Last Updated on January 7, 2025 by Shiksha Diksha
মাধ্যমিক ইতিহাস (সপ্তম অধ্যায়) প্রশ্ম-উত্তর | Madhyamik History Chapter 7
মাধ্যমিকের ইতিহাস বিষয়ের সপ্তম অধ্যায় (Madhyamik History Chapter 7) ” বিশ শতকের ভারতে নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন-বৈশিষ্ট্য ও পর্যালোচনা ” থেকে সমস্ত রকম গুরুত্বপূর্ণ MCQ এবং SAQ প্রশ্ম-উত্তর করা হলো। মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীরা এই প্রশ্ম-উত্তরগুলি প্র্যাকটিস করে নাও। ইতিহাস বিষয়ের সপ্তম অধ্যায়ের (Madhyamik History Chapter 7) এই গুরুত্বপূর্ণ MCQ এবং SAQ প্রশ্মগুলি টেস্ট পেপার থেকে সংগ্রহ করা হয়েছে। নীচে এই অধ্যায়ের সমস্ত গুরুত্বপূর্ণ MCQ প্রশ্মের লিঙ্ক দেওয়া হলো।
(১) সরলা দেবী চৌধুরানী সম্পাদিত একটি পত্রিকার নাম লেখো।
উঃ- সরলা দেবী চৌধুরানী সম্পাদিত একটি পত্রিকা হলো ‘ভারতী’।
(২) মীরা দাশগুপ্ত সম্পাদিত একটি পত্রিকার নাম লেখো।
উঃ- মিরা দাশগুপ্ত সম্পাদিত একটি পত্রিকার নাম হল ‘বেণু’।
(৩) বাংলার নারীরা কবে ‘অরন্ধন’ দিবস পালন করেন?
উঃ- ১৯০৫ খ্রিস্টাব্দের ১৬ অক্টোবর বাংলার নারীরা ‘অরন্ধন’ দিবস পালন করেন।
(৪) ‘অরন্ধন’ দিবসের পরিকল্পনা কে করেন?
উঃ- রামেন্দ্র সুন্দর ত্রিবেদী ‘অরন্ধন’ দিবস এর পরিকল্পনা করেন।
(৫) বাংলায় কে ‘প্রতাপাদিত্য উৎসব’ ও ‘বীরাষ্টমী ব্রত’ শুরু করেছিলেন?
উঃ- সরলা দেবী চৌধুরানী বাংলায় ‘প্রতাপাদিত্য উৎসব’ ও ‘বীরাষ্টমী ব্রত’ শুরু করেছিলেন।
(৬) ‘লক্ষ্মীর ভান্ডার’ কে প্রতিষ্ঠা করেন?
উঃ- সরলা দেবী চৌধুরানী ‘লক্ষীর ভান্ডার’ প্রতিষ্ঠা করেন।
(৭) অসহযোগ আন্দোলনে বাংলার একজন নেত্রীর নাম লেখো।
উঃ- অসহযোগ আন্দোলনে বাংলার একজন নেত্রীর নাম হল বাসন্তী দেবী।
(৮) অসহযোগ আন্দোলনে কর্ণাটকের একজন নেত্রীর নাম লেখো।
উঃ- অসহযোগ আন্দোলনে কর্নাটকের একজন নেত্রীর নাম হল কমলাদেবী চট্টোপাধ্যায়।
(৯) ঊষা মেহতা কোন্ আন্দোলনের একজন নেত্রী ছিলেন?
উঃ- ঊষা মেহতা ভারত ছাড়ো আন্দোলনের একজন নেত্রী ছিলেন।
(১০) অসহযোগ আন্দোলনে যোগদানকারী পারসি সম্প্রদায়ের একজন মহিলার নাম লেখো।
উঃ- অসহযোগ আন্দোলনে যোগদানকারী পার্শি সম্প্রদায়ের একজন মহিলা হলেন মণিবেন প্যাটেল।
(১১) ১৯৪২-এর ভারত ছাড়ো আন্দোলনে নেতৃত্ব দেন এমন একজন দলিত নারীর নাম লেখো।
উঃ- ১৯৪২ এর ভারত ছাড়ো আন্দোলনে নেতৃত্ব দেন এমন একজন দলিত নারীর নাম হলো শান্তাবাই ভালেরাও।
(১২) ‘দীপালি সংঘ’ কবে প্রতিষ্ঠিত হয়?
উঃ- ‘দিপালী সংঘ’ প্রতিষ্ঠা করেন লীলা নাগ (রায়)।
(১৩) ‘দীপালি সংঘ’ কে প্রতিষ্ঠা করেন।
উঃ- ১৯২৩ খ্রিস্টাব্দে ‘দিপালী সংঘ’ প্রতিষ্ঠিত হয়।
(১৪) ‘শ্রী সংঘ’ কারা প্রতিষ্ঠা করেন?
উঃ- ‘শ্রী সংঘ’ প্রতিষ্ঠা করেন অনিল রায় ও লীলা নাগ (রায়)।
(১৫) চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনকার্যে জড়িত একজন নেত্রীর নাম লেখো।
উঃ- চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনকার্যে জড়িত একজন নেত্রীর নাম হল প্রীতিলতা ওয়াদ্দেদার।
(১৬) ভারতের সশস্ত্র বিপ্লবী আন্দোলনের প্রথম নারী শহিদ কে?
উঃ- ভারতের সশস্ত্র বিপ্লবী আন্দোলনের প্রথম নারী শহীদ প্রীতিলতা ওয়াদ্দেদার।
(১৭) আজাদ হিন্দ বাহিনীর নারী ব্রিগেডের নাম কী ছিল?
উঃ- আজাদ হিন্দ বাহিনীর নারী ব্রিগেডের নাম ছিল ঝাঁসির রানী ব্রিগেড।
(১৮) লক্ষ্মী স্বামীনাথন কে ছিলেন?
উঃ- আজাদ হিন্দ বাহিনীর ঝাঁসি ব্রিগ্রেডের প্রধান ছিলেন লক্ষ্মী স্বামীনাথন।
(১৯) বিপ্লবী বীণা দাস কাকে হত্যা করার চেষ্টা করে ধৃত হন?
উঃ- বিপ্লবী বীণা দাস গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে হত্যা করার চেষ্টা করে ধৃত হন।
(২০) ‘নারী সত্যাগ্রহ সমিতি’ ও ‘কর্মমন্দির’ কে প্রতিষ্ঠা করেন?
উঃ- ‘নারী সত্যাগ্রহ সমিতি’ ও ‘কর্মমন্দির’ প্রতিষ্ঠা করেন বাসন্তী দেবী।
(২১) ‘নারী কর্মসমিতি’-র প্রতিষ্ঠাতা কে?
উঃ- নারী কর্মসমিতির প্রতিষ্ঠাতা হলেন চিত্তরঞ্জন দাস।
(২২) ‘অল ইন্ডিয়া ওমেন্স কনফারেন্স’ (AIWC) কবে গঠিত হয়?
উঃ- ১৯২৭ খ্রিস্টাব্দে অল ইন্ডিয়া ওমেন্স কনফারেশন গঠিত হয়।
(২৩) ‘ভারতের বুলবুল’ কে?
উঃ- ভারতের বুলবুল হলেন সরোজিনী নাইডু।
(২৪) কে ‘রাষ্ট্রীয় স্ত্রী সংঘ’ প্রতিষ্ঠা করেন?
উঃ- সরোজিনী নাইডু ‘রাষ্ট্রীয় স্ত্রী সংঘ’ প্রতিষ্ঠা করেন।
(২৫) রাজকুমারী অমৃত কাউর কোথায় আইন অমান্য আন্দোলনে নেতৃত্ব দেন?
উঃ- রাজকুমারী অমৃত কাউর পাঞ্জাবে আইন অমান্য আন্দোলনে নেতৃত্ব দেন।
(২৬) ‘ভগিনী সেনা’ কে গঠন করেন?
উঃ- ‘ভগিনী সেনা’ গঠন করেন মাতঙ্গিনী হাজরা।
(২৭) কে, কোথায় ‘তাম্রলিপ্ত জাতীয় সরকার’ গড়ে তোলেন?
উঃ- সতীশ চন্দ্র সামন্ত মেদিনীপুরে ‘তাম্রলিপ্ত জাতীয় সরকার’ গড়ে তোলেন।
(২৮) ‘দীপালি ছাত্রী সংঘ’ কবে তৈরি হয়?
উঃ- ১৯২৬ খ্রিস্টাব্দে ‘দিপালী ছাত্রী সংঘ’ তৈরি হয়।
(২৯) প্রীতিলতা কবে ‘পাহাড়তলি ইন্সটিটিউট অফ চিটাগাং হিলস’ আক্রমণ করেন?
উঃ- ১৯৩২ খ্রিস্টাব্দের ২৪ সেপ্টেম্বর প্রীতিলতা ‘পাহাড়তলি ইনস্টিটিউট অফ চিটাগাং হিলস’ আক্রমণ করেন।
(৩০) লীলা নাগ (রায়) কোন্ পত্রিকার সম্পাদক ছিলেন?
উঃ- লীলা নাগ (রায়) জয়শ্রী পত্রিকার সম্পাদক ছিলেন।
(৩১) গান্ধিজি কোন্ পত্রিকায় প্রথমবার ‘ভারত ছাড়ো’ আন্দোলনের পরিকল্পনা ঘোষণা করেন?
উঃ- গান্ধীজী হরিজন পত্রিকায় প্রথমবার ভারত ছাড়ো আন্দোলনের পরিকল্পনা ঘোষণা করেন।
(৩২) ‘চট্টগ্রাম অভ্যুত্থান’ বইটি কার লেখা?
উঃ- ‘চট্টগ্রাম অভ্যুত্থান’ বইটি কল্পনা দত্তের লেখা।
(৩৩) বাঙালি ছাত্রদের সশস্ত্র বিপ্লবে প্রশিক্ষণ দিয়েছিল এমন একটি প্রতিষ্ঠানের নাম লেখো।
উঃ- বাঙালি ছাত্রদের সশস্ত্র বিপ্লবের প্রশিক্ষণ দিয়েছিল এমন একটি প্রতিষ্ঠানের নাম হল অনুশীলন সমিতি।।
(৩৪) ‘অ্যান্টি-সার্কুলার সোসাইটি’-র প্রতিষ্ঠাতা কে?
উঃ- ‘অ্যান্টি সার্কুলার সোসাইটির’ প্রতিষ্ঠাতা শচীন্দ্রপ্রসাদ বসু।
(৩৫) ‘ডন সোসাইটি’ কে, কবে প্রতিষ্ঠা করেন?
উঃ- ১৯০৬ খ্রিস্টাব্দের স্বদেশ চন্দ্র মুখোপাধ্যায় ডন সোসাইটি প্রতিষ্ঠা করেন।
(৩৬) ‘জাতীয় শিক্ষা পরিষদ’ কবে স্থাপিত হয়?
উঃ- ১৯০৬ খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষা পরিষদ স্থাপিত হয়।
(৩৭) কোন্ অত্যাবশ্যকীয় পণ্যকে কেন্দ্র করে আইন অমান্য আন্দোলন শুরু হয়?
উঃ- লবণকে কেন্দ্র করে আইন অমান্য আন্দোলন শুরু হয়।
(৩৮) ‘মাস্টারদা’ নামে কে পরিচিত ছিলেন?
উঃ- বিপ্লবী সূর্য সেন মাস্টারদা নামে পরিচিত ছিলেন।
(৩৯) চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের একজন নেত্রীর নাম লেখো?
উঃ- চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন এর একজন নেত্রী ছিলেন প্রীতিলতা ওয়াদ্দেদার।
(৪০) ‘বেঙ্গল ভলান্টিয়ার্স’ দল কে প্রতিষ্ঠা করেন?
উঃ- ‘বেঙ্গল ভলেন্টিয়ার্স’ দল প্রতিষ্ঠা করেন হেমচন্দ্র দে।
(৪১) ABSA (অল বেঙ্গল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন) কে গড়ে তোলেন?
উঃ- যতীন্দ্রমোহন সেনগুপ্ত অল বেঙ্গল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন গড়ে তোলেন।
(৪২) BPSA (বেঙ্গল প্রেসিডেন্সি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন) কে গড়ে তোলেন?
উঃ- সুভাষচন্দ্র বসু বেঙ্গল প্রেসিডেন্স স্টুডেন্টস অ্যাসোসিয়েশন গড়ে তোলেন।
(৪৩) ‘দেশপ্রাণ’ কার উপাধি?
উঃ- ‘দেশপ্রাণ’ উপাধি হলো বীরেন্দ্রনাথ শাসমলের।
(৪৪) ‘কসাই কাজি’ কে ছিলেন?
উঃ- বিচারপতি কিংসফোর্ড ছিলেন ‘কসাই কাজি’।
(৪৫) ঢাকায় কে ‘অনুশীলন সমিতি’ তৈরি করেন?
উঃ- ঢাকায় ‘অনুশীলন সমিতি’ তৈরি করেন পুলিনবিহারী দাস।
(৪৬) ‘আলিপুর বোমা মামলা’ কবে হয়?
উঃ- ১৯০৮ খ্রিস্টাব্দে আলিপুর বোমা মামলা হয়।
(৪৭) কে, কবে ‘গদর পার্টি’ তৈরি করেন?
উঃ- ১৯১৩ খ্রিস্টাব্দে লালা হরদয়াল আমেরিকায় ‘গদর পার্টি’ তৈরি করেন।
(৪৮) কবে ‘কাকোরি ষড়যন্ত্র মামলা’ হয়?
উঃ- ১৯২৫ খ্রিস্টাব্দে ‘কাকোরি ষড়যন্ত্র মামলা’ হয়।
(৪৯) কারা স্যান্ডার্সকে হত্যা করেন?
উঃ- বিপ্লবী ভগৎ সিং, রাজগুরু এবং চন্দ্রশেখর আজাদ স্ট্যান্ডার্সকে হত্যা করেন।
(৫০) বিপ্লবী ভগৎ সিং-এর ফাঁসি হয় কবে?
উঃ- ১৯৩১ খ্রিস্টাব্দে বিপ্লবী ভগৎ সিং এর ফাঁসি হয়।
(৫১) রাসবিহারী বসুর ছদ্মনাম কী?
উঃ- আর রাসবিহারী বসুর ছদ্মনাম পি. এন. ঠাকুর।
(৫২) কবে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন হয়েছিল?
উঃ- ১৯৩০ খ্রিস্টাব্দে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন হয়েছিল।
(৫৩) দলিত সম্প্রদায়কে গান্ধিজি কী আখ্যা দেন?
উঃ- দলিত সম্প্রদায় কে গান্ধীজি ‘হরিজন’ আখ্যা দেন।
(৫৪) দলিত সম্প্রদায়ের পরিবর্তিত নাম কী?
উঃ- দলিত সম্প্রদায়ের পরিবর্তিত নাম তফসিলি সম্প্রদায়।
(৫৫) ‘সত্যশোধক সমাজ’ কে প্রতিষ্ঠা করেন?
উঃ- ‘সত্যশোধক সমাজ’ প্রতিষ্ঠা করেন জ্যোতিবা ফুলে।
(৫৬) ‘পুনা চুক্তি’ কবে, কাদের মধ্যে হয়েছিল?
উঃ- ১৯৩২ খ্রিস্টাব্দে বি. আর. আম্বেদকর ও গান্ধীজীর মধ্যে পুনা চুক্তি হয়েছিল।
(৫৭) বাংলায় নমঃশূদ্র আন্দোলনে কে নেতৃত্ব দেন?
উঃ- শ্রী হরিচাঁদ ঠাকুর বাংলায় নমঃশূদ্র আন্দোলনে নেতৃত্ব দেন।
(৫৮) সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি কে প্রবর্তন করেছিলেন?
উঃ- ব্রিটিশ প্রধানমন্ত্রী রামসে ম্যাকডোনাল্ড সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি প্রবর্তন করেছিলেন।
আমাদের পোষ্টের লেটেস্ট আপডেট পেতে আমাদের Whatsapp Channel , Facebook Page জয়েন করুন এবং Telegram Channel জয়েন করুন।
Latest Posts:
- উচ্চমাধ্যমিক সেমিস্টার 4 পরীক্ষার রুটিন ২০২৫-২৬ | West Bengal HS Semester 4 Routine 2025-26
- উচ্চমাধ্যমিক সেমিস্টার ৩ পরীক্ষার রুটিন | WB HS Semester 3 Routine 2025 pdf Download
- WBBSE Madhyamik Routine 2026 | ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষার রুটিন
- NMMSE Result 2024 | পশ্চিমবঙ্গ ২০২৪ NMMS পরীক্ষার রেজাল্ট
- বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড ২০২৫ | Vidyasagar Science Olympiad 2025