Last Updated on July 21, 2024 by Shiksha Diksha
West Bengal NMMS Scholarship 2024: ২০২৪ সালে অষ্টম শ্রেণীতে পাঠরত ছাত্র-ছাত্রীদের জন্য National Means-Cum Merit (NMMS) স্কলারশিপের পরীক্ষার আবেদন শুরু হল। অষ্টম শ্রেণীতে পাঠরত ছাত্র-ছাত্রীরা যাদের সপ্তম শ্রেণীর ফাইনাল পরীক্ষায় অন্তত ৫৫% নম্বর আছে তারা আবেদন করতে পারবে। SC, ST এবং Disabled ছাত্র-ছাত্রীদের ক্ষেত্রে ৫০% নম্বর থাকলেই হবে। আবেদনকারী ছাত্র-ছাত্রীদের পারিবারিক বার্ষিক আয় ৩৫০০০০ এর মধ্যে হতে হবে। স্কলারশিপের এই পরীক্ষায় মেরিট লিস্টে নাম এলেই বছরে ১২০০০ টাকা করে স্কলারশিপ পাওয়া যাবে।
WB NMMS Scholarship 2024
Scholarship Name | National Means-Cum Merit (NMMS) Scholarship |
Mode of Application | Online |
Application Start | 15-07-2024 |
Last date of Application | 14-08-2024 |
Date of Examination | 15-12-2024 |
Official Website | https://scholarships.wbsed.gov.in/ |
NMMS Scholarship 2024 আবেদনের জন্য কি কি ডকুমেন্টস লাগবে
- এক কপি পাসপোর্ট সাইজের ফটো।
- ব্যাঙ্কের পাস বই এর প্রথম পাতার জেরক্স।
- আধার কার্ডের জেরক্স।
- পারিবারিক আয়ের শংসাপত্র।
- কাস্ট সার্টিফিকেট।
আরও দেখুনঃ WB MP Exam Routine 2025 | মাধ্যমিক ২০২৫ পরীক্ষার রুটিন
NMMS Scholarship আবেদনের গুরুত্বপূর্ণ বিষয়
- আবেদনকারীর নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে। জয়েন্ট অ্যাকাউন্ট হলে আবেদনকারীকে অবশ্যই প্রথম অ্যাকাউন্ট হোল্ডার হতে হবে।
- ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক অবশ্যই থাকতে হবে।
- আবেদনকারীর কাছে একটি চালু মোবাইল নম্বর এবং ইমেল আইডি থাকতে হবে।
- একটি মোবাইল নম্বর এবং ইমেল আইডি দিয়ে একটি মাত্র আবেদন করা যাবে।
- পারিবারিক আয়ের শংসাপত্র BDO থেকে অনলাইন মারফত নিতে হবে।
পরীক্ষার ধরন (Examination Pattern)
NMMS পরীক্ষা একই দিনে ৯০ মিনিট করে দুটি সেশনে হবে। নিচে প্রশ্মের ধরন, নম্বর বিভাজন এবং পরীক্ষার জন্য মোট সময় দেওয়া হল। প্রতিটি প্রশ্মের জন্য ১ নম্বর করে থাকবে। কোনো নেগেটিভ মার্কিং থাকবে না।
Name of Test | Types | Marks | No. of Question | Time |
---|---|---|---|---|
Mental Ability Test | MCQ | 90 | 90 | 90 min |
Scholastic Aptitude Test | MCQ | 90 | 90 | 90 min |
সিলেবাস এবং বিষয় (Syllabus and Subjects)
NMMS Scholarship 2024 পরীক্ষার জন্য নির্দিষ্ট কোনো সিলেবাস নেই। তবে পরীক্ষা হবে সপ্তম এবং অষ্টম শ্রেণী স্টাণ্ডার্ড। যে সমস্ত বিষয় থেকে প্রশ্ম থাকবে তা হল গণিত (Mathematics), ভৌত বিজ্ঞান (Physical Science), জীবন বিজ্ঞান (Life Science), ইতিহাস (History), ভূগোল (Geography)।
NMMS Scholarship 2024 আবেদনের লিঙ্ক
NMMS স্কলারশিপের বিষয়ে বিশদে জানার জন্য এবং অনলাইনে আবেদন করার জন্য নীচে দেওয়া অফিসিয়াল লিঙ্কে ক্লিক করুন।
আমাদের পোষ্টের লেটেস্ট আপডেট পেতে আমাদের Whatsapp Channel জয়েন করুন এবং Telegram Channel জয়েন করুন।
Latest Posts:
- পশ্চিমবঙ্গ নবম শ্রেণীর নতুন সিলেবাস | WBBSE Class 9 Syllabus
- নবম শ্রেণীর ইংরেজী সিলেবাস | Class 9 English Syllabus
- Layer-2 Admit Card 2024 | বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড ২০২৪
- ঐক্যশ্রী স্কলারশিপ ২০২৪ আবেদনের শেষ তারিখ, যোগ্যতা | Aikyashree Scholarship 2024
- NMMS Scholarship 2024 | আবেদনের পদ্ধতি, পরীক্ষার তারিখ