Last Updated on December 25, 2024 by Shiksha Diksha
সংস্কারঃ বৈশিষ্ট্য ও পর্যালোচনা (দ্বিতীয় অধ্যায়) | Madhyamik History Chapter 2
মাধ্যমিকের ইতিহাস বিষয়ের দ্বিতীয় অধ্যায় ” সংস্কারঃ বৈশিষ্ট্য ও পর্যালোচনা ” থেকে সমস্ত রকম MCQ প্রশ্ন এবং তার উত্তর (Madhyamik History Chapter 2 MCQ) করে দেওয়া হলো। যে সমস্ত ছাত্র-ছাত্রী সামনের বছর মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের খুব উপকার হবে। এখানে ইতিহাস বিষয়ের দ্বিতীয় অধ্যায়ের সাজেসটিভ MCQ উত্তরসহ করে দেওয়া আছে।
আরও দেখুনঃ মাধ্যমিক ইতিহাস দ্বিতীয় অধ্যায়ের অতি সংক্ষিপ্ত (VSAQ) প্রশ্ম-উত্তর লিঙ্ক।
১. ‘বামাবোধিনী’ পত্রিকা মুখপাত্র ছিল-
(ক) ব্রাহ্মসভার
(খ) জমিদার সভার
(গ) বামাবোধিনী সভার
(ঘ) ভারতসভার
উত্তরঃ- (গ) বামাবোধিনী সভার।
২. ‘বামাবোধিনী’ পত্রিকার স্বত্বাধিকারী ও সম্পাদক ছিলেন-
(ক) উমেশচন্দ্র দত্ত
(খ) দ্বারকানাথ বিদ্যাভূষণ
(ঘ) শিশিরকুমার ঘোষ
(গ) কৃষ্ণচন্দ্র মজুমদার
উত্তরঃ- (ক) উমেশচন্দ্র দত্ত।
৩. ‘হিন্দু প্যাট্রিয়ট’ পত্রিকার প্রথম প্রকাশ ঘটে-
(ক) ১৮১৩ খ্রিস্টাব্দে
(খ) ১৮৫৩ খ্রিস্টাব্দে
(গ) ১৮৬৫ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮৭০ খ্রিস্টাব্দে
উত্তরঃ- (খ) ১৮৫৩ খ্রিস্টাব্দে।
৪. ‘হিন্দু প্যাট্রিয়ট’ পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন-
(ক) গিরিশচন্দ্র ঘোষ
(খ) হরিশচন্দ্র চট্টোপাধ্যায়
(গ) ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়
(ঘ) উমেশচন্দ্র দত্ত
উত্তরঃ- (ক) গিরিশচন্দ্র ঘোষ।
৫. ‘সংবাদ প্রভাকর’ সংবাদপত্রের সঙ্গে যুক্ত ছিলেন-
(ক) ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়
(খ) ঈশ্বরীপ্রসাদ বসু
(গ) ঈশ্বর রায়চৌধুরী
(ঘ) ঈশ্বরচন্দ্র গুপ্ত
উত্তরঃ- (ঘ) ঈশ্বরচন্দ্র গুপ্ত।
৬. গ্রামীণ সংবাদপত্রের জনক বলা হয়-
(ক) সোমপ্রকাশকে
(খ) গ্রামবার্ত্তা প্রকাশিকাকে
(গ) হিন্দু প্যাট্রিয়টকে
(ঘ) অমৃত বাজার পত্রিকাকে
উত্তরঃ- (খ) গ্রামবার্ত্তা প্রকাশিকাকে।
৭. ‘গ্রামবার্তা প্রকাশিকা’ প্রথমবার প্রকাশিত হয়।-
(ক) ১৮২০ খ্রিস্টাব্দে
(খ) ১৮৩৩ খ্রিস্টাব্দে
(গ) ১৮৬৩ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮৭৩ খ্রিস্টাব্দে
উত্তরঃ- (গ) ১৮৬৩ খ্রিস্টাব্দে।
৮. ‘হুতোমপ্যাঁচা’ কার ছদ্মনাম?
(ক) শিশিরকুমার ঘোষের
(খ) উমেশচন্দ্র দত্তের
(গ) কালীপ্রসন্ন সিংহের
(ঘ) অমৃতলাল বসুর
উত্তরঃ- (গ) কালীপ্রসন্ন সিংহের।
৯. ‘হুতোমপ্যাঁচার নক্সা’ রচনা করেন-
(ক) শিশিরকুমার ঘোষ
(খ) উমেশচন্দ্র দত্তের
(গ) কালীপ্রসন্ন সিংহ
(ঘ) অমৃতলাল বসু
উত্তরঃ- (গ) কালীপ্রসন্ন সিংহ।
১০. দীনবন্ধু মিত্রের ‘নীলদর্পণ’ হল একটি-
(ক) পত্রিকা
(খ) কাব্যগ্রন্থ
(গ) কবিতা
(ঘ) নাটক
উত্তরঃ- (ঘ) নাটক।
১১. ‘নীলদর্পণ’ প্রথমবার প্রকাশিত হয়-
(ক) ১৮৬০ খ্রিস্টাব্দে
(খ) ১৮৭০ খ্রিস্টাব্দে
(গ) ১৮৮০ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮৯০ খ্রিস্টাব্দে
উত্তরঃ- (ক) ১৮৬০ খ্রিস্টাব্দে।
১২. সূচনাকালে ‘হিন্দু প্যাট্রিয়ট’ ছিল একটি-
(ক) দৈনিক পত্রিকা
(গ) পাক্ষিক পত্রিকা
(খ) সাপ্তাহিক পত্রিকা
(ঘ) মাসিক পত্রিকা
উত্তরঃ- (খ) সাপ্তাহিক পত্রিকা।
১৩. ন্যাশনাল থিয়েটারের প্রতিষ্ঠা হয়-
(ক) ১৮৩২ খ্রিস্টাব্দে
(গ) ১৮৭২ খ্রিস্টাব্দে
(খ) ১৮৫২ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮৯২ খ্রিস্টাব্দে
উত্তরঃ- (গ) ১৮৭২ খ্রিস্টাব্দে।
১৪. ‘নীলদর্পণ’-এর ইংরেজি অনুবাদটি প্রকাশিত হয় যার নামে তিনি হলেন-
(ক) দীনবন্ধু মিত্র
(খ) মাইকেল মধুসূদন দত্ত
(গ) গিরিশচন্দ্র ঘোষ
(ঘ) রেভারেন্ড জেমস লং
উত্তরঃ- (ঘ) রেভারেন্ড জেমস লং।
১৫. ‘জনশিক্ষা কমিটি’ বা ‘কমিটি অব পাবলিক ইনস্ট্রাকশন’ গঠিত হয়-
(ক) ১৮১৩ খ্রিস্টাব্দে
(খ) ১৮২৩ খ্রিস্টাব্দে
(গ) ১৮৩৩ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮৪৩ খ্রিস্টাব্দে
উত্তরঃ- (খ) ১৮২৩ খ্রিস্টাব্দে।
১৬. জনশিক্ষা কমিটির সভাপতি ছিলেন-
(ক) টমাস মেকলে
(খ) উইলিয়াম জোনস
(গ) কোলব্রুক
(ঘ) ডেভিড ড্রামন্ড
উত্তরঃ- (ক) টমাস মেকলে।
১৭. মেকলে মিনিট প্রকাশিত হয়-
(ক) ১৮০৫ খ্রিস্টাব্দে
(খ) ১৮২০ খ্রিস্টাব্দে
(গ) ১৮৩২ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮৩৫ খ্রিস্টাব্দে
উত্তরঃ- (ঘ) ১৮৩৫ খ্রিস্টাব্দে।
১৮. ভারতে পাশ্চাত্য শিক্ষার ‘ম্যাগনাকার্টা’ বলা হয়-
(ক) মেকলে মিনিটকে
(খ) উডের ডেসপ্যাচকে
(গ) চুঁইয়ে পড়া নীতিকে
(ঘ) অকল্যান্ড মিনিটকে
উত্তরঃ- (খ) উডের ডেসপ্যাচকে।
১৯. ভারতে প্রাচ্য ও পাশ্চাত্য শিক্ষা বিষয়ক দ্বন্দ্বের অবসান ঘটে-
(ক) চুঁইয়ে পড়া নীতির দ্বারা
(খ) উডের ডেসপ্যাচ দ্বারা
(গ) জনশিক্ষা কমিটির দ্বারা
(ঘ) মেকলে মিনিট দ্বারা
আরও দেখুনঃ মাধ্যমিক ইতিহাস প্রথম অধ্যায়ঃ ইতিহাসের ধারনা MCQ প্রশ্ন-উত্তর | Madhyamik History Chapter 1 MCQ
উত্তরঃ- (ঘ) মেকলে মিনিট দ্বারা।
২০. ‘ফোর্ট উইলিয়াম কলেজ’ প্রতিষ্ঠিত হয়-
(ক) ১৮০০ খ্রিস্টাব্দে
(খ) ১৮২০ খ্রিস্টাব্দে
(গ) ১৮২৫ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮৩০ খ্রিস্টাব্দে
উত্তরঃ- (ক) ১৮০০ খ্রিস্টাব্দে।
২১. ‘হিন্দু কলেজ’ প্রতিষ্ঠিত হয়-
(ক) ১৮১১ খ্রিস্টাব্দে
(খ) ১৮১৫ খ্রিস্টাব্দে
(গ) ১৮১৭ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮২০ খ্রিস্টাব্দে
উত্তরঃ- (গ) ১৮১৭ খ্রিস্টাব্দে।
২২. ‘কলকাতা স্কুল বুক সোসাইটি’ গঠিত হয়-
(ক) ১৮১৭ খ্রিস্টাব্দে
(খ) ১৮২৮ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮৪৯ খ্রিস্টাব্দে
(গ) ১৮৪১ খ্রিস্টাব্দে
উত্তরঃ- (গ) ১৮১৭ খ্রিস্টাব্দে।
২৩. ‘হিন্দু কলেজের বর্তমান নাম কী-
(ক) স্কটিশচার্চ কলেজ
(খ) বেথুন কলেজ
(গ) প্রেসিডেন্সি কলেজ
(ঘ) সুরেন্দ্রনাথ কলেজ
উত্তরঃ- (গ) প্রেসিডেন্সি কলেজ।
২৪. ‘বেথুন স্কুল’ প্রতিষ্ঠিত হয়-
(ক) ১৮৪৯ খ্রিস্টাব্দে
(খ) ১৮৫৫ খ্রিস্টাব্দে
(গ) ১৮৫৯ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮৬২ খ্রিস্টাব্দে
উত্তরঃ- (ক) ১৮৪৯ খ্রিস্টাব্দে।
২৫. স্কটিশচার্চ কলেজের পূর্ব নাম ছিল-
(ক) হিন্দু কলেজ
(খ) জেনারেল অ্যাসেম্বলিজ ইন্সটিটিউশন
(গ) এলফিনস্টোন কলেজ
(ঘ) মেট্রোপলিটান কলেজ
উত্তরঃ- (খ) জেনারেল অ্যাসেম্বলিজ ইন্সটিটিউশন।
২৬. ব্রাহুসমাজের মুখপত্র ছিল-
(ক) বামাবোধিনী পত্রিকা
(খ) বিদ্যাহারাবলী পত্রিকা
(গ) সর্বশুভকরী পত্রিকা
(ঘ) তত্ত্ববোধিনী পত্রিকা
উত্তরঃ- (ঘ) তত্ত্ববোধিনী পত্রিকা।
১.২৭ ‘কলকাতা মেডিকেল কলেজ’ স্থাপিত হয়-
(ক) ১৮১৫ খ্রিস্টাব্দে
(খ) ১৮২৫ খ্রিস্টাব্দে
(গ) ১৮৩৫ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮৪০ খ্রিস্টাব্দে
উত্তরঃ- (গ) ১৮৩৫ খ্রিস্টাব্দে।
২৮. কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ-
(ক) ড. এন. ওয়ালিশ
(খ) ড. জে. গ্রান্ট
(গ) ড. এম. জে. ব্রামলি
(ঘ) ড. এইচ. এইচ. গুডিভ
উত্তরঃ- (গ) ড. এম. জে. ব্রামলি।
২৯. ‘লন্ডন ফার্মাকোপিয়া’ এবং ‘অ্যানাটমি’ নামক দুটি গ্রন্থের বঙ্গানুবাদ করেন-
(ক) রাজকৃষ্ণ দে
(খ) উমাচরণ শেঠ
(গ) দ্বারকানাথ গুপ্ত
(ঘ) মধুসূদন গুপ্ত
উত্তরঃ- (ঘ) মধুসূদন গুপ্ত।
৩০. কলিকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য-
(ক) উইলিয়াম কোলভিল
(খ) চার্লস উড
(গ) টমাস মেকলে
(ঘ) চার্লস গ্র্যান্ট প্রতিষ্ঠা হয়
উত্তরঃ- (ক) উইলিয়াম কোলভিল।
৩১. কলিকাতা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা হয়-
(ক) ১৮৪৭ খ্রিস্টাব্দে
(খ) ১৮৫২ খ্রিস্টাব্দে
(গ) ১৮৫৭ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮৭৫ খ্রিস্টাব্দে
উত্তরঃ- (গ) ১৮৫৭ খ্রিস্টাব্দে।
৩২. ‘আধুনিক ভারতের জনক’ বলা হয়-
(ক) রাজা রামমোহন রায়কে
(খ) বিদ্যাসাগরকে
(গ) কেশবচন্দ্র সেনকে
(ঘ) দেবেন্দ্রনাথ ঠাকুরকে
উত্তরঃ- (ক) রাজা রামমোহন রায়কে।
৩৩. সতীদাহপ্রথা রদ করেন-
(ক) লর্ড ডাফরিন
(খ) লর্ড আমহার্স্ট
(গ) লর্ড কার্জন
(ঘ) লর্ড বেন্টিঙ্ক
উত্তরঃ- (ঘ) লর্ড বেন্টিঙ্ক ।
৩৪ সতীদাহপ্রথা রদ হয়-
(ক) ১৮২০ খ্রিস্টাব্দে
(খ) ১৮২৯ খ্রিস্টাব্দে
(গ) ১৮৩৫ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮৪৫ খ্রিস্টাব্দে
উত্তরঃ- (খ) ১৮২৯ খ্রিস্টাব্দে ।
৩৫. বিধবাবিবাহ আইন পাস করেন-
(ক) লর্ড ক্যানিং
(খ) লর্ড বেন্টিঙ্ক
(গ) লর্ড ডাফরিন
(ঘ) লর্ড কর্নওয়ালিশ
উত্তরঃ- (ক) লর্ড ক্যানিং।
৩৬. ‘বিধবাবিবাহ আইন’ পাস হয়-
(ক) ১৮৪৬ খ্রিস্টাব্দে
(খ) ১৮৫৬ খ্রিস্টাব্দে
(গ) ১৮৭৬ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮৮০ খ্রিস্টাব্দে
উত্তরঃ- (খ) ১৮৫৬ খ্রিস্টাব্দে।
৩৭. ‘ব্রহ্মানন্দ’ উপাধি ছিল-
(ক) অবনীন্দ্রনাথ ঠাকুরের
(খ) শিবনাথ শাস্ত্রীর
(গ) কেশবচন্দ্র সেনের
(ঘ) মধুসূদন গুপ্তর
উত্তরঃ- (গ) কেশবচন্দ্র সেনের ।
৩৮. রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠাতা ছিলেন-
(ক) রাজা রামমোহন রায়
(খ) কেশবচন্দ্র সেন
(গ) স্বামী বিবেকানন্দ
(ঘ) বিজয়কৃষ্ণ গোস্বামী
উত্তরঃ- (গ) স্বামী বিবেকানন্দ।
৩৯. “তিন আইন” পাস হয়-
(ক) ১৮৬০ খ্রিস্টাব্দে
(খ) ১৮৬২ খ্রিস্টাব্দে
(গ) ১৮৭০ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮৭২ খ্রিস্টাব্দে
উত্তরঃ- (ঘ) ১৮৭২ খ্রিস্টাব্দে।
৪০. ‘প্রশ্নোত্তর’ গ্রন্থটি রচনা করেন-
(ক) বিদ্যাসাগর
(খ) কেশবচন্দ্র সেন
(গ) বিজয়কৃষ্ণ গোস্বামী
(ঘ) রামমোহন রায়
উত্তরঃ- (গ) বিজয়কৃষ্ণ গোস্বামী।
৪১. ‘রামকৃষ্ণ মিশন’ প্রতিষ্ঠা হয়-
(ক) ১৮৯৪ খ্রিস্টাব্দে
(খ) ১৮৯৫ খ্রিস্টাব্দে
(গ) ১৮৯৬ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮৯৭ খ্রিস্টাব্দে
উত্তরঃ- (ঘ) ১৮৯৭ খ্রিস্টাব্দে।
৪২. ঊনবিংশ শতাব্দীর বাংলার নবজাগরণকে ‘এলিটিস্ট আন্দোলন’ বলেছেন-
(ক) অনিল শীল
(খ) বিপানচন্দ্ৰ
(গ) রণজিৎ গুহ
(ঘ) সুমিত সরকার
উত্তরঃ- (ক) অনিল শীল।
আমাদের পোষ্টের লেটেস্ট আপডেট পেতে আমাদের Whatsapp Channel জয়েন করুন এবং Telegram Channel জয়েন করুন।
- উচ্চমাধ্যমিক ২০২৫ পরীক্ষার প্রশ্নপত্র | WB HS Exam Question Paper 2025 pdf Download
- [PDF] Madhyamik Question Paper 2025 | ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র
- মাধ্যমিক ভৌত বিজ্ঞান প্রশ্ম ২০২৫ | Madhyamik Physical Science Question 2025 pdf Download
- মাধ্যমিক জীবন বিজ্ঞান প্রশ্ম ২০২৫ | Madhyamik Life Science Question 2025 pdf Download
- মাধ্যমিক ভূগোল প্রশ্ম ২০২৫ | Madhyamik Geography Question 2025 pdf Download