Last Updated on April 24, 2024 by Shiksha Diksha
‘ আয় আরো বেঁধে বেঁধে থাকি ‘ প্রশ্ম উত্তর (Class 10 Bengali Chapter 2 MCQ)
পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর বাংলা বিষয়ের দ্বিতীয় অধ্যায় ‘ আয় আরো বেঁধে বেঁধে থাকি ‘(Class 10 Bengali Chapter 2) থেকে গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ম এবং তার উত্তর করা হল। যে সমস্ত ছাত্র-ছাত্রী দশম শ্রেণীতে পাঠরত এবং যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের পরীক্ষার প্রস্তুতির জন্য এই MCQ প্রশ্ম-উত্তর খুবই কাজে লাগবে। তাই যে সমস্ত ছাত্র-ছাত্রী দশম শ্রেণীতে পাঠরত এবং যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তারা বাংলা বিষয়ের দ্বিতীয় অধ্যায় ‘ আয় আরো বেঁধে বেঁধে থাকি ‘(Class 10 Bengali Chapter 2) থেকে দেওয়া এই প্রশ্ম-উত্তর গুলি দেখে নিতে পারো।
১. ‘আয় আরো বেঁধে বেঁধে থাকি’ কবিতাটির রচয়িতা-
(ক) শক্তি চট্টোপাধ্যায়
(খ) সুনীল গঙ্গোপাধ্যায়
(গ) জয় গোস্বামী
(ঘ) শঙ্খ ঘোষ
উত্তরঃ- (ঘ) শঙ্খ ঘোষ।
২. শঙ্খ ঘোষের ছদ্মনাম-
(ক) মৌমাছি
(খ) কুন্তক
(গ) রূপচাঁদ পক্ষী
(ঘ) নীললোহিত
উত্তরঃ- (খ) কুন্তক।
৩. ‘আয় আরো বেঁধে বেঁধে থাকি’-র অর্থ কী?
(ক) পরাধীনতাকে বরণ করা উচিত
(খ) স্বাধীনতা আহরণ করতে হবে
(গ) সবকিছু ভুলে যেতে হবে
(ঘ) একতাবদ্ধ হতে হবে
উত্তরঃ- (ঘ) একতাবদ্ধ হতে হবে।
৪. আমাদের ডান পাশে-
(ক) ঘর
(খ) বাঁধ
(গ) ধস
(ঘ) পথ
উত্তরঃ- (গ) ধস।
৫. “আমাদের ডান পাশে ধ্বস”-‘ধ্বস’ যা ইঙ্গিত করে, তা হল
(ক) পথে ধস নামা
(খ) পায়ের নীচের দুর্বল মাটি
(গ) সামাজিক অবক্ষয়
(ঘ) কোনোটিই নয়
উত্তরঃ- (গ) সামাজিক অবক্ষয়।
৬. গিরিখাদ রয়েছে আমাদের-
(ক) সামনে
(খ) ডান পাশে
(গ) বাম পাশে
(ঘ) পিছনে
উত্তরঃ- (গ) বাম পাশে।
৭. আমাদের মাথায় রয়েছে-
(ক) বিপদ
(খ) খোলা আকাশ
(গ) মৃত্যুর আশঙ্কা
(ঘ) বোমারু
উত্তরঃ- (ঘ) বোমারু।
৮. “পায়ে পায়ে হিমানীর বাঁধ”-‘হিমানী’ হল-
(ক) তুষার
(খ) বালি
(গ) নুড়ি
(ঘ) বোল্ডার
উত্তরঃ- (ক) তুষার।
৯. “আমাদের____ নেই কোনো”-শূন্যস্থান পূরণ করো।
(ক) উপায়
(খ) রাস্তা
(গ) পথ
(ঘ) ভবিষ্যৎ
উত্তরঃ- (গ) পথ।
১০. আমাদের উড়ে গিয়েছে-
(ক) ছাদ
(খ) পথ
(গ) ঘর
(ঘ) চাল
উত্তরঃ- (গ) ঘর।
১১. আমাদের ঘর ছাড়া হওয়ার কারণ, আমাদের-
(ক) ঘর জ্বলে গেছে
(খ) ঘর উড়ে গেছে
(গ) ঘর ধ্বংস হয়ে গেছে
(ঘ) ঘরের দরজা বন্ধ
উত্তরঃ- (খ) ঘর উড়ে গেছে।
আরও দেখুনঃ Madhyamik Bengali Syllabus 2024 | মাধ্যমিক বাংলা সিলেবাস ২০২৪
১২. আমাদের কাছে-দূরে ছড়ানো রয়েছে-
(ক) ঝরা পাতা
(খ) পাখিদের শব
(গ) শিশুদের শব
(ঘ) তাজা বোমা
উত্তরঃ- (গ) শিশুদের শব।
১৩. “আমাদের শিশুদের শব/ছড়ানো রয়েছে কাছে দূরে!”-এ কথার অর্থ কী?
(ক) আমাদের সন্তানরা মারা গেছে
(খ) আমাদের ভবিষ্যৎ প্রজন্ম শেষ হয়ে যাচ্ছে
(গ) ইতিহাসে আমরা স্থান পাব না
(ঘ) উক্ত সবকটি
উত্তরঃ- (খ) আমাদের ভবিষ্যৎ প্রজন্ম শেষ হয়ে যাচ্ছে।
১৪. কবির আশঙ্কা ‘আমরাও তবে এইভাবে’
(ক) মরে যাব
(খ) হারিয়ে যাব
(গ) ধ্বংস হয়ে যাব
(ঘ) ইতিহাসহীন রয়ে যাব
উত্তরঃ- (ক) মরে যাব।
১৫. আমাদের আরও বেঁধে বেঁধে থাকা প্রয়োজন, কারণ-
(ক) আমাদের বাঁচার আর কোনো পথ নেই
(খ) আমাদের সবার খুব আনন্দ
(গ) আমরা সবাই জঙ্গলে যাব
(ঘ) আমরা সবাই পাহাড়ে যাব
উত্তরঃ- (ক) আমাদের বাঁচার আর কোনো পথ নেই।
১৬. “আমাদের পথ নেই আর”-উদ্ধৃতাংশে পথ না থাকার অর্থ হল-
(ক) বাসস্থান নেই
(গ) কোনো উপায় নেই
(খ) উদর পূর্তির খাদ্য নেই
উত্তরঃ- (গ) কোনো উপায় নেই।
১৭. “আমাদের পথ নেই আর”-এই ‘পথ’ শব্দটি কবিতায় কতবার ব্যবহার হয়েছে?
(ঘ) কোনো ইতিহাস নেই
(ক) দু-বার
(খ) তিনবার
(গ) চারবার
(ঘ) একবার
উত্তরঃ- (ক) দু-বার।
১৮. আমাদের নেই-
(ক) ভবিষ্যৎ
(খ) ইতিহাস
(গ) বাঁচার অধিকার
(ঘ) স্বাধীনতা
উত্তরঃ- (খ) ইতিহাস।
১৯. কবির মতে আমাদের ইতিহাস এমনই যে, সেখানে-
(ক) আমাদের কেউ জানে না
(খ) আমরা বারোমাস ভিখারি
(গ) আমরা সবার সেরা
(ঘ) আমরা ক্রীতদাস
উত্তরঃ- (খ) আমরা বারোমাস ভিখারি।
২০. “আমাদের চোখমুখ ঢাকা”-পঙ্ক্তিটির মর্মার্থ হল-
(ক) আমাদের সবাই অবজ্ঞা করে
(খ) আমাদের প্রকৃত পরিচয় প্রকাশ পায়নি
(গ) আমরা পরিচয় দিতে লজ্জা পাই
(ঘ) আমাদের কোনো পরিচয় নেই
উত্তরঃ- (খ) আমাদের প্রকৃত পরিচয় প্রকাশ পায়নি।
২১. আমরা ভিখারি থাকি-
(ক) সাত মাস
(খ) বারোমাস
(গ) একুশ মাস
(ঘ) ছ-মাস
উত্তরঃ- (খ) বারোমাস।
২২. পৃথিবীর কোন অবস্থা বিষয়ে কবি সন্দিহান?
(ক) পৃথিবী বেঁচে আছে কিনা
(খ) পৃথিবী মরে গেছে কিনা
(গ) পৃথিবীর কথা কেউ জানে কিনা
(ঘ) ক ও খ উভয়ই
উত্তরঃ- (ঘ) ক ও খ উভয়ই।
২৩. “পৃথিবী হয়তো গেছে মরে”-কবির এরূপ আশঙ্কার কারণ হল-
(ক) পৃথিবীতে আর আলো দেখা যাচ্ছে না
(খ) দুর্গত মানুষদের কেউ খোঁজ করছে না
(গ) পৃথিবী একদম নিস্তব্ধ
(ঘ) পৃথিবী পথ হারিয়েছে
উত্তরঃ- (খ) দুর্গত মানুষদের কেউ খোঁজ করছে না।
২৪. ‘আমরা ফিরেছি’-কোথায়?
(ক) বনে বনে
(খ) মাঠে মাঠে
(গ) দোরে দোরে
(ঘ) রাস্তায় রাস্তায়
উত্তরঃ- (গ) দোরে দোরে।
২৫. “আমরা ফিরেছি দোরে দোরে।”-আমাদের দোরে দোরে ফেরার অর্থ হল-
(ক) টাকা ধার করা
(খ) মানুষ খুঁজে বেড়ানো
(গ) আশ্রয় খোঁজ করা
(ঘ) অন্যের সাহায্য প্রত্যাশা করা
উত্তরঃ- (ঘ) অন্যের সাহায্য প্রত্যাশা করা।
২৬. কবির ‘বেঁধে বেঁধে’ থাকার আহ্বানের কারণ হল-
(ক) যখন তখন পায়ের নীচের মাটি সরে যেতে পারে
(খ) সামাজিক অবক্ষয় থেকে নিজেকে বাঁচাতে হবে
(গ) যাতে ভিখারির মতো বাঁচতে না হয়
(ঘ) যাতে ঝড়ে উড়িয়ে না নিয়ে যায়
উত্তরঃ- (খ) সামাজিক অবক্ষয় থেকে নিজেকে বাঁচাতে হবে।
২৭. ‘ আয় আরো বেঁধে বেঁধে থাকি ‘ কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
(ক) নিহিত পাতাল ছায়া
(খ) বাবরের প্রার্থনা
(গ) মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে
(ঘ) জলই পাষাণ হয়ে গেছে
উত্তরঃ- (ঘ) জলই পাষাণ হয়ে গেছে ।
দশম শ্রেণীর বাংলা বিষয়ের দ্বিতীয় অধ্যায় ‘ আয় আরো বেঁধে বেঁধে থাকি ‘(Class 10 Bengali Chapter 2) থেকে যেমন গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ম এবং তার উত্তর করা হল, ঠিক তেমনি বাংলা বিষয়ের প্রতিটি অধ্যায়ের প্রশ্ম-উত্তর আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে।
আমাদের পোষ্টের লেটেস্ট আপডেট
Latest Posts:
- Madhyamik Geography Mock Tset | মাধ্যমিক ভূগোল অনলাইন মক টেস্ট
- মাধ্যমিক ইতিহাস মক টেস্ট | Madhyamik History Mock Test
- মাধ্যমিক বাংলা প্র্যাকটিস সেট | Madhyamik Bengali Practice Set
- মাধ্যমিক ইতিহাস (প্রথম অধ্যায়) VSAQ প্রশ্ম-উত্তর | Madhyamik History Chapter 1 VSAQ
- মাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২৫ঃ দ্বিতীয় অধ্যায় | Madhyamik History Suggestion 2025: Chapter 2