Last Updated on May 30, 2024 by Shiksha Diksha
সংস্কারঃ বৈশিষ্ট্য ও পর্যালোচনা (দ্বিতীয় অধ্যায়) | Madhyamik History Chapter 2
মাধ্যমিকের ইতিহাস বিষয়ের দ্বিতীয় অধ্যায় ” সংস্কারঃ বৈশিষ্ট্য ও পর্যালোচনা ” থেকে সমস্ত রকম MCQ প্রশ্ন এবং তার উত্তর (Madhyamik History Chapter 2 MCQ) করে দেওয়া হলো। যে সমস্ত ছাত্র-ছাত্রী সামনের বছর মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের খুব উপকার হবে। এখানে ইতিহাস বিষয়ের দ্বিতীয় অধ্যায়ের সাজেসটিভ MCQ উত্তরসহ করে দেওয়া আছে।
১. ‘বামাবোধিনী’ পত্রিকা মুখপাত্র ছিল-
(ক) ব্রাহ্মসভার
(খ) জমিদার সভার
(গ) বামাবোধিনী সভার
(ঘ) ভারতসভার
উত্তরঃ- (গ) বামাবোধিনী সভার।
২. ‘বামাবোধিনী’ পত্রিকার স্বত্বাধিকারী ও সম্পাদক ছিলেন-
(ক) উমেশচন্দ্র দত্ত
(খ) দ্বারকানাথ বিদ্যাভূষণ
(ঘ) শিশিরকুমার ঘোষ
(গ) কৃষ্ণচন্দ্র মজুমদার
উত্তরঃ- (ক) উমেশচন্দ্র দত্ত।
৩. ‘হিন্দু প্যাট্রিয়ট’ পত্রিকার প্রথম প্রকাশ ঘটে-
(ক) ১৮১৩ খ্রিস্টাব্দে
(খ) ১৮৫৩ খ্রিস্টাব্দে
(গ) ১৮৬৫ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮৭০ খ্রিস্টাব্দে
উত্তরঃ- (খ) ১৮৫৩ খ্রিস্টাব্দে।
৪. ‘হিন্দু প্যাট্রিয়ট’ পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন-
(ক) গিরিশচন্দ্র ঘোষ
(খ) হরিশচন্দ্র চট্টোপাধ্যায়
(গ) ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়
(ঘ) উমেশচন্দ্র দত্ত
উত্তরঃ- (ক) গিরিশচন্দ্র ঘোষ।
৫. ‘সংবাদ প্রভাকর’ সংবাদপত্রের সঙ্গে যুক্ত ছিলেন-
(ক) ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়
(খ) ঈশ্বরীপ্রসাদ বসু
(গ) ঈশ্বর রায়চৌধুরী
(ঘ) ঈশ্বরচন্দ্র গুপ্ত
উত্তরঃ- (ঘ) ঈশ্বরচন্দ্র গুপ্ত।
৬. গ্রামীণ সংবাদপত্রের জনক বলা হয়-
(ক) সোমপ্রকাশকে
(খ) গ্রামবার্ত্তা প্রকাশিকাকে
(গ) হিন্দু প্যাট্রিয়টকে
(ঘ) অমৃত বাজার পত্রিকাকে
উত্তরঃ- (খ) গ্রামবার্ত্তা প্রকাশিকাকে।
৭. ‘গ্রামবার্তা প্রকাশিকা’ প্রথমবার প্রকাশিত হয়।-
(ক) ১৮২০ খ্রিস্টাব্দে
(খ) ১৮৩৩ খ্রিস্টাব্দে
(গ) ১৮৬৩ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮৭৩ খ্রিস্টাব্দে
উত্তরঃ- (গ) ১৮৬৩ খ্রিস্টাব্দে।
৮. ‘হুতোমপ্যাঁচা’ কার ছদ্মনাম?
(ক) শিশিরকুমার ঘোষের
(খ) উমেশচন্দ্র দত্তের
(গ) কালীপ্রসন্ন সিংহের
(ঘ) অমৃতলাল বসুর
উত্তরঃ- (গ) কালীপ্রসন্ন সিংহের।
৯. ‘হুতোমপ্যাঁচার নক্সা’ রচনা করেন-
(ক) শিশিরকুমার ঘোষ
(খ) উমেশচন্দ্র দত্তের
(গ) কালীপ্রসন্ন সিংহ
(ঘ) অমৃতলাল বসু
উত্তরঃ- (গ) কালীপ্রসন্ন সিংহ।
১০. দীনবন্ধু মিত্রের ‘নীলদর্পণ’ হল একটি-
(ক) পত্রিকা
(খ) কাব্যগ্রন্থ
(গ) কবিতা
(ঘ) নাটক
উত্তরঃ- (ঘ) নাটক।
১১. ‘নীলদর্পণ’ প্রথমবার প্রকাশিত হয়-
(ক) ১৮৬০ খ্রিস্টাব্দে
(খ) ১৮৭০ খ্রিস্টাব্দে
(গ) ১৮৮০ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮৯০ খ্রিস্টাব্দে
উত্তরঃ- (ক) ১৮৬০ খ্রিস্টাব্দে।
১২. সূচনাকালে ‘হিন্দু প্যাট্রিয়ট’ ছিল একটি-
(ক) দৈনিক পত্রিকা
(গ) পাক্ষিক পত্রিকা
(খ) সাপ্তাহিক পত্রিকা
(ঘ) মাসিক পত্রিকা
উত্তরঃ- (খ) সাপ্তাহিক পত্রিকা।
১৩. ন্যাশনাল থিয়েটারের প্রতিষ্ঠা হয়-
(ক) ১৮৩২ খ্রিস্টাব্দে
(গ) ১৮৭২ খ্রিস্টাব্দে
(খ) ১৮৫২ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮৯২ খ্রিস্টাব্দে
উত্তরঃ- (গ) ১৮৭২ খ্রিস্টাব্দে।
১৪. ‘নীলদর্পণ’-এর ইংরেজি অনুবাদটি প্রকাশিত হয় যার নামে তিনি হলেন-
(ক) দীনবন্ধু মিত্র
(খ) মাইকেল মধুসূদন দত্ত
(গ) গিরিশচন্দ্র ঘোষ
(ঘ) রেভারেন্ড জেমস লং
উত্তরঃ- (ঘ) রেভারেন্ড জেমস লং।
১৫. ‘জনশিক্ষা কমিটি’ বা ‘কমিটি অব পাবলিক ইনস্ট্রাকশন’ গঠিত হয়-
(ক) ১৮১৩ খ্রিস্টাব্দে
(খ) ১৮২৩ খ্রিস্টাব্দে
(গ) ১৮৩৩ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮৪৩ খ্রিস্টাব্দে
উত্তরঃ- (খ) ১৮২৩ খ্রিস্টাব্দে।
১৬. জনশিক্ষা কমিটির সভাপতি ছিলেন-
(ক) টমাস মেকলে
(খ) উইলিয়াম জোনস
(গ) কোলব্রুক
(ঘ) ডেভিড ড্রামন্ড
উত্তরঃ- (ক) টমাস মেকলে।
১৭. মেকলে মিনিট প্রকাশিত হয়-
(ক) ১৮০৫ খ্রিস্টাব্দে
(খ) ১৮২০ খ্রিস্টাব্দে
(গ) ১৮৩২ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮৩৫ খ্রিস্টাব্দে
উত্তরঃ- (ঘ) ১৮৩৫ খ্রিস্টাব্দে।
১৮. ভারতে পাশ্চাত্য শিক্ষার ‘ম্যাগনাকার্টা’ বলা হয়-
(ক) মেকলে মিনিটকে
(খ) উডের ডেসপ্যাচকে
(গ) চুঁইয়ে পড়া নীতিকে
(ঘ) অকল্যান্ড মিনিটকে
উত্তরঃ- (খ) উডের ডেসপ্যাচকে।
১৯. ভারতে প্রাচ্য ও পাশ্চাত্য শিক্ষা বিষয়ক দ্বন্দ্বের অবসান ঘটে-
(ক) চুঁইয়ে পড়া নীতির দ্বারা
(খ) উডের ডেসপ্যাচ দ্বারা
(গ) জনশিক্ষা কমিটির দ্বারা
(ঘ) মেকলে মিনিট দ্বারা
আরও দেখুনঃ মাধ্যমিক ইতিহাস প্রথম অধ্যায়ঃ ইতিহাসের ধারনা MCQ প্রশ্ন-উত্তর | Madhyamik History Chapter 1 MCQ
উত্তরঃ- (ঘ) মেকলে মিনিট দ্বারা।
২০. ‘ফোর্ট উইলিয়াম কলেজ’ প্রতিষ্ঠিত হয়-
(ক) ১৮০০ খ্রিস্টাব্দে
(খ) ১৮২০ খ্রিস্টাব্দে
(গ) ১৮২৫ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮৩০ খ্রিস্টাব্দে
উত্তরঃ- (ক) ১৮০০ খ্রিস্টাব্দে।
২১. ‘হিন্দু কলেজ’ প্রতিষ্ঠিত হয়-
(ক) ১৮১১ খ্রিস্টাব্দে
(খ) ১৮১৫ খ্রিস্টাব্দে
(গ) ১৮১৭ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮২০ খ্রিস্টাব্দে
উত্তরঃ- (গ) ১৮১৭ খ্রিস্টাব্দে।
২২. ‘কলকাতা স্কুল বুক সোসাইটি’ গঠিত হয়-
(ক) ১৮১৭ খ্রিস্টাব্দে
(খ) ১৮২৮ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮৪৯ খ্রিস্টাব্দে
(গ) ১৮৪১ খ্রিস্টাব্দে
উত্তরঃ- (গ) ১৮১৭ খ্রিস্টাব্দে।
২৩. ‘হিন্দু কলেজের বর্তমান নাম কী-
(ক) স্কটিশচার্চ কলেজ
(খ) বেথুন কলেজ
(গ) প্রেসিডেন্সি কলেজ
(ঘ) সুরেন্দ্রনাথ কলেজ
উত্তরঃ- (গ) প্রেসিডেন্সি কলেজ।
২৪. ‘বেথুন স্কুল’ প্রতিষ্ঠিত হয়-
(ক) ১৮৪৯ খ্রিস্টাব্দে
(খ) ১৮৫৫ খ্রিস্টাব্দে
(গ) ১৮৫৯ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮৬২ খ্রিস্টাব্দে
উত্তরঃ- (ক) ১৮৪৯ খ্রিস্টাব্দে।
২৫. স্কটিশচার্চ কলেজের পূর্ব নাম ছিল-
(ক) হিন্দু কলেজ
(খ) জেনারেল অ্যাসেম্বলিজ ইন্সটিটিউশন
(গ) এলফিনস্টোন কলেজ
(ঘ) মেট্রোপলিটান কলেজ
উত্তরঃ- (খ) জেনারেল অ্যাসেম্বলিজ ইন্সটিটিউশন।
২৬. ব্রাহুসমাজের মুখপত্র ছিল-
(ক) বামাবোধিনী পত্রিকা
(খ) বিদ্যাহারাবলী পত্রিকা
(গ) সর্বশুভকরী পত্রিকা
(ঘ) তত্ত্ববোধিনী পত্রিকা
উত্তরঃ- (ঘ) তত্ত্ববোধিনী পত্রিকা।
১.২৭ ‘কলকাতা মেডিকেল কলেজ’ স্থাপিত হয়-
(ক) ১৮১৫ খ্রিস্টাব্দে
(খ) ১৮২৫ খ্রিস্টাব্দে
(গ) ১৮৩৫ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮৪০ খ্রিস্টাব্দে
উত্তরঃ- (গ) ১৮৩৫ খ্রিস্টাব্দে।
২৮. কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ-
(ক) ড. এন. ওয়ালিশ
(খ) ড. জে. গ্রান্ট
(গ) ড. এম. জে. ব্রামলি
(ঘ) ড. এইচ. এইচ. গুডিভ
উত্তরঃ- (গ) ড. এম. জে. ব্রামলি।
২৯. ‘লন্ডন ফার্মাকোপিয়া’ এবং ‘অ্যানাটমি’ নামক দুটি গ্রন্থের বঙ্গানুবাদ করেন-
(ক) রাজকৃষ্ণ দে
(খ) উমাচরণ শেঠ
(গ) দ্বারকানাথ গুপ্ত
(ঘ) মধুসূদন গুপ্ত
উত্তরঃ- (ঘ) মধুসূদন গুপ্ত।
৩০. কলিকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য-
(ক) উইলিয়াম কোলভিল
(খ) চার্লস উড
(গ) টমাস মেকলে
(ঘ) চার্লস গ্র্যান্ট প্রতিষ্ঠা হয়
উত্তরঃ- (ক) উইলিয়াম কোলভিল।
৩১. কলিকাতা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা হয়-
(ক) ১৮৪৭ খ্রিস্টাব্দে
(খ) ১৮৫২ খ্রিস্টাব্দে
(গ) ১৮৫৭ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮৭৫ খ্রিস্টাব্দে
উত্তরঃ- (গ) ১৮৫৭ খ্রিস্টাব্দে।
৩২. ‘আধুনিক ভারতের জনক’ বলা হয়-
(ক) রাজা রামমোহন রায়কে
(খ) বিদ্যাসাগরকে
(গ) কেশবচন্দ্র সেনকে
(ঘ) দেবেন্দ্রনাথ ঠাকুরকে
উত্তরঃ- (ক) রাজা রামমোহন রায়কে।
৩৩. সতীদাহপ্রথা রদ করেন-
(ক) লর্ড ডাফরিন
(খ) লর্ড আমহার্স্ট
(গ) লর্ড কার্জন
(ঘ) লর্ড বেন্টিঙ্ক
উত্তরঃ- (ঘ) লর্ড বেন্টিঙ্ক ।
৩৪ সতীদাহপ্রথা রদ হয়-
(ক) ১৮২০ খ্রিস্টাব্দে
(খ) ১৮২৯ খ্রিস্টাব্দে
(গ) ১৮৩৫ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮৪৫ খ্রিস্টাব্দে
উত্তরঃ- (খ) ১৮২৯ খ্রিস্টাব্দে ।
৩৫. বিধবাবিবাহ আইন পাস করেন-
(ক) লর্ড ক্যানিং
(খ) লর্ড বেন্টিঙ্ক
(গ) লর্ড ডাফরিন
(ঘ) লর্ড কর্নওয়ালিশ
উত্তরঃ- (ক) লর্ড ক্যানিং।
৩৬. ‘বিধবাবিবাহ আইন’ পাস হয়-
(ক) ১৮৪৬ খ্রিস্টাব্দে
(খ) ১৮৫৬ খ্রিস্টাব্দে
(গ) ১৮৭৬ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮৮০ খ্রিস্টাব্দে
উত্তরঃ- (খ) ১৮৫৬ খ্রিস্টাব্দে।
৩৭. ‘ব্রহ্মানন্দ’ উপাধি ছিল-
(ক) অবনীন্দ্রনাথ ঠাকুরের
(খ) শিবনাথ শাস্ত্রীর
(গ) কেশবচন্দ্র সেনের
(ঘ) মধুসূদন গুপ্তর
উত্তরঃ- (গ) কেশবচন্দ্র সেনের ।
৩৮. রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠাতা ছিলেন-
(ক) রাজা রামমোহন রায়
(খ) কেশবচন্দ্র সেন
(গ) স্বামী বিবেকানন্দ
(ঘ) বিজয়কৃষ্ণ গোস্বামী
উত্তরঃ- (গ) স্বামী বিবেকানন্দ।
৩৯. “তিন আইন” পাস হয়-
(ক) ১৮৬০ খ্রিস্টাব্দে
(খ) ১৮৬২ খ্রিস্টাব্দে
(গ) ১৮৭০ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮৭২ খ্রিস্টাব্দে
উত্তরঃ- (ঘ) ১৮৭২ খ্রিস্টাব্দে।
৪০. ‘প্রশ্নোত্তর’ গ্রন্থটি রচনা করেন-
(ক) বিদ্যাসাগর
(খ) কেশবচন্দ্র সেন
(গ) বিজয়কৃষ্ণ গোস্বামী
(ঘ) রামমোহন রায়
উত্তরঃ- (গ) বিজয়কৃষ্ণ গোস্বামী।
৪১. ‘রামকৃষ্ণ মিশন’ প্রতিষ্ঠা হয়-
(ক) ১৮৯৪ খ্রিস্টাব্দে
(খ) ১৮৯৫ খ্রিস্টাব্দে
(গ) ১৮৯৬ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮৯৭ খ্রিস্টাব্দে
উত্তরঃ- (ঘ) ১৮৯৭ খ্রিস্টাব্দে।
৪২. ঊনবিংশ শতাব্দীর বাংলার নবজাগরণকে ‘এলিটিস্ট আন্দোলন’ বলেছেন-
(ক) অনিল শীল
(খ) বিপানচন্দ্ৰ
(গ) রণজিৎ গুহ
(ঘ) সুমিত সরকার
উত্তরঃ- (ক) অনিল শীল।
আমাদের পোষ্টের লেটেস্ট আপডেট পেতে আমাদের Whatsapp Channel জয়েন করুন এবং Telegram Channel জয়েন করুন।
- Madhyamik Geography Mock Tset | মাধ্যমিক ভূগোল অনলাইন মক টেস্ট
- মাধ্যমিক ইতিহাস মক টেস্ট | Madhyamik History Mock Test
- মাধ্যমিক বাংলা প্র্যাকটিস সেট | Madhyamik Bengali Practice Set
- মাধ্যমিক ইতিহাস (প্রথম অধ্যায়) VSAQ প্রশ্ম-উত্তর | Madhyamik History Chapter 1 VSAQ
- মাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২৫ঃ দ্বিতীয় অধ্যায় | Madhyamik History Suggestion 2025: Chapter 2