Last Updated on January 6, 2025 by Shiksha Diksha
মাধ্যমিক ইতিহাস (পঞ্চম অধ্যায়) প্রশ্ম-উত্তর | Madhyamik History Chapter 5
মাধ্যমিক ইতিহাস বিষয়ের পঞ্চম অধ্যায় (Madhyamik History Chapter 5) ” বিকল্প চিন্তা ও উদ্যোগ উনিশ শতকের মধ্যভাগ থেকে বিশ শতকের প্রথম ভাগ পর্যন্ত বৈশিষ্ট্য ও পর্যালোচনা ” থেকে প্রশ্ম-উত্তর করে দেওয়া হলো। যে সমস্ত ছাত্র-ছাত্রী মাধ্যমিক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছো তারা এই প্রশ্ম-উত্তর গুলি প্র্যাকটিস করে নিতে পারো। নীচে ইতিহাস বিষয়ের পঞ্চম অধ্যায় (Madhyamik History Chapter 5) থেকে গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ম-উত্তরের লিঙ্ক দেওয়া আছে।
▣ ইতিহাস বিষয়ের পঞ্চম অধ্যায় (Madhyamik History Chapter 5) থেকে গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ম-উত্তরের লিঙ্ক।
(১) ভারতের কোথায় প্রথম আধুনিক মুদ্রণযন্ত্র স্থাপন করা হয়েছিল?
উঃ- ভারতের গোয়ায় প্রথম আধুনিক মুদ্রণযন্ত্র স্থাপন করা হয়েছিল।
(২) শ্রীরামপুর মিশন প্রেস কবে প্রতিষ্ঠা হয়েছিল?
উঃ- ১৮০০ খ্রিস্টাব্দে শ্রীরামপুর মিশন প্রেস প্রতিষ্ঠিত হয়েছিল।
(৩) বাংলায় জে. এ. হিকি কবে প্রথম ছাপাখানা প্রতিষ্ঠা করেন?
উঃ- ১৭৭৭ খ্রিস্টাব্দে জেমস অগাস্টাস হিকি বাংলায় প্রথম ছাপাখানা প্রতিষ্ঠা করেন।
(৪) ‘ছাপাখানার জনক’ কাকে বলা হয়?
উঃ- জার্মানির জোহান গুটেনবার্গ কে ‘ছাপাখানার জনক’ বলা হয়।
(৫) শ্রীরামপুর মিশন প্রেস কবে প্রতিষ্ঠিত হয়?
উঃ- ১৮০০ খ্রিস্টাব্দে শ্রীরামপুর মিশন প্রেস প্রতিষ্ঠিত হয়।
(৬) ‘জাইলোগ্রাফি’ কী?
উঃ- চিনে আবিষ্কৃত কাঠের ব্লগ দ্বারা প্রাচীন একপ্রকার ছাপা পদ্ধতি হল ‘জাইলোগ্রাফি’।
(৭) ‘বর্ণপরিচয়’ কে রচনা করেন?
উঃ- বর্ণপরিচয় রচনা করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
(৮) বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সচিত্র গ্রন্থ কোনটি?
উঃ- গঙ্গাকিশোর ভট্টাচার্যের উদ্যোগে প্রকাশিত ভারতচন্দ্র রায়ের অন্নদামঙ্গল কাব্যটি হল বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সচিত্র গ্রন্থ।
(৯) ‘অন্নদামঙ্গল’ গ্রন্থের ছবি কে এঁকেছেন?
উঃ- ভারতচন্দ্রের ‘অন্নদামঙ্গল’ গ্রন্থের ছবি এঁকেছিলেন রামচন্দ্র রায়।
(১০) ‘ইউ. রায় অ্যান্ড সন্স’ নামক ছাপাখানাটি কে প্রতিষ্ঠা করেন?
উঃ- ‘ ইউ. রায় অ্যান্ড সন্স’ নামক ছাপাখানাটি প্রতিষ্ঠা করেন উপেন্দ্রকিশোর রায়চৌধুরী।
[ আরও দেখুনঃ মাধ্যমিক ইতিহাস (চতুর্থ অধ্যায়) প্রশ্ম-উত্তর | Madhyamik History Chapter 4 Question Answer ]
(১১) ‘বিদ্যাবণিক’ কাকে বলা হয়?
উঃ- ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর কে বিদ্যাবনিক বলা হয়।
(১২) কে ভারতে প্রথম বাণিজ্যিকভাবে টেলিগ্রাফ বার্তা পাঠান?
উঃ- শিবচন্দ্র নন্দী নামে কলকাতা টাকশালের এক কর্মচারী কলকাতা থেকে ডায়মন্ডহারবার পর্যন্ত প্রথম বাণিজ্যিকভাবে টেলিগ্রাফ বার্তা পাঠান।
(১৩) ‘রামন এফেক্ট’ কে আবিষ্কার করেন?
উঃ- বিজ্ঞানী চন্দ্রশেখর ভেঙ্কট রামন আবিষ্কার করেন ‘রামন এফেক্ট’।
(১৪) ‘শিক্ষার হেরফের’- প্রবন্ধটি কার রচনা?
উঃ- ‘শিক্ষার হেরফের’- প্রবন্ধটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা।
(১৫) কবে লর্ড কার্জন তাঁর শিক্ষানীতি প্রকাশ করেন?
উঃ- ১৯০৪ খ্রিস্টাব্দে লর্ড কার্জন তার শিক্ষা নীতি প্রকাশ করেন।
(১৬) ভারতের প্রথম বিশ্ববিদ্যালয় কোনটি?
উঃ- ভারতের প্রথম বিশ্ববিদ্যালয় কলকাতা বিশ্ববিদ্যালয়।
(১৭) ‘ক্রেস্কোগ্রাফ’ কে আবিষ্কার করেন?
উঃ- ক্রেস্কোগ্রাফ আবিষ্কার করেন জগদীশচন্দ্র বসু।
(১৮) ‘বসু বিজ্ঞান মন্দির’ কবে প্রতিষ্ঠা হয়?
উঃ- ১৯১৭ খ্রিস্টাব্দে বসু বিজ্ঞান মন্দির স্থাপিত হয়।
(১৯) রবীন্দ্রনাথ ঠাকুর কবে নোবেল পুরস্কার লাভ করেন?
উঃ- রবীন্দ্রনাথ ঠাকুর ১৯১৩ খ্রিস্টাব্দের নোবেল পুরস্কার লাভ করেন।
(২০) বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন?
উঃ- বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের পুত্র রথীন্দ্রনাথ ঠাকুর।
(২১) কবে বিশ্বভারতী পূর্ণ বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি পায়?
উঃ- ১৯৫১ খ্রিস্টাব্দে বিশ্বভারতী পূর্ণ বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি পায়।
(২২) শান্তিনিকেতনে বিশ্ববিদ্যালয়টির নাম ‘বিশ্বভারতী’ রাখেন কে?
উঃ- শান্তিনিকেতনে বিশ্ববিদ্যালয়টির নাম ‘বিশ্বভারতী’ রাখেন রবীন্দ্রনাথ ঠাকুর।
(২৩) জাতীয় বিশ্ববিদ্যালয়ের সভাপতি হিসেবে কে নিযুক্ত হন?
উঃ- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সভাপতি হিসেবে নিযুক্ত হন রাসবিহারী ঘোষ।
আমাদের পোষ্টের লেটেস্ট আপডেট পেতে আমাদের Whatsapp Channel , Facebook Page জয়েন করুন এবং Telegram Channel জয়েন করুন।
Latest Posts:
- মাধ্যমিক ইংরেজি প্রশ্ম ২০২৫ | Madhyamik English Question 2025 pdf Download
- মাধ্যমিক বাংলা প্রশ্ম ২০২৫ | Madhyamik Bengali Question 2025 pdf Download
- বাংলা প্রবন্ধ রচনা | Bangla Probondho Rochona
- WBBSE Holiday List 2025 | মধ্যশিক্ষা পর্ষদের ২০২৫ শিক্ষাবর্ষের ছুটির তালিকা
- একটি নদীর আত্মকথা- বাংলা প্রবন্ধ রচনা | Akti Nadir Atmakatha Bangla Probondho Rochona