Last Updated on April 24, 2024 by Shiksha Diksha
মাধ্যমিক বাংলা ” আফ্রিকা ” অধ্যায় (Madhyamik Bengali Africa Chapter)
পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর বাংলা (Madhyamik Bengali) বিষয়ের কবিতা ” আফ্রিকা (Africa)” থেকে সমস্ত রকম গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ম এবং তার উত্তর করে দেওয়া হলো। দশম শ্রেণীতে পাঠরত যে সমস্ত ছাত্র-ছাত্রী মাধ্যমিক পরীক্ষা দেবে তারা এই প্রশ্ম-উত্তর গুলি অবশ্যই দেখে নিতে পারো। এখানে টেস্ট পেপার থেকে সাজেস্টিভ MCQ প্রশ্ম সিলেক্ট করে তার উত্তর করা হয়েছে। নীচে মাধ্যমিক বাংলা ” আফ্রিকা ” অধ্যায়ের প্রশ্ম উত্তর দেওয়া হলো।
১. ‘ আফ্রিকা ‘ কবিতাটি কবি যার অনুরোধে রচনা করেন তিনি হলেন-
(ক) নজরুল ইসলাম
(খ) অমিয় চৌধুরী
(গ) বিষ্মু দে
(ঘ) অমিয় চক্রবর্তী
উত্তরঃ- (ঘ) অমিয় চক্রবর্তী।
২. আফ্রিকা কবিতায় আদিম যুগ ছিল-
(ক) অন্ধকার
(খ) উদভ্রান্ত
(গ) সহজ
(ঘ) দিশেহারা
উত্তরঃ- (খ) উদভ্রান্ত।
৩. “স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে”-আদিম যুগের স্রষ্টা অসন্তুষ্ট ছিলেন-
(ক) নিজের প্রতি
(খ) দেবতার প্রতি
(গ) কবির সংগীতের প্রতি
(ঘ) প্রাচী ধরিত্রীর প্রতি
উত্তরঃ- (ক) নিজের প্রতি।
৪. কবির মনে হয়েছে আফ্রিকার প্রকৃতি বিদ্রূপ করছে-
(ক) সাম্রাজ্যলিঙ্গু মানুষ ধরার দলকে
(খ) প্রাকৃতিক আলোড়নকে
(গ) ভীষণ ভয়ংকর প্রকাশকে
(ঘ) কোনোটিই নয়
উত্তরঃ- (গ) ভীষণ ভয়ংকর প্রকাশকে।
৫. “রুদ্র সমুদ্রের বাহু/প্রাচী ধরিত্রীর বুকের থেকে/ছিনিয়ে নিয়ে গেল তোমাকে”-এখানে ‘তোমাকে’ বলতে কাকে বোঝানো হয়েছে?
(ক) আফ্রিকাকে
(খ) অস্ট্রেলিয়াকে
(গ) ইউরোপকে
(ঘ) আবিসিনিয়াকে
উত্তরঃ- (ক) আফ্রিকাকে।
৬. ‘প্রাচী ধরিত্রীর বুকের থেকে’-‘প্রাচী’ শব্দের অর্থ হল-
(ক) প্রাচীন
(খ) প্রবীণ
(গ) পূর্বদিক
(ঘ) পঠনশীল
উত্তরঃ- (গ) পূর্বদিক।
৭. সৃষ্টিকর্তা আফ্রিকাকে যার নিবিড় পাহারায় বেঁধেছিলেন, তা হল-
(ক) সমুদ্রের
(খ) হিংস্রজন্তুর
(গ) বিদেশি সৈন্যের
(ঘ) বনস্পতির
উত্তরঃ- (ঘ) বনস্পতির।
৮. “প্রকৃতির দৃষ্টি-অতীত জাদু”-কোন কাজ করছিল?
(ক) সৃষ্টি করছিল
(খ) মন্ত্রমুগ্ধ করছিল
(গ) ধ্বংস করছিল
(ঘ) মন্ত্র জাগাচ্ছিল
উত্তরঃ- (ঘ) মন্ত্র জাগাচ্ছিল।
আরও দেখুনঃ Madhyamik Bengali Syllabus 2024 | মাধ্যমিক বাংলা সিলেবাস ২০২৪
৯. ‘প্রকৃতির দৃষ্টি-অতীত জাদু / মন্ত্র জাগাচ্ছিল’-
(ক) চেতনাতীত মনে
(খ) বাষ্পাকুল অরণ্যপথে
(গ) নিভৃত গোপনে
(ঘ) অপমানিত ইতিহাসে
উত্তরঃ- (ক) চেতনাতীত মনে।
১০. ‘বিদ্রূপ করেছিলে ভীষণকে’-কীভাবে?
(ক) আপনাকে উগ্র করে
(খ) বিরুপের ছদ্মবেশে
(গ) শঙ্কাকে হার মানিয়ে
(ঘ) অন্তরের দুন্দুভিনিনাদে
উত্তরঃ- (খ) বিরুপের ছদ্মবেশে।
১১. “হায় ছায়াবৃতা,”-‘ছায়াবৃতা’ হল-
(ক) আফ্রিকা
(খ) ভারতমাতা
(গ) প্রাচী ধরিত্রী
(ঘ) ভিক্টোরিয়া
উত্তরঃ- (ক) আফ্রিকা।
১২. “কালো ঘোমটার নীচে/অপরিচিত ছিল…”
(ক) ঔপনিবেশিকদের মানবরূপ
(খ) ঔপনিবেশিকদের প্রকৃত রূপ
(গ) আফ্রিকার হিংস্র রূপ
(ঘ) আফ্রিকার মানবরূপ
উত্তরঃ- (ঘ) আফ্রিকার মানবরূপ।
১৩. “উপেক্ষার আবিল দৃষ্টিতে।”-‘আবিল’ শব্দের অর্থ কী?
(ক) অপবিত্র
(খ) কলুষিত
(গ) ঢাকা
(ঘ) করুণ
উত্তরঃ- (খ) কলুষিত।
১৪. ‘এল ওরা’-ওরা হল-
(ক) ঔপনিবেশিক সাম্রাজ্যবাদীদের দল
(খ) আদিম আফ্রিকাবাসী
(গ) অনার্য সম্প্রদায়
(ঘ) কৃষকরা
উত্তরঃ- (ক) ঔপনিবেশিক সাম্রাজ্যবাদীদের দল।
১৫. ‘মানুষ-ধরার দল’-এর কোন বৈশিষ্ট্য আফ্রিকার ‘সূর্যহারা অরণ্যর চেয়ে’ প্রবল ছিল?
(ক) লোভ
(খ) হিংস্রতা
(গ) গর্ব
(ঘ) আত্মবিশ্বাস
উত্তরঃ- (গ) গর্ব।
১৬. ‘দস্যু-পায়ের কাঁটা-মারা জুতোর তলায়’ চিহ্নিত হল-
(ক) আফ্রিকার যন্ত্রণা
(খ) আফ্রিকার সীমারেখা
(গ) আফ্রিকার চোখের জল
(ঘ) আফ্রিকার অপমানিত ইতিহাস
উত্তরঃ- (ঘ) আফ্রিকার অপমানিত ইতিহাস।
১৭. কার নামে মন্দিরে সকালে-সন্ধ্যায় পূজার ঘণ্টা বাজছিল?
(ক) শিশুদের নামে
(খ) যুগান্তের কবির নামে
(গ) মায়েদের নামে
(ঘ) দয়াময় দেবতার নামে
উত্তরঃ- (ঘ) দয়াময় দেবতার নামে।
১৮. কবির বোধে ধরা পড়েছে, মানুষ বিবিক্ত সেই ‘নিভৃত অবকাশে’ আফ্রিকা ক্রমে হয়ে উঠেছে-
(ক) দুর্গম
(খ) সুগম
(গ) ভাষাহীন
(ঘ) অপমানিত
উত্তরঃ- (ক) দুর্গম।
১৯. সাম্রাজ্যলিদু মানুষের কাছে আদি প্রকৃতির মানবরূপ ছিল-
(ক) পরিচিত
(খ) অনিকেত
(গ) অপরিচিত
(ঘ) কোনোটিই নয়
উত্তরঃ- (গ) অপরিচিত।
২০. সাম্রাজ্যলিলু আক্রামক মানুষ-ধরার দল গর্বোদ্ধত-
(ক) সূর্যহারা অরণ্যের চেয়ে
(খ) ভাষাহীন ক্রন্দনে
(গ) অপমানিত ইতিহাসে
(ঘ) হননোদ্যত রূপে
উত্তরঃ- (ক) সূর্যহারা অরণ্যের চেয়ে।
২১. ‘আফ্রিকা’ কবিতায় রহস্যময় গুণ্ঠনাবৃত প্রকৃতির ভিতরেও মানবতা দ্যোতিত কবি আবিষ্কার করলেন-
(ক) হিংস্র চেহারা
(খ) প্রচন্ড সুন্দর মহিমা
(গ) বীভৎস কাদার পিন্ড
(ঘ) লোহার হাতকড়ি
উত্তরঃ- (খ) প্রচন্ড সুন্দর মহিমা।
২২. প্রাক্ সভ্যতায় আফ্রিকা উঠেছিল, তা হল যে রূপটি নিয়ে জেগে-
(ক) তমসাবৃত
(খ) আবিল দৃষ্টিসম্পন্ন
(গ) মোহিনী
(ঘ) শান্ত ও সৌষম্যময়
উত্তরঃ- (ক) তমসাবৃত।
২৩. ‘আফ্রিকা’ কবিতায় আফ্রিকার অপমানিত ইতিহাসের বিপরীতে কৰি স্থাপন করেছেন-
(ক) ভারতীয় আধ্যাত্মিকতা স্নাত শুচিস্মিত প্রতিবেশকে
(খ) মানুষের ভয়ংকর রূপটিকে
(গ) যুদ্ধক্ষত রণরন্ত ক্লিন্ন বর্তমান সময়কে
(ঘ) কোনোটিই নয়
উত্তরঃ- (ক) ভারতীয় আধ্যাত্মিকতা স্নাত শুচিস্মিত প্রতিবেশকে।
২৪. ‘সংগীতে বেজে উঠেছিল’-সংগীত স্রষ্টা হলেন-
(ক) দেবতা
(খ) কবি
(গ) যুগান্তের কবি
(ঘ) আফ্রিকা
উত্তরঃ- (খ) কবি।
২৫. ‘কবির সংগীতে বেজে উঠেছিল’-যা, তা হল-
(ক) আফ্রিকার কান্না
(খ) সুন্দরের আরাধনা
(গ) দেবতার স্তুতি
(ঘ) মানুষের জয়গান
উত্তরঃ- (খ) সুন্দরের আরাধনা।
২৬. গুপ্ত গহ্বর থেকে বেরিয়ে এল-
(ক) ঔপনিবেশিকরা
(খ) পশুরা
(গ) দস্যুরা
(ঘ) যুগান্তের কবি
উত্তরঃ- (খ) পশুরা।
২৭. “অশুভ ধ্বনিতে ঘোষণা করল দিনের অন্তিমকাল,” -এই পঙ্ক্তিতে ‘অন্তিমকাল’-এর অর্থ হল
(ক) সন্ধ্যা
(খ) বিকেল
(গ) পরাধীনতা
(ঘ) রাত্রি
উত্তরঃ- (গ) পরাধীনতা।
২৮. “এসো যুগান্তের কবি,”-যুগান্তের কবিকে আহ্বান “জানানো হয়েছে দাঁড়ানোর জন্য
(ক) দেব মন্দিরের সামনে
(খ) আফ্রিকার পাহারায়
(গ) মানহারা মানবীর দ্বারে
(ঘ) পশ্চিম দুনিয়ার মানুষের পাশে
উত্তরঃ- (গ) মানহারা মানবীর দ্বারে।
২৯. ‘সভ্যতার শেষ পুণ্যবাণী’ ঘোষিত হবে-
(ক) সুন্দরের আরাধনার মধ্য দিয়ে
(খ) হিংস্র প্রলাপের মধ্যে
(গ) অন্তরের দুন্দুভিনিনাদের মধ্যে
(ঘ) পূজার ঘণ্টাধ্বনির মধ্যে
উত্তরঃ- (খ) হিংস্র প্রলাপের মধ্যে।
৩০. “সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী।।”- ‘সভ্যতার শেষ পুণ্যবাণী’ হল
(ক) ভালোবাসো
(খ) ক্ষমা করো
(গ) মঙ্গল করো
(ঘ) বিদ্বেষ ত্যাগ করো
উত্তরঃ- (গ) মঙ্গল করো।
৩১. ‘ আফ্রিকা ‘ কবিতাটি যে কাব্যগ্রন্থের অন্তর্গত-
(ক) সঞ্চিতা
(খ) মানসী
(গ) পত্রপুট
(ঘ) গীতাঞ্জলী
উত্তরঃ- (গ) পত্রপুট ।
৩২. ” সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। ” – সভ্যতার শেষ পুণ্যবাণী হল-
(ক) বিদ্বেষ ত্যাগ করো
(খ) ভালোবাসো
(গ) ক্ষমা করো
(ঘ) মঙ্গল করো
উত্তরঃ- ক্ষমা করো।
৩৩. ” প্রদোষকাল ঝঞ্ঝাবাতাসে রুদ্ধশ্বাস ” – প্রদোষ শব্দের অর্থ-
(ক) সন্ধ্যা
(খ) ভোর
(গ) রাত
(ঘ) দুপুর
উত্তরঃ- সন্ধ্যা।
৩৪. ” হায় ছায়াবৃতা ” ” দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে “- ‘ ছায়াবৃতা ‘ , ‘ মানহারা মানবী ‘ বলতে যাকে বোঝানো হয়েছে?
(ক) আফ্রিকা মহাদেশকে
(খ) বসুধাকে
(গ) ভারতবর্ষকে
(ঘ) ইউরোপ মহাদেশকে
উত্তরঃ- আফ্রিকা মহাদেশকে।
৩৫. প্রাচী ধরিত্রীর বুক থেকে আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গেল
(ক) স্রষ্টা
(খ) সাম্রাজ্যবাদীরা
(গ) রুদ্র সমুদ্রের বাহু
(ঘ) নির্লজ্জ অমানুষতা
উত্তর:- (গ) রুদ্র সমুদ্রের বাহু।
৩৬. আফ্রিকা বিরূপের ছদ্মবেশে বিদ্রুপ করেছিল-
(ক) ভীষণকে
(খ) শঙ্কাকে
(গ) যুগান্তের কবিকে
(ঘ) বীভৎসতাকে
উত্তরঃ- (ক) ভীষণকে।
৩৭. “মন্দিরে বাজছিল পুজার ঘণ্টা”-পূজার ঘণ্টা বাজছিল
(ক) সকাল, সন্ধ্যায়
(খ) দুপুর, রাতে
(গ) সকাল, বিকাল
(ঘ) দিন, রাত
উত্তর:- (ক) সকাল, সন্ধ্যায়।
৩৮. অশুভ ধ্বনিতে দিনের অন্তিমকাল ঘোষণা করেছিল-
(ক) যুগান্তের কবি
(খ) আফ্রিকা
(গ) পশুরা
(ঘ) দস্যুরা
উত্তরঃ- (গ) পশুরা।
৩৯. “ক্ষমা করো”-কাকে ক্ষমা চাইতে বলা হয়েছে?
(ক) মানহারা মানবীকে
(খ) সাম্রাজ্যবাদীদের
(গ) যুগান্তের কবিকে
(ঘ) অশুভ শক্তিকে
উত্তর:- (গ) যুগান্তের কবিকে।
৪০. নিভৃত অবকাশে আফ্রিকা সংগ্রহ করেছিল
(ক) দুর্গমের রহস্য
(খ) দুর্বোধ সংকেত
(গ) দৃষ্টি অতীত জাদু
(ঘ) বিরূপের ছদ্মবেশ
উত্তর:- (ক) দুর্গমের রহস্য।
৪১. কবির সংগীতে বেজে উঠেছিল-
(ক) সুরের মূর্ছনা
(গ) হিংস্র প্রলাপ
(খ) সুন্দরের আরাধনা
(ঘ) প্রতিবাদের ঝংকার
উত্তরঃ- (খ) সুন্দরের আরাধনা।
৪২. আফ্রিকা ধূলি পঙ্কিল হল-
(ক) সাম্রাজ্যবাদীদের রক্তে
(খ) আফ্রিকাবাসীদের রক্তে
(গ) আফ্রিকাবাসীদের রক্ত ও অশ্রুতে
(ঘ) আকস্মিক ঝড় ও বন্যায়
উত্তর:- (গ) আফ্রিকাবাসীদের রক্ত ও অশ্রুতে।
৪৩. আফ্রিকার মন ছিল-
(ক) চেতনাতীত
(খ) চঞ্চল
(গ) দুর্বোধ্য
(ঘ) অন্ধকার
উত্তর:- (ক) চেতনাতীত।
৪৪. ‘সমুদ্রপারে সেই মুহূর্তেই’-সমুদ্রপার হল-
(ক) ভূমধ্যসাগর পার
(খ) এশিয়া মহাদেশ
(গ) পশ্চিমিদেশ
(ঘ) মধ্যপ্রাচ্যের দেশ
উত্তরঃ- (খ) এশিয়া মহাদেশ।
৪৫. আফ্রিকাকে নিবিড় পাহারায় বেঁধেছিল-
(ক) রুদ্র সমুদ্রের বাহু
(খ) বনস্পতি
(গ) সাম্রাজ্যবাদী শক্তি
(ঘ) আফ্রিকার মানুষ
উত্তর:- (খ) বনস্পতি।
৪৬. পশুরা বেরিয়ে এসেছিল-
(ক) গভীর জঙ্গল থেকে
(খ) গুপ্ত গহ্বর থেকে
(গ) পশ্চিমি দেশ থেকে
(ঘ) সমুদ্রতীর থেকে
উত্তর:- (খ) গুপ্ত গহ্বর থেকে।
৪৭. “চিরচিহ্ন দিয়ে গেল”-
(ক) আফ্রিকার ভূমিতে
(খ) অপমানিত ইতিহাসে
(গ) ভবিষ্যতের ভাবনায়
(ঘ) মানবজাতির ইতিহাসে
উত্তর:- (খ) অপমানিত ইতিহাসে।
৪৮. ‘এল ওরা’-যা নিয়ে এসেছিল-
(ক) অস্ত্র
(খ) লোহার হাতকড়ি
(গ) অমানবিক লোভ
(ঘ) অকৃত্রিম ভালোবাসা
উত্তর:- (খ) লোহার হাতকড়ি।
৪৯. ‘তাণ্ডবের দুন্দুভিনিনাদে’- ‘দুন্দুভি’ হল
(ক) মাদল জাতীয় বাদ্যযন্ত্র
(খ) রণদামামা
(গ) জয় ঢাক
(ঘ) মৃদঙ্গ জাতীয় বাদ্যযন্ত্র
উত্তর:- (খ) রণদামামা।
৫০. ‘দস্যু-পায়ের কাঁটা-মারা জুতোর তলায়’-কী ছিল?
(ক) রক্ত-মাটি
(খ) বীভৎস কাদার পিন্ড
(গ) কাদা-মাটি
(ঘ) রক্ত-ঘামমিশ্রিত মাটি
উত্তর:- (খ) বীভৎস কাদার পিন্ড।
আমাদের পোষ্টের লেটেস্ট আপডেট
Latest Posts:
- Madhyamik Geography Mock Tset | মাধ্যমিক ভূগোল অনলাইন মক টেস্ট
- মাধ্যমিক ইতিহাস মক টেস্ট | Madhyamik History Mock Test
- মাধ্যমিক বাংলা প্র্যাকটিস সেট | Madhyamik Bengali Practice Set
- মাধ্যমিক ইতিহাস (প্রথম অধ্যায়) VSAQ প্রশ্ম-উত্তর | Madhyamik History Chapter 1 VSAQ
- মাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২৫ঃ দ্বিতীয় অধ্যায় | Madhyamik History Suggestion 2025: Chapter 2