Class 10 Geography Chapter 2 MCQ: দশম শ্রেণীর ভূগোল বিষয়ের দ্বিতীয় অধ্যায় ‘বায়ুমণ্ডল’ থেকে সমস্ত রকম গুরুত্বপূর্ণ বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন উত্তর দেওয়া হলো। যে সমস্ত ছাত্র-ছাত্রী আগামী বছর মাধ্যমিক পরীক্ষা দেবে তারা তাদের পরীক্ষার প্রস্তুতির জন্য এই গুরুত্বপূর্ণ প্রশ্ম-উত্তরগুলি প্র্যাকটিস করে নিতে পারো। টেস্ট পেপার থেকে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন গুলো সংগ্রহ করা হয়েছে। মাধ্যমিকের ভূগোল বিষয়ের MCQ প্রশ্ম-উত্তর (Class 10 Geography Chapter 2 MCQ) গুলি নিচে দেওয়া হলো।
বায়ুমণ্ডল (দ্বিতীয় অধ্যায়) মাধ্যমিক ভূগোল MCQ প্রশ্ম-উত্তর (Class 10 Geography Chapter 2 MCQ)
(1) বায়ুমণ্ডলের যে স্তরে আবহাওয়ার গোলযোগ দেখা যায় সেই স্তরটি হল-
(a) স্ট্র্যাটোস্ফিয়ার (b) মেসোস্ফিয়ার (c) ট্রপোস্ফিয়ার (d) আয়োনোস্ফিয়ার
Ans- (c) ট্রপোস্ফিয়ার
(2) উল্কাপিন্ড পুড়ে ছাই হয় নিন্মলিখিত স্তরে-
(a) স্ট্র্যাটোস্ফিয়ার (b) মেসোস্ফিয়ার (c) ট্রপোস্ফিয়ার (d) আয়োনোস্ফিয়ার
Ans- (b) মেসোস্ফিয়ার
(3) ট্রপোস্পিয়ারে উচ্চতা অনুযায়ী উয়তা হ্রাসের স্বাভাবিক হার হল-
(a) 6.4°C/কিমি (b) 5.4°C/কিমি (c) 6.0°C/কিমি (d) 3.6°C/কিমি
Ans- (a) 6.4°C/কিমি
(4) কোনো বস্তুগত মাধ্যম ছাড়া তাপের সঞ্চালনকে বলে-
(a) পরিবহণ (b) পরিচলন (c) বিকিরণ (d) অ্যাডভেকশন
Ans- (c) বিকিরণ
(5) মৌসুমি বায়ু হল একটি-
(a) নিয়ত বায়ু (b) স্থানীয় বায়ু (c) আকস্মিক বায়ু (d) সাময়িক বায়ু
Ans- (d) সাময়িক বায়ু
(6) মার্কিন যুক্তরাষ্ট্রে পৃথিবীর সর্বাপেক্ষা বিধ্বংসী ঘূর্ণিঝড় টনের্ডোকে এই নামেও ডাকা হয়
(a) সাইক্লোন (b) ট্যুইস্টার (c) টাইফুন (d) হ্যারিকেন
Ans- (b) ট্যুইস্টার
(7) ‘তুষার খাদক’ বলা হয় কোন্ বায়ুকে?
(a) মৌসুমি (b) লু (c) চিনুক (d) ফন্
Ans- (c) চিনুক
(8) ভারতের বৃষ্টিপাতের অধিকাংশই হয় যে পদ্ধতিতে তা হল-
(a) শৈলোৎক্ষেপ বৃষ্টি (b) পরিচলন বৃষ্টি (c) ঘূর্ণবাত বৃষ্টি (d) সবগুলি
Ans- (a) শৈলোৎক্ষেপ বৃষ্টি
(9) বায়ু প্রবাহের গতিবেগ মাপার একক হল-
(a) মিলিবার (b) নট (c) গ্রাম (d) ঘনফুট
Ans- (b) নট
(10) ডোলড্রাম অবস্থিত-
(a) নিরক্ষীয় মণ্ডলে (b) কর্কটীয় মণ্ডলে (c) মকরীয় মণ্ডলে (d) সুমেরু বৃত্তীয় মণ্ডলে
Ans- (a) নিরক্ষীয় মণ্ডলে
(11) আল্পস পর্বতের উত্তর ঢালে প্রবাহিত উয় ও শুষ্ক বায়ু হল-
(a) ফন (b) মিস্ট্রাল (c) বোরা (d) লু
Ans- (a) ফন
(12) বৈপরীত্য উন্নতা দেখা যায়-
(a) পর্বত চূড়ায় (b) পর্বত পাত্রে (c) সমুদ্র তীরবর্তী উপকূলে (d) পার্বত্য উপত্যকার নিম্নাংশে
Ans- (d) পার্বত্য উপত্যকার নিম্নাংশে
(13) ভারতে শীতকালীন মৌসুমী বায়ু প্রবাহিত হয়-
(a) দক্ষিণ-পশ্চিম দিক থেকে (b) উত্তর-পশ্চিম দিক থেকে (c) দক্ষিণ-পূর্ব দিক থেকে (d) উত্তর-পূর্ব দিক থেকে
Ans- (d) উত্তর-পূর্ব দিক থেকে
(14) বায়ুমণ্ডলে ওজোন গ্যাস কোন্ স্তরে ঘনীভূত অবস্থায় থাকে?
(a) স্ট্র্যাটোস্ফিয়ার (b) মেসোস্ফিয়ার (c) ট্রপোস্ফিয়ার (d) আয়নোস্ফিয়ার
Ans- (a) স্ট্যাটোস্ফিয়ার
(15) জেট প্লেন যাতায়াত করে কোন্ স্তর দিয়ে?
(a) ট্রপোস্ফিয়ার (b) স্ট্যাটোস্ফিয়ার (c) মেসোস্ফিয়ার (d) এক্সোস্ফিয়ার
Ans- (b) স্ট্র্যাটোস্ফিয়ার
(16) বায়ুমণ্ডলের একটি কঠিন উপাদান হল-
(a) শিশির (b) ওজোন (c) মেঘ (d) লবণ কণা
Ans- (d) লবণ কণা
(17) বায়ুমণ্ডলের প্রধান গ্রিনহাউস গ্যাসটি হল-
(a) কার্বন ডাইঅক্সাইড (b) CFCs (c) মিথেন (d) নাইট্রাস অক্সাইড
Ans- (a) কার্বন ডাইঅক্সাইড
(18) গ্রিনহাউস এফেক্ট শব্দটি প্রথম ব্যবহার করেন-
(a) জে ফুরিয়ার (b) ফারমেন (c) হ্যাডলি (d) ডেভিস
Ans- (a) জে ফুরিয়ার
(19) বায়ুচাপ মাপার একক হল-
(a) নট (b) ডবসন ইউনিট (c) মিলিবার (d) ব্যারোমিটার
Ans- (c) মিলিবার
(20) নিরক্ষীয় জলবায়ুর অন্তর্গত নয়-
(a) কঙ্গো অববাহিকা (b) আমাজন অববাহিকা (c) ইন্দোনেশিয়া (d) দক্ষিণ আফ্রিকা
Ans- (d) দক্ষিণ আফ্রিকা
আরও দেখুনঃ বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ- MCQ প্রশ্ম উত্তর | Madhyamik Geography Chapter 1 MCQ
(21) যে যন্ত্রের সাহায্যে বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয়
(a) থার্মোমিটার (b) ব্যারোমিটার (c) হাইগ্রোমিটার (d) অ্যানিমোমিটার
Ans- (c) হাইগ্রোমিটার
(22) ‘গর্জনশীল চল্লিশা’ বলতে বোঝায়-
(a) 40° উত্তর অক্ষাংশ (b) 40° দক্ষিণ অক্ষাংশ (c) 30° উত্তর অক্ষাংশ (d) 40°~60° উত্তর গোলার্ধ
Ans- (b) 40° দক্ষিণ অক্ষাংশ
(23) ‘রক্তিম বৃষ্টি’ দেখা যায়-
(a) ভূমধ্যসাগরীয় জলবায়ুতে (b) নিরক্ষীয় জলবায়ুতে (c) মৌসুমি জলবায়ুতে (d) মেরু জলবায়ুতে
Ans- (a) ভূমধ্যসাগরীয় জলবায়ুতে
(24) ঋতু পরিবর্তন দেখা যায় না-
(a) ক্রান্তিয় মৌসুমি জলবায়ুতে (b) নিরক্ষীয় জলবায়ুতে (c) উয় মরু জলবায়ুতে (d) চিনদেশীয় জলবায়ুতে
Ans- (b) নিরক্ষীয় জলবায়ুতে
(25) ‘লু’ প্রধানত প্রবাহিত হয় ভারতের কোন্ অংশে?
(a) দক্ষিণ ভারতে (b) উত্তর-পূর্ব ভারতে (c) উত্তর ভারতে (d) পশ্চিমবঙ্গে
Ans- (c) উত্তর ভারতে
(26) পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ প্রায়-
(a) 32% (b) 33% (c) 34% (d) 38%
Ans- (c) 34%
(27) ভারতের ‘মৌসম ভবন’ কোথায় অবস্থিত?
(a) লখনউ (b) চেন্নাই (c) আন্দামান (d) নিউদিল্লি
Ans- (d) নিউদিল্লি
(28) কোনো স্থানের উন্নতা ও বৃষ্টিপাত লেখচিত্রটি উত্তল প্রকৃতির হলে সেই স্থানটির অবস্থান কোন্ গোলার্ধে হবে?
(a) উত্তর (b) পূর্ব (c) দক্ষিণ (d) পশ্চিম
Ans- (a) উত্তর
(29) ভারতের একটি বৃষ্টিচ্ছায় অঞ্চল হল-
(a( সিমলা (b) আরাবল্লী পর্বত (c) শিলং শহর (d) মধ্য ভারতের উচ্চভূমি
Ans- (c) শিলং শহর
(30) জিয়োস্ট্রফিক বায়ু প্রবাহিত হয়-
(a) ট্রপোস্ফিয়ারে (b) স্ট্র্যাটোস্ফিয়ারে (c) মেসোস্ফিয়ারে (d) আয়নোস্ফিয়ারে
Ans- (a) ট্রপোস্ফিয়ারে
(31) বায়ুমণ্ডলের কোন্ স্তরে ধূলিকণার পরিমাণ সবচেয়ে বেশি?
(a ট্রপোস্ফিয়ারে (b) মেসোস্ফিয়ারে (c) স্ট্র্যাটোস্ফিয়ারে (d) থার্মোস্ফিয়ারে
Ans- (a) ট্রপোস্ফিয়ারে
(32) ‘ক্ষুব্ধমণ্ডল’ বলা হয় কোন্ স্তরকে?
(a) ট্রপোস্ফিয়ারকে (b) মেসোস্ফিয়ারকে (c) স্ট্র্যাটোস্ফিয়ারকে (d) এক্সোস্ফিয়ারকে
Ans- (a) ট্রপোস্ফিয়ারকে
আমাদের পোষ্টের লেটেস্ট আপডেট পেতে Whatsapp Channel জয়েন করুন এবং Telegram Channel জয়েন করুন।
Latest Posts:
- ইতিহাস মক টেস্ট- মাধ্যমিক ২০২৬ | Madhyamik 2026 History Mock Test
- মাধ্যমিক বাংলা প্র্যাকটিস সেট- সাজেশন ২০২৬ | Madhyamik 2026 Bengali Practice Set
- দৈনন্দিন জীবনে উৎসবের প্রয়োজনীয়তা- বাংলা প্রবন্ধ রচনা | The Necessity of Fastivals in daily life
- WBBPE Holiday List 2026 | প্রাথমিক শিক্ষা পর্ষদের ছুটির তালিকা ২০২৬
- WBBME Holiday List 2026 | মাদ্রাসা বোর্ডের ছুটির তালিকা 2026
