Last Updated on May 19, 2024 by Shiksha Diksha
বহুরূপী (গল্প)- সুবোধ ঘোষ (Bohurupi)
পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর বাংলা বিষয়ের গল্প ” বহুরূপী – সুবোধ ঘোষ (Bohurupi) ” থেকে সমস্ত রকম গুরুত্বপূর্ণ MCQ প্রশ্মের উত্তর করে দেওয়া হলো। যে সমস্ত ছাত্র-ছাত্রী আগামী বছর মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের পরীক্ষার প্রস্তুতিতে বিশেষ কাজে লাগবে। মাধ্যমিক পরীক্ষার্থীরা যাতে ভালো রেজাল্ট করতে পারে সেটাই আমাদের একমাত্র উদ্দেশ্য। বাংলা বিষয়ের গল্প ” বহুরূপী – সুবোধ ঘোষ (Bohurupi) ” থেকে সমস্ত রকম গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ম বিভিন্ন টেস্ট পেপার থেকে সংগ্রহ করা হয়েছে। এই প্রশ্ম- উত্তর গুলি মাধ্যমিক পরীক্ষার্থীরা প্র্যাকটিশ করতে পারে।
নীচে দশম শ্রেণীর অর্থাৎ মাধ্যমিকের বাংলা বিষয়ের গল্প ” বহুরূপী – সুবোধ ঘোষ (Bohurupi) ” থেকে সমস্ত রকম গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ম এবং তার উত্তর দেওয়া হলো।
বোর্ডের নাম | পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE Madhyamik) |
ক্লাস | দশম (মাধ্যমিক) |
বিষয় | বাংলা গল্প |
গল্পের নাম | বহুরূপী (Bohurupi) – সুবোধ ঘোষ |
বহুরূপী সুবোধ ঘোষ মাধ্যমিক বাংলা MCQ প্রশ্ন উত্তর ( Bohurupi Madhyamik Bengali MCQ)
(১) বহুরূপী (Bohurupi) শব্দের অর্থ কি?
(ক) অত্যন্ত মূল্যবান
(খ) বহুরূপী প্রতিভা বিশিষ্ট
(গ) বহুরূপ বিশিষ্ট
(ঘ) নানা মূর্তি বা রূপ ধারণকারী
উত্তর:- নানা মূর্তি বা রূপ ধারণকারী।
(২) ‘বড় মানুষের কাণ্ডের খবর’- ‘বড় মানুষ’ বলতে বোঝানো হয়েছে-
(ক) জগদীশবাবুকে
(খ) নিমাইবাবুকে
(গ) শ্রীপান্থকে
(ঘ) এদের কাউকেই নয়
উত্তর:- জগদীশ বাবুকে।
(৩) জগদীশ বাবুর বাড়িতে একটি সন্ন্যাসী এসেছেন-
(ক) কৈলাস থেকে
(খ) তিব্বত থেকে
(গ) হিমালয় থেকে
(ঘ) মানব সরোবর থেকে
উত্তর:- হিমালয় থেকে।
(৪) হিমালয় থেকে জগদীশ বাবুর বাড়িতে আসার সন্ন্যাসীটির সারা বছরের খাবার-
(ক) ফলমূল
(খ) শুধু জল
(গ) একটি হরিদ্রা
(ঘ) একটি হরিতকি
উত্তর:- একটি হরিতকী।
(৫) জগদীশ বাবু সন্ন্যাসী কে কত টাকা প্রণামী দেন?
(ক) একশো
(খ) একশো এক
(গ) পাঁচশো
(ঘ) পাঁচশো এক
উত্তর:- একশো এক।
(৬) ” হে ভয়ানক দুর্লভ জিনিস।” – ‘দুর্লভ জিনিস’ টি হল-
(ক) পায়ের ধুলো
(খ) আশীর্বাদ
(গ) সন্ন্যাসীর হাসি
(ঘ) সন্ন্যাসীর মুখের বাণী
উত্তর:- পায়ের ধুলো।
(৭) ” হরিদার জীবনে সত্যিই একটা ______ আছে।”- শূন্যস্থান পূরণ করো।
(ক) ছন্দ
(খ) বৈচিত্র
(গ) নাটকীয় বৈচিত্র্য
(ঘ) মজা
উত্তর:- নাটকে বৈচিত্র।
(৮) ভাতের হাড়ির দাবি মেটাই হরিদা-
(ক) নাটকে অভিনয় করে
(খ) বহুরূপীর সাজ দেখিয়ে
(গ) সার্কাসে খেলা দেখিয়ে
(ঘ) যাত্রা আসরের গান গেয়ে
উত্তর:- বহুরূপীর সাজ দেখিয়ে।
(৯) চকের বাসস্ট্যান্ডের কাছে করি কি সেজে আতঙ্কের হল্লা তুলেছিল?
(ক) ভূত
(খ) পাগল
(গ) পুলিশ
(ঘ) বাইজি
উত্তর :- পাগল।
(১০) ” খুব হয়েছে হরি, এইবার সরে পড়ো। অন্যদিকে যাও ।” -এ কথা বলেছেন
(ক) ভবতোষ
(খ) অনাদি
(গ) কাশীনাথ
(ঘ) জনৈক বাসযাত্রী
উত্তর :- কাশীনাথ।
আরও দেখুনঃ মাধ্যমিক বাংলা বিষয়ের বিভিন্ন অধ্যায়ের প্রশ্ম-উত্তর।
(১১) ‘পুরো দিনটা….. রূপ ধরে ঘুরে বেড়িয়েও’-
(ক) ২ -৩ টাকার বেশি হয় না
(খ) ৩-৪ টাকার বেশি হয় না
(গ) ৫-৬ টাকার বেশি হয় না
(ঘ) ৭-৮ টাকার বেশি হয় না
উত্তর:- ২- ৩ টাকার বেশি হয় না।
(১২) সন্ধ্যার আলো- আঁধারে হরি সজ্জিত হয় কোন সাজে?
(ক) পাগলের
(খ) সন্ন্যাসীর
(গ) কাপালিকের
(ঘ) বাইজির
উত্তর :- বাইজির।
(১৩) বাইজি সেজে হরি রোজগার করে-
(ক) ৮ টাকা
(খ) ৮ টাকা ১০ আনা
(গ) ১০ টাকা আট আনা
(ঘ) ১০ টাকা
উত্তর:- ৮ টাকা ১০ আনা।
(১৪) হরি নকল পুলিশ সেজে দাঁড়িয়ে ছিল-
(ক) একটি স্কুলের ভিতর
(খ) ময়দানে
(গ) দয়ালবাবুর আম বাগানের ভিতর
(ঘ) দয়ালবাবুর লিচু বাগানের ভিতর
উত্তর:- দয়াল বাবুর লিচু বাগানের ভিতর।
(১৫) নকল পুলিশ সেজে হরিদা ঘুষ নিয়েছিলেন-
(ক) আট আনা
(খ) চার আনা
(গ) এক টাকা
(ঘ) দু টাকা
উত্তর:- আট আনা।
(১৬) সন্ন্যাসী বেশি হরির ঝুলিতে ছিল-
(ক) একটি সাদা উত্তরীয়
(খ) শ্রীমদভাগবত গীতা
(গ) প্রচুর অর্থ
(ঘ) কমন্ডলু
উত্তর:- শ্রীমদভাগবত গীতা।
(১৭) জগদীশ বাবুর সম্পত্তির পরিমাণ ছিল-
(ক) ১২ লক্ষ টাকা
(খ) ২০ লক্ষ টাকা
(গ) ১৮ লক্ষ টাকা
(ঘ) ১১ লক্ষ টাকা
উত্তর :- ১১ লক্ষ টাকা।
(১৮) ‘ সেটা পূর্বজন্মের কথা।’ – পূর্বজন্মের কথাটি হল
(ক) বিরাগীর সংসার জীবন
(খ) বিরাগী নির্মোহ নন
(গ) বিরাগী রাগের অধীন
(ঘ) বিরাগী কাউকে পদধলি দেন না
উত্তর:- বিরাগী রাগের অধীন।
(১৯) বিরাগের মতে ‘পরম সুখ’ হলো-
(ক) সংসার ত্যাগ না করা
(খ) ঈশ্বর সাধনা করা
(গ) সব সুখের বন্ধন থেকে মুক্ত হতে পারা
(ঘ) পরমাত্মার দর্শন লাভ
উত্তর:- সব সুখের বন্ধন থেকে মুক্ত হতে পারা।
(২০) বিরাগের মতে ‘ ধন জন যৌবন’ হল-
(ক) মিথ্যা
(খ) অর্থহীনতার নামান্তর
(গ) অনর্থের মূল
(ঘ) বঞ্চনা
উত্তর:- বঞ্চনা।
(২১) জগদীশ বাবু বিরাগীকে কিসের জন্য টাকা দিতে চেয়েছিলেন?
(ক) আহারাদির জন্য
(খ) তীর্থ ভ্রমণের জন্য
(গ) মন্দির নির্মাণের জন্য
(ঘ) প্রণামী হিসেবে দানের জন্য
উত্তর:- তীর্থ ভ্রমণের জন্য।
(২২) “আমাদের দেখতে পেয়েই লজ্জিতভাবে হাসলেন” -কে?
(ক) ভবতোষ
(খ) জগদীশ বাবু
(গ) হিমালয়বাসী সন্ন্যাসী
(ঘ) হরি
উত্তর:- হরি।
(২৩) ” এটা কি কাণ্ড করলেন, হরিদা?”-বক্তা কে?
(ক) কথক
(খ) অনাদি
(গ) ভবতোষ
(ঘ) বিরাগী
উত্তর :- অনাদি।
(২৪) ” হরিদার একথার সঙ্গে তর্ক চলে না।” -কোন কথা?
(ক) গিয়ে অন্তত বকশিষ্ট্য তো দাবি করতে হবে ?
(খ) খাঁটি মানুষ তো নয়, এই বহুরূপীর জীবনের বেশি কি আশা করতে পারে?
(গ) একজন বিরাগী সন্ন্যাসী হয়ে টাকা ফাঁকা কি করে স্পর্শ করি বল ? তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়।
(ঘ) আমি অনায়াসে শোনাও মাড়িয়ে চলে যেতে পারি।
উত্তর:- একজন বিরাগী সন্ন্যাসী হয়ে টাকা ফাঁকা কি করে স্পর্শ করি বল ? তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়।
(২৫) ” অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না।” – এখানে হরিদার ভুল হলো-
(ক) বহুরূপী সাজা
(খ) হিমালয় থেকে আসা সন্ন্যাসীর পায়ের ধুলো না নেওয়া
(গ) জগদীশ বাবুর বাড়ি যাওয়া
(ঘ) বিরাগের ঢং রক্ষার জন্য জগদীশ বাবুর টাকা দেওয়া অবহেলা করা
উত্তর:- বিরাগের ঢং রক্ষার জন্য জগদীশ বাবুর টাকা দেওয়া অবহেলা করা।
(২৬) বহুরূপীর জীবন শুধুমাত্র কি আশা করে?
(ক) স্বীকৃতি
(খ) সম্মান
(গ) বকশিশ
(ঘ) সচ্ছল জীবন
উত্তর:- বকশিশ।
(২৭) বহুরূপী (Bohurupi) গল্পে উল্লিখিত ড্রাইভারের নাম কি?
(ক) বিশ্বনাথ
(খ) আঘরনাথ
(গ) কাশীনাথ
(ঘ) প্রিয়নাথ
উত্তর:- কাশীনাথ।
(২৮) ” মোটা মতন কিছু আদায় করে নেব।”- কিভাবে?
(ক) সন্ন্যাসী সেজে
(খ) জগদীশ বাবুর বাড়িতে খেলা দেখিয়ে
(গ) বাইজি সেজে
(ঘ) হাত সাফাই করে
উত্তর:- জগদীশ বাবুর বাড়িতে খেলা দেখিয়ে।
(২৯) দোকানদার বাইজি বেশি হরিদাকে দেয়-
(ক) একটা টাকা
(খ) একটা আধুলি
(গ) একটা সিকি
(ঘ) একটা নোট
উত্তর :- একটা সিকি।
(৩০) জগদীশ বাবুর বাড়িতে এক সন্ন্যাসী এসেছিলে, যার বয়স নাকি-
(ক) পাঁচশো বছর
(খ) একশ বছর
(গ) হাজার বছরের বেশি
(ঘ) দুহাজার বছর
উত্তর:- হাজার বছরের বেশি।
(৩১) দুপুরবেলা আতঙ্কের হল্লা বেজে উঠেছিল-
(ক) শহরের বড় রাস্তায়
(খ) জগদীশ বাবুর উঠানে
(গ) চকের বাসস্ট্যান্ডে
(ঘ) ট্যাক্সি স্ট্যান্ডে
উত্তর:- চকের বাস স্ট্যান্ডে।
(৩২) স্কুলের মাস্টারমশাই হরিদাকে কত ঘুষ দিয়েছিলেন?
(ক) ছয় আনা
(খ) আট আনা
(গ) বার আনা
(ঘ) ষোল আনা
উত্তর:- আট আনা।
(৩৩) জগদীশ বাবুর বাড়িতে সন্ন্যাসী কত দিন ছিলেন?
(ক) পাঁচ দিন
(খ) সাত দিন
(গ) ছয়দিন
(ঘ) এগারো দিন
উত্তর:- ৭ দিন।
(৩৪) হরিদার ছোট্ট জীবনের ঘরটি কোথায় ছিল?
(ক) শহরের বড় রাস্তার মোড়ে
(খ) জগদীশ বাবুর বাড়ির সামনে
(গ) বাস রাস্তার কাছে
(ঘ) শহরের সবচেয়ে সরু গলির ভিতর
উত্তর :- শহরের সবচেয়ে সরু গলির ভিতর।
(৩৫) পাড়ার ছেলে কিসের চাঁদা নেওয়ার জন্য জগদীশ বাবুর বাড়ি গিয়েছিল?
(ক) স্পোর্টসের
(খ) দূর্গা পূজার
(গ) কালী পূজার
(ঘ) কোনোটিই নয়
উত্তর:- স্পোর্টসের।
(৩৬) “বাসের ড্রাইভার কাশীনাথ ধমক দেয়।- খুব হয়েছে হরি, এইবার সরে পড়ো।” -সেদিন হরি সেজেছিল-
(ক) বাইজি
(খ) পুলিশ
(গ) বিরাগী
(ঘ) পাগল
উত্তর:- পাগল।
(৩৭) “বড় মানুষের কাণ্ডের খবর”- এখানে ‘বড় মানুষ’ কে?
(ক) জগমোহন বাবু
(খ) জগদীশবাবু
(গ) জয় গোপাল বাবু
(ঘ) হরিদা
উত্তর :- জগদীশবাবু।
(৩৮) ফরিদা যে কারণে পুনরায় জগদীশ বাবুর বাড়ি যেতে চেয়েছিলেন তা হলো-
(ক) ক্ষমা চাইতে
(খ) বকশিশ দাবি করতে
(গ) ভিক্ষা চাইতে
(ঘ) খেলা দেখাতে
উত্তর :- বকশিশ দাবি করতে।
আমাদের পোষ্টের লেটেস্ট আপডেট পেতে আমাদের Whatsapp Channel জয়েন করুন এবং Telegram Channel জয়েন করুন।
Latest Posts:
- মাধ্যমিক ইংরেজি প্রশ্ম ২০২৫ | Madhyamik English Question 2025 pdf Download
- মাধ্যমিক বাংলা প্রশ্ম ২০২৫ | Madhyamik Bengali Question 2025 pdf Download
- বাংলা প্রবন্ধ রচনা | Bangla Probondho Rochona
- WBBSE Holiday List 2025 | মধ্যশিক্ষা পর্ষদের ২০২৫ শিক্ষাবর্ষের ছুটির তালিকা
- একটি নদীর আত্মকথা- বাংলা প্রবন্ধ রচনা | Akti Nadir Atmakatha Bangla Probondho Rochona