Last Updated on March 15, 2024 by Shiksha Diksha
HS Semester system Syllabus 2024-25: প্রকাশিত হল উচ্চমাধ্যমিক সেমিস্টার সিস্টেমের সিলেবাস ২০২৪-২৫। একাদশ ও দ্বাদশ শ্রেণী মিলে মোট চারটি সেমিস্টারের পরীক্ষা হবে । একাদশ শ্রেণীতে প্রথম ও দ্বিতীয় সেমিস্টার এবং দ্বাদশ শ্রেণীতে তৃতীয় ও চতুর্থ সেমিস্টার।
একনজরে:
উচ্চমাধ্যমিকের নতুন সিলেবাসে পরীক্ষা পদ্ধতি
প্রথম সেমিস্টার এবং দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা স্কুল পরিচালনা করবে , তৃতীয় ও চতুর্থ সেমিস্টার কাউন্সিল পরিচালনা করবে।
প্রথম ও তৃতীয় সেমিস্টার MCQ ধরনের এবং দ্বিতীয় ও চতুর্থ সেমিস্টার SAQ ধরনের হবে ।
প্রথম ও দ্বিতীয় সেমিস্টারের খাতা স্কুল দেখবে, প্রশ্ন স্কুল করবে এবং দুটো সেমিস্টার মিলে ৩০% নম্বর পেতে হবে দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ হওয়ার জন্য। প্রথম ও দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষার সূচি কাউন্সিল দিয়ে দিবে।
তৃতীয় সেমিস্টারের mcq ,খাতা চেক করবে মেশিন। চতুর্থ সেমিস্টারের খাতা উচ্চমাধ্যমিকের পুরনো নিয়মই দেখা হবে।
তৃতীয় ও চতুর্থ সেমিস্টার মিলে 30% মার্ক্স পেলেই সে উত্তীর্ণ হবে অর্থাৎ উচ্চমাধ্যমিকের রেজাল্ট হবে শুধু তৃতীয , চতুর্থ সেমিস্টারের রেজাল্টের ভিত্তিতে।
প্রথম ও দ্বিতীয় সেমিস্টার হোমসেন্টারে হবে এবং তৃতীয়, চতুর্থ সেমিস্টার এর পরীক্ষা অন্য সেন্টারে হবে।
কোন্ মাসে কোন্ পরীক্ষা হবে:
প্রথম ও তৃতীয় সেমিস্টার প্রতিবছর হবে নভেম্বর মাসে এবং দ্বিতীয় ও চতুর্থ সেমিস্টার হবে মার্চ মাসে।
তৃতীয় , চতুর্থ সেমিস্টার এর এডমিট কার্ড তৃতীয় সেমিস্টার এর আগেই কাউস্নিল দিয়ে দেবে।
পরীক্ষায় নম্বর বিভাজন: (HS Semester system Syllabus)
প্রথম, দ্বিতীয় , তৃতীয়, চতুর্থ সেমিস্টারের থিওরি পরীক্ষা সাইন্স এর ক্ষেত্রে ৩৫ নম্বরের ওপর হবে এবং আর্টস এর ক্ষেত্রে 40 নম্বরের ওপর হবে এবং দ্বিতীয় ও চতুর্থ সেমিস্টারে সাইন্সের প্রাকটিক্যাল 30 এবং আর্টসের প্রজেক্ট 20 নম্বরের হবে।
উচ্চমাধ্যমিকের রেজাল্ট কিভাবে হবে?
উচ্চমাধ্যমিকের ফলাফল শুধু তৃতীয় ও চতুর্থ সেমিস্টারের উপর ভিত্তি করেই হবে।
আরও দেখুন: WBCHSE Exam Routine 2025 | উচ্চমাধ্যমিক পরীক্ষার রুটিন ২০২৫
উচ্চমাধ্যমিক সেমিস্টার সিস্টেমের সিলেবাসের পিডিএফ:
উচ্চ মাধ্যমিকের সেমিস্টার সিস্টেমের সিলেবাসের (HS Semester system Syllabus) পিডিএফ দেওয়া আছে । নিচে ডাউনলোড বাটনে ক্লিক করে সহজে ডাউনলোড করে দেখে নেওয়া যাবে।
একাদশ ও দ্বাদশ শ্রেণির সিলেবাস এর পিডিএফ:
একাদশ ও দ্বাদশ শ্রেণী মিলে মোট চারটি সেমিস্টারের পরীক্ষা হবে । একাদশ শ্রেণীতে প্রথম ও দ্বিতীয় সেমিস্টার এবং দ্বাদশ শ্রেণীতে তৃতীয় ও চতুর্থ সেমিস্টার। একাদশ ও দ্বাদশ শ্রেণীর ২০২৪-২০২৫ সেশনের সিলেবাস নিচে দেওয়া হলো।
Download Semester system Total Syllabus
আমাদের পোষ্টের লেটেস্ট আপডেট পেতে আমাদের Whatsapp Channel জয়েন করুন এবং Telegram Channel জয়েন করুন।
Latest Posts:
- Madhyamik Geography Mock Tset | মাধ্যমিক ভূগোল অনলাইন মক টেস্ট
- মাধ্যমিক ইতিহাস মক টেস্ট | Madhyamik History Mock Test
- মাধ্যমিক বাংলা প্র্যাকটিস সেট | Madhyamik Bengali Practice Set
- মাধ্যমিক ইতিহাস (প্রথম অধ্যায়) VSAQ প্রশ্ম-উত্তর | Madhyamik History Chapter 1 VSAQ
- মাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২৫ঃ দ্বিতীয় অধ্যায় | Madhyamik History Suggestion 2025: Chapter 2