WBBSE Holiday List 2025 | মধ্যশিক্ষা পর্ষদের ২০২৫ শিক্ষাবর্ষের ছুটির তালিকা

WBBSE Madhyamik Bengali Question 2025

মাধ্যমিক বাংলা প্রশ্ম ২০২৫ | Madhyamik Bengali Question 2025 pdf Download

মাধ্যমিক ইতিহাস (ষষ্ঠ অধ্যায়) প্রশ্ম-উত্তর | Madhyamik History Chapter 6 Question Answer

Madhyamik History Chapter 6

Last Updated on January 4, 2025 by Shiksha Diksha

মাধ্যমিক ইতিহাস বিষয়ের ষষ্ঠ অধ্যায় (Madhyamik History Chapter 6) ” বিশ শতকের ভারতের কৃষক শ্রমিক ও বামপন্থী আন্দোলন বৈশিষ্ট্য ও পর্যালোচনা ” থেকে সমস্ত রকম প্রশ্ম-উত্তর করে দেওয়া হলো। যেসমস্ত পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষা দেবে তারা ইতিহাস বিষয়ের ষষ্ঠ অধ্যায় (Madhyamik History Chapter 6) ” বিশ শতকের ভারতের কৃষক শ্রমিক ও বামপন্থী আন্দোলন বৈশিষ্ট্য ও পর্যালোচনা ” থেকে দেওয়া গুরুত্বপূর্ণ প্রশ্ম-উত্তর গুলি দেখে নিতে পারো।

▣ ইতিহাস বিষয়ের ষষ্ঠ অধ্যায় (Madhyamik History Chapter 6) ” বিশ শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলনঃ বৈশিষ্ট্য ও পর্যালোচনা ” থেকে MCQ প্রশ্ম-উত্তর পেতে এখানে ক্লিক করো।


(১) গান্ধিজির রাজনৈতিক গুরু কে ছিলেন?

উঃ- গোপালকৃষ্ণ গোখলে ছিলেন গান্ধীজীর রাজনৈতিক গুরু।

(২) কোন্ ঘটনার প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর ‘নাইট’ উপাধি ত্যাগ করেছিলেন?

উঃ- ১৯১৯ খ্রিস্টাব্দের জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেছিলেন।

(৩) কোন্ ঘটনার প্রতিবাদস্বরূপ স্বদেশি ও বয়কট আন্দোলন গড়ে উঠেছিল?

উঃ- বঙ্গভঙ্গের সিদ্ধান্তের প্রতিবাদস্বরূপ স্বদেশী ও বয়কট আন্দোলন গড়ে উঠেছিল।

(৪) কবে, কার নেতৃত্বে ‘অযোধ্যা কিষান সভা’ গড়ে উঠেছিল?

উঃ- ১৯২০ খ্রিস্টাব্দে বাবা রামচন্দ্রের নেতৃত্বে ‘অযোধ্যা কিষান সভা’ গড়ে উঠেছিল।

(৫) অসহযোগ আন্দোলনকালে বাংলার মেদিনীপুরে কৃষক আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছিলেন?

উঃ- অসহযোগ আন্দোলনকালে বীরেন্দ্রনাথ শাসমল বাংলার মেদিনীপুরে কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন।

(৬) অসহযোগ আন্দোলনকালে ভারতের কোন্ অঞ্চলে বিজলিয়ার কৃষক বিদ্রোহ ঘটেছিল?

উঃ- অসহযোগ আন্দোলনকালে ভারতের রাজস্থানে বিজলীয়ার কৃষক বিদ্রোহ ঘটেছিল।

(৭) কোন্ ঘটনার ফলে গান্ধিজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নিয়েছিলেন?

উঃ- ১৯২২ খ্রিস্টাব্দে উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলার চৌরিচোরার হিংসাত্মক ঘটনার ফলে গান্ধীজী অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নিয়েছিলেন।

(৮) বিজলিয়ার কৃষক বিদ্রোহের দুজন নেতার নাম লেখো।

উঃ- বিজলিয়ার কৃষক বিদ্রোহের দুজন নেতা ছিলেন বিজয় সিং পথিক এবং মানিক লাল বর্মা।

(৯) ‘মোপলা বিদ্রোহ’ কোথায় ঘটেছিল?

উঃ- দক্ষিণ ভারতের মালাবারে ‘মোপলা বিদ্রোহ’ ঘটেছিল।


(১০) মোপলা বিদ্রোহের একজন নেতার নাম লেখো।

উঃ- আলী মুসলিয়ার ছিলেন মোপলা বিদ্রোহের একজন নেতা।

(১১) ‘একা’ আন্দোলনের দু-তিনটি স্থানের নাম লেখো।

উঃ- ‘একা’ আন্দোলনের দু তিনটি স্থানের নাম হল উত্তর-পশ্চিম অযোধ্যার হরদই, বারাবাকি, বাহরাইচ প্রভৃতি।

(১২) ‘একা’ আন্দোলনের একজন নেতার নাম লেখো।

উঃ- মাদারী পাসি ছিলেন ‘একা’ আন্দোলনের একজন নেতা।

(১৩) বিংশ শতাব্দীর কোন্ সময় ‘একা’ আন্দোলন সক্রিয় হয়ে উঠেছিল?

উঃ- বিংশ শতাব্দীর ১৯২১ থেকে ১৯২২ খ্রিস্টাব্দ সময়কালে একা আন্দোলন সক্রিয় হয়ে উঠেছিল।

(১৪) বারদৌলি সত্যাগ্রহ কবে, কোথায় হয়েছিল?

উঃ- বারদৌলি সত্যাগ্রহ ১৯২৮ খ্রিস্টাব্দে গুজরাটের সুরাট জেলার বারদৌলিতে হয়েছিল।

(১৫) ‘কালিপরাজ’ ও ‘উজালিপরাজ’ কী?

উঃ- গুজরাটের সুরাট জেলার বারদৌলি তালুকে বসবাসকারী নিম্নবর্ণের মানুষরা ‘কালিপরাজ’ (কালো মানুষ) এবং উচ্চবর্ণের বিত্তবান মানুষেরা ‘উজালিপরাজ (সাদা মানুষ) নামে পরিচিত ছিল।

(১৬) ‘হালি প্রথা’ কী?

উঃ- গুজরাটের সুরাটের বারদৌলিতে বসবাসকারী উচ্চবর্ণের বিত্তবান (উজালিপরাজ) জমির মালিকদের দ্বারা নিম্নবর্ণের (কালিপরাজ) মানুষদের শ্রমিক হিসেবে কাজ করার প্রথাই ‘হালি প্রথা’ নামে পরিচিত।

(১৭) কার নেতৃত্বে ‘বারদৌলি সত্যাগ্রহ’ হয়েছিল?

উঃ- সরদার বল্লভভাই প্যাটেল এর নেতৃত্বে ‘বারদৌলি সত্যাগ্রহ’ হয়েছিল

(১৮) বল্লভভাই প্যাটেলকে কারা ‘সর্দার’ উপাধি দিয়েছিলেন?

উঃ- বারদৌলি সত্যাগ্রহ আন্দোলনের সময়কালে সেখানকার স্থানীয় মহিলারা বল্লভভাই প্যাটেলকে ‘সর্দার’ উপাধি দিয়েছিলেন।

(১৯) ‘নিখিল ভারত কিষান সভা’-র প্রথম সভাপতি কে ছিলেন?

উঃ- ‘নিখিল ভারত কিষান সভার’ প্রথম সভাপতি ছিলেন সহজানন্দ সরস্বতী।

(২০) ‘নিখিল ভারত কিষান সভা’ কবে গঠিত হয়েছিল?

উঃ- ১৯৩৬ খ্রিস্টাব্দে ‘নিখিল ভারত কিষান সভা’ গঠিত হয়েছিল।

(২১) ‘ভারত ছাড়ো’ আন্দোলন কবে শুরু হয়েছিল?

উঃ- ১৯৪২ খ্রিস্টাব্দে ‘ভারত ছাড়ো’ আন্দোলন শুরু হয়েছিল।

(২২) ‘ভারত ছাড়ো’ আন্দোলন অপর কী নামে পরিচিত?

উঃ- ভারতছাড়ো আন্দোলন ‘অগাস্ট আন্দোলন’ নামেও পরিচিত।

(২৩) তেভাগা আন্দোলন কবে শুরু হয়েছিল?

উঃ- ১৯৪৬ খ্রিস্টাব্দে তেভাগা আন্দোলন শুরু হয়েছিল।

(২৪) ‘ফ্লাউড কমিশন’ কোন্ আন্দোলনের সঙ্গে যুক্ত?

উঃ- ‘ফ্লাউড কমিশন’ তেভাগা আন্দোলনের সঙ্গে যুক্ত।

(২৫) AITUC কবে প্রতিষ্ঠিত হয়?

উঃ- ১৯২০ খ্রিস্টাব্দে AITUC প্রতিষ্ঠিত হয়।

(২৬) AITUC-এর প্রথম সভাপতি কে ছিলেন?

উঃ- AITUC এর প্রথম সভাপতি ছিলেন লালা লাজপত রায়।

(২৭) ভারতে ‘মে দিবস’ কবে প্রথম পালিত হয়?

উঃ- ১৯২৩ খ্রিস্টাব্দের ১ মে ভারতে ‘মে দিবস’ প্রথম পালিত হয়।

(২৮) ভারতের প্রথম ট্রেড ইউনিয়ন কোনটি?

উঃ- ভারতের প্রথম ট্রেড ইউনিয়ন হল মাদ্রাজ লেবার ইউনিয়ন।

(২৯) ‘মাদ্রাজ লেবার ইউনিয়ন’ কে স্থাপন করেন?

উঃ- ‘মাদ্রাজ লেবার ইউনিয়ন’ স্থাপন করেন বি.পি. ওয়াদিয়া।

(৩০) কবে ‘মাদ্রাজ লেবার ইউনিয়ন’ স্থাপিত হয়?

উঃ- ১৯১৮ খ্রিস্টাব্দে ‘মাদ্রাজ লেবার ইউনিয়ন’ স্থাপিত হয়।

(৩১) ‘গিরনি কামগার ইউনিয়ন’ কবে স্থাপিত হয়?

উঃ- ১৯২৮ খ্রিস্টাব্দে ‘গিরনি কামগার ইউনিয়ন’ স্থাপিত হয়।

(৩২) ‘বোম্বাই মিল হ্যান্ডস অ্যাসোসিয়েশন’ কে, কবে প্রতিষ্ঠা করেন?

উঃ- ১৮৯০ খ্রিস্টাব্দে নারায়ণ মেঘাজি লোখাণ্ডে ‘বোম্বাই মিল হ্যান্ডস অ্যাসোসিয়েশন’ প্রতিষ্ঠা করেন।

(৩৩) ভারতে কবে ‘প্রথম ফ্যাক্টরি আইন’ পাস হয়?

উঃ- ১৮৯১ খ্রিস্টাব্দে ভারতে ‘প্রথম ফ্যাক্টরি আইন’ পাস হয়।

(৩৪) ভারতে কবে ‘দ্বিতীয় ফ্যাক্টরি আইন’ পাস হয়?

উঃ- ১৯১১ খ্রিস্টাব্দে ভারতে ‘দ্বিতীয় ফ্যাক্টরি আইন’ পাস হয়।

(৩৫) ‘অল ইন্ডিয়া কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি’ কবে স্থাপিত হয়?

উঃ- ১৯৩৪ খ্রিস্টাব্দের ২৩ অক্টোবর ‘অল ইন্ডিয়া কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি’ স্থাপিত হয়।

(৩৬) ‘অল ইন্ডিয়া কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি’-র সম্পাদক কে ছিলেন?

উঃ- ‘অল ইন্ডিয়া কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি’-র সম্পাদক ছিলেন জয়প্রকাশ নারায়ণ।

(৩৭) ‘লাঙল’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?

উঃ- ‘লাঙল’ পত্রিকার সম্পাদক ছিলেন কাজী নজরুল ইসলাম।



(৩৮) ‘গণবাণী’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?

উঃ- ‘গণবাণী’ পত্রিকার সম্পাদক ছিলেন মুজাফফর আহমেদ।

(৩৯) ‘লেবার কিষান গেজেট’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?

উঃ- ‘লেবার কিষান গেজেট’ পত্রিকার সম্পাদক সিঙ্গারাভেল্লু চেট্টিয়ার।

(৪০) মানবেন্দ্রনাথ রায় কবে, কোথায় ‘কমিউনিস্ট পার্টি’ স্থাপন করেন?

উঃ- মানবেন্দ্রনাথ রায় ১৯২০ খ্রিস্টাব্দে তাসখন্দে কমিউনিস্ট পার্টি স্থাপন করেন।

(৪১) মানবেন্দ্রনাথ রায়ের লেখা বিখ্যাত গ্রন্থটির নাম কী?

উঃ- মানবেন্দ্রনাথ রায়ের লেখা বিখ্যাত গ্রন্থটির নাম হল ‘ইন্ডিয়া ইন ট্রানজিশন’।

(৪২) মিরাট ষড়যন্ত্র মামলা কবে হয়েছিল?

উঃ- ১৯২৯ খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলা হয়েছিল।

(৪৩) কে, কবে ‘র‍্যাডিক্যাল ডেমোক্র্যাটিক পার্টি’ প্রতিষ্ঠা করেন?

উঃ- মানবেন্দ্রনাথ রায়, ১৯৪০ খ্রিস্টাব্দে ‘র‍্যাডিক্যাল ডেমোক্রেটিক পার্টি’ প্রতিষ্ঠা করেন।

(৪৪) ভারতের কোন্ দলকে ‘দ্বিজ’ বলা হত?

উঃ- ভারতের কমিউনিস্ট পার্টিকে ‘দ্বিজ’ বলা হত।

(৪৫) ‘লেবার স্বরাজ পার্টি’ কবে গঠিত হয়েছিল?

উঃ- ১৯২৫ খ্রিস্টাব্দে ‘লেবার স্বরাজ পার্টি’ গঠিত হয়েছিল।

(৪৬) ‘সারা ভারত ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি’ কবে প্রতিষ্ঠিত হয়েছিল?

উঃ- ১৯২৮ খ্রিস্টাব্দে ‘সারা ভারত ওয়ার্কার্স এন্ড পেজেন্টস পার্টি’ প্রতিষ্ঠিত হয়েছিল।

আমাদের পোষ্টের লেটেস্ট আপডেট পেতে আমাদের Whatsapp Channel , Facebook Page জয়েন করুন এবং Telegram Channel জয়েন করুন।

WhatsApp Channel Follow
Telegram Channel Join Now
Facebook Page Follow

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Home
শিক্ষার খবর
প্রবন্ধ রচনা
মক টেস্ট
টেলিগ্রাম