Last Updated on April 24, 2024 by Shiksha Diksha
বাংলা- জ্ঞানচক্ষু অধ্যায় (Bengali Ganchookhu Chapter)
পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর বাংলা বিষয়ের আশাপূর্ণা দেবী রচিত গল্প ” জ্ঞানচক্ষু ” অধ্যায়ের (Bengali Ganchookhu Chapter) প্রশ্ম-উত্তর তৈরি করা হলো। যে সমস্ত ছাত্র-ছাত্রী দশম শ্রেণীতে পাঠরত এবং যারা আগামী বছর মাধ্যমিক পরীক্ষা দেবে তারা এই প্রশ্ম-উত্তর গুলি দেখে নিতে করতে পারো, এতে তোমাদের বাংলা বিষয়ের জ্ঞানচক্ষু অধ্যায়ের (Bengali Ganchookhu Chapter) পুরো প্র্যাকটিস হয়ে যাবে। বিভিন্ন টেস্ট পেপার থেকে সংগ্রহ করে মোট ৩০ টি প্রশ্ম গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ম এবং তার উত্তর দেওয়া আছে।
নীচে দশম শ্রেণীর বাংলা বিষয়ের ” জ্ঞানচক্ষু ” অধ্যায়ের (Bengali Ganchookhu Chapter) সাজেস্টিভ MCQ প্রশ্ম এবং তার উত্তর দেওয়া হলো।
একনজরেঃ
বাংলা- জ্ঞানচক্ষু অধ্যায় (Bengali Ganchookhu Chapter MCQ)
১) জ্ঞানচক্ষু গল্পের উৎস হল-
(ক) ক্যাকটাস
(খ) প্রথম প্রতিশ্রুতি
(গ) ইজ্জত
(ঘ) কুমকুম
উত্তরঃ- (ঘ) কুমকুম।
২) তিনি নাকি বই লেখেন তিনি হলেন তপনের-
(ক) মেজো কাকা
(খ) ছোটো মেসোমশাই
(গ) বড়ো মামা
(ঘ) ছোট মাসি
উত্তরঃ- (খ) ছোটো মেসোমশাই।
৩) এদেশের কিছু হবে না এ কথা বলে তপনের মেসো চলে যান-
(ক) চায়ের টেবিলে
(খ) খবরের কাগজ পড়তে
(গ) সিনেমা দেখতে
(ঘ) কলেজে
উত্তরঃ- (গ) সিনেমা দেখতে।
৪) তপন মামার বাড়িতে এসেছে-
(ক) দুর্গাপূজা উপলক্ষে
(খ) ছোটমাসির বিয়ে উপলক্ষে
(গ) ছোটমামার বিয়ে উপলক্ষে
(ঘ) ছোটদাদার বিয়ে উপলক্ষে
উত্তরঃ- (খ) ছোটমাসির বিয়ে উপলক্ষে।
৫) বই লেখা ছাড়া তপনের ছোট মেসোমশাই-
(ক) ডাক্তারি করেন
(খ) অধ্যাপনা করেন
(গ) সরকারি অফিসে চাকরি করেন
(ঘ) ওকালতি করেন
উত্তরঃ- (খ) অধ্যাপনা করেন।
৬) তপনের ছোট মেসোমশাইয়ের কিসের ছুটি চলছে?
(ক) গরমের
(খ) বড়দিনের
(গ) পুজোর
(ঘ) কোনোটিই নয়
উত্তরঃ- (ক) গরমের।
৭) তপন গল্প লিখে প্রথম জানিয়েছিল-
(ক) ছোটো মামাকে
(খ) ছোটো কাকুকে
(গ) ছোটো পিসিকে
(ঘ) ছোটো মাসিকে
উত্তরঃ- (ঘ) ছোটো মাসিকে।
৮) ” রত্নের মূল্য জোহরের কাছেই!”- এখানে ” জহুরী ” হলেন-
(ক) মেজো কাকা
(খ) বড়ো মেসোমশাই
(গ) ছোটো মামা
(ঘ) ছোটো মেসোমশাই
উত্তরঃ- (ঘ) ছোটো মেসোমশাই।
৯) ‘ তপন অবশ্য মাসির এই হইচইতে মনে মনে’ –
(ক) পুলকিত হয়
(খ) আনন্দ পায়
(গ) দুঃখ পায়
(ঘ) অবাক হয়
উত্তরঃ- (ক) পুলকিত হয়।
১০) ” মেসোর উপযুক্ত কাজ হবে সেটা “- এখানে উল্লেখিত উপযুক্ত কাজটি কি?
(ক) তপনকে লিখতে উৎসাহ দেওয়া
(খ) তপনের লেখা ছাপিয়ে দেওয়া
(গ) তপনের লেখা কারেকশন করে দেওয়া
(ঘ) তপনকে লিখতে বাধা দেওয়া
উত্তরঃ- (খ) তপনের লেখা ছাপিয়ে দেওয়া।
আরও দেখুনঃ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর সিলেবাস ২০২৪ | WBBSE Class 10 Syllabus 2024 Download
১১) ” কোনোখান থেকে টুকলিফাই করিসনি তো। “- এই মন্তব্যটি করেন
(ক) তপনের মেজো কাকা
(খ) তপনের মা
(গ) তপনের ছোটোমাসি
(ঘ) তপনের ছোটো মেসোমশাই
উত্তরঃ- (গ) তপনের ছোটোমাসি।
১২) তপনের গল্প ছোট মেসোমশাই ছাপাতে চান-
(ক) দেশ পত্রিকায়
(খ) শুকতারা পত্রিকায়
(গ) কিশোর ভারতী পত্রিকায়
(ঘ) সন্ধ্যাতারা পত্রিকায়
উত্তরঃ- (ঘ) সন্ধ্যাতারা পত্রিকায়।
১৩) ‘ চায়ের টেবিলে উঠে কথাটা?’ – কোন সময়ে চা পান হচ্ছিল?
(ক) সকালে
(খ) বিকালে
(গ) সন্ধ্যেয়
(ঘ) রাত্রে
উত্তরঃ- (খ) বিকালে।
১৪) ” না-না আমি বলছি- তপনের হাত আছে।”- ‘ হাত ‘ শব্দটি যে অর্থে প্রযুক্ত হয়েছে, তা হলো-
(ক) ছবি আঁকার দক্ষতা
(খ) গল্প লেখার দক্ষতা
(গ) সুন্দর হাতের লেখার দক্ষতা
(ঘ) কুস্তি লড়ার দক্ষতা
উত্তরঃ- (খ) গল্প লেখার দক্ষতা।
১৫) তপন তার গল্পটা লিখেছে-
(ক) ভৌতিক কান্ডকারখানা নিয়ে
(খ) নিজের স্কুলে ভর্তি হওয়ার দিনের অভিজ্ঞতা নিয়ে
(গ) রাজা রানীর ঘটনা নিয়ে
(ঘ) রাক্ষস খোক্ষসের বিষয় নিয়ে
উত্তরঃ- (খ) নিজের স্কুলে ভর্তি হওয়ার দিনের অভিজ্ঞতা নিয়ে।
১৬) ” শুধু এইটাই জানা ছিল না”-. যা জানা ছিল না, তা হলো
(ক) ছোটো মেসোমশাই একজন লেখক
(খ) ছোটো মেসোমশাই একজন অধ্যাপক
(গ) গল্প সহজ – সাধারণ মানুষ এই লিখতে পারে
(ঘ) নিজে নিজে ভালো গল্প লেখা যায়
উত্তরঃ- (গ) গল্প সহজ – সাধারণ মানুষ এই লিখতে পারে।
১৭) ” দুপুরবেলা, সবাই যখন নিথর নিথর, ” – এখানে যে ঋতুর দুপুরের কথা বলা হয়েছে, সেটি হল
(ক) শরৎকাল
(খ) গ্রীষ্মকাল
(গ) বর্ষাকাল
(ঘ) বসন্তকাল
উত্তরঃ- (খ) গ্রীষ্মকাল।
১৮) তপন তার প্রথম গল্প লিখেছিল-
(ক) ছাদের চিলেকোঠায়
(খ) আম বাগানে
(গ) তিনতলার সিড়িতে
(ঘ) ঝুল বারান্দায়
উত্তরঃ- (গ) তিনতলার সিড়িতে।
১৯) তপনের ছোট মাসি তার থেকে কত বছরের বড়?
(ক) বছর পাঁচেকের
(খ) বছর আষ্টেকের
(গ) বছর দশেকের
(ঘ) বছর বারোর
উত্তরঃ- (খ) বছর আষ্টেকের।
২০) বাড়িতে তপনের নাম হয়েছে-
(ক) কবি, সাহিত্যিক
(খ) লেখক, গল্পকার
(গ) সাহিত্যিক, কথাশিল্পী
(ঘ) কবি, সাহিত্যিক, কথাশিল্পী
উত্তরঃ- (ঘ) কবি, সাহিত্যিক, কথাশিল্পী।
- পথের দাবী (উপন্যাস) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়- মাধ্যমিক বাংলা প্রশ্ন উত্তর | Madhyamik Bengali Pather Dabi MCQ Question Answer
- বহুরূপী (গল্প) সুবোধ ঘোষ মাধ্যমিক বাংলা MCQ প্রশ্ন উত্তর | Bohurupi Madhyamik Bengali MCQ
- প্রলয়োল্লাস (কবিতা) কাজী নজরুল ইসলাম-মাধ্যমিক বাংলা | Proloyoullas Chapter Madhyamik Bengali
- অভিষেক (কবিতা) মাইকেল মধুসূদন দত্ত- মাধ্যমিক বাংলা প্রশ্ম-উত্তর | Madhyamik Bengali Abhishek Chapter
- মাধ্যমিক বাংলা- জ্ঞানচক্ষু (গল্প) অধ্যায়ের প্রশ্ম উত্তর | Bengali Ganchookhu Chapter Class 10
২১) ” পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে? “- অলৌকিক ঘটনাটি হল-
(ক) এক লেখকের সঙ্গে তপনের ছোট মাসির বিয়ে হয়েছে
(খ) বাড়িতে তপনের নাম হয়ে গেছে কবি সাহিত্যিক কথাশিল্পী
(গ) তপনের লেখা গল্প ‘ সন্ধ্যাতারা ‘ পত্রিকায় ছাপা হয়েছে
(ঘ) তপন দেখল ছাপানো গল্পের একটি লাইন ও তার নিজের নয়
উত্তরঃ- (গ) তপনের লেখা গল্প ‘ সন্ধ্যাতারা ‘ পত্রিকায় ছাপা হয়েছে।
২২) তপনের লেখা গল্পের নাম-
(ক) বিদ্যালয়ের প্রথম দিন
(খ) প্রথম দিন
(গ) স্কুলের প্রথম দিন
(ঘ) সন্ধ্যাতারা
উত্তরঃ- (খ) প্রথম দিন।
২৩) তপনের গল্পটি একটু আকটু কারেকশন করে দিয়েছেন-
(ক) মেজো কাকু
(খ) ছোটো মেসোমশাই
(গ) সেজদাদা
(ঘ) বড় জ্যাঠা
উত্তরঃ- (খ) ছোটো মেসোমশাই।
২৪) ক্রমশ কথাটা ছড়িয়ে পড়ে যে কথাটা ছড়িয়ে পড়ে সেটি হল-
(ক) তপন একটা গল্প লিখেছে
(খ) তপনের গল্প সন্ধ্যাতারা পত্রিকায় ছাপা হয়েছে
(গ) তপনের ছেপে বেরোনো গল্পটা ছোট মেসোমশাইয়ের কারেকশন করে দিয়েছেন
(ঘ) তপন পুরনো পত্রিকা থেকে গল্পটা টুকেছে
উত্তরঃ- (গ) তপনের ছেপে বেরোনো গল্পটা ছোট মেসোমশাইয়ের কারেকশন করে দিয়েছেন।
২৫) তপনদের বাড়িতে এসে ছোট মাসি খেয়েছিল?
(ক) চাউমিন আর কফি
(খ) পাপড় আর চা
(গ) ডিম ভাজা আর চা
(ঘ) বিস্কুট আর কফি
উত্তরঃ- (গ) ডিম ভাজা আর চা।
২৬) ” তা ওরকম একটি লেখক মিশে থাকা মন্দ নয়। “- উক্তিটির বক্তা হলেন-
(ক) তপনের মেজো কাকু
(খ) তপনের ছোটো মাসি
(গ) তপনের মামা
(ঘ) তপনের বাবা
উত্তরঃ- (ক) তপনের মেজো কাকু।
২৭) গল্প পড়ার পর তপন সংকল্প করে-
(ক) আর কোনদিন গল্প লিখবে না
(খ) আরো বেশি করে গল্প লিখবে
(গ) ভবিষ্যতে নিজের লেখা নিজে গিয়ে ছাপতে দেবে
(ঘ) নিজের পয়সা দিয়ে নিজের গল্প ছাপবে
উত্তরঃ- (গ) ভবিষ্যতে নিজের লেখা নিজে গিয়ে ছাপতে দেবে।
২৮) ” তপনের হাত আছে ” – এখানে ‘হাত আছে’ কথাটির অর্থ হল তপন
(ক) শক্তিশালী
(খ) প্রভাবশালী
(গ) ভালো লেখে
(ঘ) কল্পনাশীল
উত্তরঃ- ভালো লেখে।
২৯) ” গায়ে কাঁটা দিয়ে উঠল তপনের, মাথার চুল খাড়া হয়ে উঠল। ” – এর কারণ হল
(ক) নিজের লেখা প্রথম গল্প পাঠ
(খ) ভৌতিক আতঙ্ক
(গ) প্রচণ্ড ভয়
(ঘ) চখের সামনে জলজ্যান্ত লেখককে দেখে
উত্তরঃ- নিজের লেখা প্রথম গল্প পাঠ।
৩০) ” তা না হলে ফট করে একটা লিখল, আর চাপা হলো”, – কথাটি বলেছিলেন
(ক) তপনের মা
(খ) তপনের মাজোকাকা
(গ) তপনের ছোটোমামা
(ঘ) তপনের বাবা
উত্তরঃ- তপনের বাবা।
আমাদের পোষ্টের লেটেস্ট আপডেট পেতে আমাদের Whatsapp Channel জয়েন করুন এবং Telegram Channel জয়েন করুন।
Latest Posts:
- পশ্চিমবঙ্গ নবম শ্রেণীর নতুন সিলেবাস | WBBSE Class 9 Syllabus
- নবম শ্রেণীর ইংরেজী সিলেবাস | Class 9 English Syllabus
- Layer-2 Admit Card 2024 | বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড ২০২৪
- ঐক্যশ্রী স্কলারশিপ ২০২৪ আবেদনের শেষ তারিখ, যোগ্যতা | Aikyashree Scholarship 2024
- NMMS Scholarship 2024 | আবেদনের পদ্ধতি, পরীক্ষার তারিখ