Last Updated on August 10, 2024 by Shiksha Diksha
Aikyashree 2024: পশ্চিমবঙ্গের সংখ্যালঘু সম্প্রদায়ের মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য ২০২৪-২০২৫ সালের ঐক্যশ্রী (Aikyashree) স্কলারশিপের আবেদন শুরু হল। ঐক্যশ্রী স্কলারশিপের জন্য বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, মুসলিম, পার্সি ও শিখ ধর্মের ছাত্র-ছাত্রীরা আবেদন করতে পারবে। এটি একটি সংখ্যালঘু ছাত্র-ছাত্রীদের জন্য পশ্চিমবঙ্গ বৃত্তি যোজনা। ঐক্যশ্রী স্কলারশিপের জন্য অনলাইনে আবেদন করতে হবে।
আবেদন শুরুঃ ১৫ জুলাই ২০২৪
আবেদনের শেষ তারিখঃ ৩০ সেপ্টম্বর ২০২৪
Aikyashree Scholarship 2024
Scholarship Name | Aikyashree Scholarship 2024-2025 |
State | West Bengal |
Mode of application | Online |
Application Starts | 15-07-2024 |
Last date of application | 30-09-2024 |
Official website | https://wbmdfcscholarship.in/ |
আরও দেখুনঃ NMMS Scholarship 2024 | আবেদনের পদ্ধতি, পরীক্ষার তারিখ
কারা ঐক্যশ্রী স্কলারশিপে আবেদনের যোগ্য ?
- আবেদনকারী ছাত্র-ছাত্রীকে পশ্চিমবঙ্গে বসবাসকারী হতে হবে।
- বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ” বাংলার শিক্ষা ” র ইউনিক আইডি থাকতে হবে।
- আগের ক্লাসের পরীক্ষায় নুন্যতম ৫০ শতাংশ নম্বর পেতে হবে (প্রি-ম্যাট্রিক, প্রথম শ্রেণী এবং TSP ব্যতীত)।
- ছাত্র-ছাত্রীদের নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে।
- প্রি-ম্যাট্রিক এর ছাত্র-ছাত্রীদের ক্ষেত্রে বাবা অথবা মায়ের ব্যাঙ্ক অ্যাকাউণ্ট থাকতে হবে।
- বিভিন্ন স্কলারশিপের জন্য পরিবারের বার্ষিক আয়ঃ প্রি-ম্যাট্রিক- ২ লক্ষ টাকা, পোস্ট ম্যাট্রিক- ২ লক্ষ টাকা, মেরিট-কাম-মিনস- ২.৫ লক্ষ টাকা, টি এস পি – ২ লক্ষ, SVMCM- ২.৫ লক্ষ টাকা।
ঐক্যশ্রী স্কলারশিপের কিছু গুরুত্বপূর্ণ তথ্য
- দ্বিতীয় শ্রেণী থেকে দশম শ্রেণী এবং দ্বাদশ শ্রেণীতে পাঠরত যে সমস্ত ছাত্র-ছাত্রী ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ঐক্যশ্রী স্কলারশিপের জন্য আবেদন করেছিলে, তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই।
- পুনর্নবীকরণের যোগ্য ছাত্র-ছাত্রীরা SMS এর মাধ্যমে কনফার্মেশন পাবে।
- প্রি-ম্যাট্রিক এর যেসব ছাত্র-ছাত্রী প্রথম শ্রেণী বা নতুন স্কুলে ভরতি হয়েছে, যে সকল ছাত্র-ছাত্রী একাদশ শ্রেণীতে ভরতি হবে তারাই শুধুমাত্র অনলাইনে আবেদন জানাতে পারবে।
ঐক্যশ্রী স্কলারশিপে আবেদনের অফিসিয়াল লিঙ্ক
ঐক্যশ্রী স্কলারশিপে অনলাইনে আবেদনের জন্য নীচে দেওয়া লিঙ্কে ক্লিক করে আবেদন করা যাবে।
আমাদের পোষ্টের লেটেস্ট আপডেট পেতে আমাদের Whatsapp Channel জয়েন করুন এবং Telegram Channel জয়েন করুন সঙ্গে Facebook Page ফলো করুন।
Latest Posts:
- পশ্চিমবঙ্গ নবম শ্রেণীর নতুন সিলেবাস | WBBSE Class 9 Syllabus
- নবম শ্রেণীর ইংরেজী সিলেবাস | Class 9 English Syllabus
- Layer-2 Admit Card 2024 | বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড ২০২৪
- ঐক্যশ্রী স্কলারশিপ ২০২৪ আবেদনের শেষ তারিখ, যোগ্যতা | Aikyashree Scholarship 2024
- NMMS Scholarship 2024 | আবেদনের পদ্ধতি, পরীক্ষার তারিখ