Last Updated on May 30, 2024 by Shiksha Diksha
HS 2024 Result Date (উচ্চমাধ্যমিক ২০২৪ এর রেজাল্ট)
HS 2024 Result Date: এই বছর উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয় ১৬ ফেব্রুয়ারী ২০২৪ এবং শেষ হয় ২৯ ফেব্রুয়ারী ২০২৪। ভোটের কারণে এই বছর উচ্চমাধ্যমিক পরীক্ষা তারিখ একটু এগিয়ে আনা হয়। আগের বছর পরীক্ষা হয়েছিল সকাল ১০ টা থেকে দুপুর ১ টা ১৫ পর্যন্ত। কিন্তু এই বছর পরীক্ষা হয় সকাল ৯ টা ৪৫ থেকে দুপুর ১ টা পর্যন্ত।
পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক পরীক্ষা ২০২৪ এর রেজাল্ট কবে দেবে? রেজাল্টের সম্ভাব্য তারিখ জানালো উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। ঠিক কবে বেরোবে উচ্চমাধ্যমিক ২০২৪ এর রেজাল্ট দেখে নিন।
এক নজরে
ঠিক কবে উচ্চমাধ্যমিক ২০২৪ এর রেজাল্ট ?
শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু এবং উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি এক বৈঠকে জানান মে মাসের মধ্যেই পরীক্ষার্থীরা রেজাল্ট হাতে পেয়ে যাবেন। অন্যান্য বছরে দু মাসের মধ্যে রেজাল্ট ঘোষনা করা হয়েছিল। এবারে যাতে অন্যান্য বছরের তুলনায় আরও তাড়াতাড়ি রেজাল্ট বের করা যায় তার জন্য একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে।
WBCHSE HS Result date
অন্যান্য বছরের তুলনায় যাতে আরও তাড়াতাড়ি রেজাল্ট বের করা যায় তার জন্য এই বছর হেড এক্সামিনারদেরকে বাড়তি দ্বায়িত্ব দেওয়া হয়েছে। তাদের বলা হয়েছে এই বছর সমস্ত বিষয়ের রেজাল্ট অনলাইনে আপলোড করতে হবে। যাতে তাড়াতাড়ি রেজাল্ট বের করা যায় তার জন্যেই এই অনলাইন পদক্ষেপ।
২০২৫ উচ্চমাধ্যমিক পরীক্ষার রুটিন | HS Exam Routine 2025 pdf Download
আমাদের পোষ্টের লেটেস্ট আপডেট পেতে আমাদের Whatsapp Channel জয়েন করুন এবং Telegram Channel জয়েন করুন।
Latest Posts:
- Madhyamik Geography Mock Tset | মাধ্যমিক ভূগোল অনলাইন মক টেস্ট
- মাধ্যমিক ইতিহাস মক টেস্ট | Madhyamik History Mock Test
- মাধ্যমিক বাংলা প্র্যাকটিস সেট | Madhyamik Bengali Practice Set
- মাধ্যমিক ইতিহাস (প্রথম অধ্যায়) VSAQ প্রশ্ম-উত্তর | Madhyamik History Chapter 1 VSAQ
- মাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২৫ঃ দ্বিতীয় অধ্যায় | Madhyamik History Suggestion 2025: Chapter 2