Last Updated on May 30, 2024 by Shiksha Diksha
মাধ্যমিক ইতিহাস ( Madhyamik History) বিষয়ের অষ্টম অধ্যায় ” বিশ শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলনঃ বৈশিষ্ট্য ও পর্যালোচনা ” থেকে সমস্ত রকম গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ম এবং তার উত্তর করা হলো। যে সমস্ত ছাত্র-ছাত্রী এই বছর মাধ্যমিক পরীক্ষা দেবে এই প্রশ্ম-উত্তর গুলি একবার দেখে নিতে পারো। মাধ্যমিক ইতিহাস বিষয়ের ষষ্ঠ অধ্যায় (Madhyamik History Chapter 6 MCQ) থেকে এই MCQ প্রশ্মগুলি খুবই গুরুত্বপূর্ণ।
১. বঙ্গভঙ্গের দিন ঘোষিত হয়েছিল ১৯০৫ খ্রিস্টাব্দের-
(ক) ৬ অক্টোবর
(খ) ১৬ অক্টোবর
(গ) ২০ অক্টোবর
(ঘ) ২৫ অক্টোবর
উত্তরঃ- (গ) ২০ অক্টোবর।
২. অহিংস অসহযোগ আন্দোলনের সূচনা ঘটেছিল-
(ক) ১৯২০ খ্রিস্টাব্দে
(খ) ১৯২৩ খ্রিস্টাব্দে
(গ) ১৯২৫ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৩০ খ্রিস্টাব্দে
উত্তরঃ- (ক) ১৯২০ খ্রিস্টাব্দে।
৩. ‘চৌরিচৌরার ঘটনা’ ঘটেছিল-
(ক) ১৯২০ খ্রিস্টাব্দে
(খ) ১৯২২ খ্রিস্টাব্দে
(গ) ১৯২৫ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৩০ খ্রিস্টাব্দে
উত্তরঃ- (খ) ১৯২২ খ্রিস্টাব্দে।
৪. ‘দেশপ্রাণ’ বলা হয়-
(ক) সতীশচন্দ্র সামন্তকে
(খ) অরবিন্দ ঘোষকে
(গ) এন. জি. রঙ্গকে
(ঘ) বীরেন্দ্রনাথ শাসমলকে
উত্তরঃ- (ঘ) বীরেন্দ্রনাথ শাসমলকে।
৫. ‘কুনবি’ হল-
(ক) গুজরাটের এক কৃষক শ্রেণি
(খ) বাংলার এক কৃষক শ্রেণি
(গ) অসমের এক কৃষক শ্রেণি
(ঘ) নাগাল্যান্ডের এক কৃষক শ্রেণি
উত্তরঃ- (ক) গুজরাটের এক কৃষক শ্রেণি ।
৬. ‘একা’ আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন-
(ক) এন. জি. রঙ্গ
(খ) বিজয় সিং পথিক
(গ) মাদারি পাসি
(ঘ) বাবা রামচন্দ্র
উত্তরঃ- (গ) মাদারি পাসি।
আরও দেখুনঃ মাধ্যমিক ইতিহাস অনলাইন মক টেস্ট | Madhyamik History Online Mock Test Chapter -1
৭. ‘বারদৌলি সত্যাগ্রহ’ আন্দোলনের কেন্দ্রস্থল বারদৌলি অবস্থিত-
(ক) রাজস্থানে
(খ) পাঞ্চাবে
(গ) গুজরাটে
(ঘ) বিহারে
উত্তরঃ- (গ) গুজরাটে ।
৮. ‘বারদৌলি সত্যাগ্রহ’ টি হয়েছিল-
(ক) ১৯২২ খ্রিস্টাব্দে
(খ) ১৯২৮ খ্রিস্টাব্দে
(গ) ১৯৩৮ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৩২ খ্রিস্টাব্দে
উত্তরঃ- (খ) ১৯২৮ খ্রিস্টাব্দে।
৯. মোপলা বিদ্রোহটি হয়েছিল-
(ক) কোঙ্কন উপকূলে
(খ) গোদাবরী উপত্যকায়
(গ) করমণ্ডল উপকূল
(ঘ) মালাবার উপকূলে
উত্তরঃ- (ঘ) মালাবার উপকূলে ।
১০. ‘সর্বভারতীয় কিষান সভা’-র প্রথম সভাপতি ছিলেন-
(ক) এন. জি. রঙ্গ
(খ) ফজলুল হক
(গ) স্বামী সহজানন্দ
(ঘ) মানিকলাল বর্মা
উত্তরঃ- (গ) স্বামী সহজানন্দ।
১১. ‘তেভাগা আন্দোলন’-টি হয়েছিল-
(ক) ১৯৪৬-৪৭ খ্রিস্টাব্দে
(খ) ১৯৪৮-৪৯ খ্রিস্টাব্দে
(গ) ১৯৫০-৫১ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৫১-৫২ খ্রিস্টাব্দে
উত্তরঃ- (ক) ১৯৪৬-৪৭ খ্রিস্টাব্দে ।
১২. ‘লাঙল যার জমি তার’ স্লোগানটি কোন্ আন্দোলনের সঙ্গে যুক্ত ?
(ক) তেভাগা আন্দোলন
(খ) তেলেঙ্গানা আন্দোলন
(গ) অসহযোগ আন্দোলন
(ঘ) একা আন্দোলন
উত্তরঃ- (ক) তেভাগা আন্দোলন।
১৩. তেলেঙ্গা কৃষক বিদ্রোহের সূচনা ঘটেছিল-
(ক) ১৯৪২ খ্রিস্টাব্দে
(খ) ১৯৪৪ খ্রিস্টাব্দে
(গ) ১৯৪৬ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৪৮ খ্রিস্টাব্দে
উত্তরঃ- (গ) ১৯৪৬ খ্রিস্টাব্দে।
১৪. রাম্পা উপজাতি বিদ্রোহ হয়েছিল-
(ক) কোঙ্কন উপকূলে
(খ) গোদাবরী উপত্যকায়
(গ) করমণ্ডল উপকূলে
(ঘ) মালাবার উপকূলে
উত্তরঃ- (খ) গোদাবরী উপত্যকায়।
১৫. রাম্পা বিদ্রোহের সূত্রপাত ঘটেছিল-
(ক) ১৯১৬ খ্রিস্টাব্দে
(খ) ১৯১৮ খ্রিস্টাব্দে
(গ) ১৯২০ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯২২ খ্রিস্টাব্দে
উত্তরঃ- (ঘ) ১৯২২ খ্রিস্টাব্দে।
১৬. রাম্পা বিদ্রোহের নেতা ছিলেন-
(ক) মাদারি পাসি
(খ) মানিকলাল বর্মা
(গ) আল্লুরি সীতারাম রাজু
(ঘ) স্বামী সহজানন্দ
উত্তরঃ- (গ) আল্লুরি সীতারাম রাজু ।
১৭. ভাইকম সত্যাগ্রহ ভারতের কোথায় হয়েছিল?
(ক) বাংলায়
(খ) পাঞ্জাবে
(গ) মহারাষ্ট্রে
(ঘ) রাজস্থানে
উত্তরঃ- (গ) মহারাষ্ট্রে।
১৮. ভাইকম সত্যাগ্রহের সূত্রপাত ঘটেছিল-
(ক) ১৯২৪ খ্রিস্টাব্দে
(খ) ১৯২৮ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৩৫ খ্রিস্টাব্দে
(গ) ১৯৩০ খ্রিস্টাব্দে
উত্তরঃ- (ক) ১৯২৪ খ্রিস্টাব্দে।
১৯. আইন অমান্য আন্দোলনের সূত্রপাত ঘটেছিল-
(ক) ১৯২২ খ্রিস্টাব্দে
(খ) ১৯৩৪ খ্রিস্টাব্দে
(গ) ১৯৩০ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৪২ খ্রিস্টাব্দে
উত্তরঃ- (খ) ১৯৩০ খ্রিস্টাব্দে।
২০. ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল-
(ক) ১৯৪২ খ্রিস্টাব্দে
(গ) ১৯৪৫ খ্রিস্টাব্দে
(গ) ১৯৪৪ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৪৬ খ্রিস্টাব্দে
উত্তরঃ- (ক) ১৯৪২ খ্রিস্টাব্দে।
২১. ‘চম্পারণ কৃষি বিল’ কবে পাস হয়েছিল?
(ক) ১৯১৮ খ্রিস্টাব্দে
(খ) ১৯২০ খ্রিস্টাব্দে
(গ) ১৯২৫ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯২৮ খ্রিস্টাব্দে
উত্তরঃ- (ক) ১৯১৮ খ্রিস্টাব্দে।
২২. গান্ধিজি তাঁর ডান্ডি অভিযানের সূত্রপাত ঘটিয়েছিলেন-
(ক) চৌরিচৌরা থেকে
(খ) প্রতাপগড় থেকে
(গ) ভাগলপুর থেকে
(ঘ) সবরমতি থেকে
উত্তরঃ- (ঘ) সবরমতি থেকে।
২৩. ‘নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস’ (AITUC)-এর প্রতিষ্ঠা হয়েছিল-
(ক) ১৯১৪ খ্রিস্টাব্দে
(খ) ১৯১৬ খ্রিস্টাব্দে
(গ) ১৯২০ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯২৫ খ্রিস্টাব্দে
উত্তরঃ- (গ) ১৯২০ খ্রিস্টাব্দে।
২৪. ‘দি সোশ্যালিস্ট’ পত্রিকাটির সম্পাদক ছিলেন-
(ক) লালা লাজপত রায়
(খ) এস. এ ডাঙ্গে
(গ) এম. এন. রায়
(ঘ) সি. চেট্টিয়ার
উত্তরঃ- (খ) এস. এ ডাঙ্গে ।
২৫. ভারতে প্রথমবার ‘মে দিবস’ পালিত হয়েছিল-
(ক) ১৯১৯ খ্রিস্টাব্দের ১ মে
(খ) ১৯২০ খ্রিস্টাব্দের ১ মে
(গ) ১৯২৩ খ্রিস্টাব্দের ১ মে
(ঘ) ১৯৩০ খ্রিস্টাব্দের ১ মে
উত্তরঃ- (গ) ১৯২৩ খ্রিস্টাব্দের ১ মে ।
২৬. AITUC-এর প্রথম সভাপতি-
(ক) লালা লাজপত রায়
(খ) বি.জি. তিলক
(গ) এস. এ. ডাঙ্গে
(ঘ) লালা হরদয়াল
উত্তরঃ- (ক) লালা লাজপত রায়।
২৭. ‘মাদ্রাজ লেবার ইউনিয়ন’ কে গঠন করেন?
(ক) বি. পি. ওয়াদিয়া
(খ) এস. এ. ডাঙ্গে
(গ) বি. জি. তিলক
(ঘ) এম. এন. রায়
উত্তরঃ- (ক) বি. পি. ওয়াদিয়া।
২৮. ‘মাদ্রাজ লেবার ইউনিয়ন’ প্রতিষ্ঠিত হয়-
(ক) ১৯১৫ খ্রিস্টাব্দে
(খ) ১৯১৮ খ্রিস্টাব্দে
(গ) ১৯২৪ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৩০ খ্রিস্টাব্দে
উত্তরঃ- (খ) ১৯১৮ খ্রিস্টাব্দে।
২৯. ভারতের প্রথম ট্রেড ইউনিয়নটির নাম হল-
(ক) কলকাতা লেবার ইউনিয়ন
(খ) পাটনা লেবার ইউনিয়ন
(গ) সুরাট লেবার ইউনিয়ন
(ঘ) মাদ্রাজ লেবার ইউনিয়ন
উত্তরঃ- (ঘ) মাদ্রাজ লেবার ইউনিয়ন।
৩০. ‘কংগ্রেস সমাজতন্ত্রী দল’-এর প্রতিষ্ঠাতা-
(ক) এস. এ. ডাঙ্গে
(খ) লালা লাজপত রায়
(গ) জয়প্রকাশ নারায়ণ
(ঘ) সি. চেট্টিয়ার
উত্তরঃ- (গ) জয়প্রকাশ নারায়ণ।
৩১. ‘লাঙল’ পত্রিকার সম্পাদক ছিলেন-
(ক) কাজী নজরুল ইসলাম
(খ) এস. এ. ডাঙ্গে
(গ) পি.সি. যোশী
(ঘ) সি. চেট্টিয়ার
উত্তরঃ- (ক) কাজী নজরুল ইসলাম।
৩২. ‘গণবাণী’ পত্রিকার সম্পাদনার সঙ্গে যুক্ত ছিলেন-
(ক) সামসউদ্দিন হোসেন
(খ) কাজী নজরুল ইসলাম
(গ) পি.সি. যোশী
(ঘ) মুজাফ্ফর আহমেদ
উত্তরঃ- (ঘ) মুজাফ্ফর আহমেদ।
৩৩. ‘সারা ভারত ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি’ গঠিত হয়েছিল-
(ক) ১৯২৫ খ্রিস্টাব্দে
(খ) ১৯২৮ খ্রিস্টাব্দে
(গ) ১৯৩৪ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৪০ খ্রিস্টাব্দে
উত্তরঃ- (খ) ১৯২৮ খ্রিস্টাব্দে ।
৩৪. ‘গিরনি কামগার ইউনিয়ন’ প্রতিষ্ঠিত হয়েছিল-
(ক) ১৯২৫ খ্রিস্টাব্দে
(খ) ১৯২৬ খ্রিস্টাব্দে
(গ) ১৯২৮ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৩২ খ্রিস্টাব্দে
উত্তরঃ- (খ) ১৯২৮ খ্রিস্টাব্দে ।
৩৫. ‘কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি’ গড়ে উঠেছিল-
(ক) ১৯২৬ খ্রিস্টাব্দে
(খ) ১৯২৮ খ্রিস্টাব্দে
(গ) ১৯৪২ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৩৪ খ্রিস্টাব্দে
উত্তরঃ- (ঘ) ১৯৩৪ খ্রিস্টাব্দে।
৩৬. মানবেন্দ্রনাথ রায়ের প্রকৃত নাম-
(ক) নরেন্দ্রনাথ ভট্টাচার্য
(খ) নরেন্দ্রনাথ গুপ্ত
(গ) নরেন্দ্রনাথ রায়
(ঘ) নরেন্দ্রনাথ মুখার্জী
উত্তরঃ- (ক) নরেন্দ্রনাথ ভট্টাচার্য ।
৩৭. মানবেন্দ্রনাথ রায় রচিত বিখ্যাত গ্রন্থ হল-
(ক) ইন্ডিয়া ইন ট্রানজিশন
(খ) হিন্দ স্বরাজ
(গ) ট্রেন টু পাকিস্তান
(ঘ) দ্য ইন্ডিয়ান স্ট্রাগল
উত্তরঃ- (ক) ইন্ডিয়া ইন ট্রানজিশন ।
৩৮. ‘র্যাডিক্যাল ডেমোক্র্যাটিক পার্টি’-র প্রতিষ্ঠা হয়-
(ক) ১৯৩৯ খ্রিস্টাব্দে
(খ) ১৯৪১ খ্রিস্টাব্দে
(গ) ১৯৪০ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৪২ খ্রিস্টাব্দে
উত্তরঃ- (গ) ১৯৪০ খ্রিস্টাব্দে।
৩৯. ‘র্যাডিক্যাল ডেমোক্র্যাটিক পার্টি’ গঠন করেন-
(ক) জয়প্রকাশ নারায়ণ
(খ) মানবেন্দ্রনাথ রায়
(গ) এস. এ ডাঙ্গে
(ঘ) পি. সি. যোশী
উত্তরঃ- (খ) মানবেন্দ্রনাথ রায়।
৪০. ‘মিরাট ষড়যন্ত্র মামলা’ হয়েছিল-
(ক) ১৯২১ খ্রিস্টাব্দে
(খ) ১৯২৭ খ্রিস্টাব্দে
(গ) ১৯২৩ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯২৯ খ্রিস্টাব্দে
উত্তরঃ- (ঘ) ১৯২৯ খ্রিস্টাব্দে।
আমাদের পোষ্টের লেটেস্ট আপডেট পেতে আমাদের Whatsapp Channel জয়েন করুন এবং Telegram Channel জয়েন করুন।
- পশ্চিমবঙ্গ নবম শ্রেণীর নতুন সিলেবাস | WBBSE Class 9 Syllabus
- নবম শ্রেণীর ইংরেজী সিলেবাস | Class 9 English Syllabus
- Layer-2 Admit Card 2024 | বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড ২০২৪
- ঐক্যশ্রী স্কলারশিপ ২০২৪ আবেদনের শেষ তারিখ, যোগ্যতা | Aikyashree Scholarship 2024
- NMMS Scholarship 2024 | আবেদনের পদ্ধতি, পরীক্ষার তারিখ