Last Updated on May 30, 2024 by Shiksha Diksha
মাধ্যমিক ইতিহাস ( Madhyamik History) বিষয়ের অষ্টম অধ্যায় ” উত্তর- ঔপনিবেশিক ভারতঃ বিশ শতকের দ্বিতীয় পর্ব (১৯৪৭-১৯৬৪) ” থেকে সমস্ত রকম গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ম এবং তার উত্তর করা হলো। যে সমস্ত ছাত্র-ছাত্রী এই বছর মাধ্যমিক পরীক্ষা দেবে এই প্রশ্ম-উত্তর গুলি একবার দেখে নিতে পারো। মাধ্যমিক ইতিহাস বিষয়ের অষ্টম অধ্যায় (Madhyamik History Chapter 8 MCQ) থেকে এই MCQ প্রশ্মগুলি খুবই গুরুত্বপূর্ণ।
১. ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে-
(ক) ১৯৪৭ খ্রিস্টাব্দের ২৫ জানুয়ারি
(খ) ১৯৪৭ খ্রিস্টাব্দের ২৬ জানুয়ারি
(গ) ১৯৪৭ খ্রিস্টাব্দের ১৫ আগস্ট
(ঘ) ১৯৪৮ খ্রিস্টাব্দের ২২ ফেব্রুয়ারি
উঃ- (গ) ১৯৪৭ খ্রিস্টাব্দের ১৫ আগস্ট।
২. স্বাধীনতা লাভের প্রাক্কালে ভারতের ভাইসরয় ছিলেন-
(ক) চক্রবর্তী রাজা গোপালাচারি
(খ) লর্ড মাউন্টব্যাটেন
(গ) ক্লিমেন্ট এটলি
(ঘ) কার্লাইল
উঃ- (খ) লর্ড মাউন্টব্যাটেন ।
৩. স্বাধীনতার পূর্ববর্তী সময়কালে ভারতের সর্ববৃহৎ দেশীয় রাজ্য ছিল-
(ক) কাশ্মীর
(খ) বরোদা
(গ) হায়দরাবাদ
(ঘ) মহীশুর
উঃ- (গ) হায়দরাবাদ।
৪. ‘ভারতের স্বাধীনতা আইন’ পাস হয় ১৯৪৭ খ্রিস্টাব্দের
(ক) ১৫ জুলাই
(খ) ১৬ জুলাই
(গ) ১৭ জুলাই
(ঘ) ১৮ জুলাই
উঃ- (ঘ) ১৮ জুলাই।
৫. ভারতের স্বাধীনতার সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন-
(ক) ক্লিমেন্ট এটলি
(খ) নেভিল চেম্বারলেন
(ঘ) উইনস্টন চার্চিল
(গ) লয়েড জর্জ
উঃ- (ক) ক্লিমেন্ট এটলি।
৬. দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তির সময় স্বরাষ্ট্র দফতরের সচিব ছিলেন-
(ক) সর্দার বল্লভভাই প্যাটেল
(খ) ড. রাজেন্দ্র প্রসাদ
(গ) ভি. পি. মেনন
(ঘ) জওহরলাল নেহরু
উঃ- (গ) ভি. পি. মেনন।
আরও দেখুনঃ মাধ্যমিক বাংলা অনলাইন মক টেস্ট- ২ | Madhyamik History Mock Test-2
৭. স্বাধীনতা লাভের পর ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী নিযুক্ত হয়েছিলেন-
(ক) সর্দার বল্লভভাই প্যাটেল
(খ) ড. আম্বেদকর
(গ) জওহরলাল নেহরু
(ঘ) ভি. পি. মেনন
উঃ- (ক) সর্দার বল্লভভাই প্যাটেল।
৮. স্বাধীন ভারতের লৌহমানব-
(ক) সর্দার বল্লভভাই প্যাটেল
(খ) ভি. পি. মেনন
(গ) জওহরলাল নেহরু
(ঘ) গান্ধিজি
উঃ- (ক) সর্দার বল্লভভাই প্যাটেল।
৯. হরি সিং ছিলেন-
(ক) জুনাগড়ের রাজা
(খ) কাশ্মীরের রাজা
(গ) পাঞ্জাবের রাজা
(ঘ) হায়দরাবাদের রাজা
উঃ- (খ) কাশ্মীরের রাজা।
১০. পাকিস্তান দখলীকৃত কাশ্মীরের নাম-
(ক) আখসাই কাশ্মীর
(খ) নয়া কাশ্মীর
(গ) আজাদ কাশ্মীর
(ঘ) অলগ কাশ্মীর
উঃ- (গ) আজাদ কাশ্মীর।
১১. রাজাকার বাহিনী গড়ে উঠেছিল-
(ক) কাশ্মীরে
(খ) হায়দরাবাদে
(গ) জুনাগড়ে
(ঘ) মহীশূরে
উঃ- (খ) হায়দরাবাদে।
১২. রাজাকার বাহিনী গঠন করেছিলেন-
(ক) ভি. পি. মেনন
(খ) ড. কে. নিয়োগ
(গ) কাসেম রেজভি
(ঘ) হরি সিং
উঃ- (গ) কাসেম রেজভি।
১৩. কাশ্মীর ভারতভুক্তির দলিলে স্বাক্ষর করেছিল ১৯৪৭ খ্রিস্টাব্দের
(ক) ২ অক্টোবর
(খ) ১২ অক্টোবর
(গ) ২০ অক্টোবর
(ঘ) ২৬ অক্টোবর
উঃ- (ঘ) ২৬ অক্টোবর।
১৪. হায়দরাবাদ ভারতভূক্তির দলিলে স্বাক্ষর করেছিল-
(ক) ১৯৪৭ খ্রিস্টাব্দের ২৬ জানুয়ারি
(খ) ১৯৪৮ খ্রিস্টাব্দের ২৬ জানুয়ারি
(গ) ১৯৫০ খ্রিস্টাব্দের ২৬ জানুয়ারি
(ঘ) ১৯৫২ খ্রিস্টাব্দের ২৬ জানুয়ারি
উঃ- (গ) ১৯৫০ খ্রিস্টাব্দের ২৬ জানুয়ারি।
আরও দেখুনঃ মাধ্যমিক ইতিহাস অনলাইন মক টেস্ট | Madhyamik History Online Mock Test
১৫. জুনাগড়ের ভারতভুক্তি হয়েছিল-
(ক) ১৯৪৯ খ্রিস্টাব্দে
(খ) ১৯৫০ খ্রিস্টাব্দে
(গ) ১৯৫১ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৫২ খ্রিস্টাব্দে
উঃ- (ক) ১৯৪৯ খ্রিস্টাব্দে।
১৬. নিম্নোক্তগুলির মধ্যে দেশীয় রাজ্য ছিল না-
(ক) ভোপাল
(খ) হায়দ্রাবাদ
(গ) মহীশূর
(ঘ) জুনাগড়
উঃ- (ক) ভোপাল।
১৭. উদ্বাস্তুদের জীবন সংক্রান্ত ‘ মারজিনাল ম্যান ‘ গ্রন্থটির রচয়িতা-
(ক) প্রফুল্লকুমার চক্রবর্তী
(খ) অমলেস ত্রিপাঠী
(গ) নেহেরু
(ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
উঃ- (ক) প্রফুল্লকুমার চক্রবর্তী।
১৮. ‘নেহরু-লিয়াকত চুক্তি’ স্বাক্ষর হয়েছিল-
(ক) ১৯৪৭ খ্রিস্টাব্দে
(খ) ১৯৪৮ খ্রিস্টাব্দে
(গ) ১৯৫০ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৫২ খ্রিস্টাব্দে
উঃ- (গ) ১৯৫০ খ্রিস্টাব্দে।
১৯. ‘এ ট্রেন টু পাকিস্তান ‘ গ্রন্থের লেখক ছিলেন-
(ক) ভি. পি. মেনন
(খ) নেহরু
(গ) খুশবন্ত সিং
(ঘ) সলমন রুশদি
উঃ- (গ) খুশবন্ত সিং।
২০. ‘ছেড়ে আসা গ্রাম’ গ্রন্থের লেখক কে?
(ক) প্রফুল্লকুমার চক্রবর্তী
(খ) প্রফুল্ল রায়
(ঘ) দক্ষিণারঞ্জন বসু
(গ) দক্ষিণারঞ্জন রায়
উঃ- (ঘ) দক্ষিণারঞ্জন বসু।
২১. সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা ‘অর্ধেক জীবন’ গ্রন্থটির প্রেক্ষাপট-
(ক) বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন
(খ) দেশভাগ
(গ) জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড
(ঘ) নৌ বিদ্রোহ
উঃ- (খ) দেশভাগ।
২২. ´India in Transition’ গ্রন্থটির লেখক-
(ক) এম. এন. রায়
(খ) এস. সি. বসু
(গ) এম. কে. গান্ধি
(ঘ) সলমন রুশদি
উঃ- (ক) এম. এন. রায়।
২৩. ‘নেহরু-লিয়াকত চুক্তি’-র কারণ ছিল-
(ক) উদ্বাস্তু সমস্যার সমাধান
(খ) দলিত অধিকার সংক্রান্ত সমস্যার সমাধান
(গ) পরিবেশ সংক্রান্ত সমস্যার সমাধান
(ঘ) জনসংখ্যাবৃদ্ধি সংক্রান্ত সমস্যার সমাধান
উঃ- (ক) উদ্বাস্তু সমস্যার সমাধান।
২৪. ‘শিকড়ের সন্ধানে’ গ্রন্থটি লেখেন-
(ক) প্রফুল্ল রায়
(খ) শঙ্খ ঘোষ
(গ) সুফিয়া কামাল
(ঘ) অতীন বন্দ্যোপাধ্যায়
উঃ- (খ) শঙ্খ ঘোষ।
২৫. ‘ভাষাভিত্তিক প্রদেশ কমিশন’ গঠিত হয়-
(ক) ১৯৪৮ খ্রিস্টাব্দে
(খ) ১৯৪৯ খ্রিস্টাব্দে
(গ) ১৯৫০ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৫১ খ্রিস্টাব্দে
উঃ- (ক) ১৯৪৮ খ্রিস্টাব্দে।
২৬. ‘রাজ্য পুনর্গঠন কমিশন’ গঠিত হয়েছিল-
(ক) ১৯৫০ খ্রিস্টাব্দে
(খ) ১৯৫২ খ্রিস্টাব্দে
(গ) ১৯৫৩ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৫৬ খ্রিস্টাব্দে
উঃ- (গ) ১৯৫৩ খ্রিস্টাব্দে।
২৭. ‘রাজ্য পুনর্গঠন কমিশন’ গঠন করেন-
(ক) মতিলাল নেহরু
(খ) ভি. পি. মেনন
(গ) জওহরলাল নেহরু
(ঘ) সর্দার বল্লভভাই প্যাটেল
উঃ- (গ) জওহরলাল নেহরু।
২৮. পট্টি শ্রীরামালু কোন্ ভাষার স্বপক্ষে আন্দোলন করেছিলেন?
(ক) মালয়ালাম্
(খ) তামিল
(গ) গুজরাটি
(ঘ) তেলুগু
উঃ- (ঘ) তেলুগু।
২৯. ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্য-
(ক) অন্ধ্রপ্রদেশ
(খ) গুজরাট
(গ) তামিলনাড়ু
(ঘ) বিহার
উঃ- (ক) অন্ধ্রপ্রদেশ।
৩০. ‘সরকারি ভাষা কমিশন’ গঠিত হয়-
(ক) ১৯৫৫ খ্রিস্টাব্দে
(খ) ১৯৫৭ খ্রিস্টাব্দে
(গ) ১৯৫৬ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৫৮ খ্রিস্টাব্দে
উঃ- (ক) ১৯৫৫ খ্রিস্টাব্দে।
৩১. ‘সরকারি ভাষা আইন’ পাস হয়-
(ক) ১৯৬০ খ্রিস্টাব্দে
(খ) ১৯৬৩ খ্রিস্টাব্দে
(গ) ১৯৬১ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৫৬ খ্রিস্টাব্দে
উঃ- (খ) ১৯৬৩ খ্রিস্টাব্দে।
৩২. ভারতের প্রধান রাষ্ট্রভাষা হল-
(ক) হিন্দি
(খ) ইংরেজি
(গ) বাংলা
(ঘ) মারাঠি
উঃ- (ক) হিন্দি।
৩৩. গোয়ার ভারতভুক্তি হয়েছিল-
(ক) ১৯৫৬ খ্রিস্টাব্দে
(খ) ১৯৬৮ খ্রিস্টাব্দে
(গ) ১৯৬১ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৭১ খ্রিস্টাব্দে
উঃ- (গ) ১৯৬১ খ্রিস্টাব্দে।
৩৪. বিশ্ব মাতৃভাষা দিবস পালন করা হয় প্রতি বছরের-
(ক) ২১ জানুয়ারি
(খ) ২১ ফেব্রুয়ারি
(গ) ২১ মে
(ঘ) ২১ জুন
উঃ- (খ) ২১ ফেব্রুয়ারি।
৩৫. অরুণাচলপ্রদেশ ভারতের কততম অঙ্গরাজ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে?
(ক) ২১ তম
(গ) ২৪ তম
(খ) ২৩তম
(ঘ) ২৬ তম
উঃ- (গ) ২৪ তম।
৩৬. নাগাল্যান্ড পৃথক রাজ্যের মর্যাদা পায়-
(ক) ১৯৫৬ খ্রিস্টাব্দে
(খ) ১৯৬০ খ্রিস্টাব্দে
(গ) ১৯৬৩ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৭৪ খ্রিস্টাব্দে
উঃ- (গ) ১৯৬৩ খ্রিস্টাব্দে।
৩৭. পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী-
(ক) প্রফুল্ল ঘোষ
(খ) ডা. বিধানচন্দ্র রায়
(গ) সিদ্ধার্থশঙ্কর রায়
(ঘ) জ্যোতি বসু
উঃ- (ক) প্রফুল্ল ঘো।
৩৮. ভাষাভিত্তিক গুজরাট রাজ্যটির গঠন হয়েছিল-
(ক) ১৯৪৭ খ্রিস্টাব্দে
(খ) ১৯৬৫ খ্রিস্টাব্দে
(গ) ১৯৬০ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৭২ খ্রিস্টাব্দে
উঃ- (গ) ১৯৬০ খ্রিস্টাব্দে।
৩৯. রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতি-
(ক) ড. বি. আর. আম্বেদকর
(খ) ফজল আলি
(গ) এস. কে. দার
(ঘ) ভি. পি. মেনন
উঃ- (খ) ফজল আলি।
৪০. ভারতে সরকারি ভাষা প্রসঙ্গে ভারতীয় সংবিধানের কত নং তপসিলে আলোচনা করা হয়েছে?
(ক) পঞ্চম
(খ) ষষ্ঠ
(গ) অষ্টম
(ঘ) দশম
উঃ- (গ) অষ্টম।
আমাদের পোষ্টের লেটেস্ট আপডেট পেতে আমাদের Whatsapp Channel জয়েন করুন এবং Telegram Channel জয়েন করুন।
- মাধ্যমিক ইতিহাস (প্রথম অধ্যায়) VSAQ প্রশ্ম-উত্তর | Madhyamik History Chapter 1 VSAQ
- মাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২৫ঃ দ্বিতীয় অধ্যায় | Madhyamik History Suggestion 2025: Chapter 2
- মাধ্যমিক ইতিহাস সাজেশন 2025 : অধ্যায় ইতিহাসের ধারণা | Madhyamik History Suggestion 2025 Chapter 1
- পশ্চিমবঙ্গ নবম শ্রেণীর নতুন সিলেবাস | WBBSE Class 9 Syllabus
- নবম শ্রেণীর ইংরেজী সিলেবাস | Class 9 English Syllabus