Last Updated on May 3, 2024 by Shiksha Diksha
Madhyamik Result PPR PPS 2024 Review, Scrutiny Application Process, Fees, Last Date: পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয় ২ মে ২০২৪। যে সমস্ত ছাত্র-ছাত্রীদের মাধ্যমিক পরীক্ষায় প্রত্যাশিত রেজাল্ট হয়নি তারা মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্রের রিভিউ (PPR) বা স্কুটনি (PPS) করতে পারবে (WBBSE Madhyamik PPR PPS)। তার জন্য পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা একটি নির্দিষ্ট ওয়েবসাইট চালু করেছে। www.wbbsedata.com থেকে মাধ্যমিক উত্তরপত্রের Review এবং Scrutiny করা যাবে। ওইদিন অর্থাৎ ২ মে ২০২৪ দুপুর ১২ টা থেকেই আবেদনের প্রক্রিয়া শুরু হয়ে গেছে।
এক নজরে >>
Madhyamik Result PPR PPS 2024 সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য
(১) শুধুমাত্র মাধ্যমিক পরীক্ষায় পাশ করা ছাত্র-ছাত্রীরাই Scrutiny (PPS) এর জন্য আবেদন করতে পারবে।
(২) মাধ্যমিক পরীক্ষায় ফেল করা ছাত্র-ছাত্রীরাই Review (PPR) এর জন্য আবেদন করতে পারবে।
(৩) PPR PPS শুধুমাত্র লিখিত উত্তরপত্রের ওপরেই করা যাবে।
(৪) PPR PPS এর অনলাইনে আবেদন করতে হবে এবং তা কেবলমাত্র স্কুল থেকেই করতে হবে।
(৫) PPR এর ক্ষেত্রে উত্তরপত্র পুনরায় মূল্যায়ন করা হবে কিন্তু PPS এর ক্ষেত্রে শুধুমাত্র নম্বরের যোগফল চেক করা হবে।
PPR PPS আবেদনের জন্য কত টাকা লাগবে?
স্কুটনি (PPS) আবেদনের জন্য বিষয় প্রতি ৮০ টাকা করে লাগবে এবং রিভিউ (PPR) এর ক্ষেত্রে বিষয় প্রতি ১০০ টাকা করে লাগবে।
Madhyamik Result PPR PPS 2024 কিভাবে আবেদন করবেন
নিজের নাম, রোল নম্বর এবং যে যে বিষয়ের ওপর রিভিউ (PPR) বা স্কুটনি (PPS) করতে চায় তা পরিস্কার করে লিখে সাধারণ কাগজে স্কুলের হেড মাস্টার মহাশয়ের কাছে আবেদন করতে হবে। সঙ্গে মার্কশিটের জেরক্স এবং নির্দিষ্ট ফি দিতে হবে।
PPR PPS আবেদন প্রক্রিয়া শুরু এবং শেষ তারিখ
রিভিউ (PPR) বা স্কুটনি (PPS) এর জন্য আবেদন শুরু ২ মে ২০২৪ দুপুর ১২ টা থেকে এবং আবেদনের শেষ তারিখ ১৮ মে ২০২৪ মধ্যরাত্রি পর্যন্ত। তার পরে আর কোনো আবেদন গ্রহন করা হবে না।
আর দেখুনঃ WBCHSE PPR PPS 2024 | উচ্চমাধ্যমিক ২০২৪ রিভিউ ও স্কূটনি পদ্ধতি
আমাদের পোষ্টের লেটেস্ট আপডেট পেতে আমাদের Whatsapp Channel জয়েন করুন এবং Telegram Channel জয়েন করুন।
Latest Posts:
- মাধ্যমিক ইতিহাস সাজেশন 2025 : অধ্যায় ইতিহাসের ধারণা | Madhyamik History Suggestion 2025 Chapter 1
- পশ্চিমবঙ্গ নবম শ্রেণীর নতুন সিলেবাস | WBBSE Class 9 Syllabus
- নবম শ্রেণীর ইংরেজী সিলেবাস | Class 9 English Syllabus
- Layer-2 Admit Card 2024 | বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড ২০২৪
- ঐক্যশ্রী স্কলারশিপ ২০২৪ আবেদনের শেষ তারিখ, যোগ্যতা | Aikyashree Scholarship 2024