মাধ্যমিক বাংলা অভিষেক (কবিতা) | Bengali Abhishek Chapter
পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের বাংলা বিষয়ের কবিতা ” অভিষেক ” (Bengali Abhishek Chapter) অধ্যায় লেখক মাইকেল মধুসূদন দত্ত, থেকে সমস্ত রকম MCQ প্রশ্ম উত্তর করে দেওয়া হলো। যে সমস্ত ছাত্র-ছাত্রী মাধ্যমিক পরীক্ষা দেবে তারা তাদের পরীক্ষার প্রস্তুতির জন্য এই প্রশ্ম উত্তর গুলি প্র্যাকটিস করে নিতে পারো।
বোর্ড | পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ |
শ্রেণী | দশম শ্রেণী (মাধ্যমিক) |
বিষয় | মাধ্যমিক বাংলা |
কবিতা | অভিষেক (Abhishek) |
লেখক | মধুসুদন দত্ত |
মাধ্যমিক বাংলা অভিষেক (কবিতা) | Bengali Abhishek Chapter
মাধ্যমিক বাংলা বিষয়ের কবিতা অভিষেক (Bengali Abhishek Chapter) থেকে গুরুত্বপূর্ণ MCQ প্রশ্মগুলি নিচে দেওয়া হলো। এই গুরুত্বপূর্ণ প্রশ্মগুলি বিভিন্ন টেস্ট পেপার থেকে সংগ্রহ করা হয়েছে। মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এই প্রশ্ম উত্তর গুলি বিশেষ কাজে লাগবে। নীচে প্রশ্ম-উত্তর গুলি দেওয়া হলো।
১. ‘অভিষেক’ কবিতাটি নেওয়া হয়েছে-
(ক) ‘তিলোত্তমাসম্ভব কাব্য’ থেকে
(খ) ‘ব্রজাঙ্গনা কাব্য’ থেকে
(গ) ‘মেঘনাদবধ কাব্য’ থেকে
(ঘ) ‘বীরাঙ্গনা কাব্য’ থেকে
উত্তর- (গ) ‘মেঘনাদবধ কাব্য’ থেকে।
২. ‘অভিষেক’ কাব্যটির রচয়িতা হলেন-
(ক) হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
(খ) রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
(গ) নবীনচন্দ্র সেন
(ঘ) মধুসূদন দত্ত
উত্তর- (ঘ) মধুসূদন দত্ত।
৩. ‘অভিষেক’ শীর্ষক কবিতাট্টি ‘মেঘনাদবধ কাব্য’-এর যে সর্গ থেকে গৃহীত, তার নাম-
(ক) সমাগম
(খ) বধ
(গ) অভিষেক
(ঘ) প্রেতপুরী
উত্তর- (গ) অভিষেক।
৪. “কনক-আসন ত্যজি, বীরেন্দ্রকেশরী”-‘বীরেন্দ্রকেশরী’ বলা হয়েছে
(ক) রাবণকে
(খ) বীরবাহুকে
(গ) মেঘনাদকে
(ঘ) বিভীষণকে
উত্তর- (গ) মেঘনাদকে।
৫. “ইন্দ্রজিৎ, প্রণমিয়া ধাত্রীর চরণে,”-‘ধাত্রী’ বলতে বোঝানো হয়েছে
(ক) চিত্রাঙ্গদাকে
(খ) মন্দোদরীকে
(গ) প্রমীলাকে
(ঘ) প্রভাষা রাক্ষসীকে
উত্তর- (ঘ) প্রভাষা রাক্ষসীকে।
৬. “কি হেতু, মাতঃ, গতি তব আজি/এ ভবনে?”-‘এ ভবনে’ বলতে বোঝানো হয়েছে
(ক) রাজপ্রাসাদকে
(খ) মেঘনাদের অবকাশালয় প্রমোদ-কাননকে
(গ) নিকুম্ভিলা যজ্ঞাগারকে
(ঘ) যুদ্ধশিবিরকে
উত্তর- (খ) মেঘনাদের অবকাশালয় প্রমোদ-কাননকে।
৭. “কহ দাসে লঙ্কার কুশল।”-‘দাস’ বলে সম্বোধন করা হয়েছে
(ক) ইন্দ্রজিৎকে
(খ) বিভীষণকে
(গ) বীরবাহুকে
(ঘ) রামকে
উত্তর- (ক) ইন্দ্রজিৎকে।
৮. ‘অম্বুরাশি-সুতা’ কে?
(ক) মন্দোদরী
(খ) লক্ষ্মীদেবী
(গ) প্রভাষা
(ঘ) চিত্রাঙ্গদা
উত্তর- (খ) লক্ষ্মীদেবী।
৯. “ঘোরতর রণে/হত প্রিয় ভাই তব____ বলী!” -শূন্যস্থান পূরণ করো।
(ক) তরণীসেন
(খ) বিভীষণ
(গ) বীরবাহু
(ঘ) কুম্ভকর্ণ
উত্তর- (গ) বীরবাহু।
১০. মেঘনাদের খুলে ফেলা অলংকার পড়েছিল-
(ক) কদম ফুলের মতো
(খ) অশোক ফুলের মতো
(গ) বকুল ফুলের মতো
(ঘ) ছাতিম ফুলের মতো
উত্তর- (খ) অশোক ফুলের মতো।
আরও দেখুনঃ মাধ্যমিক বাংলা- জ্ঞানচক্ষু (গল্প) অধ্যায়ের প্রশ্ম উত্তর | Bengali Ganchookhu Chapter
১১. ‘সংহারিণু আমি/রঘুবরে;’-ইন্দ্রজিৎ রঘুবরকে সংহার করেন-
(ক) প্রাতঃরণে
(খ) দ্বিপ্রাহরিক রণে
(গ) নিশারণে
(ঘ) সান্ধ্যারণে
উত্তর- (গ) নিশারণে।
১২. “খণ্ড খণ্ড করিয়া কাটিনু”-
(ক) রঘবরে
(খ) বৈরিদলে
(গ) দেবরাজ ইন্দ্রকে
(ঘ) লক্ষ্মণকে
উত্তর- (খ) বৈরিদলে।
১৩. “তব শরে মরিয়া বাঁচিল।”-মরে বেচে ওঠে
(ক) রাম
(খ) লক্ষ্মণ
(গ) কুম্ভকর্ণ
(ঘ) তরণীসেন
উত্তর- (ক) রাম।
১৪. ‘হৈমবতীসুত’ হলেন-
(খ) রামচন্দ্র
(ক) ইন্দ্রজিৎ
(গ) কার্তিক
(ঘ) অর্জুন
উত্তর- (গ) কার্তিক।
১৫. “কিম্বা যথা বৃহন্নলারূপী/কিরীটি,”-‘বৃহন্নলারূপী কিরীটি’ বলা হয়-
(ক) অর্জুনকে
(খ) কার্তিককে
(গ) ভীমকে
(ঘ) নারায়ণকে
উত্তর- (ক) অর্জুনকে।
আরও দেখুনঃ বহুরূপী (গল্প) সুবোধ ঘোষ মাধ্যমিক বাংলা MCQ প্রশ্ন উত্তর | Bohurupi Madhyamik Bengali MCQ
১৬. “সাজিলা শূর, শমীবৃক্ষমূলে।”-এখানে ‘শূর’ হলেন
(ক) ইন্দ্রজিৎ
(খ) রাবণ
(গ) অর্জুন
(ঘ) কুম্ভকর্ণ
উত্তর- (গ) অর্জুন।
১৭. ‘কহিলা কাদিয়া হয়েছে ধনী;’-‘ধনী’ বলতে বোঝানো-
(ক) মন্দোদরীকে
(খ) সীতাকে
(গ) প্রমীলাকে
(ঘ) চিত্রাঙ্গদাকে
উত্তর- (গ) প্রমীলাকে।
১৮. “সমরে নাশি তোমার কল্যাণে ____।”-শূন্যস্থান পূরণ করো।
(ক) বৈরিদলে
(খ) রাঘবে
(গ) তারকে
(ঘ) লক্ষ্মণেরে
উত্তর- (খ) রাঘবে।
১৯. ‘উড়িলা মৈনাক-শৈল,’-মৈনাক হল
(ক) পর্বতবিশেষ
(খ) পার্বতীর পুত্র
(গ) মেনকার পুত্র
(ঘ) মনুর পুত্র
উত্তর- (গ) মেনকার পুত্র।
২০. “পক্ষীন্দ্র যথা নাদে মেঘ মাঝে/ভৈরবে।”-এর সঙ্গে তুলনা করা হয়েছে
(ক) বীরবাহুর মা চিত্রাঙ্গদার পুত্রের জন্য হাহাকারের
(খ) মেঘনাদের ধনুকের টংকারের
(গ) রাক্ষস সৈন্যদের বীরমদে মত্ত হয়ে কৃত নাদের
(ঘ) বীরদর্পে রাবণের আস্ফালনের
উত্তর- (খ) মেঘনাদের ধনুকের টংকারের।
আরও দেখুনঃ মাধ্যমিক বাংলা ” আফ্রিকা ” অধ্যায়ের প্রশ্ম উত্তর | Madhyamik Bengali Africa Chapter
২১. “কাঁপিলা লঙ্কা, কাঁপিলা জলধি!”-লঙ্কার কাঁপার কারণ হল
(ক) বানর বাহিনীর পদচারণা
(খ) রাক্ষস বাহিনীর যুদ্ধে যাওয়ার প্রস্তুতি
(গ) মেঘনাদের ধনুকের টংকার
(ঘ) রাবণের যুদ্ধসজ্জার আয়োজন
উত্তর- (গ) মেঘনাদের ধনুকের টংকার।
২২. শত্রুনিধনে ইন্দ্রজিৎ প্রয়োগ করবেন-
(ক) ব্রহ্মাস্ত্রের
(খ) অগ্নিবাণের
(গ) বায়ু-অস্ত্রের
(ঘ) উক্ত সব ক-টির
উত্তর- (গ) বায়ু-অস্ত্রের।
২৩. “এ কাল সমরে,/নাহি চাহে প্রাণ মম পাঠাইতে তোমা/ বারংবার।”-আলোচ্য অংশের বক্তা হলেন
(ক) বিভীষণ
(খ) রামচন্দ্র
(গ) রাবণ
(ঘ) মন্দোদরী
উত্তর- (গ) রাবণ।
২৪. “বিধি বাম মম প্রতি”-‘বাম’ শব্দটির অর্থ হল
(ক) বিরুপ
(খ) বামদেব
(গ) বাম দিক
(ঘ) বামন দেব
উত্তর- (ক) বিরুপ।
২৫. “কি ছার সে নর, তারে ডরাও আপনি,/রাজেন্দ্র?” -‘রাজেন্দ্র’ বলতে বোঝানো হয়েছে
(ক) রাজা দশরথকে
(খ) রাজা রাবণকে
(গ) রাজা বলীকে
(ঘ) রাজা সুগ্রীবকে
উত্তর- (খ) রাজা রাবণকে।
আরও দেখুনঃ পথের দাবী (উপন্যাস) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়- মাধ্যমিক বাংলা প্রশ্ন উত্তর | Madhyamik Bengali Pather Dabi MCQ Question Answer
২৬. ‘হাসিবে মেঘবাহন’-‘মেঘবাহন’ হল
(ক) একপ্রকার রথ
(খ) এক রাক্ষস
(গ) দেবরাজ ইন্দ্র
উত্তর- (গ) দেবরাজ ইন্দ্র।
২৭. ” আমি হারানু রাঘবে;”-শূন্যস্থান পূরণ করো।
(ক) একবার
(খ) তিনবার
(গ) দুইবার
(ঘ) চারবার
উত্তর- (গ) দুইবার।
২৮. “তায় আমি জাগানু অকালে”-কাকে?
(ক) কুম্ভকর্ণকে
(খ) বালীকে
(গ) বিভীষণকে
(ঘ) ইন্দ্রজিৎকে
উত্তর- (ক) কুম্ভকর্ণকে।
২৯. ‘গঙ্গোদক’ শব্দের অর্থ হল-
(ক) গঙ্গার মাটি
(খ) গঙ্গার জল
(গ) গঙ্গার মাটি ও জল
(ঘ) কোনোটিই নয়
উত্তর- (খ) গঙ্গার জল।
৩০. ‘অভিষেক’ কবিতাটিতে কার অভিষেক হয়েছে?
(ক) বীরবাহুর
(খ) কুম্ভকর্ণের
(গ) মেঘনাদের
(ঘ) বিভীষণের
উত্তর- (গ) মেঘনাদের ।
আমাদের পোষ্টের লেটেস্ট আপডেট পেতে আমাদের Whatsapp Channel জয়েন করুন এবং Telegram Channel জয়েন করুন।
Latest Posts:
- NMMSE Question Paper PDF: পশ্চিমবঙ্গ NMMS পরীক্ষার বিগত বছরের প্রশ্মপত্র ডাউনলোড করুন
- NMMSE Scholarship 2025 – Apply Online, Eligibility, Syllabus, Exam Pattern
- মাধ্যমিক ভূগোল প্রথম অধ্যায় মক টেস্ট | Geography Mock Test Chapter-1
- Taruner Swapno | তরুণের স্বপ্ন প্রকল্পে ১০ হাজার টাকা পাবে ছাত্র-ছাত্রীরা
- প্রলয়োল্লাস কবিতার মক টেস্ট দিন | Proyolollas Mock Test