মাদ্রাসা শিক্ষা পর্ষদের ছুটির তালিকা ২০২৫ | WBBME Holiday List 2025 pdf Download

Primary School Holiday List 2025

Primary School Holiday List 2025 | প্রাথমিক শিক্ষা পর্ষদের ছুটির তালিকা ২০২৫

Madhyamik History chapter 4

সংঘবব্ধতার গোড়ার কথাঃ বৈশিষ্ট্য ও বিশ্লেষণ | Madhyamik History Chapter 4 MCQ

Last Updated on May 30, 2024 by Shiksha Diksha

Madhyamik History Chapter 4

সংঘবব্ধতার গোড়ার কথাঃ বৈশিষ্ট্য ও বিশ্লেষণ (চতুর্থ অধ্যায়) মাধ্যমিক ইতিহাস MCQ প্রশ্ম-উত্তর ( Madhyamik History Chapter 4 MCQ)। দশম শ্রেণীতে পাঠরত মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের সুবিধার জন্য মাধ্যমিকের ইতিহাস বিষয়ের চতুর্থ অধ্যায় “সংঘবব্ধতার গোড়ার কথাঃ বৈশিষ্ট্য ও বিশ্লেষণ” থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ম এবং তার উত্তর করে দেওয়া হয়েছে। যেসমস্ত ছাত্র-ছাত্রী মাধ্যমিক পরীক্ষা দেবে তারা এই গুরুত্বপূর্ণ MCQ প্রশ্মগুলি অনুসরন করতে পারো।

১. উত্তরপ্রদেশে সিপাহি বিদ্রোহের সূচনা হয়েছিল-

(ক) বাহরাইচে

(খ) আগ্রায়

(গ) মিরাটে

(ঘ) গোরক্ষপুরে

উত্তরঃ- (গ) মিরাটে।


২. সিপাহি বিদ্রোহে কানপুরে নেতৃত্ব প্রদান করেন-
(ক) নানাসাহেব

(খ) কুনওয়ার সিং

(গ) রানি লক্ষ্মীবাই

(ঘ) বাহাদুর খান

উত্তরঃ- (ক) নানাসাহেব।


৩. ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহকে ‘সিপাহি বিদ্রোহ’ বলে উল্লেখ করেছেন-

(ক) আউট্রাম

(খ) চার্লস মেটকাফ

(গ) বি. ডি. সাভারকার

(ঘ) চালর্স রেকস

উত্তরঃ- (ঘ) চালর্স রেকস।


৪. সিপাহি বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতার যুদ্ধ’ বলেছেন-
(ক) কার্ল মার্কস

(খ) পট্টভি সীতারামাইয়া

(গ) বি. ডি. সাভারকার

(ঘ) এ. এইচ. হিউজেস

উত্তরঃ- (গ) বি. ডি. সাভারকার।


৫. ১৮৫৭-র সিপাহি বিদ্রোহে যোগ দেয়নি-
(ক) পাঞ্জাব

(খ) উত্তরপ্রদেশ

(গ) বাংলা

(ঘ) বিহার

উত্তরঃ- (ক) পাঞ্জাব।


৬. সিপাহি বিদ্রোহের সময় মোগল সম্রাট ছিলেন-
(ক) জাহান্দার শাহ

(খ) দ্বিতীয় বাহাদুর সাহ

(গ) ফারুকশিয়ার

(ঘ) মুয়াজ্জম

উত্তরঃ- (খ) দ্বিতীয় বাহাদুর সাহ।

৭. ‘দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইনডিপেন্ডেন্স’ গ্রন্থের লেখক হলেন-

(ক) কালিকিংকর দত্ত

(খ) রণজিৎ গুহ

(গ) বি. ডি. সাভারকার

(ঘ) সুশোভন সরকার

উত্তরঃ- (গ) বি. ডি. সাভারকার।


৮. ‘Eighteen Fifty Seven’ গ্রন্থটি রচনা করেন-

(ক) ড. সুরেন্দ্রনাথ সেন

(খ) গৌতম ভদ্র

(গ) রণজিৎ গুহ

(ঘ) রমেশচন্দ্র মজুমদার

উত্তরঃ- (ক) ড. সুরেন্দ্রনাথ সেন।


৯. ১৮৫৮ খ্রিস্টাব্দে মহারানির ঘোষণাপত্র অনুযায়ী ভারতের প্রথম ‘রাজপ্রতিনিধি’ হন-

(ক) লর্ড লিটন

(খ) লর্ড ডালহৌসি

(গ) লর্ড রিপন

(ঘ) লর্ড ক্যানিং

উত্তরঃ- (ঘ) লর্ড ক্যানিং।


১০. মহারানির ঘোষণাপত্রের মূল উদ্দেশ্য ছিল-
(ক) মহাবিদ্রোহে বন্দি ভারতীয়দের মুক্তিদান

(খ) ভারতে ইংল্যান্ডের একচেটিয়া ব্যবসার অধিকার প্রদান


(গ) ভারতবাসীর আনুগত্য অর্জন

(ঘ) ভারতবাসীকে স্বায়ত্ত্বশাসনের অধিকার প্রদান

উত্তরঃ- (গ) ভারতবাসীর আনুগত্য অর্জন।

১১. ভারতে প্রবর্তিত ‘স্বত্ববিলোপ নীতি’ বাতিল হয়-
(ক) লন্ডন ঘোষণাপত্রের দ্বারা

(খ) মহারানির ঘোষণাপত্রের দ্বারা

(গ) মাউন্টব্যাটেনের ঘোষণার দ্বারা

(ঘ) মন্ত্রীমিশনের সুপারিশ দ্বারা

উত্তরঃ- (খ) মহারানির ঘোষণাপত্রের দ্বারা ।


১২. কে ঊনবিংশ শতাব্দীকে ‘সভাসমিতির যুগ’ বলেছেন?
(ক) এম. এন. রায়

(খ) অনিল শীল

(গ) সুপ্রকাশ রায়

(ঘ) সুশোভন সরকার

উত্তরঃ- (খ) অনিল শীল।


১৩. ‘বঙ্গভাষা প্রকাশিক সভা’ গঠিত হয় কবে?
(ক) ১৮০৬ খ্রিস্টাব্দে

(খ) ১৮১৬ খ্রিস্টাব্দে

(গ) ১৮৩৬ খ্রিস্টাব্দে

(ঘ) ১৮৫৬ খ্রিস্টাব্দে

উত্তরঃ- (গ) ১৮৩৬ খ্রিস্টাব্দে।

১৪. ‘ল্যান্ডহোল্ডার্স সোসাইটি’-র সভাপতি কে ছিলেন?
(ক) রাজা রামমোহন রায়

(খ) উইলিয়াম অ্যাডাম

(গ) রাজা রাধাকান্ত দেব

(ঘ) জর্জ টমসন

উত্তরঃ- (গ) রাজা রাধাকান্ত দেব।


১৫. ‘হিন্দুমেলা’ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিা হয়?

(ক) ১৮২৫ খ্রিস্টাব্দে

(খ) ১৮৩০ খ্রিস্টাব্দে

(গ) ১৮৬৭ খ্রিস্টাব্দে

(ঘ) ১৮৮৫ খ্রিস্টাব্দে

উত্তরঃ- (গ) ১৮৬৭ খ্রিস্টাব্দে।

১৬. হিন্দুমেলার সম্পাদক কে ছিলেন?

(ক) গণেন্দ্রনাথ ঠাকুর

(খ) নবগোপাল মিত্র

(গ) সত্যেন্দ্রনাথ দত্ত

(ঘ) গগনেন্দ্রনাথ ঠাকুর

উত্তরঃ- (ক) গণেন্দ্রনাথ ঠাকুর ।

১৭. ‘বঙ্গভাষা প্রকাশিকা সভা’ প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন-
(ক) শিবনাথ শাস্ত্রী

(খ) কালীনাথ রায়চৌধুরী

(গ) বিবেকানন্দ

(ঘ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

উত্তরঃ- (খ) কালীনাথ রায়চৌধুরী।

১৮. ‘ভারতসভা’-র প্রতিষ্ঠা হয়েছিল-
(ক) ১৮৭৬ খ্রিস্টাব্দে

(খ) ১৮৭৮ খ্রিস্টাব্দে

(গ) ১৮৮০ খ্রিস্টাব্দে

(ঘ) ১৮৮২ খ্রিস্টাব্দে

উত্তরঃ- (ক) ১৮৭৬ খ্রিস্টাব্দে।

আরও দেখুনঃ সংস্কারঃ বৈশিষ্ট্য ও পর্যালোচনা (দ্বিতীয় অধ্যায়) মাধ্যমিক ইতিহাস MCQ প্রশ্ম উত্তর


১৯. ‘A Nation in Making’ গ্রন্থটির লেখক-
(ক) নবগোপাল মিত্র

(খ) উইলিয়াম অ্যাডাম

(গ) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

(ঘ) রাধাকান্ত দেব

উত্তরঃ- (গ) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।


২০. ‘ইলবার্ট বিল’ আন্দোলনের সঙ্গে নিম্নোক্ত কোন্ সংগঠনের নাম জড়িত?

(ক) ইন্ডিয়ান লিগ

(খ) ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন

(গ) হিন্দুমেলা

(ঘ) পুনা সার্বজনিক সভা

উত্তরঃ- (খ) ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন।


২১. ‘সারেন্ডার নট’—নামে পরিচিত ছিলেন-
(ক) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

(খ) দাদাভাই নওরোজি

(গ) বল্লভভাই প্যাটেল

(ঘ) গান্ধিজি

উত্তরঃ- (ক) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।


২২. ‘পুনা সার্বজনিক সভা’ প্রতিষ্ঠিত হয়-
(ক) ১৮০০ খ্রিস্টাব্দে

(খ) ১৮৪৫ খ্রিস্টাব্দে

(গ) ১৮৫৭ খ্রিস্টাব্দে

(ঘ) ১৮৬৭ খ্রিস্টাব্দে

উত্তরঃ- (ঘ) ১৮৬৭ খ্রিস্টাব্দে।


২৩. ‘পুনা সার্বজনিক সভা’-র প্রতিষ্ঠাতা ছিলেন –

(ক) মহাদেব গোবিন্দ রানাডে

(খ) শিশিরকুমার ঘোষ

(গ) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

(ঘ) আনন্দমোহন বসু

উত্তরঃ- (ক) মহাদেব গোবিন্দ রানাডে।


২৪. ‘আনন্দমঠ’ উপন্যাসটি কোন্ পত্রিকায় প্রকাশিত হয় ?
(ক) সঞ্জীবনী

(খ) বঙ্গবাসী

(গ) বঙ্গদর্শন

(ঘ) উদ্বোধন

উত্তরঃ- (গ) বঙ্গদর্শন।


২৫. ‘আনন্দমঠ’ উপন্যাসটি গ্রন্থাকারে প্রকাশিত হয় কবে?
(ক) ১৮৮০ খ্রিস্টাব্দে

(খ) ১৮৮২ খ্রিস্টাব্দে

(গ) ১৮৯০ খ্রিস্টাব্দে

(ঘ) ১৮৯২ খ্রিস্টাব্দে

উত্তরঃ- (খ) ১৮৮২ খ্রিস্টাব্দে।

২৬. ‘বন্দেমাতরম্’ গানটিতে সুরারোপ করেছেন কে?
(ক) রবীন্দ্রনাথ ঠাকুর

(খ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

(গ) শ্রী যদু ভট্ট

(ঘ) শ্রী অরবিন্দ ঘোষ

উত্তরঃ- (গ) শ্রী যদু ভট্ট।


২৭. ‘বর্তমান ভারত’ কার লেখা?
(ক) বঙ্কিমচন্দ্র চট্টোপ্যাধ্যায়

(খ) বিবেকানন্দ

(গ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

(ঘ) ঈশ্বরচন্দ্র গুপ্ত

উত্তরঃ- (খ) বিবেকানন্দ ।


২৮. ‘বর্তমান ভারত’ প্রথম প্রকাশিত হয় কোন্ পত্রিকায়?
(ক) অমৃতবাজার পত্রিকায়

(খ) সঞ্জীবনী পত্রিকায়

(গ) উদ্বোধন পত্রিকায়

(ঘ) সোমপ্রকাশ পত্রিকায়

উত্তরঃ- (গ) উদ্বোধন পত্রিকায়।


২৯. ‘গোরা’ কোন্ পত্রিকায় প্রথম প্রকাশিত হয়?
(ক) প্রবাসী পত্রিকায়

(খ) ভারতী পত্রিকায়

(গ) বঙ্গবাসী পত্রিকায়

(ঘ) বামাবোধিনী পত্রিকায়

উত্তরঃ- (ক) প্রবাসী পত্রিকায় ।

৩০. ‘গোরা’ উপন্যাসটি প্রথম কবে গ্রন্থাকারে প্রকাশিত হয়েছিল?
(ক) ১৯০৭ খ্রিস্টাব্দে

(খ) ১৯০৮ খ্রিস্টাব্দে

(গ) ১৯০৯ খ্রিস্টাব্দে

(ঘ) ১৯১০ খ্রিস্টাব্দে

উত্তরঃ- (ঘ) ১৯১০ খ্রিস্টাব্দে।


৩১ রবীন্দ্রনাথের ঠাকুরের ‘গোরা’ উপন্যাস রচনার প্রেক্ষাপট ছিল-

(ক) বঙ্গভঙ্গ

(খ) জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড

(গ) খিলাফত আন্দোলন

(ঘ) অসহযোগ আন্দোলন

উত্তরঃ- (ক) বঙ্গভঙ্গ ।


৩২. অবনীন্দ্রনাথ ঠাকুর অঙ্কিত শ্রেষ্ঠ চিত্র হল-
(ক) অদ্ভুত লোক

(খ) নবহুল্লোর

(গ) ভারতমাতা

(ঘ) বিরূপবজ্র

উত্তরঃ- (গ) ভারতমাতা ।


৩৩. ‘ভারতমাতা’ চিত্রটি অঙ্কিত হয়-

(ক) মহাবিদ্রোহের সময়

(খ) বঙ্গভঙ্গের সময়

(গ) প্রথম বিশ্বযুদ্ধের সময়

(ঘ) দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়

উত্তরঃ- (খ) বঙ্গভঙ্গের সময়।


৩৪. ‘আধুনিক কার্টুন চিত্রের জনক’ রূপে পরিচিত-

(ক) গণেন্দ্রনাথ ঠাকুর

(খ) গগনেন্দ্রনাথ ঠাকুর

(গ) নন্দলাল বসু

(ঘ) অবনীন্দ্রনাথ ঠাকুর

উত্তরঃ- (খ) গগনেন্দ্রনাথ ঠাকুর।

৩৫. ‘জাতাসুর’ চিত্রটি কার আঁকা?
(ক) গগনেন্দ্রনাথ ঠাকুর

(খ) রবীন্দ্রনাথ ঠাকুর

(গ) সুকুমার রায়

(ঘ) উপেন্দ্রকিশোর রায়চৌধুরী

উত্তরঃ- (ক) গগনেন্দ্রনাথ ঠাকুর।

আমাদের পোষ্টের লেটেস্ট আপডেট পেতে আমাদের Whatsapp Channel জয়েন করুন এবং Telegram Channel জয়েন করুন।

WhatsApp Channel Follow
Telegram Channel Join Now
Facebook Page Follow

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Home
শিক্ষার খবর
প্রবন্ধ রচনা
মক টেস্ট
টেলিগ্রাম