NMMSE Scholarship 2025: শুরু হলো ২০২৫ শিক্ষাবর্ষের জন্য অষ্টম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের জন্য ন্যাশনাল মিনস-কাম-মেরিট (National Means-Cum-Merit Scholarship) স্কলারশিপের আবেদন। যে সমস্ত ছাত্র-ছাত্রী অষ্টম শ্রেণীতে পাঠরত এবং যাদের সপ্তম শ্রেণীর ফাইনাল পরীক্ষায় অন্ততপক্ষে ৫৫% নম্বর আছে তারা এই স্কলারশিপের পরীক্ষার জন্য আবেদন করতে পারবে। NMMSE স্কলারশিপে বছরে ১২০০০ টাকা করে ৪ বছর পর্যন্ত স্কলারশিপ পাওয়া যাবে। NMMSE Scholarship 2025 আবেদনের যোগ্যতা, সিলেবাস, ফর্ম ফিলাপের ডেট এবং প্রশ্মপত্রের ধরন ইত্যাদি বিষয় নিয়ে নীচে আলোচনা করা আছে।
NMMSE Scholarship 2025 Overview
Name of Scholarship | National Means-Cum-Merit Scholarship (NMMS) |
Application Starts | 07-08-2025 |
Last date of Application | 09-09-2025 |
Date of Examination | 21-12-2025 |
Official Website | https://banglarshiksha.wb.gov.in/ |
Official Notice | Click here |
আরও দেখুনঃ শুরু হল ঐক্যশ্রী স্কলারশিপ ২০২৫-২৬ আবেদন | Aikyashree Scholarship 2025-26 Apply Online
কারা আবেদন করতে পারবে (NMMSE Scholarship 2025 Eligibility)
(১) অষ্টম শ্রেণীতে পাঠরত ছাত্র-ছাত্রী যাদের সপ্তম শ্রেণীর পরীক্ষায় ৫৫% মার্কস আছে (SC, ST এবং PH ছাত্র-ছাত্রীদের জন্য ৫% নম্বর ছাড় আছে)।
(২) ছাত্র-ছাত্রীদের পারিবারিক আয় ৩,৫০০০০/- টাকার মধ্যে হতে হবে।
(৩) ছাত্র-ছাত্রীকে অবশ্যই পশ্চিমবঙ্গেরই কোনো সরকারী বা সরকারী অনুমোদন প্রাপ্ত বিদ্যালয়ে পাঠরত হতে হবে।
(৪) আবেদনকারীর নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে। ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে অবশ্যই আধার কার্ডের লিঙ্ক করে রাখতে হবে।
NMMSE পরীক্ষার সিলেবাস
NMMSE পরীক্ষার জন্য নির্দিষ্ট কোনো সিলেবাস নেই। তবে সপ্তম ও অষ্টম শ্রেণী স্টাণ্ডার্ড প্রশ্মপত্র হবে। যে সমস্ত বিষয়ের ওপর প্রশ্মপত্র হবে তা হল গণিত, ভৌতবিজ্ঞান, জীবন বিজ্ঞান, ইতিহাস এবং ভূগোল। পরীক্ষা হবে বুকলেটের মাধ্যমে, প্রতিটি প্রশ্ম এক নম্বরের করে হবে এবং কোনো নেগেটিভ মার্কিং থাকবে না।
পরীক্ষার প্রশ্মপত্রের ধরন (NMMSE Exam Pattern)
NMMSE পরীক্ষা দুটি সেশনে দুই ধরনের প্রশ্ম থাকবে (1) Mental Ability Test (2) Scholastic Aptitude Test । দুটি সেশনের জন্য ৯০ মিনিট করে সময় থাকবে।
Name of Test | Types | Marks | No. of Question | Duration |
---|---|---|---|---|
Mental Ability Test | MCQ | 90 | 90 | 90 min |
Scholastic Aptitude Test | MCQ | 90 | 90 | 90 min |
NMMSE Scholarship 2025 আবেদনের জন্য কি কি ডকুমেন্টস লাগবে?
National Means-Cum-Merit Scholarship (NMMS) পরীক্ষার জন্য যে সমস্ত ডকুমেন্টস লাগবে-
(১) পরিবারিক আয়ের সার্টিফিকেট (Family Income Certificate)।
(২) ব্যাঙ্কের পাশ বই (Bank passbook)।
(৩) কাস্ট সার্টিফিকেট (Caste Certificate)।
(৪) ডিসেবিলিটি সার্টিফিকেট (Dissability Certificate)।
NMMSE Scholarship 2025 আবেদনের লিঙ্ক
নীচে NMMSE Scholarship 2025 এর আবেদনের লিঙ্ক দেওয়া আছে। সেখানে ক্লিক করে সরাসরি NMMSE পরীক্ষার জন্য আবেদন করা যাবে।
আমাদের পোষ্টের লেটেস্ট আপডেট পেতে আমাদের Whatsapp Channel জয়েন করুন এবং Telegram Channel জয়েন করুন।
Latest Posts:
- NMMSE Scholarship 2025 – Apply Online, Eligibility, Syllabus, Exam Pattern
- মাধ্যমিক ভূগোল প্রথম অধ্যায় মক টেস্ট | Geography Mock Test Chapter-1
- Taruner Swapno | তরুণের স্বপ্ন প্রকল্পে ১০ হাজার টাকা পাবে ছাত্র-ছাত্রীরা
- প্রলয়োল্লাস কবিতার মক টেস্ট দিন | Proyolollas Mock Test
- শুরু হল ঐক্যশ্রী স্কলারশিপ ২০২৫-২৬ আবেদন | Aikyashree Scholarship 2025-26 Apply Online