মাধ্যমিক ইতিহাস মক টেস্ট | Madhyamik History Mock Test

Swami Vivekananda Scholarship 2024-25

স্বামী বিবেকানন্দ স্কলারশিপ ২০২৪-২৫ | Swami Vivekananda Scholarship 2024-25 

Madhyamik History Chapter 1 VSAQ

মাধ্যমিক ইতিহাস (প্রথম অধ্যায়) VSAQ প্রশ্ম-উত্তর | Madhyamik History Chapter 1 VSAQ

Last Updated on November 4, 2024 by Shiksha Diksha

মাধ্যমিক ইতিহাস (Madhyamik History) বিষয়ের প্রথম অধ্যায় ‘ ইতিহাসের ধারনা ‘ থেকে বেশ কিছু সাজেস্টিভ এক নম্বরের VSAQ প্রশ্ম এবং তার উত্তর করে দেওয়া হলো। যে সমস্ত ছাত্র-ছাত্রী মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের পরীক্ষার প্রস্তুতির জন্য খুব কাজে আসবে। মাধ্যমিক ইতিহাস বিষয়ের প্রথম অধ্যায়ের (Madhyamik History Chapter 1 VSAQ) এই প্রশ্মগুলি বিভিন্ন প্রশ্মবিচিত্রা এবং টেস্ট পেপার থেকে সংগ্রহ করা হয়েছে। মাধ্যমিক পরীক্ষার্থীদের ইতিহাস বিষয়ের পরীক্ষার প্রস্তুতির জন্য এই প্রশ-উত্তর গুলি প্র্যাকটিস করতে পারো।

মাধ্যমিকের ইতিহাস বিষয়ের গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ম-উত্তরের লিঙ্ক নীচে দেওয়া আছে সেখান থেকে MCQ প্রশ্মগুলি প্র্যাকটিস করে নেওয়া যাবে।

আরও দেখুনঃ মাধ্যমিকের ইতিহাস বিষয়ের প্রথম অধ্যায়ঃ ইতিহাসের ধারনা থেকে গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ম-উত্তরের লিঙ্ক

(১) ভারতের প্রথম ইতিহাস গ্রন্থ কোনটি?

উত্তর:- ভারতের প্রথম ইতিহাস গ্রন্থ হল রাজতরঙ্গিনী।

(২) নতুন সামাজিক ইতিহাসচর্চার প্রধান উপজীব্য বিষয় কী?

উত্তর:- নতুন সামাজিক ইতিহাস চর্চার প্রধান উপজীব্য বিষয় সমাজের সকল মানুষ।

(৩) নিম্নবর্গীয় ইতিহাসচর্চার জনক কে?

উত্তর:- নিম্নবর্গীয় ইতিহাস চর্চার জনক রনজিত গুহ।

(৪) ‘প্রান্তিক মানব’ গ্রন্থটি কার লেখা?

উত্তর:- ‘প্রান্তিক মানব’ গ্রন্থটি প্রফুল্ল চক্রবর্তী লেখা।

(৫) শচীন তেন্ডুলকরের আত্মজীবনীর নাম কী?

উত্তর:- শচীন টেন্ডুলকরের আত্মজীবনীর নাম ‘Playing It May Way’।

(৬) ‘মায়ের দেওয়া মোটা কাপড়’ গানটি কে রচনা করেন?

উত্তর:- ‘মায়ের দেওয়া মোটা কাপড়’ গানটি রচনা করেন রজনীকান্ত সেন।

(৭) ‘নবান্ন’ নাটকটির রচয়িতা কে?

উত্তর:- নবান্ন নাটকটির রচয়িতা বিজন ভট্টাচার্য।

(৮) ‘হাউ টু মেক এ ন্যাশনাল কুইজিন’ গ্রন্থটি কে রচনা করেন?

উত্তর:- ‘হাউ টু মেক এ ন্যাশনাল কুইজিন’ গ্রন্থটি অর্জুন আপ্পাদুরাই রচনা করেন।

(৯) ‘পন্ডিত কেলুচরণ মহাপাত্র’ কোন্ শিল্পের খ্যাতনামা শিল্পী?

উত্তর:- পন্ডিত কেলুচরণ মহাপাত্র নৃত্য শিল্পের খ্যাতনামা শিল্পী।

(১০) ‘কুন্তলীন তেল’ খ্যাত ফোটোগ্রাফারের নাম কী?

উত্তর:- ‘কুন্তলীন তেল’  খ্যাত ফটোগ্রাফারের নাম এইচ.  বস বা হেমেন্দ্রনাথ বোস।

(১১) ‘বাঙালির বেশবাস, বিবর্তনের রূপরেখা’ গ্রন্থটি কার লেখা?

উত্তর:- ‘বাঙালির বেশবাস, বিবর্তনের রূপরেখা’ গ্রন্থটি মলয় রায়ের লেখা।

(১২) কুতুবমিনার কোন্ কোন্ শিল্পরীতির সমন্বয়ে গড়ে ওঠে?

উত্তর:- কুতুবমিনার ভারতীয় ও বার্ষিক শিল্পনীতির সমন্বয়ে গড়ে ওঠে।

(১৩) ‘মল্লভূম বিষ্ণুপুরের ইতিহাস’ কে লিখেছেন?

উত্তর:- মল্লভূম বিষ্ণুপুরের ইতিহাস লিখেছেন মনোরঞ্জন চন্দ্র।

(১৪) কবে চিপকো আন্দোলন শুরু হয়?

উত্তর:- ১৯৭০ খ্রিস্টাব্দে চিপকো আন্দোলন শুরু হয়।

(১৫) মহাত্মা গান্ধির আত্মজীবনীর নাম কী?

উত্তর:- মহাত্মা গান্ধীর আত্মজীবনীর নাম দা স্টোরি অফ মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ।

(১৬) ‘ছেড়ে আসা গ্রাম’ গ্রন্থটি কার লেখা?

উত্তর:-‘ ছেড়ে আসা গ্রাম’ গ্রন্থটি দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়ের লেখা।

(১৭) ‘Engines of Change: The Railroads That Made India’-গ্রন্থটির লেখক কে?

উত্তর:- ‘Engines of Change: The Railroads That Made India’ গ্রন্থটির লেখক ইয়ান কের।

(১৮) ‘রসগোল্লা: বাংলার জগৎমাতানো আবিষ্কার’- কার লেখা?

উত্তর:- ‘রসগোল্লা: বাংলার জগৎ মাতানো আবিষ্কার’ বইটির লেখক হরিপদ ভৌমিক।

(১৯) ‘The City in History’ গ্রন্থটির রচয়িতা কে?

উত্তর:- ‘The City in History’ গ্রন্থটির রচয়িতা লুই মামফোর্ড।

(২২) কে, কবে ‘গনেশ জননী’ অঙ্কন করেন?

উত্তর:- ১৯০৮ খ্রিস্টাব্দে অবনীন্দ্রনাথ ঠাকুর ‘গনেশ জননী’ অঙ্কন করেন।

(২১) ‘অশনি সংকেত’ সিনেমার পরিচালক কে?

উত্তর:- ‘অশনি সংকেত’ সিনেমার পরিচালক সত্যজিৎ রায়।

(২০)’ The Army in British India’-কার লেখা গ্রন্থ?

উত্তর:- The Army in British India’ গ্রন্থটি কৌশিক রায়ের লেখা।

(২৩) চিকিৎসাবিদ্যার ইতিহাসচর্চার সঙ্গে যুক্ত একজন গবেষকের নাম লেখো।

উত্তর:- চিকিৎসাবিদ্যার ইতিহাসচর্চার সঙ্গে যুক্ত একজন গবেষকের নাম হল ডেভিড আরনল্ড।

(২৪) ‘পিঙ্ক সিটি’ কোনটি?

উত্তর:- ‘পিঙ্ক সিটি’ হল- জয়পুর।

(২৫) ‘ডিড উইমেন হ্যাভ আ রেনেসাঁ’ গ্রন্থের রচয়িতা জোয়ন কেলি কোন বিষয়ে ইতিহাস চর্চা করেছেন?

উত্তর:-  ‘ডিড উইমেন হ্যাভ আ রেনেসাঁ’ গ্রন্থের রচয়িতা জোয়ন কেলি নারী ইতিহাসচর্চা করেছেন।

(২৭) ভারতের কোথায় জাতীয় মহাফেজখানা অবস্থিত?

উত্তর:- ভারতের রাজধানী দিল্লিতে জাতীয় মহাফেজখানা অবস্থিত।

(২৮) সরলা দেবী চৌধুরানির আত্মজীবনীর নাম কী?

উত্তর:- ‘জীবনের ঝরাপাতা’ হল সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনীর নাম।

(২৯) ‘বঙ্গদর্শন’ পত্রিকা প্রথম কবে প্রকাশিত হয়েছিল?

উত্তর:- ১৮৭২ খ্রিস্টাব্দে ‘বঙ্গদর্শন’ পত্রিকা প্রথম প্রকাশিত হয়েছিল।

(২৬) ‘Letters from a Father to His Daughter’-এ ‘Father’ ও ‘Daughter’ কারা?

উত্তর:- ‘Letters from a Father to His Daughter’ এ ‘Father’ ও  ‘Daughter’ হলেন যথাক্রমে জওহরলাল নেহরু এবং ইন্দিরা গান্ধী।

(৩০) ‘সাইলেন্ট স্প্রিং’ গ্রন্থটির রচয়িতা কে?

উত্তর:- ‘সাইলেন্ট স্প্রিং’ গ্রন্থটির রচয়িতা রাচেল কারসন।

আমাদের পোষ্টের লেটেস্ট আপডেট পেতে আমাদের Whatsapp Channel , Facebook Page জয়েন করুন এবং Telegram Channel জয়েন করুন।

WhatsApp Channel Follow
Telegram Channel Join Now
Facebook Page Follow

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top