মাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২৫ঃ দ্বিতীয় অধ্যায় | Madhyamik History Suggestion 2025: Chapter 2

madhyamik history

উত্তর- ঔপনিবেশিক ভারতঃ বিশ শতকের দ্বিতীয় পর্ব (১৯৪৭-১৯৬৪) | Madhyamik History Chapter 8 MCQ

Last Updated on May 30, 2024 by Shiksha Diksha

মাধ্যমিক ইতিহাস ( Madhyamik History) বিষয়ের অষ্টম অধ্যায় ” উত্তর- ঔপনিবেশিক ভারতঃ বিশ শতকের দ্বিতীয় পর্ব (১৯৪৭-১৯৬৪) ” থেকে সমস্ত রকম গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ম এবং তার উত্তর করা হলো। যে সমস্ত ছাত্র-ছাত্রী এই বছর মাধ্যমিক পরীক্ষা দেবে এই প্রশ্ম-উত্তর গুলি একবার দেখে নিতে পারো। মাধ্যমিক ইতিহাস বিষয়ের অষ্টম অধ্যায় (Madhyamik History Chapter 8 MCQ) থেকে এই MCQ প্রশ্মগুলি খুবই গুরুত্বপূর্ণ।

১. ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে-
(ক) ১৯৪৭ খ্রিস্টাব্দের ২৫ জানুয়ারি

(খ) ১৯৪৭ খ্রিস্টাব্দের ২৬ জানুয়ারি

(গ) ১৯৪৭ খ্রিস্টাব্দের ১৫ আগস্ট

(ঘ) ১৯৪৮ খ্রিস্টাব্দের ২২ ফেব্রুয়ারি

উঃ- (গ) ১৯৪৭ খ্রিস্টাব্দের ১৫ আগস্ট।


২. স্বাধীনতা লাভের প্রাক্কালে ভারতের ভাইসরয় ছিলেন-

(ক) চক্রবর্তী রাজা গোপালাচারি
(খ) লর্ড মাউন্টব্যাটেন

(গ) ক্লিমেন্ট এটলি
(ঘ) কার্লাইল

উঃ- (খ) লর্ড মাউন্টব্যাটেন


৩. স্বাধীনতার পূর্ববর্তী সময়কালে ভারতের সর্ববৃহৎ দেশীয় রাজ্য ছিল-
(ক) কাশ্মীর

(খ) বরোদা

(গ) হায়দরাবাদ

(ঘ) মহীশুর

উঃ- (গ) হায়দরাবাদ।

৪. ‘ভারতের স্বাধীনতা আইন’ পাস হয় ১৯৪৭ খ্রিস্টাব্দের
(ক) ১৫ জুলাই
(খ) ১৬ জুলাই
(গ) ১৭ জুলাই
(ঘ) ১৮ জুলাই

উঃ- (ঘ) ১৮ জুলাই।

৫. ভারতের স্বাধীনতার সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন-

(ক) ক্লিমেন্ট এটলি

(খ) নেভিল চেম্বারলেন

(ঘ) উইনস্টন চার্চিল
(গ) লয়েড জর্জ

উঃ- (ক) ক্লিমেন্ট এটলি।


৬. দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তির সময় স্বরাষ্ট্র দফতরের সচিব ছিলেন-
(ক) সর্দার বল্লভভাই প্যাটেল
(খ) ড. রাজেন্দ্র প্রসাদ
(গ) ভি. পি. মেনন
(ঘ) জওহরলাল নেহরু

উঃ- (গ) ভি. পি. মেনন।

আরও দেখুনঃ মাধ্যমিক বাংলা অনলাইন মক টেস্ট- ২ | Madhyamik History Mock Test-2

৭. স্বাধীনতা লাভের পর ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী নিযুক্ত হয়েছিলেন-
(ক) সর্দার বল্লভভাই প্যাটেল
(খ) ড. আম্বেদকর
(গ) জওহরলাল নেহরু

(ঘ) ভি. পি. মেনন

উঃ- (ক) সর্দার বল্লভভাই প্যাটেল।

৮. স্বাধীন ভারতের লৌহমানব-

(ক) সর্দার বল্লভভাই প্যাটেল

(খ) ভি. পি. মেনন

(গ) জওহরলাল নেহরু

(ঘ) গান্ধিজি

উঃ- (ক) সর্দার বল্লভভাই প্যাটেল।

৯. হরি সিং ছিলেন-
(ক) জুনাগড়ের রাজা
(খ) কাশ্মীরের রাজা
(গ) পাঞ্জাবের রাজা
(ঘ) হায়দরাবাদের রাজা

উঃ- (খ) কাশ্মীরের রাজা।

১০. পাকিস্তান দখলীকৃত কাশ্মীরের নাম-

(ক) আখসাই কাশ্মীর

(খ) নয়া কাশ্মীর

(গ) আজাদ কাশ্মীর

(ঘ) অলগ কাশ্মীর


উঃ- (গ) আজাদ কাশ্মীর


১১. রাজাকার বাহিনী গড়ে উঠেছিল-
(ক) কাশ্মীরে

(খ) হায়দরাবাদে

(গ) জুনাগড়ে

(ঘ) মহীশূরে


উঃ- (খ) হায়দরাবাদে।

১২. রাজাকার বাহিনী গঠন করেছিলেন-
(ক) ভি. পি. মেনন

(খ) ড. কে. নিয়োগ
(গ) কাসেম রেজভি

(ঘ) হরি সিং

উঃ- (গ) কাসেম রেজভি।


১৩. কাশ্মীর ভারতভুক্তির দলিলে স্বাক্ষর করেছিল ১৯৪৭ খ্রিস্টাব্দের
(ক) ২ অক্টোবর
(খ) ১২ অক্টোবর
(গ) ২০ অক্টোবর
(ঘ) ২৬ অক্টোবর

উঃ- (ঘ) ২৬ অক্টোবর


১৪. হায়দরাবাদ ভারতভূক্তির দলিলে স্বাক্ষর করেছিল-
(ক) ১৯৪৭ খ্রিস্টাব্দের ২৬ জানুয়ারি

(খ) ১৯৪৮ খ্রিস্টাব্দের ২৬ জানুয়ারি

(গ) ১৯৫০ খ্রিস্টাব্দের ২৬ জানুয়ারি

(ঘ) ১৯৫২ খ্রিস্টাব্দের ২৬ জানুয়ারি


উঃ- (গ) ১৯৫০ খ্রিস্টাব্দের ২৬ জানুয়ারি।

আরও দেখুনঃ মাধ্যমিক ইতিহাস অনলাইন মক টেস্ট | Madhyamik History Online Mock Test


১৫. জুনাগড়ের ভারতভুক্তি হয়েছিল-
(ক) ১৯৪৯ খ্রিস্টাব্দে

(খ) ১৯৫০ খ্রিস্টাব্দে
(গ) ১৯৫১ খ্রিস্টাব্দে

(ঘ) ১৯৫২ খ্রিস্টাব্দে

উঃ- (ক) ১৯৪৯ খ্রিস্টাব্দে।


১৬. নিম্নোক্তগুলির মধ্যে দেশীয় রাজ্য ছিল না-

(ক) ভোপাল

(খ) হায়দ্রাবাদ

(গ) মহীশূর

(ঘ) জুনাগড়

উঃ- (ক) ভোপাল।


১৭. উদ্বাস্তুদের জীবন সংক্রান্ত ‘ মারজিনাল ম্যান ‘ গ্রন্থটির রচয়িতা-
(ক) প্রফুল্লকুমার চক্রবর্তী
(খ) অমলেস ত্রিপাঠী

(গ) নেহেরু
(ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর

উঃ- (ক) প্রফুল্লকুমার চক্রবর্তী।

১৮. ‘নেহরু-লিয়াকত চুক্তি’ স্বাক্ষর হয়েছিল-
(ক) ১৯৪৭ খ্রিস্টাব্দে

(খ) ১৯৪৮ খ্রিস্টাব্দে
(গ) ১৯৫০ খ্রিস্টাব্দে

(ঘ) ১৯৫২ খ্রিস্টাব্দে

উঃ- (গ) ১৯৫০ খ্রিস্টাব্দে।

১৯. ‘এ ট্রেন টু পাকিস্তান ‘ গ্রন্থের লেখক ছিলেন-
(ক) ভি. পি. মেনন

(খ) নেহরু
(গ) খুশবন্ত সিং
(ঘ) সলমন রুশদি

উঃ- (গ) খুশবন্ত সিং।

২০. ‘ছেড়ে আসা গ্রাম’ গ্রন্থের লেখক কে?

(ক) প্রফুল্লকুমার চক্রবর্তী

(খ) প্রফুল্ল রায়

(ঘ) দক্ষিণারঞ্জন বসু

(গ) দক্ষিণারঞ্জন রায়

উঃ- (ঘ) দক্ষিণারঞ্জন বসু।

২১. সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা ‘অর্ধেক জীবন’ গ্রন্থটির প্রেক্ষাপট-
(ক) বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন
(খ) দেশভাগ
(গ) জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড

(ঘ) নৌ বিদ্রোহ

উঃ- (খ) দেশভাগ।

২২. ´India in Transition’ গ্রন্থটির লেখক-
(ক) এম. এন. রায়

(খ) এস. সি. বসু

(গ) এম. কে. গান্ধি

(ঘ) সলমন রুশদি

উঃ- (ক) এম. এন. রায়।


২৩. ‘নেহরু-লিয়াকত চুক্তি’-র কারণ ছিল-
(ক) উদ্বাস্তু সমস্যার সমাধান
(খ) দলিত অধিকার সংক্রান্ত সমস্যার সমাধান

(গ) পরিবেশ সংক্রান্ত সমস্যার সমাধান
(ঘ) জনসংখ্যাবৃদ্ধি সংক্রান্ত সমস্যার সমাধান

উঃ- (ক) উদ্বাস্তু সমস্যার সমাধান।

২৪. ‘শিকড়ের সন্ধানে’ গ্রন্থটি লেখেন-
(ক) প্রফুল্ল রায়

(খ) শঙ্খ ঘোষ
(গ) সুফিয়া কামাল
(ঘ) অতীন বন্দ্যোপাধ্যায়

উঃ- (খ) শঙ্খ ঘোষ।

২৫. ‘ভাষাভিত্তিক প্রদেশ কমিশন’ গঠিত হয়-
(ক) ১৯৪৮ খ্রিস্টাব্দে

(খ) ১৯৪৯ খ্রিস্টাব্দে
(গ) ১৯৫০ খ্রিস্টাব্দে

(ঘ) ১৯৫১ খ্রিস্টাব্দে

উঃ- (ক) ১৯৪৮ খ্রিস্টাব্দে।


২৬. ‘রাজ্য পুনর্গঠন কমিশন’ গঠিত হয়েছিল-
(ক) ১৯৫০ খ্রিস্টাব্দে
(খ) ১৯৫২ খ্রিস্টাব্দে

(গ) ১৯৫৩ খ্রিস্টাব্দে

(ঘ) ১৯৫৬ খ্রিস্টাব্দে

উঃ- (গ) ১৯৫৩ খ্রিস্টাব্দে


২৭. ‘রাজ্য পুনর্গঠন কমিশন’ গঠন করেন-
(ক) মতিলাল নেহরু

(খ) ভি. পি. মেনন
(গ) জওহরলাল নেহরু
(ঘ) সর্দার বল্লভভাই প্যাটেল

উঃ- (গ) জওহরলাল নেহরু।

২৮. পট্টি শ্রীরামালু কোন্ ভাষার স্বপক্ষে আন্দোলন করেছিলেন?
(ক) মালয়ালাম্

(খ) তামিল
(গ) গুজরাটি

(ঘ) তেলুগু


উঃ- (ঘ) তেলুগু।

২৯. ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্য-
(ক) অন্ধ্রপ্রদেশ
(খ) গুজরাট

(গ) তামিলনাড়ু

(ঘ) বিহার

উঃ- (ক) অন্ধ্রপ্রদেশ।

৩০. ‘সরকারি ভাষা কমিশন’ গঠিত হয়-

(ক) ১৯৫৫ খ্রিস্টাব্দে
(খ) ১৯৫৭ খ্রিস্টাব্দে
(গ) ১৯৫৬ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৫৮ খ্রিস্টাব্দে

উঃ- (ক) ১৯৫৫ খ্রিস্টাব্দে।

৩১. ‘সরকারি ভাষা আইন’ পাস হয়-
(ক) ১৯৬০ খ্রিস্টাব্দে
(খ) ১৯৬৩ খ্রিস্টাব্দে
(গ) ১৯৬১ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৫৬ খ্রিস্টাব্দে

উঃ- (খ) ১৯৬৩ খ্রিস্টাব্দে।

৩২. ভারতের প্রধান রাষ্ট্রভাষা হল-

(ক) হিন্দি
(খ) ইংরেজি
(গ) বাংলা
(ঘ) মারাঠি

উঃ- (ক) হিন্দি।

৩৩. গোয়ার ভারতভুক্তি হয়েছিল-
(ক) ১৯৫৬ খ্রিস্টাব্দে
(খ) ১৯৬৮ খ্রিস্টাব্দে
(গ) ১৯৬১ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৭১ খ্রিস্টাব্দে

উঃ- (গ) ১৯৬১ খ্রিস্টাব্দে।

৩৪. বিশ্ব মাতৃভাষা দিবস পালন করা হয় প্রতি বছরের-

(ক) ২১ জানুয়ারি

(খ) ২১ ফেব্রুয়ারি
(গ) ২১ মে
(ঘ) ২১ জুন

উঃ- (খ) ২১ ফেব্রুয়ারি।

৩৫. অরুণাচলপ্রদেশ ভারতের কততম অঙ্গরাজ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে?
(ক) ২১ তম
(গ) ২৪ তম
(খ) ২৩তম
(ঘ) ২৬ তম

উঃ- (গ) ২৪ তম।

৩৬. নাগাল্যান্ড পৃথক রাজ্যের মর্যাদা পায়-
(ক) ১৯৫৬ খ্রিস্টাব্দে
(খ) ১৯৬০ খ্রিস্টাব্দে

(গ) ১৯৬৩ খ্রিস্টাব্দে

(ঘ) ১৯৭৪ খ্রিস্টাব্দে


উঃ- (গ) ১৯৬৩ খ্রিস্টাব্দে


৩৭. পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী-
(ক) প্রফুল্ল ঘোষ
(খ) ডা. বিধানচন্দ্র রায়

(গ) সিদ্ধার্থশঙ্কর রায়
(ঘ) জ্যোতি বসু

উঃ- (গ) ১৯৬০ খ্রিস্টাব্দে।

৩৯. রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতি-
(ক) ড. বি. আর. আম্বেদকর
(খ) ফজল আলি
(গ) এস. কে. দার
(ঘ) ভি. পি. মেনন

(খ) ষষ্ঠ

(গ) অষ্টম
(ঘ) দশম

আমাদের পোষ্টের লেটেস্ট আপডেট পেতে আমাদের Whatsapp Channel জয়েন করুন এবং Telegram Channel জয়েন করুন।

WhatsApp Channel Follow
Telegram Channel Join Now
Facebook Page Follow

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top