Vidyasagar Science Olympiad 2025

বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড ২০২৫ | Vidyasagar Science Olympiad 2025

Blinking Buttons WhatsApp Telegram

Vidyasagar Science Olympiad 2025 Online Application

Vidyasagar Science Olympiad 2025: বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড ২০২৫ এর অনলাইন আবেদন শুরু হলো। পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা দপ্তরের উদ্যোগে এক স্কলারশিপের পরীক্ষা। বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড ২০২৫ একটি ত্রি-স্তরীয় পরীক্ষা ব্যবস্থা। অর্থাৎ মোট তিনটি স্তরে এই পরীক্ষা নেওয়া হবে। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অধিনস্থ সমস্ত সরকারি স্কুল, সমস্ত স্বীকৃত বেসরকারি সাহায্যপ্রাপ্ত ও স্পনসর স্কুল এবং সমস্ত মহার্ঘ ভাতা প্রাপ্ত স্কুলের ছাত্রছাত্রী যারা নবম শ্রেণীতে পাঠরত এবং অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষায় ভালো ফল করেছে এমন প্রথম পাঁচজন এই পরীক্ষায় অংশ নিতে পারবে। তারা অবশ্যই স্কুলের HM, AHM, TIC দ্বারা মনোনীত হবে।

বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড ২০২৫ (Vidyasagar Science Olympiad 2025 Layer) পরীক্ষার বিভিন্ন স্তর

প্রথম স্তর (Layer-1) – আন্তঃ ইউনিট প্রতিযোগিতা

দ্বিতীয় স্তর (Layer-2) – আন্তঃ জেলা প্রতিযোগিতা

তৃতীয় স্তর (Layer-3) – আন্তঃ রাজ্য প্রতিযোগিতা

আবেদনের পদ্ধতি (Application Process)

বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড (Vidyasagar Science Olympiad 2025) পরীক্ষার জন্য অনলাইনে আবেদন করতে হবে। তবে পরীক্ষার্থীরা নিজেরা অনলাইনে আবেদন করতে পারবে না। শুধুমাত্র স্কুল থেকে বা হেডমাস্টার মশাইয়ের কাছ থেকেই অনলাইনে আবেদন করা যাবে।

আবেদনের জন্য কী কী ডকুমেন্টস (Documents) লাগবে ?

  1. ছাত্রছাত্রীদের নাম, অভিভাবকের নাম, জেন্ডার এবং বাংলার শিক্ষা পোর্টালের আইডি।
  2. মোবাইল নম্বর এবং ইমেল আইডি।
  3. অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষার মার্কশীট।
  4. এক কপি পাসপোর্ট সাইজের ফটো।
  5. ফুল সিগনেচারের JPG ফরমেট।

সিলেবাস, প্রশ্নের ধরন ও নম্বর বিভাজন (Syllabus and Marks Distribution)

পরীক্ষার স্তরপ্রশ্নের ধরনসিলেবাস
Layer-1প্রথম স্তরের পরীক্ষায় মোট ৫০ টি MCQ প্রশ্ন থাকবে।
প্রতিটি প্রশ্নের মান ২ করে। মোট পরীক্ষা হবে ১০০ নম্বরের।
ভৌত বিজ্ঞান-৪০
জীবন বিজ্ঞান- ৩০
গণিত- ৩০
Layer-2দ্বিতীয় স্তরের পরীক্ষায় মোট ৫০ টি MCQ প্রশ্ন থাকবে।
প্রতিটি প্রশ্নের মান ২ করে। মোট পরীক্ষা হবে ১০০ নম্বরের।
ভৌত বিজ্ঞান-৪০
জীবন বিজ্ঞান- ৩০
গণিত- ৩০
Layer-3তৃতীয় স্তরে মোট ৩০ টি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নের মান ২ করে।
মোট পরীক্ষা হবে ৬০ নম্বরের।
ভৌত বিজ্ঞান-২০
জীবন বিজ্ঞান- ২০
গণিত- ২০

আরও দেখুনঃ [pdf] বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড বিগত বছরের প্রশ্মপত্র | Vidyasagar Science Olympiad Previous Year Question Paper

আরও দেখুন:  উচ্চমাধ্যমিক ২০২৪ দর্শন প্রশ্মপত্র | WBHS Philosophy Question Paper 2024 pdf

আবেদনের তারিখ এবং পরীক্ষার তারিখ (application date and Exam date)

আবেদন শুরু- ২৫ এপ্রিল ২০২৫

আবেদনের শেষ তারিখ – ১৫ মে ২০২৫

পরীক্ষার তারিখ – ১৫ জুন ২০২৫ দুপুর ১২ টা থেকে বিকেল ৩ টে।

বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড ২০২৫ (Vidyasagar Science Olympiad 2025 Link) পরীক্ষার আবেদনের লিঙ্ক

বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড ২০২৫ (VSO Vidyasagar Science Olympiad 2025) পরীক্ষার জন্য অনলাইন আবেদনের লিঙ্ক নীচে দেওয়া হল। নীচে দেওয়া লিঙ্কে ক্লিক করলেই সরাসরি বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড ২০২৫ (Vidyasagar Science Olympiad 2025 Link) পরীক্ষার জন্য আবেদন করা যাবে।

hand আমাদের পোষ্টের লেটেস্ট আপডেট পেতে আমাদের Whatsapp Channel জয়েন করুন এবং Telegram Channel জয়েন করুন।

WhatsApp Channel Follow
Telegram Channel Join Now
Facebook Page Follow

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp Telegram
Home
শিক্ষার খবর
প্রবন্ধ রচনা
মক টেস্ট