Bangla Probondho Rochona বাংলা প্রবন্ধ রচনা | Bangla Probondho Rochona

মাধ্যমিক বঙ্গানুবাদ | দশম শ্রেণীর বাংলা বঙ্গানুবাদ | Bangla Bonganubad Class 10

Bangla Bonganubad Class 10

Last Updated on April 9, 2025 by Shiksha Diksha

মাধ্যমিক বঙ্গানুবাদ | দশম শ্রেণীর বাংলা বঙ্গানুবাদ (Bangla Bonganubad Class 10)

দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য বাংলা বিষয়ের বেশ কতকগুলি গুরুত্বপুর্ণ বঙ্গানুবাদ (Bangla Bonganubad Class 10) দেওয়া হল। মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতির জন্য বাংলা বিষয়ের এই বঙ্গানুবাদ খুবই গুরুত্বপূর্ণ (WBBSE Madhyamik Bangla Bonganubad)।

১. Work is another name of life. Idle persons have no place in the earth. So do not waste time. Wastage of time means wastage of life.

উত্তরঃ- জীবনের অপর নামই হল কর্ম। অসল ব্যক্তির এই পৃথিবীতে কোনো স্থান নেই। তাই একমুহূর্ত সময়ও অপব্যয় করা যাবে না। সময়ের অপব্যয় জীবন অপব্যয়িত হওয়ারই নামান্তর।

২. The real heroes are those whom the world does not know. They work among the poor, among the distressed. They cannot expect any reward from them. They are moved by the sufferings of others and their main object is to relieve those sufferings.

উত্তরঃ- প্রকৃত নায়ক তারাই যাদের সমগ্র বিশ্ব চেনেই না। তারা গরিব-দুঃখীদের মাঝে থেকে, দুস্থদের মাঝে থেকে তাদের জন্য কাজ করে। তারা ওইসব মানুষদের সেবাদানের পরিবর্তে কোনো পুরস্কার আশা করে না। তাদের কর্মগুলি অপরের দুঃখকষ্ট দ্বারা পালিত হয় এবং তাদের জীবনের মূল উদ্দেশ্যই হল মানুষকে তাদের যাবতীয় কষ্ট থেকে নিষ্কৃতি প্রদান করা।

৩. A happy man is he who is master of himself. He well protected by honesty and armed with simple truth. Is not jealous of anyone’s property. He un-derstands the principles of good life.

উত্তরঃ- যে ব্যক্তি নিজের মালিক নিজেই তিনিই প্রকৃতপক্ষে একজন সুখী মানুষ। সেই ব্যক্তি সর্বদা সততা দ্বারা সুরক্ষিত থাকেন এবং সত্যের অস্ত্র ধারণ করেন। এমন একজন মানুষ কখনোই অপরের প্রতিপত্তিকে হিংসা করেন না। একটি সুস্থ-সুন্দর জীবন লাভের জন্য কোন্ নীতি গ্রহণ করা উচিত সে বিষয়ে তিনি সর্বদা ওয়াকিবহাল থাকেন।

৪. Education has no end. So you should keep up your studies. Many young man close their books when they have taken their degrees and learn no more. Therefore, they very soon forget all they have ever learnt.

উত্তরঃ- শিক্ষার কোনো শেষ নেই। তাই প্রত্যেককে নিজের পড়াশোনা অব্যাহত রাখতে হবে। বহু যুবক তাদের মনমতো ডিগ্রি লাভের পর তাদের পড়াশোনা বন্ধ করে দেয়, আর পড়াশোনা করে না। কিন্তু তার ফলে যা কিছু তারা শিখেছিল অচিরেই তা ভুলে যায়।

৫. Education has no end. If you want to continue your education you must find time for serious reading. But Solitary study. Is not enough. You can learn much more through discussion and conversation with others.

উত্তরঃ- শিক্ষার কোনো শেষ নেই। তুমি যদি তোমার শিক্ষাগ্রহণের পদ্ধতি চালিয়ে যেতে চাও তাহলে তোমাকে অবশ্যই নিষ্ঠাপূর্ণ ও ঐকান্তিক পড়াশোনার সময় বের করতেই হবে। তবে একাকী বা সঙ্গীহীন পড়াশোনায় প্রকৃত শিক্ষালাভ সম্পূর্ণ হয় না। পারস্পরিক আলাপ-আলোচনা ও কথাবার্তার মধ্য দিয়ে তুমি অনেক বেশি গভীর জ্ঞান লাভে সমর্থ হবে।

৬. Man is the maker of his own future. We cannot prospet in life if we are afraid of labour. Some people think that success in life depends on luck or chance. Remember without hard work success in never attainable.

উত্তরঃ- মানুষ নিজেই নিজের ভাগ্যের নির্মাতা। আমরা যদি শ্রমকে ভয় পাই তাহলে কখনোই জীবনে উন্নতি করতে পারব না। কিছু মানুষ মনে করেন যে, জীবনের সাফল্য ভাগ্য অথবা আকস্মিক সুযোগ লাভের ওপর নির্ভর করে। এ কথা মনে রাখা উচিত যে, কঠোর পরিশ্রম ব্যতিরেকে জীবনে সাফল্য লাভ সম্ভব নয়।

৭. Man is the architect of his own fate. If he makes a proper division of his time and does his duties accordingly, he is sure to improve and prosper in life. But, if he does otherwise, he is sure to repent when it is too late. To kill time is as culpable as to commit suicide.

উত্তরঃ- মানুষ নিজেই নিজের ভাগ্যের রচয়িতা। একজন ব্যক্তি যদি তার প্রতিটি কাজের জন্য সময় বিভাজন করে ফেলতে পারে এবং সেই নির্ধারিত সময়ের মধ্যেই তার যাবতীয় কাজ ও দায়িত্ব সেড়ে ফেলে তাহলে সে অবশ্যই জীবনে এগিয়ে যেতে পারবে ও তার শ্রীবৃদ্ধিও সম্ভব হবে। কিন্তু সে যদি এমনটা না করে তাহলে একসময় অনুতাপ করা ছাড়া আর কোনো উপায় থাকবে না তার কাছে। সময় নষ্ট করা আত্মহননের সমতুল্যই নিন্দনীয়।

৮. Words have lot of power. They can help or hurt, bless or curse. Unkind words do a lot of harm, kind words do a lot of good. We can spoil a friends happiness by an unkind word, but cheer up a sad heart with a kind word which costs nothing. A kind word offers more welcome than a costly present.

উত্তরঃ- কথার শক্তি বিপুল। শব্দ যেমন সাহায্য করে তেমনি আঘাতও করে। শব্দ কখনও আশীর্বাদ হয় আবার কখনও অভিশাপ হয়ে ওঠে। নির্মম কথা যেমন অনেক ক্ষতি করে তেমনি সৌজন্যমূলক শব্দ অনেক ভালোও করে। নির্মম কথার দ্বারা কোনো বন্ধুর সুখ নষ্ট করা যায়, আবার ভালো কথা যার কোনো মূল্য লাগে না তার দ্বারা দুঃখী হৃদয়কে উজ্জীবিত করা যায়। প্রীতিকর কথাবার্তা মূল্যবান উপহার অপেক্ষা অধিকতর সমাদৃত হয়।

৯. We should try to prosper in life. But we should not give up our sense of morality. If we compromise with dishonesty, it would be difficult for us to respect ourselves. So it is important to choose the right way.

উত্তরঃ- আমাদের অবশ্যই জীবনে উন্নতি লাভের চেষ্টা করা উচিত। তবে তা করতে গিয়ে আমাদের নীতিবোধকে কখনোই বিসর্জন দেওয়া উচিত না। আমরা যদি অসাধুতার সঙ্গে আপস করি, তাহলে নিজেদের চোখেই নিজেরা ছোটো হয়ে যাব। তাই জীবনে সঠিক পথটি বেছে নেওয়া ভীষণ গুরুত্বপূর্ণ।

১০. Wealth is no doubt necessary for happiness in life. But it has a tendency to concentrate in the hands of a few. The result is the rich become richer and the poor poorer. This is certainly a misuse of wealth.

উত্তরঃ- জীবনে সুখ লাভ করতে হলে ধনসম্পদ অবশ্যই দরকার। কিন্তু ধনের স্বভাব হল মুষ্টিমেয় কিছু ব্যক্তির কুক্ষিগত হওয়া। এর ফলে ধনী হয় আরও ধনী, গরিব হয় আরও গরিব। এটা যে ধনের অপব্যবহার তা নিঃসন্দেহে বলার অপেক্ষা রাখে না।

১১. Discipline is of great importance in student life. Students should be taught to realise that the ob-servance of discipline is a sacred duty of theirs. They should respect their superiors. They should also cultivate the habit of punctuality and good manners.

উত্তরঃ- ছাত্রজীবনে শৃঙ্খলার গুরুত্ব অপরিসীম। শৃঙ্খলা প্রতিপালন যে ছাত্রদের অলঙ্ঘনীয় কর্তব্য তা অবশ্যই তাদের অনুভব করতে শেখানো উচিত। তাদের উচিত বড়োদের সম্মান করা এর পাশাপাশি সময়নিষ্ঠা ও সদাচার পালনের অভ্যাস করাও তাদের কর্তব্য।

১২. Man is a social animal. He cannot live alone. No person can be happy without having sincere friends. But selfish persons fail to make real friend-ship. Because to get love you must give love in return.

উত্তরঃ- মানুষ হল সামাজিক জীব। সে কখনোই একা বাঁচতে পারে না। প্রকৃত বন্ধু ব্যতীত কেউই সুখী হতে পারে না। কিন্তু স্বার্থপর মানুষেরা কখনোই প্রকৃত বন্ধুত্ব গড়ে তুলতে পারে না। কারণ, ভালোবাসা পেতে গেলে প্রতিদানে ভালোবাসা দিতেও হয়।

১৩. Newspaper reading has become an essential part of our life. As we get up in the morning we wait eagerly for a daily paper. Twentieth Century was an age of newspaper. Through Newspapers we gather information about different countries of the world.

উত্তর:- সংবাদপত্র পড়া আমাদের জীবনের একটি অপরিহার্য অংশ হয়ে উঠেছে। সকালে ঘুম থেকে উঠেই আমরা প্রতিদিনের কাগজের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করি। বিংশ শতাব্দী ছিল সংবাদপত্রের যুগ। সংবাদপত্রের মাধ্যমে আমরা বিশ্বের বিভিন্ন দেশের তথ্য সংগ্রহ করি।

১৪. Home is the first school where the child learns his first lesson. He sees, hears and begins to learn at home. In a good home honest and healthy men are made. Bad influence at home spoils a child.

উত্তর:- বাড়ি হল প্রথম স্কুল যেখানে শিশু তার প্রথম পাঠ শেখে। তিনি দেখেন, শুনেন এবং বাড়িতে শিখতে শুরু করেন। একটি ভালো বাড়িতে সৎ ও সুস্থ পুরুষ তৈরি হয়। বাড়িতে খারাপ প্রভাব একটি শিশুকে নষ্ট করে।

১৫. One day a fox was going beside the vine yard. He saw the ripe grapes hanging from a vine. He jumped but did not reach it. Because they were beyond his reach.

উত্তর:- একদিন একটা শিয়াল আঙ্গুর ক্ষেতের পাশ দিয়ে যাচ্ছিল। সে দেখল একটি লতা থেকে পাকা আঙ্গুর ঝুলছে। সে ঝাঁপ দিল কিন্তু পৌঁছল না। কারণ সেগুলো তার নাগালের বাইরে ছিল।

১৬. The teachers are regarded as the backbone of the society. They build the future citizens of country. They love students as their children. The teachers always encourage and inspire us to be good and great in life.

উত্তর:- শিক্ষকরা সমাজের মেরুদণ্ড হিসেবে বিবেচিত। তারা দেশের ভবিষ্যৎ নাগরিক গড়ে তোলে। তারা ছাত্রদের সন্তানের মতো ভালোবাসে। শিক্ষকরা সর্বদা আমাদের জীবনে ভাল এবং মহান হতে উত্সাহিত করেন এবং অনুপ্রাণিত করেন।

১৭. One day a dog stole a piece of meat from a butcher shop. He was crossing over a bridge. Suddenly, he saw his own shadow in the water. He thought that there was another dog and he had a bigger pieces of meat.

উত্তর:- একদিন একটি কুকুর একটি কসাইয়ের দোকান থেকে এক টুকরো মাংস চুরি করে নিয়ে গেল। সে একটি সেতু পার হচ্ছিল। হঠাৎ, সে জলে তার নিজের ছায়া দেখতে পেল। সে ভাবল যে অন্য একটি কুকুর আছে এবং তার কাছে আরও বড় মাংসের টুকরো আছে।

১৮. There is nothing like a book. Nothing has been able to stop the man who writes books. Books have been burnt and writers have been tortured, but books have spread themselves through out the world, so that there is no country on earth without them now. They are the only things that live forever.

উত্তর:- বইয়ের মতো আর কিছুই নেই। বই লেখেন এমন মানুষকে কেউ থামাতে পারেনি। বই পুড়িয়ে দেওয়া হয়েছে এবং লেখকদের উপর অত্যাচার করা হয়েছে, কিন্তু বইগুলো সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে, যার ফলে এখন পৃথিবীর কোনও দেশই বই ছাড়া নেই। এগুলোই একমাত্র জিনিস যা চিরকাল বেঁচে থাকে।

১৯. Education has no end. So you should keep up your reading. Many young men close their book when they have taken their degrees and learn no more. Therefore they very soon have forget all they ever learnt.

উত্তর:- শিক্ষার কোন শেষ নেই। তাই তোমাদের পড়া চালিয়ে যাওয়া উচিত। অনেক তরুণ ডিগ্রি নেওয়ার পর তাদের বই বন্ধ করে দেয় এবং আর কিছু শেখে না। তাই তারা খুব শীঘ্রই যা শিখেছে তা ভুলে যায়।

২০. The teachers are regarded as the backbone of the socity. They build the future citizen of country. They love students as their children. The teachers always encourage and inspire us to be good and great in life.

উত্তর:- শিক্ষকদের সমাজের মেরুদণ্ড হিসেবে বিবেচনা করা হয়। তারা দেশের ভবিষ্যৎ নাগরিক গড়ে তোলে। তারা শিক্ষার্থীদের তাদের সন্তানের মতো ভালোবাসে। শিক্ষকরা সর্বদা আমাদের জীবনে ভালো এবং মহান হতে উৎসাহিত করেন এবং অনুপ্রাণিত করেন।

২১. Our life is short but we have to do many things. Human life is nothing but a collection of memories. So we must not spend a single moment in vain. To kill time is to shorten life.

উত্তর:- আমাদের জীবন ছোট কিন্তু আমাদের অনেক কিছু করতে হবে। মানুষের জীবন স্মৃতির সমাহার ছাড়া আর কিছুই নয়। তাই আমাদের একটি মুহূর্তও বৃথা ব্যয় করা উচিত নয়। সময়কে হত্যা করা মানে জীবনকে ছোট করা।

২২. Computer is the new miracle of science. It can make thousands of calculations in a moment. It can store in its memory millons of facts and figures. It can also recall them always. In India the use of computer is growing rapidly.

উত্তর:- কম্পিউটার হলো বিজ্ঞানের এক নতুন অলৌকিক ঘটনা। এটি এক মুহূর্তের মধ্যে হাজার হাজার গণনা করতে পারে। এটি লক্ষ লক্ষ তথ্য এবং পরিসংখ্যান তার স্মৃতিতে সংরক্ষণ করতে পারে। এটি সর্বদা সেগুলি মনে রাখতে পারে। ভারতে কম্পিউটারের ব্যবহার দ্রুত বৃদ্ধি পাচ্ছে।

২৩. Man is a social animal. He cannot live alone. No person can be happy without having sincere friends. But selfish persons fail to make real friendship.

উত্তর:- মানুষ একটি সামাজিক প্রাণী। সে একা থাকতে পারে না। আন্তরিক বন্ধু না থাকলে কোন মানুষই সুখী হতে পারে না। কিন্তু স্বার্থপর ব্যক্তিরা প্রকৃত বন্ধুত্ব গড়ে তুলতে ব্যর্থ হয়।

২৪. India is my motherland. It is an ancient country in the world. Various kinds of people live here and they speak in different languages, wear different costumes and observe different customs. But still there is unity in diversity.

উত্তর:- ভারত আমার মাতৃভূমি। এটি বিশ্বের একটি প্রাচীন দেশ। এখানে বিভিন্ন ধরণের মানুষ বাস করে এবং তারা বিভিন্ন ভাষায় কথা বলে, বিভিন্ন পোশাক পরিধান করে এবং বিভিন্ন রীতিনীতি পালন করে। কিন্তু তবুও বৈচিত্র্যের মধ্যে ঐক্য রয়েছে।

২৫. Man is an animal which is much weaker than other animals. He has not the strength of the elephant, not the speed of the horse. But he has a mind such as no other animal has.

উত্তর:- মানুষ এমন একটি প্রাণী যা অন্যান্য প্রাণীর তুলনায় অনেক দুর্বল। তার হাতির মতো শক্তি নেই, ঘোড়ার মতো গতি নেই। কিন্তু তার এমন মন আছে যা অন্য কোনও প্রাণীর নেই।

২৬. Honesty is a great virtue. If you do not deceive others, if you do not tell a lie, if you are strictly just and fair in your dealings with others, you are an honest man. Honesty is the best policy. An honest man is respected by all. No one can prosper in life if he is not honest.

উত্তর:- সততা একটি মহান গুণ। যদি তুমি অন্যদের সাথে প্রতারণা না করো, যদি তুমি মিথ্যা না বলো, যদি তুমি অন্যদের সাথে আচরণে কঠোরভাবে ন্যায়পরায়ণ এবং ন্যায্য হও, তাহলে তুমি একজন সৎ মানুষ। সততাই সর্বোত্তম নীতি। একজন সৎ মানুষ সকলের দ্বারা সম্মানিত হয়। সৎ না হলে কেউ জীবনে উন্নতি করতে পারে না।

২৭. Our life is short. But we have to do many. things. Human life is nothing but a collection of moments. So we must not spend a single moment in vain. To kill time is to shorten life. Time and tide wait for none.

উত্তর:- আমাদের জীবন ছোট। কিন্তু আমাদের অনেক কিছু করতে হবে। মানব জীবন মুহূর্তের সমাহার ছাড়া আর কিছুই নয়। তাই আমাদের একটি মুহূর্তও বৃথা ব্যয় করা উচিত নয়। সময়কে হত্যা করা মানে জীবনকে ছোট করা। সময় এবং স্রোত কারও জন্য অপেক্ষা করে না।

আমাদের পোষ্টের লেটেস্ট আপডেট পেতে আমাদের Whatsapp Channel জয়েন করুন এবং Telegram Channel জয়েন করুন।

WhatsApp Channel Follow
Telegram Channel Join Now
Facebook Page Follow

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *