Last Updated on May 19, 2024 by Shiksha Diksha
প্রলয়োল্লাস (কবিতা) | Proloyoullas
মাধ্যমিক বাংলা বিষয়ের কবিতা ” প্রলয়োল্লাস ” -কাজী নজরুল ইসলাম(Proloyoullas Chapter Madhyamik Bengali) থেকে সমস্ত রকমের MCQ অর্থাৎ সঠিক উত্তর নির্বাচন করে লেখো প্রশ্মগুলির উত্তর করা হলো। বিভিন্ন প্রশ্মবিচিত্রা এবং টেস্ট পেপার থেকে প্রশ্মগুলি সংগ্রহ করা হয়েছে। যে সমস্ত ছাত্র-ছাত্রী মাধ্যমিক পরীক্ষা দেবে তারা এই প্রশ্মউত্তর গুলি প্র্যাকটিশ করে নিতে পারো।
আরও দেখুনঃ- অভিষেক (কবিতা) মাইকেল মধুসূদন দত্ত- মাধ্যমিক বাংলা প্রশ্ন উত্তর
(১) ‘প্রলয়োল্লাস (proloyoullas) ‘ কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
(ক) সর্বহারা
(খ) অগ্নিবীণা
(গ) ফনিমনসা
(ঘ) ভাঙ্গার গান
উত্তর:- অগ্নিবীণা।
(২) ‘প্রলয়োল্লাস’ শব্দের অর্থ কি ?
(ক) উদ্দাম আনন্দ
(খ) ধ্বংসের আনন্দ
(গ) ভয়ংকরের রুদ্ররূপ
(ঘ) অট্টরোলের হট্টগোল
উত্তর:- ধ্বংসের আনন্দ।
(৩) “তোরা সব জয়ধ্বনি কর!” – বাক্যটি কবিতায় ব্যবহৃত হয়েছে
(ক) ১৯ বার
(খ) ২০ বার
(গ) ২১ বার
(ঘ) ২২ বার
উত্তর:- ১৯ বার।
(৪) ‘ওই নূতনের কেতন করে’ কি বোঝানো হয়েছে
(ক) আসছে ভয়ংকর
(খ) কালবোশেখির ঝড়
(গ) তোরা সব জয়ধ্বনি কর
(ঘ) স্তব্ধ চরাচর
উত্তর:- কালবোশেখির ঝড়।
(৫) ‘নূতনের কেতন’ কথাটির অর্থ হল-
(ক) স্বাধীনতার বার্তাবাহি পতাকা
(খ) নতুন পতাকা
(গ) ব্রিটিশদের পতাকা
(ঘ) নতুন সংবাদ
উত্তর:- স্বাধীনতার বার্তাবাহী পতাকা।
(৬) ‘আসছে এবার’- কে আসছে?
(ক) ইংরেজ শাসকদল
(খ) প্রলয়ংকর শিব
(গ) বরগির দল
(ঘ) পাঠান মুগলরা
উত্তর:- প্রলয়ংকর শিব।
(৭) ‘সিন্ধুপারের’ বলতে কবি বুঝিয়েছেন
(ক) সাগর তীরকে
(খ) সিন্ধু নদের তীরবর্তী অঞ্চল কে
(গ) সিন্ধু সভ্যতাকে
(ঘ) ভারত ভূমিকে
উত্তর:- ভারত ভূমিকে।
(৮) ‘আসছে ভয়ংকর’- ‘ভয়ংকর’ আসছে
(ক) অরুণ হেসে করুন বেশে
(খ) কেসের দোলায় ঝাপটা মেরে
(গ) বজ্রশিখার মশাল জেলে
(ঘ) কাল ভয়ংকরের বেশে
উত্তর:- বজ্র শিখার মশাল জেলে।
(৯) ‘ঝামর তাহার কেশের দোলায়’- ‘ ঝামর’ শব্দটি কবিতায় কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
(ক) ঝামা পাথর
(খ) ঝামার মতো বিবর্ণ
(গ) রুক্ষ
(ঘ) ঝাঁকড়া
উত্তর:- ঝামার মতো বিবর্ণ।
(১০) ‘সর্বনাশী জ্বালামুখী’ কে?
(ক) সূর্য
(খ) আগ্নেয়গিরি
(গ) ধুমকেতু
(ঘ) চন্দ্র
উত্তর:- ধুমকেতু।
(১১) ” রক্ত তাহার কৃপাণ ঝোলে “- ‘কৃপাণ’ শব্দটির অর্থ কি?
(ক) তরবারি
(খ) তীর
(গ) শলাকা
(ঘ) কৃপণতা
উত্তর:- তরবারি।
(১২) “দ্বাদশ রবির বহ্নি জ্বালা” – ‘দ্বাদশ রবি’ হলো
(ক) বারটি জ্যোতিষ্ক
(খ) বারটি রবি
(গ) বিশেষ কোনো জ্যোতিষ্ক
(ঘ) কোনোটিই নয়।
উত্তর:- ১২টি রবি।
(১৩) “পিঙ্গল তার প্রস্থ জটায়!”- বাক্যটিতে কার কথা বলা হয়েছে?
(ক) অগ্রদূতের
(খ) দেশ নায়কের
(গ) দেবতাদের
(ঘ) মহাদেবের
উত্তর:- মহাদেবের।
(১৪) ‘সপ্ত মহাসিন্ধু দলে’- সপ্তম মহাসিন্ধু যেখানে দোলে
(ক) কপোল তলে
(খ) বিশ্ব পিতার বক্ষ কোলে
(গ) অট্টলের হট্টগোলে
(ঘ) মহানিশার আগমনে
উত্তর:- কপাল তলে।
(১৫) ” তাহারি বিপুল বাবুর পর” – কি আছে?
(ক) জ্বালামুখী ধূমকেতু
(খ) বজ্রশিখার মশাল
(গ) বিশ্ব মায়ের আঁচল
(ঘ) বিশ্ব মায়ের আসন
উত্তর:- বিশ্ব মায়ের আসন।
(১৬) ‘ জয় প্রলয়ংকর!’- ‘প্রলয়ংকর’ বলতে কি বোঝানো হয়েছে
(ক) ঝড়কে
(খ) তুফানকে
(গ) প্রলয় সৃষ্টিকারী রুদ্রদেবকে
(ঘ) বিপ্লবীদের
উত্তর :- প্রলয় সৃষ্টিকারী রুদ্রদেবকে।
(১৭) ‘ মাভৈঃ মাভৈঃ!’- ‘ মাভৈঃ ‘ কথার অর্থ হলো
(ক) নির্ভয়ে এগিয়ে যাওয়া
(খ) মাতৃ মন্ত্রে দীক্ষিত হওয়া
(গ) নত হয়ে থাকা
(ঘ) ভয় ভয় করা
উত্তর:- নির্ভয়ে এগিয়ে যাওয়া।
(১৮) ‘এবার মহানিশার শেষে’- ‘মহানিশা’ শেষে আসবে
(ক) সর্বনাশী জ্বালামুখী
(খ) মহাকাল সারথী
(গ) ঊষা
(ঘ) চির সুন্দর
উত্তর :- উষা।
(১৯) “দিগম্বরের জটায় হাসে শিশু চাঁদের কর- ‘ শিশু চাঁদ ‘ হলো
(ক) সুন্দর চাঁদ
(খ) সন্তানসম চাঁদ
(গ) নতুন চাঁদ
(ঘ) সদ্য উদিত চাঁদ
উত্তর:- সদ্য উদিত চাঁদ।
(২০) ” আলো তার ভরবে এবার ঘর!”- এই আলো হলো
(ক) ঊষার
(খ) দ্বাদশ রবির
(গ) শিশু চাঁদের
(ঘ) প্রদীপের
উত্তর:- শিশু চাঁদের।
(২১) মহাকাল বলা হয়েছে–
(ক) মহাদেব কে
(খ) দেবী কালিকাকে
(গ) অনন্ত সময়কে
(ঘ) কোনোটিই নয়
উত্তর :- মহাদেব কে।
(২২) মহাকাল সারথীর চাবুক কেমন?
(ক) বজ্রের মতো
(খ) উল্কার মতো
(গ) সাপের মতো
(ঘ) রক্ত তড়িৎ এর মত
উত্তর:- রক্ত তড়িৎ এর মত।
(২৩) হ্রেষার কাঁদন, বজ্রগান, ঝড় ও তুফান কিসের প্রতীক?
(ক) সৃষ্টির
(খ) বেদনার
(গ) ধ্বংসের
(ঘ) মৃত্যুর
উত্তর:- ধ্বংসের।
(২৪) হ্রেষার কাঁদন কোথায় রনিয়ে ওঠে?
(ক) বজ্রগানে ঝড় তুফানে
(খ) নীল খিলানে
(গ) অন্ধকূপে
(ঘ) ত্রস্থ জটায়
উত্তর :- বজ্র গানে ঝড় তুফানে।
(২৫) ‘ক্ষুরের দাপট ______লেগে’ অনুষ্ঠান পূরণ করো।
(ক) গগন তলে
(খ) পাষাণ স্তূপে
(গ) শিশু চাঁদে
(ঘ) তারায়।
উত্তর:- তারায়।
(২৬) দেবতা কোথায় বাঁধা?
(ক) মাটির ঘরে
(খ) যোগ্য রূপে
(গ) শূন্য দেবালয়ে
(ঘ) ব্রিটিশের কারা কক্ষে
উত্তর:- যোগ্য রূপে।
(২৭) অসুন্দরকে ছেদন করতে কে আসছে?
(ক) ভয়ংকর
(খ) প্রণয়ংকর
(গ) শুভঙ্কর
(ঘ) নবীন
উত্তর :- নবীন।
(২৮) কবি কাদের প্রদীপ তুলে ধরতে বলেছেন?
(ক) সন্তানদের
(খ) বধুদের
(গ) পিতাদের
(ঘ) কন্যাদের
উত্তর :- বধূদের।
(২৯) সুন্দরের আগমন কোন দেশে হবে বলে কবি মনে করেন?
(ক) কাল ভয়ংকর এর বেশে
(খ) মহানুভবতার বেশে
(গ) গৈরিক বেশে
(ঘ) ভয়ংকর এর বেশে
উত্তর:- কাল ভয়ংকর এর বেশে।
(৩০) প্রলয়োল্লাস কবিতাটির মূলভাব হল-
(ক) আনন্দ উৎসব পালন
(খ) সৃষ্টি
(গ) বিনাশ সাধন
(ঘ) ধ্বংসের মধ্য দিয়ে সৃষ্টির বার্তাবহ আনন্দের প্রকাশ
উত্তর :- ধ্বংসের মধ্য দিয়ে সৃষ্টির বার্তাবহ আনন্দের প্রকাশ।
আমাদের পোষ্টের লেটেস্ট আপডেট পেতে আমাদের Whatsapp Channel জয়েন করুন এবং Telegram Channel জয়েন করুন।
Latest Posts:
- মাধ্যমিক ইংরেজি প্রশ্ম ২০২৫ | Madhyamik English Question 2025 pdf Download
- মাধ্যমিক বাংলা প্রশ্ম ২০২৫ | Madhyamik Bengali Question 2025 pdf Download
- বাংলা প্রবন্ধ রচনা | Bangla Probondho Rochona
- WBBSE Holiday List 2025 | মধ্যশিক্ষা পর্ষদের ২০২৫ শিক্ষাবর্ষের ছুটির তালিকা
- একটি নদীর আত্মকথা- বাংলা প্রবন্ধ রচনা | Akti Nadir Atmakatha Bangla Probondho Rochona