মাধ্যমিক ইতিহাস মক টেস্ট | Madhyamik History Mock Test

Swami Vivekananda Scholarship 2024-25

স্বামী বিবেকানন্দ স্কলারশিপ ২০২৪-২৫ | Swami Vivekananda Scholarship 2024-25 

WBCHSE PPR PPS 2024

WBCHSE PPR PPS 2024 | উচ্চমাধ্যমিক রিভিউ ও স্কূটনি পদ্ধতি

Last Updated on May 10, 2024 by Shiksha Diksha

উচ্চমাধ্যমিক রিভিউ ও স্কূটনি পদ্ধতি (WBCHSE PPR PPS 2024)

WBCHSE PPR PPS 2024: আগামী ৮ ই মে ২০২৪ পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হতে চলেছে। ওইদিন দুপুর ১ টার সময় আনুষ্ঠানিকভাবে সংসদ থেকে প্রেস কনফারেন্স করে উচ্চমাধ্যমিকের রেজাল্ট ঘোষনা করা হবে। তবে এই বছর রেজাল্ট প্রকাশের আগেই সংসদ PPR এবং PPS এর ব্যাপারে নির্দেশিকা জারি করলো। যে সমস্ত পরীক্ষার্থীদের আশাতিত ফল হবে না তারা উত্তরপত্রের রিভিউ এবং স্কূটনির জন্য আবেদন করতে পারবে।

তবে উচ্চমাধ্যমিক পরীক্ষায় রিভিউ এবং স্কূটনির ক্ষেত্রে এই বছর দুই পদ্ধতিতে আবেদন করা যাবে। একটা হল তৎকাল রিভিউ এবং স্কূটনি পদ্ধতি (Tatkal PPR/PPS) আর একাটা হল সাধারণ রিভিউ এবং স্কূটনির পদ্ধতি (Normal PPR/PPS)। সংসদের তরফে জানানো হয়েছে তৎকাল পদ্ধতিতে সাতদিনের মধ্যে রেজাল্ট প্রকাশিত হবে।

WBCHSE PPR PPS 2024 আবেদনের সময়ঃ

Normal PPR/PPS:১০ মে ২০২৪ দুপুর ২ টো থেকে ২৫ মে ২০২৪ মধ্যরাত্রি পর্যন্ত ।
Tatkal PPR/PPS: ১০ মে ২০২৪ দুপুর ২ টো থেকে ১৩ মে ২০২৪ মধ্যরাত্রি পর্যন্ত।

WBCHSE PPR PPS 2024 আবেদনের ফিঃ

Normal PPS150/- per Subject
Normal PPR200/- per Subject
Tatkal PPS600/- per Subject
Tatkal PPR800/- per Subject

আরও দেখুনঃ WB HS Result 2024 | উচ্চমাধ্যমিক রেজাল্টের দিনক্ষণ জানিয়ে দিল সংসদ

WBCHSE PPR PPS 2024 এর গুরুত্বপূর্ণ নির্দেশিকাঃ

(১) PPR বা PPS এর জন্য আবেদন শুধুমাত্র অনলাইন পদ্ধতিতে করতে হবে।

(২) আবেদন করার সময় Roll No এবং Mark Sheet No (যা মার্কশিটের উপরের দিকে প্রিন্ট করা থাকবে) অবশ্যই লাগবে।

(৩) Normal PPS এর ক্ষেত্রে প্রতি বিষয়ের জন্য ১৫০ টাকা এবং Normal PPR এর জন্য প্রতি বিষয়ের জন্য ২০০ টাকা করে লাগবে। আর Tatkal PPS এর ক্ষেত্রে প্রতি বিষয়ের জন্য ৬০০ টাকা এবং Tatkal PPR এর জন্য প্রতি বিষয়ের জন্য ৮০০ টাকা করে লাগবে।

(৪) PPR বা PPS এর আবেদন শুধুমাত্র লিখিত উত্তরপত্রের ওপরেই জন্য করা যাবে।

(৫) PPS এর আবেদন সমস্ত উত্তরপত্রের জন্যেই করা যাবে কিন্তু PPR এর আবেদন দুটি উত্তরপত্রের জন্যে করা যাবে।

(৬) PPR এর জন্য আবেদন শুধুমাত্র সেইসব বিষয় গুলির ওপর করা যাবে যেগুলিতে PPS এর আবেদন করা হয়নি।

(৭) আবেদনপত্র অসম্পূর্ণ বা আবেদনপত্রে কোনো ভুল থাকলে তা বাতিল করা হবে।

(৮) নির্দিষ্ট সময়সীমার বাইরে PPR বা PPS এর কোনো আবেদন গ্রহন করা হবে না।

(৯) PPR বা PPS এর রেজাল্ট সংসদের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। রেজাল্ট প্রকাশের পর সংসদ থেকে পুরানো মার্কশিট জমা দিয়ে নতুন মার্কশিট নিতে হবে।

(১০) Normal PPR/PPS এর রেজাল্ট এক মাসের মধ্যে প্রকাশিত হবে এবং Tatkal PPR/PPS এর রেজাল্ট ৭ দিনের মধ্যে প্রকাশিত হবে।

WBCHSE PPR PPS 2024 আবেদনের পদ্ধতিঃ

নিন্মলিখিত ধাপগুলি অনুসরন করে PPR/PPS এর জন্য আবেদন করা যাবে।

(১) প্রথমে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের অফিসিয়াল ওয়েবসাইট https://wbchse.wb.gov.in/ ওপেন করতে হবে।

(২) তারপর Student Login অপশনে ক্লিক করতে হবে।

WBCHSE PPR PPS 2024
WBCHSE PPR PPS 2024

(৩) এরপর Sign Up অপশনে ক্লিক করলে একটি ফর্ম ওপেন হবে। এটি ফিলাপ করে সাবমিট করলেই রেজিস্ট্রেশন হয়ে যাবে। এখানে Registration Number, Institution Code, Mobile Number ইত্যাদি তথ্য লাগবে।

(৪) রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর PPR/PPS Application অপশনে ক্লিক করতে হবে।

(৯) Roll Number, Marksheet Number বসানোর পর Validate Roll No & Marksheet No অপশনে ক্লিক করতে হবে।

(10) এরপর PPR/PPS এর জন্য বিষয় সিলেক্ট করতে হবে।

(১১) এরপর PPR/PPS এর জন্য নির্দিষ্ট ফি পেমেন্ট করতে হবে।

WBCHSE PPR PPS 2024 এর ব্যাপারে বিশদে জানার জন্য এবং সংসদ থেকে প্রকাশিত নোটিশ ডাউনলোড করে দেখে নিতে পারেন।

আমাদের পোষ্টের লেটেস্ট আপডেট পেতে আমাদের Whatsapp Channel জয়েন করুন এবং Telegram Channel জয়েন করুন।

উচ্চমাধ্যমিক PPR এর জন্য কত টাকা লাগবে?

Normal PPR-200/- per subject , Tatkal PPR-800/- per subject

উচ্চমাধ্যমিক PPS এর জন্য কত টাকা লাগবে?

Normal PPS-150/- per subject , Tatkal PPS-600/- per subject

WB HS PPR PPS date and time?

Normal PPR/PPS: ১০ মে ২০২৪ দুপুর ২ টো থেকে ২৫ মে ২০২৪ মধ্যরাত্রি পর্যন্ত ।
Tatkal PPR/PPS:১০ মে ২০২৪ দুপুর ২ টো থেকে ১৩ মে ২০২৪ মধ্যরাত্রি পর্যন্ত।

উচ্চমাধ্যমিক PPR PPS এর জন্য কী কী ডকুমেন্টস লাগবে?

Admit Card, Registration Number, Marksheet Number

উচ্চমাধ্যমিক PPR PPS এর জন্য কী মোবাইল নম্বর লাগবে?

অবশ্যই লাগবে । মোবাইলে OTP আসবে।

উচ্চমাধ্যমিক PPR PPS এর জন্য মার্কশিট নম্বর কোথায় পাবো?

উচ্চমাধ্যমিকের মার্কশিটের ওপর লেখা আছে।

WhatsApp Channel Follow
Telegram Channel Join Now
Facebook Page Follow

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top