উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজাল্ট ২০২৪ (WB HS Result Date 2024)
WB HS Result Date 2024: পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ থেকে প্রকাশিত হলো উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজাল্টের দিনক্ষণ। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ থেকে আজ এক বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দিলেন উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজাল্টের (WBCHSE result 2024) দিনক্ষণ। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজাল্ট ঘোষণা করা হবে আগামী ৮ মে ২০২৪। ওইদিন দুপুর ১ টার সময় সংসদ থেকে প্রেস কনফারেন্স করে রেজাল্ট ঘোষনা করা হবে । পরীক্ষার্থীরা বিকেল ৩ টে থেকে অনলাইনে বিভিন্ন ওয়েবসাইট থেকে মার্কশিট ডাউনলোড করতে পারবে।
| Examination | Higher Secondary |
| Board | WBCHSE |
| Reasult Date | 8 May 2024 |
| Official Website | https://wbchse.wb.gov.in/ |
যে দিন উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজাল্ট ঘোষনা করা হবে ওইদিন ছাত্র-ছাত্রীরা তাদের নিজেদের মার্কশিট এবং সার্টিফিকেট হাতে পাবে না। আগামী ১০ মে ২০২৪ মার্কশিট এবং সার্টিফিকেট বিতরন করা হবে। ওইদিন ছাত্র-ছাত্রীরা তাদের নিজেদের মার্কশিট এবং সার্টিফিকেট বিদ্যালয় থেকে সংগ্রহ করতে পারবে।
আরও দেখুনঃ WB Madhyamik Result 2024: সরাসরি দেখুন মাধ্যমিকের রেজাল্ট
যে সমস্ত ছাত্র-ছাত্রী রিভিউ বা স্কুটনি (PPR / PPS) করতে চাইবে তাদের অনলাইনে আবেদন করতে হবে। তারা ১০ মে ২০২৪ থেকেই অনলাইনে রিভিউ বা স্কুটনি (PPR / PPS) এর জন্য আবেদন করতে পারবে। সংসদ জানিয়েছে রিভিউ বা স্কুটনি (PPR / PPS) করার জন্য নির্দিষ্ট পোর্টাল ওইদিন থেকেই চালু করা হবে।
৮ মে ২০২৪ যে সমস্ত ওয়েবসাইট থেকে উচ্চমাধ্যমিকের রেজাল্ট জানা যাবে তা পরে জানানো হবে।
আমাদের পোষ্টের লেটেস্ট আপডেট পেতে আমাদের Whatsapp Channel জয়েন করুন এবং Telegram Channel জয়েন করুন।
Latest Posts:
- ইতিহাস মক টেস্ট- মাধ্যমিক ২০২৬ | Madhyamik 2026 History Mock Test
- মাধ্যমিক বাংলা প্র্যাকটিস সেট- সাজেশন ২০২৬ | Madhyamik 2026 Bengali Practice Set
- দৈনন্দিন জীবনে উৎসবের প্রয়োজনীয়তা- বাংলা প্রবন্ধ রচনা | The Necessity of Fastivals in daily life
- WBBPE Holiday List 2026 | প্রাথমিক শিক্ষা পর্ষদের ছুটির তালিকা ২০২৬
- WBBME Holiday List 2026 | মাদ্রাসা বোর্ডের ছুটির তালিকা 2026
