Layer-2 Admit Card 2024: প্রকাশিত হল ২০২৪ সালের বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড (Vidyasagar Science Olympiad) স্কলারশিপের লেয়ার-২ পরীক্ষা অ্যাডমিট কার্ড। নবম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের জন্য ২০২৪ সালের বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড স্কলারশিপের লেয়ার-১ এর পরীক্ষা হয় গত ২৩ জুন ২০২৪। আর যেসমস্ত ছাত্র-ছাত্রী লেয়ার-২ পরীক্ষার জন্য মনোনীত হয়েছে তাদের পরীক্ষা হবে আগামী ২৫ আগস্ট ২০২৪ রবিবার দুপুর ১২ টা থেকে ৩ টে পর্যন্ত। তবে পরীক্ষার সেন্টার কোথায় হবে তা অ্যাডমিট কার্ড ডাউনলোড করার পরেই জানা যাবে। নীচে বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড স্কলারশিপের Layer-2 Admit Card 2024 ডাউনলোড করার লিঙ্ক দেওয়া আছে।
কিভাবে Layer-2 Admit Card 2024 ডাউনলোড করা যাবে
(1) প্রথমে নীচে দেওয়া ডাউনলোড অ্যাডমিট কার্ড লিঙ্কে ক্লিক করতে হবে।
(2) এরপর নিজের জেলার নাম সিলেক্ট করতে হবে।
(3) তারপর নিজের ব্লকের নাম সিলেক্ট করে Find অপশনে ক্লিক করতে হবে।
(৪) এরপর লেয়ার-২ পরীক্ষার জন্য যে সমস্ত ছাত্র-ছাত্রী মনোনীত হয়েছে তাদের নামের লিস্ট দেখা যাবে।
(৫) নামের লিস্টের পাশে ডাউনলোড অ্যাডমিট কার্ড লিঙ্কে ক্লিক করলেই অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে।
পরীক্ষার নির্দেশাবলী:
- পরীক্ষা শুরু হওয়ার অন্তত 30 মিনিট আগে প্রার্থীদের তাদের জন্য নির্দিষ্ট করা জায়গায় বসতে হবে। দুই ঘণ্টা অতিবাহিত না হওয়া পর্যন্ত কোনো পরীক্ষার্থী পরীক্ষার কক্ষ ত্যাগ করতে পারবে না।
- পরীক্ষার সময় Admit Card দেখাতে হবে।
- তোমার পরীক্ষার রেজিস্ট্রেশন নম্বর (০৪ সংখ্যার, যেমন 324xxxxx) এবং OMR শীটে নির্দিষ্ট স্থানে ব্যক্তিগত বিবরণ পূরণ করার আগে প্রশ্ন পুস্তিকা এবং OMR শীটে দেওয়া নির্দেশাবলী খুব সাবধানে পড়ো। কোন অবস্থাতেই তোমাকে কোন অতিরিক্ত OMR শীট প্রদান করা হবে না। যদি OMR শীট ত্রুটিপূর্ণ থাকে, সেক্ষেত্রে পরীক্ষার শুরুতেই পরিদর্শককে জানাও।
- সমস্ত প্রশ্ন বাংলা ও ইংরেজি ভাষায় হবে এবং প্রতিটি প্রশ্নের উত্তরের চারটি বিকল্প থাকবে (A থেকে D পর্যন্ত)। তোমাকে সঠিক (একটি) উত্তর বেছে নিতে হবে। OMR শীটে তোমার উত্তর শুধুমাত্র BLACK INK Ball Point Pen -দ্বারা “বৃত্ত সম্পূর্ণ কালো” করে চিহ্নিত করতে হবে। উত্তর নিশ্চিত করার পরে বৃত্তটি পূরণ কর। একবার বৃত্তটি পূরণ করা হয়ে গেলে, এটি পরিবর্তন / কাটাকুটি করা যাবে না। সংশোধনের জন্য মার্কার বা সাদা তরল ব্যবহার করা যাবে না।রাফ কাজের জন্য প্রশ্ন-পুস্তিকার ভিতরে কয়েকটি ফাঁকা পৃষ্ঠা দেওয়া হবে।
- প্রতিটি ভুল উত্তরের জন 1 নম্বর কাটা যাবে। 6. তোমার সাথে ক্যালকুলেটর, মোবাইল ফোন বা অন্য কোনো ইলেকট্রনিক গ্যাজেট রাখার অনুমতি নেই তবে জ্যামিতি বক্স অনুমোদিত।
- পরীক্ষাটি পশ্চিমবঙ্গ রাজ্য বোর্ডের অষ্টম শ্রেণি পর্যন্ত বিজ্ঞান এবং গণিতের পাঠ্যক্রম ভিত্তিক হবে। মডেল প্রশ্নগুলি www.jbnsts.ac.in থেকে ডাউনলোড করা যেতে পারে।
৪. কোনো অসৎ উপায় অবলম্বন করলে প্রার্থীর বৈধতা বাতিল করা হবে। এ বিষয়ে কোনোরূপ অনুরোধ গ্রাহ্য করা হবে না।
- পরীক্ষার হল ত্যাগ করার আগে, পরিদর্শকের কাছে OMR শীট জমা দিতে হবে।
- অনুগ্রহ করে প্রবেশপত্র (ADMIT CARD) ডাউনলোড করো এবং একটি প্রিন্ট আউট নাও যা পরীক্ষার হলে নিয়ে যেতে হবে।
আমাদের পোষ্টের লেটেস্ট আপডেট পেতে আমাদের Whatsapp Channel জয়েন করুন এবং Telegram Channel জয়েন করুন সঙ্গে Facebook Page ফলো করুন।
Latest Posts:
- NMMSE Question Paper PDF: পশ্চিমবঙ্গ NMMS পরীক্ষার বিগত বছরের প্রশ্মপত্র ডাউনলোড করুন
- NMMSE Scholarship 2025 – Apply Online, Eligibility, Syllabus, Exam Pattern
- মাধ্যমিক ভূগোল প্রথম অধ্যায় মক টেস্ট | Geography Mock Test Chapter-1
- Taruner Swapno | তরুণের স্বপ্ন প্রকল্পে ১০ হাজার টাকা পাবে ছাত্র-ছাত্রীরা
- প্রলয়োল্লাস কবিতার মক টেস্ট দিন | Proyolollas Mock Test




