Madhyamik History Suggestion 2025 Chapter 1: পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের (WBBSE) আসন্ন ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার কথা মাথায় রেখে ইতিহাস বিষয়ের প্রথম অধ্যায় ” ইতিহাসের ধারণা ” থেকে সাজেশন তৈরি করে দেওয়া হল। যে সমস্ত ছাত্রছাত্রীরা আগামী বছর মাধ্যমিক পরীক্ষা দেবে তারা এই সাজেস্টিভ প্রশ্ন গুলি অনুসরণ করতে পারো। টেস্ট পেপার থেকে বিভিন্ন স্কুলের প্রশ্ম অনুসরণ করে এই প্রশ্নগুলি সিলেক্ট করা হয়েছে।
Madhyamik History Suggestion 2025 Chapter 1: Marks Distribution
MCQ | VSAQ | SAQ | DAQ | LAQ |
1 x 2 = 2 | 1 x 2 = 2 | 2 x 2 = 4 | * | – |
* প্রথম বা দ্বিতীয় অধ্যায় থেকে দুটি 4 নম্বর মানের প্রশ্ম প্রশ্মপত্রে থাকবে।
সঠিক উত্তর বেছে নিয়ে লেখ।
- “ইকোলজিক্যাল ইম্পিরিয়ালিজম” গ্রন্থের লেখক হলেন- মাধব গ্যাডগিল / মহেশ রঙ্গরাজন / রিচার্ড গ্রোভ / গার্লফ্রেন্ড ক্রসবি।
- ‘রসগোল্লা: বাংলার জগৎমাতানো আবিষ্কার’ গ্রন্থের লেখক হলেন-হরিপদ মজুমদার / হরিনাথ মজুমদার / বোরিয়া মজুমদার / হরিপদ ভৌমিক।
- নারী ইতিহাসচর্চা শুরু হয় প্রথম কোন দেশে- রাশিয়া / আমেরিকা / জাপান / ফ্রান্স।
- ‘বঙ্গদর্শন’ পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় / সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় / রবীন্দ্রনাথ ঠাকুর / সকলেই।
- ‘অশান্ত অরণ্য জীবন’ গ্রন্থের লেখক হলেন- রামচন্দ্র গুহ / আশাপূর্ণা দেবী / রনজিৎ গুহ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়।
- ‘জীবনস্মৃতি’ রচনা করেন- বিপিনচন্দ্র পাল / রবীন্দ্রনাথ ঠাকুর / জহরলাল নেহেরু / সুভাষচন্দ্র বসু।
- নর্মদা বাঁচাও আন্দোলনের নেতৃত্ব দেন – মেধা পাটকর / জি এস সাধু / উমা প্রসাদ / বিরসা মুন্ডা।
- ভারতে প্রথম যাত্রীবাহী ট্রেন চালু হয়েছিল- ১৮১৩ খ্রিস্টাব্দে / ১৮৫৩ খ্রিস্টাব্দে / ১৮৬৩ খ্রিস্টাব্দে / ১৮৭৫ খ্রিস্টাব্দে।
- অশান্ত অরণ্য জীবন গ্রন্থটি কার রচনা? রনজিত গুহ / দিপেন চক্রবর্তী / শমিতা সেন / রামচন্দ্র গুহ।
- সত্যজিৎ রায় অস্কার পুরস্কার পান কোন্ চলচ্চিত্রের জন্য- পথের পাঁচালী / জলসাঘর / চিড়িয়াখানা / গণশত্রু।
- ভারতের প্রথম চলচিত্র হলো- জামাইষষ্ঠী/ বিল্বমঙ্গল / রাজা হরিশচন্দ্র / আলম আরা।
- দাদাসাহেব ফালকে- পরিবেশের ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত / ক্রীড়া জগতের সঙ্গে যুক্ত / স্থানীয় ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত / চলচ্চিত্রের সঙ্গে যুক্ত।
- হকের যাদুকর হলেন- ধ্যানচাঁদ / ধনরাজ পিল্লাই / কে ডি সিং/ লেসলি ক্লোডিয়াস।
- ‘খেলা যখন ইতিহাস’ গ্রন্থটির লেখক হলেন- বোরিয়া মজুমদার / কৌশিক বন্দ্যোপাধ্যায় / রামচন্দ্র গুহ / সৌভিক লাহা।
- ভারতের প্রথম সবাক চলচ্চিত্র হলো- হরিশচন্দ্র / জামাইষষ্ঠী / পথের পাঁচালী / আলম আরা।
একটি বাক্যে উত্তর দাও।
- অ্যানাল পত্রিকা কবে প্রথম প্রকাশিত হয়েছিল?
- ‘উইমেন ইন মডার্ন ইন্ডিয়া’ গ্রন্থের লেখক কে?
- কোন পত্রিকায় ‘বন্দেমাতরম’ সঙ্গীতটি প্রথম প্রকাশিত হয়েছিল?
- স্বদেশী আন্দোলনকালে ‘প্রতাপাদিত্য উৎসব’ ও ‘বিরাষ্টমী ব্রত’ কে শুরু করেছিলেন?
- ভারতের প্রধান সবাক চলচ্চিত্রের নাম কি?
- ‘বঙ্গীয় নাট্যশালার ইতিহাস’ গ্রন্থটির লেখক হলেন ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। (সত্য / মিথ্যা লেখ)
- ভারতে প্রথম ইংরেজরা ক্রিকেট খেলা শুরু করেছিল। (সত্য / মিথ্যা লেখ)
- ‘সোমপ্রকাশ’ একটি সাপ্তাহিক হিন্দি পত্রিকা। (সত্য / মিথ্যা লেখ)
- নিম্নবর্গীয় ইতিহাস চর্চার জনক কে?
- শচীন টেন্ডুলকারের আত্মজীবনীর নাম কী?
- ‘বঙ্গদর্শন’ পত্রিকা প্রথম কবে প্রকাশিত হয়েছিল?
- চিকিৎসাবিদ্যার ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত একজন গবেষকের নাম লেখ।
- ‘অশনি সংকেত’ সিনেমার পরিচালক কে?
- মহাত্মা গান্ধীর আত্মজীবনীর নাম কি?
- কবে চিপকো আন্দোলন শুরু হয়?
- কুতুব মিনার কোন্ কোন্ শিল্পরীতির সমন্বয়ে গড়ে ওঠে?
- ‘মায়ের দেওয়া মোটা কাপড়’ গানটি কে রচনা করেন?
- ‘নবান্ন’ নাটকটির রচয়িতা কে?
- টিনের তলোয়ার নাটকটি লেখেন শিশির ভাদুড়ি। (সত্য/ মিথ্যা লেখ)
- জীবনের ঝরাপাতা গ্রন্থটি লেখেন সরলা দেবী চৌধুরানী। (সত্য / মিথ্যা লেখ)
দুটি অথবা তিনটি বাক্যে উত্তর দাও।
- অ্যানাল স্কুল কি?
- নতুন সামাজিক ইতিহাস বলতে কী বোঝো?
- নিম্নবর্গের ইতিহাস চর্চা কি?
- খেলার ইতিহাস চর্চার গুরুত্ব কি?
- শিল্পচর্চার ইতিহাস বলতে কী বোঝো?
- ইতিহাস চর্চায় নাটকের ইতিহাস গুরুত্বপূর্ণ কেন?
- ইতিহাস চর্চায় চলচ্চিত্রের গুরুত্ব উল্লেখ কর।
- ডুডল বা ডুডলিং কাকে বলে? ভারতের এমন একজন শিল্পীর নাম লেখ।
- ব্রিটিশরা কেন ভারতে যোগাযোগ ব্যবস্থার উন্নতি করতে চেয়েছিল?
- পরিবেশ ইতিহাস কি?
- নারী ইতিহাস চর্চার উদ্দেশ্য কি?
- ইতিহাসের উপাদান হিসেবে সংবাদপত্রের গুরুত্ব কি?
- ইতিহাসের তথ্য সংগ্রহে ইন্টারনেট ব্যবহারের অসুবিধা গুলি কি কি?
- স্থানীয় ইতিহাস চর্চার গুরুত্ব কি?
সাত আটটি বাক্যে উত্তর দাও।
- শিল্পচর্চার ইতিহাস প্রসঙ্গে লেখো।
- নারী ইতিহাস চর্চার বিষয় সংক্ষেপে লেখ।
- টীকা লেখ : বঙ্গদর্শন।
- নতুন সামাজিক ইতিহাস চর্চা বা নিম্নবর্গীয় ইতিহাস চর্চা কি?
- দৃশ্য শিল্পের ইতিহাস প্রসঙ্গে আলোচনা কর।
- পরিবেশের ইতিহাস চর্চার গুরুত্ব ব্যাখ্যা কর।
- হুতুম প্যাঁচার নকশা রচনায় তৎকালীন সমাজ জীবনের যে চিত্র পাওয়া যায় তার বিবরণ দাও।
- আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনী ‘জীবনের ঝরাপাতা’ এর সম্পর্কে আলোচনা কর।
- ইতিহাসের তথ্য সংগ্রহে ইন্টারনেট ব্যবস্থার সুবিধা ও অসুবিধা গুলি কি কি?
- হিন্দু পেট্রিয়ট পত্রিকা থেকে ঊনবিংশ শতাব্দীর বাংলার কি ধরনের সমাজ চিত্র পাওয়া যায়?
আমাদের পোষ্টের লেটেস্ট আপডেট পেতে আমাদের Whatsapp Channel জয়েন করুন এবং Telegram Channel জয়েন করুন।
Latest Posts:-
- শুরু হল ঐক্যশ্রী স্কলারশিপ ২০২৫-২৬ আবেদন | Aikyashree Scholarship 2025-26 Apply Online
- অভিষেক (কবিতা) – মাধ্যমিক বাংলা মক টেস্ট | Abhishek- Madhyamik Bangla Mock Test
- নবান্ন স্কলারশিপ ২০২৫ আবেদন শুরু | Nabanna Scholarship 2025
- বহুরূপী- মাধ্যমিক বাংলা মক টেস্ট | Bohurupi- Madhyamik Bengali Mock Test
- {VSO 2025 Layer-1 Answer Key} বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড ২০২৫ প্রশ্মপত্র | Vidyasagar Science Olympiad 2025 Question Paper