Nabanna Scholarship 2025

নবান্ন স্কলারশিপ ২০২৫ আবেদন শুরু | Nabanna Scholarship 2025

Blinking Buttons WhatsApp Telegram

West Bengal Nabanna Scholarship 2025: পশ্চিমবঙ্গ সরকারের এক জনপ্রিয় স্কলারশিপ “নবান্ন স্কলারশিপ (Nabanna Scholarship 2025)”। দরিদ্র এবং মেধাবী ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য এই স্কলারশিপ মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল (Chief Minister Relief Fund) থেকে প্রদান করা হয়ে থাকে। উচ্চমাধ্যমিক আবেদনের জন্য মাধ্যমিকে 50%এর থেকে বেশি কিন্তু 60% এর থেকে কম নম্বর এবং স্নাতক স্তরের জন্য উচ্চমাধ্যমিকে 50% এর থেকে বেশি কিন্তু 60% এর থেকে কম নম্বর পেতে হবে। যে সমস্ত ছাত্রছাত্রী 60% বা তার বেশি নম্বর পাবে তারা ” নবান্ন স্কলারশিপে ” আবেদন করতে পারবে না। তারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপে (SVMCM) আবেদন করতে পারবে। স্নাতকোত্তর স্তরে আবেদনের জন্য স্নাতক স্তরে 50% থেকে বেশি কিন্তু 53% থেকে কম নম্বর পেতে হবে। এই স্কলারশিপের জন্য কারা আবেদন করতে পারবে, কী কী ডকুমেন্টস লাগবে, কিভাবে আবেদন করা যাবে তা নীচে বিস্তারিত দেওয়া আছে।

Nabanna Scholarship 2025 Overview

Scholarship NameNabanna Scholarship 2025
StateWest Bengal
Assistance From Chief Minister’s Relief Fund and Chief Minister’s Discretionary Fund
Official Websitehttps://cmrf.wb.gov.in/

নবান্ন স্কলারশিপের যোগ্যতা (Nabanna Scholarship Eligibility)

(1) পশ্চিবঙ্গের যে সমস্ত ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষায় পাশ করে একাদশ শ্রেণীতে পাঠরত, যারা উচ্চমাধ্যমিক পাশ করে স্নাতক স্তরে পাঠরত (BA, BSc, BCom) এবং যারা স্নাতকোত্তর স্তরে (MA, MSc) পাঠরত তারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে।
(2) আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
(3) পারিবারিক বার্ষিক আয় এক লক্ষ কুড়ি হাজারের (1,20,000 টাকা) বেশি হওয়া চলবে না।
(4) পশ্চিমবঙ্গ রাজ্যের যেকোনো বোর্ড/ কাউন্সিল/বিশ্ববিদ্যালয় থেকে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক বা স্নাতক পরীক্ষায় উত্তির্ণ হওয়ার পর রাজ্যেরই কোনো প্রতিষ্ঠানে পাঠরত হতে হবে।
(5) একজন আবেদনকারী কেবল বছরে একবারই আবেদন করতে পারবে।

নবান্ন স্কলারশিপ পেতে কত নম্বর লাগবে (Required Marks ):

(1) উচ্চমাধ্যমিক আবেদনের জন্য মাধ্যমিকে ৫০% এর থেকে বেশি কিন্তু ৬০% এর থেকে কম নম্বর এবং স্নাতক স্তরের জন্য উচ্চমাধ্যমিকে ৫০% এর থেকে বেশি কিন্তু ৬০% এর থেকে কম নম্বর পেতে হবে। যে সমস্ত ছাত্রছাত্রী ৬০% বা তার বেশি নম্বর পাবে তারা ” নবান্ন স্কলারশিপে ” আবেদন করতে পারবে না। তারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে পারবে।
(2) স্নাতকোত্তর স্তরে আবেদনের জন্য স্নাতক স্তরে ৫০% থেকে বেশি কিন্তু ৫৩% থেকে কম নম্বর পেতে হবে।

আরও দেখুন:  HS Semester system Syllabus 2024-25 | উচ্চমাধ্যমিক সেমিস্টার সিস্টেম সিলেবাস ২০২৪-২৫

aikyashree scholarship 2025 আরও দেখুনঃ শুরু হল ঐক্যশ্রী স্কলারশিপ ২০২৫-২৬ আবেদন | Aikyashree Scholarship 2025-26 Apply Online

ফর্ম ফিলাপ করার সময় কী কী তথ্য লাগবে-

  • (১) মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অনুযায়ী নাম।
  • (২) অভিভাবকের নাম;
  • (৩) বয়স
  • (৪) মাধ্যমিক রোল নম্বর এবং বছর।
  • (৫) পিন কোড সহ পুরো ঠিকানা।
  • (৬) চালু মোবাইল নম্বর। আবেদন করার সময় OTP আসবে।
  • (৭) ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস (Account No. IFSC Code, Bank Name, Branch)

নবান্ন স্কলারশিপের জন্য কিভাবে আবেদন করতে হবে?

নবান্ন স্কলারশিপের জন্য ছাত্রছাত্রীরা অনলাইনে আবেদন করতে পারবে। অনলাইনে সরাসরি আবেদনের জন্য অফিসিয়াল পোর্টালের লিঙ্ক নীচে দেওয়া আছে। লিঙ্কে ক্লিক করলে নবান্ন স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইট খুলবে এবং সেখান থেকে আবেদন করা যাবে।

কী কী ডকুমেন্টস লাগবে (Required Documents)?

  • (1) Marks Sheet: সর্বশেষ পরীক্ষার মার্কশিট (মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, স্নাতক)।
  • (2) Aadhar Card: আধার কার্ড।
  • (3) Passport Size Photo: রঙিন পাশপোর্ট সাইজের ফটো।
  • (4) Bank Pass Book: ব্যাঙ্ক পাশ বই।
  • (5) Income Certificate: বার্ষিক পারিবারিক আয়ের শংসাপত্র। SDO, BDO, Jt-BDO এর কাছ থেকে এই শংসাপত্র নিতে হবে।
  • (6) MLA/ MP রেকমেনডেশন এবং স্ব-ঘোষনাপত্র।
  • (7) Mobile & Email: মোবাইল নম্বর এবং ইমেল আইডি।

নবান্ন স্কলারশিপের অফিসের ঠিকানা-

Contact Details for Educational Assistance

  • Chief Minister’s Office, Nabanna
  • 325, Sarat Chatterjee Road Howrah – 711 102
  • wbcmrfedu2020[at]gmail[dot]com
  • 033 2253 5335
  • Monday to Friday – 10 am to 5.30 pm
    ( Excluding Govt. Holidays )

hand আমাদের পোষ্টের লেটেস্ট আপডেট পেতে আমাদের Whatsapp Channel জয়েন করুন এবং Telegram Channel জয়েন করুন।

WhatsApp Channel Follow
Telegram Channel Join Now
Facebook Page Follow

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp Telegram
Home
শিক্ষার খবর
প্রবন্ধ রচনা
মক টেস্ট