খ্রিস্টাব্দে
উত্তরঃ- (খ) ১৯০৮ খ্রিস্টাব্দে।
১৯. কোল বিদ্রোহ ছিল প্রকৃতপক্ষে-
(ক) আদিবাসী বিদ্রোহ
(খ) অভিজাত বিদ্রোহ
(গ) সামন্তদের বিদ্রোহ
(ঘ) শ্রমিকদের বিদ্রোহ
উত্তরঃ- (ক) আদিবাসী বিদ্রোহ।
২০. সন্ন্যাসী-ফকির বিদ্রোহ শুরু হয়েছিল-
(ক) ১৭৬৩ খ্রিস্টাব্দে
(খ) ১৭৮৩ খ্রিস্টাব্দে
(গ) ১৭৯৯ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮০৫ খ্রিস্টাব্দে
উত্তরঃ- (ক) ১৭৬৩ খ্রিস্টাব্দে।
২১. নিম্নোক্তদের মধ্যে কে সন্ন্যাসী-ফকির বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন?
(ক) রানি শিরোমণি
(খ) জোয়া ভকত
(গ) মোহম্মদ মহসিন
(ঘ) দেবী চৌধুরানী
উত্তরঃ- (ঘ) দেবী চৌধুরানী ।
২২. ‘ওয়াহাবি’ শব্দের অর্থ-
(ক) নবজাগরণ
(খ) উত্থান
(গ) বিদ্রোহ
(ঘ) আন্দোলন
উত্তরঃ- (ক) নবজাগরণ ।
২৩. ওয়াহাবি আন্দোলনের প্রতিষ্ঠাতা ছিলেন-
(ক) তিতুমির
(খ) দুদু মিয়াঁ
(গ) মোহম্মদ বিন আবদুল ওয়াহাব
(ঘ) সৈয়দ আহমেদ ব্রেলভি
উত্তরঃ- (গ) মোহম্মদ বিন আবদুল ওয়াহাব।
২৪. তিতুমিরের প্রকৃত নাম কী ?
(ক) চিরাগ আলি
(খ) হাজি শরিয়ৎ উল্লাহ
(গ) মির নিশার আলি
(ঘ) মজনু শাহ
উত্তরঃ- (গ) মির নিশার আলি।
২৫. বারাসাত বিদ্রোহে কে নেতৃত্ব দেন?
(ক) ঝিন্দরাই মানকি
(খ) তিতুমির
(গ) মুশা শাহ
(ঘ) মজনু শা
উত্তরঃ- (খ) তিতুমির।
২৬. ‘বাঁশের কেল্লা’ তৈরি করেছিলেন কে?
(ক) হাজি শরিয়ৎ উল্লাহ
(খ) তিতুমির
(গ) সিধু
(ঘ) ডোমন মাঝি
উত্তরঃ- (খ) তিতুমির।
২৭. ‘দার-উল-হারব’ কথাটির অর্থ হল-
(ক) ইসলামের পবিত্রভূমি
(খ) সংঘবদ্ধ আক্রমণ
(গ) সমাজকল্যাণ
(ঘ) বিধর্মীদের দেশ
উত্তরঃ- (ঘ) বিধর্মীদের দেশ।
২৮. ব্রিটিশ শাসনাধীন ভারতকে ‘দার-উল-হারব’ হিসেবে চিহ্নিত করেন-
(ক) হাজি শরিয়ৎউল্লাহ
(খ) তিতুমির
(গ) দুদু মিয়াঁ
(ঘ) আবদুল ওয়াহাব
উত্তরঃ- (ক) হাজি শরিয়ৎউল্লাহ।
২৯. ‘তরিকা-ই-মোহম্মদীয়া’ শব্দটির অর্থ হল-
(ক) মোহম্মদের আদেশ
(খ) মোহম্মদের ব্যাখ্যা
(গ) মোহম্মদের নির্দেশিত পথ
(ঘ) মোহম্মদের প্রচার
উত্তরঃ- (গ) মোহম্মদের নির্দেশিত পথ।
৩০. পাগলপন্থী বিদ্রোহ কবে শুরু হয়েছিল?
(ক) ১৮২০ খ্রিস্টাব্দে
(খ) ১৮২৫ খ্রিস্টাব্দে
(গ) ১৮৩০ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮৩৫ খ্রিস্টাব্দে
উত্তরঃ- (খ) ১৮২৫ খ্রিস্টাব্দে।
৩১. পাগলপন্থী বিদ্রোহের একজন নেতা ছিলেন-
(ক) করিম শাহ
(খ) মজনু শাহ
(গ) তিতুমির
(ঘ) দুদু মিয়াঁ
উত্তরঃ- (ক) করিম শাহ ।
আরও দেখুনঃ মাধ্যমিক ইতিহাস প্রথম অধ্যায়ঃ ইতিহাসের ধারনা MCQ প্রশ্ন-উত্তর | Madhyamik History Chapter 1
৩২. ´The Blue Mutiny’ গ্রন্থটি লেখেন-
(ক) জন সিলি
(খ) ব্লেয়ার ক্লিং
(গ) রণজিৎ গুহ
(ঘ) এম. এন. রায়
উত্তরঃ- (খ) ব্লেয়ার ক্লিং।
৩৩. নীল বিদ্রোহের প্রথম শহিদ কে ছিলেন?
(ক) বিশ্বনাথ সর্দার
(খ) সোমনাথ সর্দার
(গ) কাদের আলি
(ঘ) মেঘাই সর্দার
উত্তরঃ- (ঘ) মেঘাই সর্দার।
৩৪. ‘বাংলার নানাসাহেব’ বলা হয়-
(ক) রামরতন মল্লিককে
(খ) বিন্নুচরণ বিশ্বাসকে
(গ) টিপু সুলতানকে
(ঘ) বিরসা মুন্ডাকে
উত্তরঃ- (ক) রামরতন মল্লিককে।
৩৫. বাংলার ‘ওয়াট-টাইলার’ নামে পরিচিত ছিলেন-
(ক) রামরতন মল্লিক ও বৈদ্যনাথ সর্দার
(খ) দিগম্বর বিশ্বাস ও বিষ্ণুচরণ বিশ্বাস
(গ) কাদের মোল্লা ও রফিক মন্ডল
(ঘ) মেঘাই সর্দার ও বিশ্বনাথ সর্দার
উত্তরঃ- (খ) দিগম্বর বিশ্বাস ও বিষ্ণুচরণ বিশ্বাস।
৩৬. নীল কমিশন গঠিত হয়-
(ক) ১৮৫০ খ্রিস্টাব্দে
(খ) ১৮৫৫ খ্রিস্টাব্দে
(গ) ১৮৬০ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮৬৫ খ্রিস্টাব্দে
উত্তরঃ- (গ) ১৮৬০ খ্রিস্টাব্দে ।
৩৭. পাবনা কৃষক বিদ্রোহ হয়েছিল-
(ক) ১৮৭০ খ্রিস্টাব্দে
(খ) ১৮৭২ খ্রিস্টাব্দে
(গ) ১৮৭৪ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮৭৬ খ্রিস্টাব্দে
উত্তরঃ- (ক) ১৮৭০ খ্রিস্টাব্দে।
৩৮. কোন বিদ্রোহের ফলস্বরূপ “বঙ্গীয় প্রজাতন্ত্র আইন” পাস হয়েছিল?
(ক) মুণ্ডা বিদ্রোহ
(খ) কোল বিদ্রোহ
(গ) সাঁওতাল বিদ্রোহ
(ঘ) পাবনার কৃষক বিদ্রোহ
উত্তরঃ- (ঘ) পাবনার কৃষক বিদ্রোহ ।
আমাদের পোষ্টের লেটেস্ট আপডেট পেতে আমাদের Whatsapp Channel জয়েন করুন এবং Telegram Channel জয়েন করুন।
Also Read:
- WBBSE Holiday List 2025 | মধ্যশিক্ষা পর্ষদের ২০২৫ শিক্ষাবর্ষের ছুটির তালিকা
- একটি নদীর আত্মকথা- বাংলা প্রবন্ধ রচনা | Akti Nadir Atmakatha Bangla Probondho Rochona
- মাধ্যমিক ইতিহাস (সপ্তম অধ্যায়) প্রশ্ম-উত্তর | Madhyamik History Chapter 7 Question Answer
- মাধ্যমিক ইতিহাস (অষ্টম অধ্যায়) প্রশ্ম-উত্তর | Madhyamik History Chapter 8 Question Answer
- মাধ্যমিক ইতিহাস (চতুর্থ অধ্যায়) প্রশ্ম-উত্তর | Madhyamik History Chapter 4 Question Answer