Last Updated on May 30, 2024 by Shiksha Diksha
পশ্চিমবঙ্গ মাধ্যমিক ইতিহাস (wbbse madhyamik history) বিষয়ের পঞ্চম অধ্যায় ” বিকল্প চিন্তা ও উদ্যোগ (উনিশ শতকের মধ্যভাগ থেকে বিশ শতকের প্রথমভাগ পর্যন্ত)- বৈশিষ্ট্য ও পর্যালোচনা ” থেকে গুরুত্বপূর্ণ MCQ প্রশ্মের উত্তর করে দেওয়া হল। যেসমস্ত ছাত্র-ছাত্রী মাধ্যমিক পরীক্ষা দেবে তারা এই গুরুত্বপূর্ণ MCQ প্রশ্মগুলি অনুসরন করতে পারো।
১. কোন বিদেশি শক্তি ভারতে প্রথম ছাপাখানা স্থাপন করেছিল?
(ক) পোর্তুগিজ
(খ) ব্রিটিশ
(গ) ফরাসি
(ঘ) ডাচ
উত্তরঃ- (ক) পোর্তুগিজ ।
২. ‘বাংলা মুদ্রণশিল্পের জনক’ বলা হয়-
(ক) চার্লস উইলকিনসকে
(খ) পঞ্চানন কর্মকারকে
(গ) উপেন্দ্রকিশোর রায়চৌধুরীকে
(ঘ) সুকুমার রায়কে
উত্তরঃ- (ক) চার্লস উইলকিনসকে ।
৩. বাংলা হরফের প্রথম কারিগর বলা হয়-
(ক) সুরেশচন্দ্র মজুমদারকে
(খ) নবকান্ত চট্টোপাধ্যায়কে
(গ) পঞ্চানন কর্মকারকে
(ঘ) মৃত্যুঞ্জয় বিদ্যালংকারকে
উত্তরঃ- (গ) পঞ্চানন কর্মকারকে ।
৪. ‘বাংলার ক্যাস্টন’ রূপে পরিচিত-
(ক) প্যারিচাঁদ মিত্র
(খ) সুরেশচন্দ্র মজুমদার
(গ) উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
(ঘ) মদনমোহন তর্কালংকার
উত্তরঃ- (খ) সুরেশচন্দ্র মজুমদার।
৫. আধুনিক বাংলা বই ব্যাবসার প্রথম পথপ্রদর্শক বলা হয়-
(ক) বিদ্যাসাগরকে
(খ) রাধাকান্ত দেবকে
(গ) পঞ্চানন কর্মকারকে
(ঘ) রামমোহন রায়কে
উত্তরঃ- (ক) বিদ্যাসাগরকে।
৬. A Grammar of the Bengali Language’ গ্রন্থটি রচনা করেন?
(ক) রামমোহন রায়
(খ) মতিলাল সুর
(গ) প্যারিচাঁদ মিত্র
(ঘ) ন্যাথানিয়েল ব্রাসি হ্যালহেড
উত্তরঃ- (ঘ) ন্যাথানিয়েল ব্রাসি হ্যালহেড।
৭. পণ্ডিত মদনমোহন তর্কালংকার ও বিদ্যাসাগর যৌগভাবে কোন্ ছাপাখানাটি স্থাপন করেছিলেন?
(ক) সংস্কৃত যন্ত্র
(খ) ভগবতী প্রেস
(গ) বিডন প্রেস
(ঘ) ওরিয়েন্টাল প্রেস
উত্তরঃ- (ক) সংস্কৃত যন্ত্র।
৮. ভারতে হাফটোন প্রিন্টিং’ পদ্ধতি প্রবর্তন করেন-
(ক) উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
(খ) সুকুমার রায়
(গ) চার্লস উইলকিনস
(ঘ) পঞ্চানন কর্মকার
উত্তরঃ- (ক) উপেন্দ্রকিশোর রায়চৌধুরী।
৯. ‘সন্দেশ’ পত্রিকার মুদ্রণ শুরু করেছিলেন-
(ক) সুকুমার রায়
(খ) সত্যজিৎ রায়
(গ) উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
(ঘ) হরিকিশোর রায়চৌধুরী
উত্তরঃ- (গ) উপেন্দ্রকিশোর রায়চৌধুরী।
১০. ‘শিশুশিক্ষা’ গ্রন্থটি রচনা করেন-
(ক) অবনীন্দ্রনাথ ঠাকুর
(খ) হরিকিশোর রায়চৌধুরী
(গ) সুকুমার রায়
(ঘ) মদনমোহন তর্কালংকার
উত্তরঃ- (ঘ) মদনমোহন তর্কালংকার।
১১. উন্নত বাংলা অক্ষরের ‘লাইনোটাইপ’ তৈরি করেন-
(ক) সুরেশচন্দ্র মজুমদার
(খ) পঞ্চানন কর্মকার
(গ) চার্লস উইলকিনস
(ঘ) রামরাম বসু
উত্তরঃ- (ক) সুরেশচন্দ্র মজুমদার ।
১২. ‘ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স’ (IACS)-এর প্রতিষ্ঠাতা-
(ক) প্রফুল্লচন্দ্র রায়
(খ) ডা. মহেন্দ্রলাল সরকার
(গ) সত্যেন্দ্রনাথ বসু
(ঘ) জগদীশচন্দ্র বসু
উত্তরঃ- (খ) ডা. মহেন্দ্রলাল সরকার।
১৩. নিম্নলিখিতদের মধ্যে IACS এর কোন গবেষক নোবেল পুরস্কার পান?
(ক) কে. এস. কৃষ্ণান
(খ) এস. চন্দ্রশেখর
(গ) সি. ভি. রামন
(ঘ) এইচ. জে. ভাবা
উত্তরঃ- (গ) সি. ভি. রামন।
১৪. কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠা করেন-
(ক) আশুতোষ মুখোপাধ্যায়
(খ) জগদীশচন্দ্র বসু
(গ) তারকনাথ পালিত
(ঘ) সত্যেন্দ্রনাথ বসু
উত্তরঃ- (ক) আশুতোষ মুখোপাধ্যায় ।
১৫. জগদীশচন্দ্র বসু ‘বসু বিজ্ঞান মন্দির’ প্রতিষ্ঠা করেন-
(ক) ১৯১০ খ্রিস্টাব্দে
(খ) ১৯১২ খ্রিস্টাব্দে
(গ) ১৯১৫ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯১৭ খ্রিস্টাব্দে
উত্তরঃ- (ঘ) ১৯১৭ খ্রিস্টাব্দে।
১৬. ‘ক্রেসকোগ্রাফ’ যন্ত্রটির আবিষ্কর্তা হলেন বিশিষ্ট বিজ্ঞানী-
(ক) তারকনাথ পালিত
(খ) সত্যেন্দ্রনাথ বসু
(গ) মেঘনাদ সাহা
(ঘ) জগদীশচন্দ্র বসু
উত্তরঃ- (ঘ) জগদীশচন্দ্র বসু।
১৭. ‘জাতীয় শিক্ষা পরিষদ’ প্রতিষ্ঠিত হয়-
(ক) ১৮৯৫ খ্রিস্টাব্দে
(খ) ১৯০৫ খ্রিস্টাব্দে
(গ) ১৯১৭ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯১০ খ্রিস্টাব্দে
উত্তরঃ- (খ) ১৯০৫ খ্রিস্টাব্দে।
১৮. ‘ভারতীয় উদ্ভিদবিদ্যার জনক’ বলা হয়-
(ক) উইলিয়াম রকস্বার্গকে
(খ) রবার্ট কিউবোকে
(গ) জগদীশচন্দ্র বসুকে
(ঘ) উইলিয়াম ইয়েসকে
উত্তরঃ- (ক) উইলিয়াম রকস্বার্গকে ।
আরও দেখুনঃ প্রতিরোধ ও বিদ্রোহঃ বৈশিষ্ট্য ও বিশ্লেষণ (তৃতীয় অধ্যায়) | মাধ্যমিক ইতিহাস | Madhyamik History mcq
১৯. শিবপুর বোটানিক্যাল গার্ডেন প্রতিষ্ঠা করেন-
(ক) কর্নেল রবার্ট কিড
(খ) উইলিয়াম রকস্বার্গ
(গ) উইলিয়াম ইয়েট্স
(ঘ) ফেলিক্স কেরি
উত্তরঃ- (ক) কর্নেল রবার্ট কিড।
২০. ‘বেঙ্গল কেমিক্যালস’ প্রতিষ্ঠা করেন-
(ক) জগদীশচন্দ্র বসু
(খ) তারকনাথ পালিত
(গ) সত্যেন্দ্রনাথ বোস
(ঘ) প্রফুল্লচন্দ্র রায়
উত্তরঃ- (ঘ) প্রফুল্লচন্দ্র রায়।
২১. ‘বেঙ্গল টেকনিক্যাল ইন্সটিটিউট’ স্থাপিত হয়-
(ক) ১৯০০ খ্রিস্টাব্দে
(খ) ১৯০৬ খ্রিস্টাব্দে
(গ) ১৯১৫ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯২৬ খ্রিস্টাব্দে
উত্তরঃ- (খ) ১৯০৬ খ্রিস্টাব্দে।
২২. ‘বেঙ্গল টেকনিক্যাল ইন্সটিটিউট’ বর্তমানে যে নাম পরিচিত সেটি হল-
(ক) কলিকাতা বিশ্ববিদ্যালয়
(খ) রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়
(গ) শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ
(ঘ) যাদবপুর বিশ্ববিদ্যালয়
উত্তরঃ- (ঘ) যাদবপুর বিশ্ববিদ্যালয়।
২৩. ‘বিশ্বভারতী’ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা-
(ক) রথীন্দ্রনাথ ঠাকুর
(খ) রবীন্দ্রনাথ ঠাকুর
(গ) দেবেন্দ্রনাথ ঠাকুর
(ঘ) দ্বারকানাথ ঠাকুর
উত্তরঃ- (ক) রথীন্দ্রনাথ ঠাকুর।
২৪. ‘বিশ্বভারতী’ বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য-
(ক) রবীন্দ্রনাথ ঠাকুর
(খ) রথীন্দ্রনাথ ঠাকুর
(গ) মহাত্মা গান্ধি
(ঘ) ইন্দ্ররা দেবী চৌধুরানী
উত্তরঃ- (খ) রথীন্দ্রনাথ ঠাকুর ।
২৫. ‘বিশ্বভারতী’ কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়-
(ক) ১৯৫১ খ্রিস্টাব্দে
(খ) ১৯৬১ খ্রিস্টাব্দে
(গ) ১৯৭১ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৮১ খ্রিস্টাব্দে
উত্তরঃ- (ক) ১৯৫১ খ্রিস্টাব্দে।
২৬. কলকাতা থেকে ডায়মন্ড হারবার পর্যন্ত বাণিজ্যিকভাবে ভারতে প্রথম টেলিগ্রাফ বার্তা পাঠিয়েছিলেন-
(ক) মেঘনাদ সাহা
(খ) গোলকচন্দ্ৰ নন্দী
(গ) শিবচন্দ্র নন্দী
(ঘ) জগদীশচন্দ্র বসু
উত্তরঃ- (গ) শিবচন্দ্র নন্দী।
আমাদের পোষ্টের লেটেস্ট আপডেট পেতে আমাদের Whatsapp Channel জয়েন করুন এবং Telegram Channel জয়েন করুন।
আরও দেখুনঃ
- WBBSE Holiday List 2025 | মধ্যশিক্ষা পর্ষদের ২০২৫ শিক্ষাবর্ষের ছুটির তালিকা
- একটি নদীর আত্মকথা- বাংলা প্রবন্ধ রচনা | Akti Nadir Atmakatha Bangla Probondho Rochona
- মাধ্যমিক ইতিহাস (সপ্তম অধ্যায়) প্রশ্ম-উত্তর | Madhyamik History Chapter 7 Question Answer
- মাধ্যমিক ইতিহাস (অষ্টম অধ্যায়) প্রশ্ম-উত্তর | Madhyamik History Chapter 8 Question Answer
- মাধ্যমিক ইতিহাস (চতুর্থ অধ্যায়) প্রশ্ম-উত্তর | Madhyamik History Chapter 4 Question Answer
- মাধ্যমিক ইতিহাস (ষষ্ঠ অধ্যায়) প্রশ্ম-উত্তর | Madhyamik History Chapter 6 Question Answer