মাধ্যমিক ইতিহাস (দ্বিতীয় অধ্যায়) প্রশ্ম-উত্তর | Madhyamik History Chapter 2 Question Answer

Madhyamik History Chapter 2

Last Updated on December 24, 2024 by Shiksha Diksha

মাধ্যমিক ইতিহাস সংস্কারঃ বৈশিষ্ট্য ও পর্যালোচনা (দ্বিতীয় অধ্যায়) প্রশ্ম-উত্তর (Madhyamik History Chapter 2): আসন্ন মাধ্যমিক পরীক্ষার জন্য পরীক্ষার্থীদের সুবিধার জন্য ইতিহাস বিষয়ের (Madhyamik History) বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ম-উত্তর করে দেওয়া হলো। এখানে টেস্ট পেপার থেকে নেওয়া গুরুত্বপূর্ণ ” একটি বাক্যে উত্তর দাও (VSAQ)” ধরনের প্রশ্ম-উত্তর দেওয়া আছে। সঙ্গে নীচে সঠিক উত্তর নির্বাচন করো (MCQ) প্রশ্মের লিঙ্ক দেওয়া আছে। যে সমস্ত ছাত্র-ছাত্রী মাধ্যমিক পরীক্ষা দেবে তারা এই গুরুত্বপূর্ণ প্রশ্ম-উত্তর গুলি দেখে নিতে পারো।

(১)  কলকাতা থেকে প্রকাশিত প্রথম সংবাদপত্র কোনটি?

উত্তর:- কলকাতা থেকে প্রকাশিত প্রথম সংবাদপত্র হল ‘বেঙ্গল গেজেট’।

(২) ‘সংবাদ প্রভাকর’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?

উত্তর:- ‘সংবাদ প্রভাকর’ পত্রিকার সম্পাদক ছিলেন ঈশ্বর চন্দ্র গুপ্ত।

(৩) ‘নীলদর্পণ’ নাটকটি কে লেখেন?

উত্তর:- নীলদর্পণ নাটকটি লেখেন দীনবন্ধু মিত্র।

(৪) ‘মেকলে মিনিট’ কবে জারি হয়?

উত্তর:- ১৮৩৫ খ্রিস্টাব্দে ‘মেকলে মিনিট’ জারি হয়।

(৫) ফোর্ট উইলিয়াম কলেজ কে, কবে প্রতিষ্ঠা করেন?

উত্তর:- ১৮০০ খ্রিস্টাব্দে লর্ড ওয়েলেসলি ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন।

(৬) কাদম্বিনী গঙ্গোপাধ্যায় কে ছিলেন?

উত্তর:- বাংলায় প্রথম মহিলা গ্র্যাজুয়েটদের মধ্যে একজন ছিলেন কাদম্বিনী গঙ্গোপাধ্যায়।

(৭) ‘জেনারেল অ্যাসেম্বলিজ ইন্সটিটিউশন’-এর বর্তমান নাম কী?

উত্তর:- ‘জেনারেল অ্যাসেম্বলিজ ইন্সটিটিউশন’-এর বর্তমান নাম স্কটিশচার্চ কলেজ।

(৮) কলিকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম দুজন স্নাতক কে ছিলেন?

উত্তর:- কলিকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম দুজন স্নাতক ছিলেন যদুনাথ বসু ও বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।

(৯)  কলিকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে ছিলেন?

উত্তর:- কলিকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য ছিলেন স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়।

(১০)  ‘ব্রাহ্মসমাজ’ কে প্রতিষ্ঠা করেন?

উত্তর:- ‘ব্রাহ্মসমাজ’ প্রতিষ্ঠা করেন রামমোহন রায়।

(১১)  বাংলায় কোন্ সময়কে ‘নবজাগরণের সময়’ বলা হয়?

উত্তর:- বাংলায় ঊনবিংশ শতাব্দীকে ‘নবজাগরণের সময়’ বলা হয়।

(১২)  ‘বিধবাবিবাহ আইন’ কে প্রবর্তন করেন?

উত্তর:- ‘বিধবাবিবাহ আইন’ প্রবর্তন করেন লর্ড ক্যানিং।

(১৩)  ‘ম্যাগনা কার্টা অফ ইংলিশ এডুকেশন ইন ইন্ডিয়া’ কাকে বলা হয়?

উত্তর:- উডের ডেসপ্যাচকে ‘ম্যাগনা কার্টা অফ ইংলিশ এডুকেশন ইন ইন্ডিয়া’ বলা হয়।

(১৪)  এশিয়ার প্রথম ডি লিট কে পান?

উত্তর:- এশিয়ার প্রথম ডিলিট পান বেণীমাধব বরুয়া।

(১৫)  কে, কবে ‘হিন্দু মেট্রোপলিটন কলেজ’ প্রতিষ্ঠা করেন?

উত্তর:- রাধাকান্ত দেব ১৮৫৩ খ্রিস্টাব্দে হিন্দু মেট্রোপলিটন কলেজ প্রতিষ্ঠা করেন।

(১৬)  কে ‘লন্ডন ফার্মাকোপিয়া’ বইটির বঙ্গানুবাদ করেন?

উত্তর:- মধুসূদন গুপ্ত ‘লন্ডন ফার্মাকোপিয়া’ বইটির বঙ্গানুবাদ করেন।

(১৭)  কার তহবিলের অর্থে হুগলির ‘ইমামবাড়া’ তৈরি হয়?

উত্তর:- হাজী মোহাম্মদ মহসিন এর তহবিলের অর্থে হুগলির ‘ইমামবাড়া’ তৈরি হয়।

(১৮)  রামকৃষ্ণ মিশন কে প্রতিষ্ঠা করেন?

উত্তর:- ১৮৯৭ খ্রিস্টাব্দে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন।

(১৯)  অধ্যাপক অনিল শীল বাংলার নবজাগরণকে কী বলেছেন?

উত্তর:- অধ্যাপক অনিল শীল বাংলার নবজাগরণ কে ‘এলিটিস্ট আন্দোলন’ বলেছেন।

(২০)  ‘ইন্ডিয়া টুডে’ কার লেখা?

উত্তর:- ইন্ডিয়া টুডে ডক্টর রজনী পাম দত্তের লেখা।

আমাদের পোষ্টের লেটেস্ট আপডেট পেতে আমাদের Whatsapp Channel , Facebook Page জয়েন করুন এবং Telegram Channel জয়েন করুন।

WhatsApp Channel Follow
Telegram Channel Join Now
Facebook Page Follow

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *