nmmse scholarship 2025

NMMSE Scholarship 2025 – Apply Online, Eligibility, Syllabus, Exam Pattern

Blinking Buttons WhatsApp Telegram

NMMSE Scholarship 2025: শুরু হলো ২০২৫ শিক্ষাবর্ষের জন্য অষ্টম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের জন্য ন্যাশনাল মিনস-কাম-মেরিট (National Means-Cum-Merit Scholarship) স্কলারশিপের আবেদন। যে সমস্ত ছাত্র-ছাত্রী অষ্টম শ্রেণীতে পাঠরত এবং যাদের সপ্তম শ্রেণীর ফাইনাল পরীক্ষায় অন্ততপক্ষে ৫৫% নম্বর আছে তারা এই স্কলারশিপের পরীক্ষার জন্য আবেদন করতে পারবে। NMMSE স্কলারশিপে বছরে ১২০০০ টাকা করে ৪ বছর পর্যন্ত স্কলারশিপ পাওয়া যাবে। NMMSE Scholarship 2025 আবেদনের যোগ্যতা, সিলেবাস, ফর্ম ফিলাপের ডেট এবং প্রশ্মপত্রের ধরন ইত্যাদি বিষয় নিয়ে নীচে আলোচনা করা আছে।

NMMSE Scholarship 2025 Overview

Name of ScholarshipNational Means-Cum-Merit Scholarship (NMMS)
Application Starts07-08-2025
Last date of Application09-09-2025
Date of Examination21-12-2025
Official Websitehttps://banglarshiksha.wb.gov.in/
Official NoticeClick here

আরও দেখুনঃ শুরু হল ঐক্যশ্রী স্কলারশিপ ২০২৫-২৬ আবেদন | Aikyashree Scholarship 2025-26 Apply Online

কারা আবেদন করতে পারবে (NMMSE Scholarship 2025 Eligibility)

(১) অষ্টম শ্রেণীতে পাঠরত ছাত্র-ছাত্রী যাদের সপ্তম শ্রেণীর পরীক্ষায় ৫৫% মার্কস আছে (SC, ST এবং PH ছাত্র-ছাত্রীদের জন্য ৫% নম্বর ছাড় আছে)।

(২) ছাত্র-ছাত্রীদের পারিবারিক আয় ৩,৫০০০০/- টাকার মধ্যে হতে হবে।

(৩) ছাত্র-ছাত্রীকে অবশ্যই পশ্চিমবঙ্গেরই কোনো সরকারী বা সরকারী অনুমোদন প্রাপ্ত বিদ্যালয়ে পাঠরত হতে হবে।

(৪) আবেদনকারীর নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে। ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে অবশ্যই আধার কার্ডের লিঙ্ক করে রাখতে হবে।

NMMSE পরীক্ষার সিলেবাস

NMMSE পরীক্ষার জন্য নির্দিষ্ট কোনো সিলেবাস নেই। তবে সপ্তম ও অষ্টম শ্রেণী স্টাণ্ডার্ড প্রশ্মপত্র হবে। যে সমস্ত বিষয়ের ওপর প্রশ্মপত্র হবে তা হল গণিত, ভৌতবিজ্ঞান, জীবন বিজ্ঞান, ইতিহাস এবং ভূগোল। পরীক্ষা হবে বুকলেটের মাধ্যমে, প্রতিটি প্রশ্ম এক নম্বরের করে হবে এবং কোনো নেগেটিভ মার্কিং থাকবে না।

পরীক্ষার প্রশ্মপত্রের ধরন (NMMSE Exam Pattern)

NMMSE পরীক্ষা দুটি সেশনে দুই ধরনের প্রশ্ম থাকবে (1) Mental Ability Test (2) Scholastic Aptitude Test । দুটি সেশনের জন্য ৯০ মিনিট করে সময় থাকবে।

আরও দেখুন:  বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড ২০২৫ | Vidyasagar Science Olympiad 2025
Name of TestTypesMarksNo. of QuestionDuration
Mental Ability TestMCQ909090 min
Scholastic Aptitude TestMCQ909090 min

NMMSE Scholarship 2025 আবেদনের জন্য কি কি ডকুমেন্টস লাগবে?

National Means-Cum-Merit Scholarship (NMMS) পরীক্ষার জন্য যে সমস্ত ডকুমেন্টস লাগবে-

(১) পরিবারিক আয়ের সার্টিফিকেট (Family Income Certificate)।

(২) ব্যাঙ্কের পাশ বই (Bank passbook)।

(৩) কাস্ট সার্টিফিকেট (Caste Certificate)।

(৪) ডিসেবিলিটি সার্টিফিকেট (Dissability Certificate)।

NMMSE Scholarship 2025 আবেদনের লিঙ্ক

নীচে NMMSE Scholarship 2025 এর আবেদনের লিঙ্ক দেওয়া আছে। সেখানে ক্লিক করে সরাসরি NMMSE পরীক্ষার জন্য আবেদন করা যাবে।

আমাদের পোষ্টের লেটেস্ট আপডেট পেতে আমাদের Whatsapp Channel জয়েন করুন এবং Telegram Channel জয়েন করুন।

WhatsApp Channel Follow
Telegram Channel Join Now
Facebook Page Follow

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp Telegram
Home
শিক্ষার খবর
প্রবন্ধ রচনা
মক টেস্ট