Madhyamik History Suggestion 2025 Chapter 2: ২০২৫ সালের আসন্ন মাধ্যমিক পরীক্ষার জন্য আমাদের এই পেজে মাধ্যমিকের ইতিহাস বিষয়ের দ্বিতীয় অধ্যায় ” সংস্কারঃ বৈশিষ্ট্য ও পর্যালোচনা ” থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ MCQ, VSAQ, SAQ, LAQ নিয়ে সাজেশন তৈরি করে দেওয়া হলো। যে সমস্ত ছাত্র-ছাত্রী আগামী বছর মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের প্র্যাকটিসের জন্যেই এই সাজেশন তৈরি করা। নীচে এই অধ্যায়ের নম্বর বিভাজনও দেওয়া আছে। যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তারা এই প্রশ্ম গুলি প্র্যাকটিস করতে পারো।
Madhyamik History Suggestion 2025 Chapter 2: Marks Distribution
| MCQ | VSAQ | SAQ | DAQ | LAQ |
| 1 x 3 = 3 | 1 x 3 = 3 | 2 x 2 = 4 | * | * |
* প্রথম ও দ্বিতীয় অধ্যায় থেকে দুটি 4 নম্বর মানের প্রশ্ম ও দ্বিতীয় বা তৃতীয় অধ্যায় থেকে একটি 4 নম্বর মানের প্রশ্ম থাকবে।
▷ সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখ:
(১) ‘নীলদর্পণ’ নাটক প্রকাশিত হয় _____ থেকে।
(ক) কলকাতা (খ) ঢাকা (গ) কৃষ্ণনগর (ঘ) পূর্ণিয়া
(২) ‘গ্রামবার্তা প্রকাশিকা’ পত্রিকা প্রথম প্রকাশিত হয় একটি _____ পত্রিকায় হিসেবে।
(ক) মাসিক (খ) সাপ্তাহিক (গ) দৈনিক (ঘ) পাক্ষিক
(৩) ১৮৩৩ খ্রিস্টাব্দে লর্ড বেন্টিং এর উদ্যোগে ____ এর নেতৃত্বে মেডিকেল কমিশন গঠন করা হয়।
(ক) মেকলে (খ) মধুসূদন গুপ্ত (গ) সি জে গ্র্যান্ট (ঘ) রাধাকান্ত দেব
(৪) বাংলা ভাষায় বাঙালি সম্পাদিত প্রথম সাময়িক পত্র হল-
(ক) বাঙ্গাল গেজেটি (খ) সোমপ্রকাশ (গ) দিকদর্শন (ঘ) সমাচার দর্পণ।
(৫) বামাবোধিনী পত্রিকা প্রকাশিত হয় ____ থেকে।
(ক) কুষ্টিয়া (খ) ঢাকা (গ) সিমলা (কলকাতা) (ঘ) যশোর
(৬) হিন্দু পেট্রিয়ট পত্রিকার প্রথম প্রকাশ ঘটে-
(ক) ১৮১৩ খ্রিস্টাব্দে (খ) ১৮৫৩ খ্রিস্টাব্দে (গ) ১৮৬৫ খ্রিস্টাব্দে (ঘ) ১৮৭০ খ্রিস্টাব্দে
(৭) হুতোমপ্যাঁচা কার ছদ্মনাম?
(ক) শিশির কুমার ঘোষের (খ) উমেশচন্দ্র দত্তের (গ) কালীপ্রসন্ন সিংহের (ঘ) অমৃতলাল বসুর
(৮) হুতোমপ্যাঁচার নকশা রচনা করেন-
(ক) শিশির কুমার ঘোষ (খ) উমেশচন্দ্র দত্ত (গ) কালীপ্রসন্ন সিংহ (ঘ) অমৃতলাল বসু
(৯) দীনবন্ধু মিত্রের নীলদর্পণ হলো একটি-
(ক) পত্রিকা (খ) কাব্যগ্রন্থ (গ) কবিতা (ঘ) নাটক
(১০) নীলদর্পণ প্রথমবার প্রকাশিত হয়-
(ক) ১৮৬০ খ্রিস্টাব্দে(খ) ১৮৭০ খ্রিস্টাব্দে (গ) ১৮৮০ খ্রিস্টাব্দে (ঘ) ১৮৯০ খ্রিস্টাব্দে।
(১১) নীলদর্পণ এর ইংরেজি অনুবাদ দিয়ে প্রকাশিত হয় কার নামে-
(ক) দীনবন্ধু মিত্র (খ) মাইকেল মধুসূদন দত্ত (গ) গিরিশচন্দ্র ঘোষ (ঘ) রেভারেন্ট জেমস লং
(১২) হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়-
(ক) ১৮১১ খ্রিস্টাব্দে(খ) ১৮১৫ খ্রিস্টাব্দে (গ) ১৮১৭ খ্রিস্টাব্দে (ঘ) ১৮২০ খ্রিস্টাব্দে
(১৩) হিন্দু কলেজের বর্তমান নাম কি?
(ক) স্কটিশচার্চ কলেজ(খ) বেথুন কলেজ(গ) প্রেসিডেন্সি কলেজ (ঘ) সুরেন্দ্রনাথ কলেজ
(১৪) কলকাতা মেডিকেল কলেজ স্থাপিত হয়-
(ক) ১৮১৫ খ্রিস্টাব্দে (খ) ১৮২৫ খ্রিস্টাব্দে(গ) ১৮৩৫ খ্রিস্টাব্দে (ঘ) ১৮৪০ খ্রিস্টাব্দে
(১৫) কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়-
(ক) ১৮৪৭ খ্রিস্টাব্দে (খ) ১৮৫২ খ্রিস্টাব্দে (গ) ১৮৫৭ খ্রিস্টাব্দে (ঘ) ১৮৭৫ খ্রিস্টাব্দে।
(১৬) সতীদাহ প্রথা রদ করেন কে?
(ক) লর্ড ডাফরিন (খ) লর্ড আমহার্স্ট (গ) লর্ড কার্জন (ঘ) লর্ড বেন্টিঙ্ক
(১৭) সতীদাহ প্রথা রদ হয়-
(ক) ১৮২০ খ্রিস্টাব্দে (খ) ১৮২৯ খ্রিস্টাব্দে (গ) ১৮৩৫ খ্রিস্টাব্দে (ঘ) ১৮৪৫ খ্রিস্টাব্দে
(১৮) বিধবা বিবাহ আইন পাস করেন-
(ক) লর্ড ক্যানিং (খ) লড বেন্টিঙ্ক (গ) লর্ড ডাফরিন (ঘ) লর্ড কর্নওয়ালিস
(১৯) বিধবা বিবাহ আইন পাশ হয়-
(ক) ১৮৪৬ খ্রিস্টাব্দে(খ) ১৮৫৬ খ্রিস্টাব্দে(গ) ১৮৭৬ খ্রিস্টাব্দে (ঘ) ১৮৮০ খ্রিস্টাব্দে
(২০) তিন আইন পাশ হয়-
(ক) ১৮৬০ খ্রিস্টাব্দে(খ) ১৮৬২ খ্রিস্টাব্দে(গ) ১৮৭০ খ্রিস্টাব্দে (ঘ) ১৮৭২ খ্রিস্টাব্দে
(২১) প্রশ্নোত্তর গ্রন্থটি রচনা করেন-
(ক) বিদ্যাসাগর(খ) কেশব চন্দ্র সেন (গ) বিজয় কৃষ্ণ গোস্বামী (ঘ) রামমোহন রায়
▷ একটি বাক্যে উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান -১
(১) ‘হুতোমপ্যাঁচার নকশা’ গ্রন্থটির রচয়িতা কে?
(২) এশিয়াটিক সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয়?
(৩) কাকে ‘ভারতের প্রথম আধুনিক মানুষ’ বলা হয়?
(৪) কলকাতা স্কুল সোসাইটি কে প্রতিষ্ঠা করেন?
(৫) শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন কবে প্রতিষ্ঠিত হয়?
(৬) ‘স্ত্রী শিক্ষা বিধায়ক’ পুস্তিকাটির রচয়িতা কে?
(৭) ভারতের প্রথম কে শবব্যবচ্ছেদ করেন?
(৮) ‘তিন আইন’ কবে পাস হয়?
(৯) ‘বিধবা বিবাহ আইন’ কে পাস করেন?
(১০) ‘যত মত তত পথ’ কার বাণী?
(১১) ‘সাধারণ জ্ঞানোপার্জিকা সভা’ কবে প্রতিষ্ঠিত হয়?
(১২) ‘সংবাদ প্রভাকর’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?
(১৩) ব্রাহ্মসমাজ কে প্রতিষ্ঠা করেন?
(১৪) বাংলায় কোন সময়কে নবজাগরণের সময় বলা হয়?
(১৫)কাদম্বিনী গঙ্গোপাধ্যায় কে ছিলেন?
(১৬) কালীপ্রসন্ন সিংহ বিদ্যোৎসাহিনী সভা প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত। (সত্য মিথ্যা নির্বাচন কর)
(১৭) রেভারেন্ট জেমস লং ‘নীলদর্পণ’ নাটকের ইংরেজি অনুবাদ করেন। (সত্য মিথ্যা নির্বাচন কর)
(১৮) কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ হলেন জোসেফ ব্রামলি । (সত্য মিথ্যা নির্বাচন করো)
(১৯) কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম দুজন মহিলা গ্র্যাজুয়েট হলেন কাদম্বিনী গাঙ্গুলী ও চন্দ্রমুখি বসু । (সত্য মিথ্যা নির্বাচন করো)
(২০) ডিরোজিও ছিলেন হিন্দু কলেজের ইংরেজি ও ইতিহাস শিক্ষক। (সত্য মিথ্যা নির্বাচন কর)
(২১) বিবেকানন্দ ‘মানুষ তৈরীর ধর্ম’ এর কথা বলেছেন। (সত্য মিথ্যা নির্বাচন করো)
আরও দেখুনঃ মাধ্যমিক ইতিহাস সাজেশন 2025 : অধ্যায় ইতিহাসের ধারণা | Madhyamik History Suggestion 2025 Chapter -1
▷ দুটি অথবা তিনটি বাক্যে উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান -২
(১) সাময়িক পত্র ও সংবাদপত্রের মধ্যে পার্থক্য কি?
(২) ‘হিন্দু পেট্রিয়ট’ পত্রিকার সম্পাদক কে এই পত্রিকার মূল প্রতিপাদ্য বিষয় কি ছিল বা উদ্দেশ্য কি ছিল?
(৩) ‘গ্রামবার্ত্তা প্রকাশিকা’ থেকে সমকালীন সমাজ জীবনের কিরূপ পরিচয় পাওয়া যায়? অথবা ‘গ্রামবার্ত্তা প্রকাশিকা’ পত্রিকায় মূল কি বিষয়বস্তু প্রকাশিত হয়?
(৪) ‘হুতোমপ্যাঁচার নকশা’ গ্রন্থটি সমকালীন ‘বাবু’ সম্প্রদায়ের জীবন চরিত কতখানি তুলে ধরতে সমর্থ হয়েছে? অথবা, হুতোমপ্যাঁচার নকশার মাধ্যমে কলকাতার বাবুদের সম্পর্কে কি জানা যায়?
(৫) নীলদর্পণ নাটকটি থেকে কি ধরনের সমাজ চিত্র পাওয়া যায়?
(৬) ‘প্রাচ্যবাদী’ ও ‘পাশ্চাত্যবাদী দ্বন্দ্ব’ বলতে কী বোঝো?
(৭) ‘মেকলে মিনিট’ কি? অথবা ‘মেকলে প্রস্তাব’ কি?
(৮) ‘চুইয়ে পড়া নীতি’ (Filtration Theory) বলতে কি বোঝো?
(৯) ডেভিড হেয়ার কে ছিলেন? তিনি ভারতের ইতিহাসে খ্যাত কেন?
(১০) বেথুন সাহেব বাংলা তথা বাঙালির ইতিহাসে স্মরণীয় কেন?
(১১) মধুসূদন গুপ্ত স্মরণীয় কেন?
(১৩) বিদ্যাসাগরকে কে এবং কেন ‘ট্রাডিশনাল মর্ডানাইজার’ বলেছেন?
(১৪) হাজী মোহাম্মদ মহসীন ইতিহাসে খ্যাত কেন?
(১৫) রামকৃষ্ণ মিশন কে এবং কেন প্রতিষ্ঠা করেন?
(১৬) লালন ফকির কে ছিলেন? অথবা, লালন ফকির স্মরণীয় কেন?
▷ ৭-৮ টি বাক্যে উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান- ৪
(১) টীকা লেখ: কলকাতা মেডিকেল কলেজ।
(২) পাশ্চাত্য শিক্ষা বিস্তারে ডেভিড হেয়ারের ভূমিকা প্রসঙ্গে লেখ।
(৩) ঊনবিংশ শতাব্দীতে বাংলার সমাজ সংস্কার আন্দোলনে ব্রাহ্মসমাজের ভূমিকা প্রসঙ্গে সংক্ষেপে লেখ।
(৪) ঊনিশ শতকের বাংলায় পাশ্চাত্য শিক্ষার বিস্তারে রামমোহন রায়ের ভূমিকা মূল্যায়ন করো।
▷ ১৫-১৬ টি বাক্যে উত্তর দাও প্রতিটি প্রশ্নের মান- ৮
(১) উনবিংশ শতকের বাংলা সাময়িক পত্র সংবাদপত্র ও সাহিত্যে সমাজের কি প্রতিফলন ঘটেছিল আলোচনা কর।
(২) ঊনবিংশ শতাব্দীতে শিক্ষা ও সমাজ সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা কর।
(৩) স্বামী বিবেকানন্দের ধর্ম সংস্কারের অভিমুখ পর্যালোচনা কর।
(৪) বিদ্যাসাগরের নেতৃত্বে বিধবাবিবাহ আন্দোলনের সংক্ষিপ্ত বিবরন দাও। বিদ্যাসাগর কতটা সাফল্য অর্জন করেছিলেন?
আমাদের পোষ্টের লেটেস্ট আপডেট পেতে আমাদের Whatsapp Channel , Facebook Page জয়েন করুন এবং Telegram Channel জয়েন করুন।
Latest Posts:
- মাধ্যমিক ২০২৬ ভূগোল মক টেস্ট | Madhyamik 2026 Geography Mock Test
- ইতিহাস মক টেস্ট- মাধ্যমিক ২০২৬ | Madhyamik 2026 History Mock Test
- মাধ্যমিক বাংলা প্র্যাকটিস সেট- সাজেশন ২০২৬ | Madhyamik 2026 Bengali Practice Set
- দৈনন্দিন জীবনে উৎসবের প্রয়োজনীয়তা- বাংলা প্রবন্ধ রচনা | The Necessity of Fastivals in daily life
- WBBPE Holiday List 2026 | প্রাথমিক শিক্ষা পর্ষদের ছুটির তালিকা ২০২৬
