মাধ্যমিক ইতিহাস (অষ্টম অধ্যায়) প্রশ্ম-উত্তর | Madhyamik History Chapter 8
মাধ্যমিকের ইতিহাস বিষয়ের অষ্টম অধ্যায় (Madhyamik History Chapter 8) ” উত্তর-ঔপনিবেশিক ভারতঃ বিশ শতকের দ্বিতীয় পর্ব (১৯৪৭-১৯৬৪) ” থেকে সমস্ত রকম গুরুত্বপূর্ণ MCQ এবং SAQ প্রশ্ম-উত্তর করা হলো। মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীরা এই প্রশ্ম-উত্তরগুলি প্র্যাকটিস করে নাও। ইতিহাস বিষয়ের অষ্টম অধ্যায়ের (Madhyamik History Chapter 8) এই গুরুত্বপূর্ণ MCQ এবং SAQ প্রশ্মগুলি টেস্ট পেপার থেকে সংগ্রহ করা হয়েছে। নীচে এই অধ্যায়ের সমস্ত গুরুত্বপূর্ণ MCQ প্রশ্মের লিঙ্ক দেওয়া হলো।
(১) স্বাধীন ভারত সরকারের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন?
উঃ- স্বাধীন ভারত সরকারের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন সরদার বল্লভভাই প্যাটেল।
(২) ভারতের ‘লৌহ মানব’ বা ‘Iron Man of India’ কাকে বলা হয়?
উঃ- সরদার বল্লভ ভাই প্যাটেল কে ভারতের লৌহ মানব বলা হয়।
(৩) ভি. পি. মেনন কে ছিলেন?
উঃ- ভি.পি. মিনন ছিলেন স্বাধীন ভারত সরকারের স্বরাষ্ট্র দপ্তরের সচিব।
(৪) দেশীয় রাজারা ভারতের অন্তর্ভুক্ত হওয়ার জন্য কোন্ দলিলে স্বাক্ষর করেন?
উঃ- দেশীয় রাজারা ভারতের অন্তর্ভুক্ত হওয়ার জন্য ভারতভুক্তির দলিল ‘ইন্সট্রুমেন্ট অফ অ্যাকসেশন’ এ স্বাক্ষর করেন।
(৫) হায়দরাবাদের শাসককে কী বলা হত?
উঃ- হায়দারাবাদের শাসক কে বলা হত নিজাম।
(৬) ভারতবর্ষের স্বাধীনতার সময় কাশ্মীরের শাসক কে ছিলেন?
উঃ- ভারতবর্ষের স্বাধীনতার সময় কাশ্মীরে শাসক ছিলেন মহারাজা হরি সিং।
(৭) ভারতভুক্তির দলিলের নাম কী ছিল?
উঃ- ভারত ভক্তির দলিলের নাম ছিল ‘ইনস্ট্রুমেন্ট অফ অ্যাকশেসন’।
(৮) পাকিস্তান অধিকৃত কাশ্মীর কী নামে পরিচিত?
উঃ- পাকিস্তান অধিকৃত কাশ্মীর ‘আজাদ কাশ্মীর’ নামে পরিচিত।
(৯) ‘ডিমান্ড ফর পাকিস্তান’ গ্রন্থটি কার লেখা?
উঃ- ‘ডিমান্ড ফর পাকিস্তান’ গ্রন্থটি কেমব্রিজ ঐতিহাসিক ডক্টর আয়েশা জালালের লেখা।
(১০) ভারত বিভাগ সম্পর্কে অন্নদাশঙ্কর রায়ের লেখা বিখ্যাত গ্রন্থের নাম কী?
উঃ- ভারত বিভাগ সম্পর্কে অন্নদাশঙ্কর রায়ের লেখা বিখ্যাত গ্রন্থের নাম ‘জিন্নাহ, পাকিস্তান নতুন ভাবনা’।
(১১) হায়দরাবাদ কবে ভারতের সঙ্গে যুক্ত হয়?
উঃ- ১৯৪৯ খ্রিস্টাব্দে হায়দারাবাদ ভারতের সঙ্গে যুক্ত হয়।
(১২) ভারতের স্বাধীনতালাভের সময় হায়দরাবাদের নিজাম কে ছিলেন?
উঃ- ভারতের স্বাধীনতা লাভের সময় হায়দারাবাদের নিজাম ছিলেন ওসমান আলী খান।
(১৩) কাশ্মীর কবে ভারতভুক্তির চুক্তি স্বাক্ষর করে?
উঃ- ১৯৪৭ খ্রিস্টাব্দের ২৬ অক্টোবর কাশ্মীর ভারতভুক্তির চুক্তি স্বাক্ষর করে।
(১৪) স্বাধীনতালাভের পূর্বে ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন?
উঃ- স্বাধীনতা লাভের পূর্বে ভারতের শেষ ভাইসরয় ছিলেন লর্ড মাউন্টব্যাটেন।
(১৫) গোয়া করে ভারতের সঙ্গে যুক্ত হয়?
উঃ- ১৯৬১ খ্রিস্টাব্দে গোয়া ভারতের সঙ্গে যুক্ত হয়।
(১৬) ‘অপারেশন পোলো’ কী?
উঃ- ‘অপারেশন পোলো’ হলো স্বাধীনোত্তরকাল হায়দারাবাদের ভারতভুক্তির উদ্দেশ্যে সেখানে প্রেরিত ভারতীয় সেনাবাহিনীর অভিযান।
(১৭) কাশ্মীরের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন?
উঃ- কাশ্মীরের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন শেখ আব্দুল্লাহ।
(১৮) LOC-এর পুরো নাম কী?
উঃ- LOC-এর পুরো নাম ‘লাইন অফ কন্ট্রোল’।
(১৯) ভারতীয় স্বাধীনতা আইন করে পাস হয়?
উঃ- ১৯৪৭ খ্রিস্টাব ১৮ জুলাই ভারতীয় স্বাধীনতা আইন পাস হয়।
(২০) ‘ভারতের বিসমার্ক’ কে?
উঃ- ভারতের বিসমার্ক ছিলেন সরদার বল্লভভাই প্যাটেল।
(২১) কত খ্রিস্টাব্দে ‘নেহরু-লিয়াকত চুক্তি’ স্বাক্ষরিত হয়?
উঃ- ১৯৫০ খ্রিস্টাব্দের ৮ এপ্রিল ‘নেহেরু লিয়াকত চুক্তি’ স্বাক্ষরিত হয়।
(২২) ‘নেহরু-লিয়াকত চুক্তি’ অপর কী নামে পরিচিত?
উঃ- নেহেরু লিয়াকত চুক্তিকে দিল্লি চুক্তি ও বলা হয়ে থাকে।
(২৩) কোন্ দুটি রাজ্যের ওপর ভারত বিভাগের প্রভাব ছিল বেশি?
উঃ- পাঞ্জাব ও বাংলার ওপর ভারত বিভাগের প্রভাব ছিল বেশি।
(২৪) ‘তমশ’ কার লেখা?
উঃ- ‘তমশ’ ভীষ্ম সাহানির লেখা।
(২৫) ‘বিপাশা’ কার লেখা?
উঃ- বিপাশা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা।
(২৬) ‘এ ট্রেন টু পাকিস্তান’ কার লেখা?
উঃ- ‘এ ট্রেন টু পাকিস্তান’ খুশবন্ত সিংয়ের লেখা।
(২৭) ‘অশনি সংকেত’ চলচ্চিত্রটি কার তৈরি?
উঃ- ‘অশনি সংকেত’ চলচ্চিত্রটি সত্যজিৎ রায়ের তৈরি।
(২৮) ‘স্বাধীনতার স্বাদ’ কার লেখা?
উঃ- ‘স্বাধীনতার স্বাদ’ মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা।
(২৯) ‘সেদিনের কথা’ আত্মজীবনীটির রচয়িতা কে?
উঃ- ‘সেদিনের কথা’ আত্মজীবনী টির রচয়িতা মণিকুন্তলা সেন।
(৩০) ‘কেয়াপাতার নৌকো’ গ্রন্থটি কার লেখা?
উঃ- ‘কেয়াপাতার নৌকা’ গ্রন্থটি প্রফুল্ল রায়ের লেখা।
(৩১) ‘ভাষাভিত্তিক প্রদেশ কমিশন’ কবে গঠিত হয়?
উঃ- ১৯৪৮ খ্রিস্টাব্দে ভাষাভিত্তিক প্রদেশ কমিশন গঠিত হয়।
(৩২) ‘সরকারি ভাষা আইন’ কবে পাস হয়?
উঃ- ১৯৬৩ খ্রিস্টাব্দে সরকারি ভাষা আইন পাস হয়।
(৩৩) অন্ধ্রপ্রদেশের সরকারি ভাষা কী?
উঃ- অন্ধ্রপ্রদেশের সরকারি ভাষা তেলেগু।
(৩৪) ‘দেশীয় রাজ্য দফতর’ কবে গঠিত হয়?
উঃ- ১৯৪৭ খ্রিস্টাব্দে দেশীয় রাজ্য দপ্তর গঠিত হয়।
(৩৫) ‘বিশ্ব ভাষা দিবস’ কবে পালিত হয়?
উঃ- ২১ ফেব্রুয়ারি বিশ্ব ভাষা দিবস পালিত হয়।
(৩৬) বিচারপতি এস. কে. দর কে ছিলেন?
উঃ- বিচারপতি এস. কে. দর ছিলেন ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠন কমিশনের প্রধান।
(৩৭) কে তেলুগু ভাষাভাষী অঞ্চলগুলি নিয়ে পৃথক রাজ্য গঠনের দাবিতে অনশনে মৃত্যুবরণ করেন?
উঃ- তেলেগু ভাষাভাষী অঞ্চলগুলি নিয়ে পৃথক রাজ্য গঠনের দাবিতে অনশনে মৃত্যুবরণ করেন পট্টি শ্রীরামালু।
(৩৮) ভারতীয় সংবিধানের কোন্ তপসিলে ‘সরকারি ভাষা’ বিষয়ে আলোচনা আছে?
উঃ- ভারতীয় সংবিধানের অষ্টম তফসিলে সরকারি ভাষা বিষয়ক আলোচনা আছে।
(৩৯) কত খ্রিস্টাব্দে অন্ধ্রপ্রদেশ রাজ্য গঠিত হয়?
উঃ- ১৯৫৩ খ্রিস্টাব্দে অন্ধ্রপ্রদেশ রাজ্য গঠিত হয়।
(৪০) রাজ্য পুনর্গঠন আইনে কী বলা হয়?
উঃ- রাজ্য পুনর্গঠন আইনে ১৪ টি রাজ্য ও ৬ টি কেন্দ্রশাসিত অঞ্চল গঠনের কথা বলা হয়।
আমাদের পোষ্টের লেটেস্ট আপডেট পেতে আমাদের Whatsapp Channel , Facebook Page জয়েন করুন এবং Telegram Channel জয়েন করুন।
Latest Posts:
- NMMSE Question Paper PDF: পশ্চিমবঙ্গ NMMS পরীক্ষার বিগত বছরের প্রশ্মপত্র ডাউনলোড করুন
- NMMSE Scholarship 2025 – Apply Online, Eligibility, Syllabus, Exam Pattern
- মাধ্যমিক ভূগোল প্রথম অধ্যায় মক টেস্ট | Geography Mock Test Chapter-1
- Taruner Swapno | তরুণের স্বপ্ন প্রকল্পে ১০ হাজার টাকা পাবে ছাত্র-ছাত্রীরা
- প্রলয়োল্লাস কবিতার মক টেস্ট দিন | Proyolollas Mock Test
- NMMSE Question Paper PDF: পশ্চিমবঙ্গ NMMS পরীক্ষার বিগত বছরের প্রশ্মপত্র ডাউনলোড করুন
- NMMSE Scholarship 2025 – Apply Online, Eligibility, Syllabus, Exam Pattern
- মাধ্যমিক ভূগোল প্রথম অধ্যায় মক টেস্ট | Geography Mock Test Chapter-1
- Taruner Swapno | তরুণের স্বপ্ন প্রকল্পে ১০ হাজার টাকা পাবে ছাত্র-ছাত্রীরা
- প্রলয়োল্লাস কবিতার মক টেস্ট দিন | Proyolollas Mock Test