Class 10 Bengali Chapter 2 Question Answer

‘ আয় আরো বেঁধে বেঁধে থাকি ‘ প্রশ্ম উত্তর | Class 10 Bengali Chapter 2 Important MCQ

Blinking Buttons WhatsApp Telegram

‘ আয় আরো বেঁধে বেঁধে থাকি ‘ প্রশ্ম উত্তর (Class 10 Bengali Chapter 2 MCQ)

পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর বাংলা বিষয়ের দ্বিতীয় অধ্যায় ‘ আয় আরো বেঁধে বেঁধে থাকি ‘(Class 10 Bengali Chapter 2) থেকে গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ম এবং তার উত্তর করা হল। যে সমস্ত ছাত্র-ছাত্রী দশম শ্রেণীতে পাঠরত এবং যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের পরীক্ষার প্রস্তুতির জন্য এই MCQ প্রশ্ম-উত্তর খুবই কাজে লাগবে। তাই যে সমস্ত ছাত্র-ছাত্রী দশম শ্রেণীতে পাঠরত এবং যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তারা বাংলা বিষয়ের দ্বিতীয় অধ্যায় ‘ আয় আরো বেঁধে বেঁধে থাকি ‘(Class 10 Bengali Chapter 2) থেকে দেওয়া এই প্রশ্ম-উত্তর গুলি দেখে নিতে পারো।

১. ‘আয় আরো বেঁধে বেঁধে থাকি’ কবিতাটির রচয়িতা-

(ক) শক্তি চট্টোপাধ্যায়

(খ) সুনীল গঙ্গোপাধ্যায়

(গ) জয় গোস্বামী

(ঘ) শঙ্খ ঘোষ

২. শঙ্খ ঘোষের ছদ্মনাম-

(ক) মৌমাছি

(খ) কুন্তক

(গ) রূপচাঁদ পক্ষী

(ঘ) নীললোহিত

৩. ‘আয় আরো বেঁধে বেঁধে থাকি’-র অর্থ কী?

(ক) পরাধীনতাকে বরণ করা উচিত

(খ) স্বাধীনতা আহরণ করতে হবে

(গ) সবকিছু ভুলে যেতে হবে

(ঘ) একতাবদ্ধ হতে হবে

৪. আমাদের ডান পাশে-

(ক) ঘর

(খ) বাঁধ

(গ) ধস

(ঘ) পথ

৫. “আমাদের ডান পাশে ধ্বস”-‘ধ্বস’ যা ইঙ্গিত করে, তা হল

(ক) পথে ধস নামা

(খ) পায়ের নীচের দুর্বল মাটি

(গ) সামাজিক অবক্ষয়

(ঘ) কোনোটিই নয়

৬. গিরিখাদ রয়েছে আমাদের-

(ক) সামনে

(খ) ডান পাশে

(গ) বাম পাশে

(ঘ) পিছনে

৭. আমাদের মাথায় রয়েছে-

(ক) বিপদ

(খ) খোলা আকাশ

(গ) মৃত্যুর আশঙ্কা

(ঘ) বোমারু

আরও দেখুন:  মাধ্যমিক ভূগোল প্রথম অধ্যায় মক টেস্ট | Geography Mock Test Chapter-1

৮. “পায়ে পায়ে হিমানীর বাঁধ”-‘হিমানী’ হল-

(ক) তুষার

(খ) বালি

(গ) নুড়ি

(ঘ) বোল্ডার

৯. “আমাদের____ নেই কোনো”-শূন্যস্থান পূরণ করো।

(ক) উপায়

(খ) রাস্তা

(গ) পথ

(ঘ) ভবিষ্যৎ

১০. আমাদের উড়ে গিয়েছে-

(ক) ছাদ

(খ) পথ

(গ) ঘর

(ঘ) চাল

১১. আমাদের ঘর ছাড়া হওয়ার কারণ, আমাদের-

(ক) ঘর জ্বলে গেছে

(খ) ঘর উড়ে গেছে

(গ) ঘর ধ্বংস হয়ে গেছে

(ঘ) ঘরের দরজা বন্ধ

আরও দেখুনঃ Madhyamik Bengali Syllabus 2024 | মাধ্যমিক বাংলা সিলেবাস ২০২৪

১২. আমাদের কাছে-দূরে ছড়ানো রয়েছে-

(ক) ঝরা পাতা

(খ) পাখিদের শব

(গ) শিশুদের শব

(ঘ) তাজা বোমা



১৩. “আমাদের শিশুদের শব/ছড়ানো রয়েছে কাছে দূরে!”-এ কথার অর্থ কী?

(ক) আমাদের সন্তানরা মারা গেছে

(খ) আমাদের ভবিষ্যৎ প্রজন্ম শেষ হয়ে যাচ্ছে

(গ) ইতিহাসে আমরা স্থান পাব না

(ঘ) উক্ত সবকটি



১৪. কবির আশঙ্কা ‘আমরাও তবে এইভাবে’

(ক) মরে যাব

(খ) হারিয়ে যাব

(গ) ধ্বংস হয়ে যাব

(ঘ) ইতিহাসহীন রয়ে যাব



১৫. আমাদের আরও বেঁধে বেঁধে থাকা প্রয়োজন, কারণ-

(ক) আমাদের বাঁচার আর কোনো পথ নেই

(খ) আমাদের সবার খুব আনন্দ

(গ) আমরা সবাই জঙ্গলে যাব

(ঘ) আমরা সবাই পাহাড়ে যাব



১৬. “আমাদের পথ নেই আর”-উদ্ধৃতাংশে পথ না থাকার অর্থ হল-

(ক) বাসস্থান নেই

(গ) কোনো উপায় নেই

(খ) উদর পূর্তির খাদ্য নেই



১৭. “আমাদের পথ নেই আর”-এই ‘পথ’ শব্দটি কবিতায় কতবার ব্যবহার হয়েছে?

(ঘ) কোনো ইতিহাস নেই

(ক) দু-বার

(খ) তিনবার

(গ) চারবার

(ঘ) একবার

আরও দেখুন:  অভিষেক (কবিতা) - মাধ্যমিক বাংলা মক টেস্ট | Abhishek- Madhyamik Bangla Mock Test



১৮. আমাদের নেই-

(ক) ভবিষ্যৎ

(খ) ইতিহাস

(গ) বাঁচার অধিকার

(ঘ) স্বাধীনতা



১৯. কবির মতে আমাদের ইতিহাস এমনই যে, সেখানে-

(ক) আমাদের কেউ জানে না

(খ) আমরা বারোমাস ভিখারি

(গ) আমরা সবার সেরা

(ঘ) আমরা ক্রীতদাস

২০. “আমাদের চোখমুখ ঢাকা”-পঙ্ক্তিটির মর্মার্থ হল-

(ক) আমাদের সবাই অবজ্ঞা করে

(খ) আমাদের প্রকৃত পরিচয় প্রকাশ পায়নি

(গ) আমরা পরিচয় দিতে লজ্জা পাই

(ঘ) আমাদের কোনো পরিচয় নেই



২১. আমরা ভিখারি থাকি-

(ক) সাত মাস

(খ) বারোমাস

(গ) একুশ মাস

(ঘ) ছ-মাস



২২. পৃথিবীর কোন অবস্থা বিষয়ে কবি সন্দিহান?

(ক) পৃথিবী বেঁচে আছে কিনা

(খ) পৃথিবী মরে গেছে কিনা

(গ) পৃথিবীর কথা কেউ জানে কিনা

(ঘ) ক ও খ উভয়ই



২৩. “পৃথিবী হয়তো গেছে মরে”-কবির এরূপ আশঙ্কার কারণ হল-

(ক) পৃথিবীতে আর আলো দেখা যাচ্ছে না

(খ) দুর্গত মানুষদের কেউ খোঁজ করছে না

(গ) পৃথিবী একদম নিস্তব্ধ

(ঘ) পৃথিবী পথ হারিয়েছে



২৪. ‘আমরা ফিরেছি’-কোথায়?

(ক) বনে বনে

(খ) মাঠে মাঠে

(গ) দোরে দোরে

(ঘ) রাস্তায় রাস্তায়



২৫. “আমরা ফিরেছি দোরে দোরে।”-আমাদের দোরে দোরে ফেরার অর্থ হল-

(ক) টাকা ধার করা

(খ) মানুষ খুঁজে বেড়ানো

(গ) আশ্রয় খোঁজ করা

(ঘ) অন্যের সাহায্য প্রত্যাশা করা



২৬. কবির ‘বেঁধে বেঁধে’ থাকার আহ্বানের কারণ হল-

(ক) যখন তখন পায়ের নীচের মাটি সরে যেতে পারে

(খ) সামাজিক অবক্ষয় থেকে নিজেকে বাঁচাতে হবে

(গ) যাতে ভিখারির মতো বাঁচতে না হয়

(ঘ) যাতে ঝড়ে উড়িয়ে না নিয়ে যায়

আরও দেখুন:  WBBSE Madhyamik Routine 2026 | ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষার রুটিন

২৭. ‘ আয় আরো বেঁধে বেঁধে থাকি ‘ কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?

(ক) নিহিত পাতাল ছায়া

(খ) বাবরের প্রার্থনা

(গ) মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে

(ঘ) জলই পাষাণ হয়ে গেছে

দশম শ্রেণীর বাংলা বিষয়ের দ্বিতীয় অধ্যায় ‘ আয় আরো বেঁধে বেঁধে থাকি ‘(Class 10 Bengali Chapter 2) থেকে যেমন গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ম এবং তার উত্তর করা হল, ঠিক তেমনি বাংলা বিষয়ের প্রতিটি অধ্যায়ের প্রশ্ম-উত্তর আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে।

আমাদের পোষ্টের লেটেস্ট আপডেট পেতে আমাদের Whatsapp Channel জয়েন করুন এবং Telegram Channel জয়েন করুন।

WhatsApp Channel Follow
Telegram Channel Join Now
Facebook Page Follow

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp Telegram