WB MP Exam Routine 2025

WB MP Exam Routine 2025 | মাধ্যমিক ২০২৫ পরীক্ষার রুটিন

মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর সিলেবাস ২০২৪ | WBBSE Class 10 Syllabus 2024 Download

Madhyamik History Chapter 1

মাধ্যমিক ইতিহাস প্রথম অধ্যায়ঃ ইতিহাসের ধারনা MCQ প্রশ্ন-উত্তর | Madhyamik History Chapter 1 MCQ

ইতিহাসের ধারনা MCQ প্রশ্ন-উত্তর ( Madhyamik History Chapter 1)

মাধ্যমিকের ইতিহাস বিষয়ের প্রথম অধ্যায় ” ইতিহাসের ধারনা ” থেকে সমস্ত রকম MCQ প্রশ্ন এবং তার উত্তর (Madhyamik History Chapter 1) করে দেওয়া হলো। যে সমস্ত ছাত্র-ছাত্রী সামনের বছর মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের খুব উপকার হবে। এখানে ইতিহাস বিষয়ের প্রথম অধ্যায়ের সাজেসটিভ MCQ উত্তরসহ করে দেওয়া আছে।

১. সাধারণ ধারনায় ইতিহাস হল-

(ক) দেশীয় সাহিত্য

(খ) অতীতের কথা

(গ) বর্তমান কথা

(ঘ) রাজনীতি

উঃ- (খ) অতীতের কথা।

২. ” ইতিহাস একটি বিজ্ঞান, কমও নয়, বেশিও নয়”- একথা বলেছেন-

(ক) ই. এইচ. কার

(খ) বিউরি

(গ) ট্রাভেলিয়ান

(ঘ) র‍্যাঙ্কে

উঃ- (খ) বিউরি।

৩. ‘History from Bellow’ (1966 খ্রিস্টাব্দ) প্রবন্ধটির রচয়িতা হলেন-

(ক) ই. পি. থমসন

(খ) মার্ক ব্লখ

(গ) ই. এইচ. কার

(ঘ) রণজিৎ গুহ

উঃ- (ক) ই. পি. থমসন ।

৪. ‘সোশ্যাল সায়েন্স হিস্ট্রি অ্যাসোসিয়েশন’ গঠিত হয়-

(ক) ১৯৭৬ খ্রিস্টাব্দে

(খ) ১৯৮০ খ্রিস্টাব্দে

(গ) ১৯৮৬ খ্রিস্টাব্দে

(ঘ) ১৯৮৮ খ্রিস্টাব্দে

উঃ- (ক) ১৯৭৬ খ্রিস্টাব্দে ।

৫. ভারতে নিন্মবর্গের ইতিহাস চর্চার জনক হলেন-

(ক) রামচন্দ্র গুহ

(খ) রণজিৎ গুহ

(গ) অমলেশ ত্রিপাঠী

(ঘ) জ্ঞানেন্দ্র পাণ্ডে

উঃ- (খ) রণজিৎ গুহ।

৬. ভারতে নিন্মবর্গের ইতিহাসচর্চা শুরু হয় কত খ্রিস্টাব্দে-

(ক) ১৯৮২ খ্রিস্টাব্দে

(খ) ১৯৭০ খ্রিস্টাব্দে

(গ) ১৯৯০ খ্রিস্টাব্দে

(ঘ) ১৯৬০ খ্রিস্টাব্দে

উঃ- (ক) ১৯৮২ খ্রিস্টাব্দে ।

৭. “খেলা যখন ইতিহাস” গ্রন্থটি কার লেখা-

(ক) বোরিয়া মজুমদার

(খ) কৌশিক বন্দ্যোপাধ্যায়

(গ) রামচন্দ্র গুহ

(ঘ) সৌভিক লাহা

উঃ- (খ) কৌশিক বন্দ্যোপাধ্যায়।

৮. ক্রিকেট খেলা প্রথম শুরু হয়-

(ক) অস্ট্রেলিয়া

(খ) ভারত

(গ) ইংল্যাণ্ড

(ঘ) ওয়েস্ট ইন্ডিজ

উঃ- (গ) ইংল্যাণ্ড।

৯. ভারতে ফুটবল খেলার সূত্রপাত ঘটায়-

(ক) পোর্তুগিজরা

(খ) ফরাসিরা

(গ) ডাচরা

(ঘ) ব্রিটিশরা

উঃ- (ঘ) ব্রিটিশরা ।

১০. ‘হকির জাদুকর’ হলেন-

(ক) ধ্যানচাঁদ

(খ) ধনরাজ পিল্লাই

(গ) কে. ডি. সিং

(ঘ) লেসলি ক্লডিয়াস

উঃ- (ক) ধ্যানচাঁদ ।

১১. মোহনবাগান প্রথমবার আইএফএ শিল্ড জয় করে-

(ক) ১৯০০ খ্রিস্টাব্দে

(খ) ১৯১১ খ্রিস্টাব্দে

(গ) ১৯২০ খ্রিস্টাব্দে

(ঘ) ১৯২১ খ্রিস্টাব্দে

উঃ- (খ) ১৯১১ খ্রিস্টাব্দে।

১২. ‘কেকের দেশ’ হল-

(ক) ফ্রান্স

(খ) অস্ট্রেলিয়া

(গ) ভারত

(ঘ) স্কটল্যাণ্ড

উঃ- (ঘ) স্কটল্যাণ্ড ।

১৩. ‘নমো হিন্দুস্থান’ গানটির রচয়িতা-

(ক) রবীন্দ্রনাথ ঠাকুর

(খ) রজনীকান্ত সেন

(গ) সরলা দেবী চৌধুরানি

(ঘ) জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর

উঃ- (গ) সরলা দেবী চৌধুরানি।

১৪. ‘ বঙ্গীয় নাট্যশালার ইতিহাস’ গ্রন্থটির লেখক-

(ক) সত্যজীবন মুখোপাধ্যায়

(খ) আশুতোষ মুখোপাধ্যায়

(গ) ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

(ঘ) আশুতোষ ভট্টাচার্য

উঃ- (গ) ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।

আরও দেখুনঃ অসুখী একজন (কবিতা): মাধ্যমিক বাংলা MCQ প্রশ্ম-উত্তর।

১৫. নাট্যশাস্ত্রকে ‘পঞ্চম বেদ’ বলেছেন-

(ক) কালিদাস

(খ) ব্যাসদেব

(গ) ভরতমুনি

(ঘ) কৌটিল্য

উঃ- (গ) ভরতমুনি।

১৬. ‘নাট্যাভিনয় নিয়ন্ত্রন আইন’ পাস হয়-

(ক) ১৮৭০ খ্রিস্টাব্দে

(খ) ১৮৭৬ খ্রিস্টাব্দে

(গ) ১৮৭৮ খ্রিস্টাব্দে

(ঘ) ১৮৮০ খ্রিস্টাব্দে

উঃ- (খ) ১৮৭৬ খ্রিস্টাব্দে।

১৭. ‘অঙ্গার’ নাটকটির পরিচালক-

(ক) শম্ভু মিত্র

(খ) বিজন ভট্টাচার্য

(গ) উৎপল দত্ত

(ঘ) অজিতেশ বন্দ্যোপাধ্যায়

উঃ- (গ) উৎপল দত্ত।

১৮. ‘নবান্ন’ নাটকের বিষয়বস্তু ছিল-

(ক) সিপাহি বিদ্রোহ

(খ) ফরাসি বপ্লব

(গ) সাঁওতাল বিদ্রোহ

(ঘ) পঞ্চাশের মম্বন্তর

উঃ- (ঘ) পঞ্চাশের মম্বন্তর ।

১৯. দাদাসাহেব ফালকে –

(ক) পরিবেশের ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত

(খ) ক্রীড়া জগতের সঙ্গে যুক্ত

(গ) স্থানীয় ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত

(ঘ) চলচ্চিত্রের সঙ্গে যুক্ত

উঃ- (ঘ) চলচ্চিত্রের সঙ্গে যুক্ত ।

২১. ভারতের প্রথম চলচিত্র-

(ক) জামাইষষ্ঠি

(খ) রাজা হরিশচন্দ্র

(গ) বিল্বমঙ্গল

(ঘ) আলম আরা

উঃ- (খ) রাজা হরিশচন্দ্র।

২২. ‘ভূবন সোম’ চলচ্চিত্রটির পরিচালক কে ছিলেন-

(ক) মৃণাল সেন

(খ) ঋত্বিক ঘটক

(গ) সত্যজিৎ রায়

(ঘ) বিমল রায়

উঃ- (ক) মৃণাল সেন ।

২৩. ভারতের প্রথম সবাক চলচ্চিত্র হল-

(ক) হরিশচন্দ্র

(খ) জামাইষষ্ঠি

(গ) পথের পাঁচালী

(ঘ) আলম আরা

উঃ- (ঘ) আলম আরা ।

২৪. সত্যজিৎ রায় অস্কার পুরস্কার পান কোন চলচ্চিত্রের জন্য-

(ক) পথের পাঁচালী

(খ) জলসাঘর

(গ) চিড়িয়াখানা

(ঘ) গণশত্রু

উঃ- (ক) পথের পাঁচালী ।

২৫. যামিনী রায় কোন শিল্পের সঙ্গে যুক্ত ছিলেন-

(ক) চিত্রশিল্প

(খ) নৃত্যশিল্প

(গ) চলচ্চিত্র শিল্প

(ঘ) নাট্যশিল্প

উঃ- (ক) চিত্রশিল্প ।

আরও দেখুনঃ সংস্কারঃ বৈশিষ্ট্য ও পর্যালোচনা (দ্বিতীয় অধ্যায়) মাধ্যমিক ইতিহাস MCQ প্রশ্ম উত্তর | Madhyamik History Chapter 2 MCQ

২৬. ভারতের প্রথম ফটোগ্রাফার ছিলেন-

(ক) আহমেদ আলী খান

(খ) লালা দীনদয়াল

(গ) মধু আস্বত

(ঘ) কে. ভি. আনন্দ

উঃ- (খ) লালা দীনদয়াল।

২৭. কলকাতার ‘ভিক্টোরিয়া মেমোরিয়াল হল’ প্রতিষ্ঠিত হয়-

(ক) ১৯০১ খ্রিস্টাব্দে

(খ) ১৯০২ খ্রিস্টাব্দে

(গ) ১৯০৪ খ্রিস্টাব্দে

(ঘ) ১৯০৫ খ্রিস্টাব্দে

উঃ- (ক) ১৯০১ খ্রিস্টাব্দে ।

২৮. ‘পোর্টস, টাউনস, সিটিস’ গ্রন্থটির লেখক ছিলেন-

(ক) লক্ষ্মী সুব্রামানিয়াম

(খ) রয় পোর্টার

(গ) কৌশিক গঙ্গোপাধ্যায়

(ঘ) রামচন্দ্র গুহ

উঃ- (ক) লক্ষ্মী সুব্রামানিয়াম ।

২৯. পণ্ডিত বিরজু মহারাজ কোন শিল্পের সঙ্গে যুক্ত ছিলেন?

(ক) নাট্যশিল্প

(খ) চলচ্চিত্র

(গ) চিত্রশিল্প

(ঘ) নৃত্যশিল্প

উঃ- (ঘ) নৃত্যশিল্প ।

৩০. ‘এ হিস্ট্রি অফ কস্টিউম’ গ্রন্থের লেখক-

(ক) এডুইন লুটিয়েন

(খ) আর. জে. ইভান্স

(গ) কার্ল কোহলার

(ঘ) আর. গ্রোভ

উঃ- (গ) কার্ল কোহলার।

৩১. ‘অশান্ত অরণ্য জীবন’ গ্রন্থটি কার রচনা?

(ক) রণজিৎ গুহ

(খ) দীপেন চক্রবর্তী

(গ) শমিতা সেন

(ঘ) রামচন্দ্র গুহ

উঃ- (ঘ) রামচন্দ্র গুহ ।

৩২. ভারতে প্রথম যাত্রীবাহী ট্রেন চালু হয়-

(ক) ১৮১৩ খ্রিস্টাব্দে

(খ) ১৮৫৩ খ্রিস্টাব্দে

(গ) ১৮৬৩ খ্রিস্টাব্দে

(ঘ) ১৮৭৫ খ্রিস্টাব্দে

উঃ- (খ) ১৮৫৩ খ্রিস্টাব্দে ।

৩৩. নর্মদা বাঁচাও আন্দোলনে নেতৃত্ব দেন-

(ক) মেধা পাটকর

(খ) উমা প্রসাদ

(গ) জি. এস. সাঁধু

(ঘ) বিরসা মুণ্ডা

উঃ- (ক) মেধা পাটকর ।

৩৪. ‘কোচবিহারের ইতিহাস’ কে লিখেছেন?

(ক) রাধারমন সাহা

(খ) বিপিনচন্দ্র পাল

(গ) নিখিল সরকার

(ঘ) ভবানীচরন বন্দ্যোপাধ্যায়

উঃ- (ঘ) ভবানীচরন বন্দ্যোপাধ্যায় ।

৩৫. ‘ মিলিটারি হিস্ট্রি অফ ইণ্ডিয়া’ গ্রন্থের লেখক-

(ক) রামচন্দ্র গুহ

(খ) জি. এস. সাঁধু

(গ) মাধব গ্যাডগিল

(ঘ) যদুনাথ সরকার

উঃ- (ঘ) যদুনাথ সরকার ।

৩৬. ‘ জীবনস্মৃতি’ রচনা করেন-

(ক) বিপিনচন্দ্র পাল

(খ) রবীন্দ্রনাথ ঠাকুর

(গ) জওহরলাল নেহেরু

(ঘ) সুভাষচন্দ্র বসু

উঃ- (খ) রবীন্দ্রনাথ ঠাকুর।

৩৭. ‘বঙ্গদর্শন’ প্রথম প্রকাশিত হয়-

(ক) ১৮৭২ খ্রিস্টাব্দে

(খ) ১৮৯০ খ্রিস্টাব্দে

(গ) ১৮৯৫ খ্রিস্টাব্দে

(ঘ) ১৯০০ খ্রিস্টাব্দে

উঃ- (ক) ১৮৭২ খ্রিস্টাব্দে ।

৩৮. ‘লেটার্স ফ্রম এ ফাদার টু ডটার’ গ্রন্থের লেখক-

(ক) রবীন্দ্রনাথ ঠাকুর

(খ) নেতাজী

(গ) জওহরলাল নেহেরু

(ঘ) খুশবন্ত সিং

উঃ- (গ) জওহরলাল নেহেরু।

৩৯. ভারতে কোন সরকারের আমলে গোয়েন্দা বিভাগ গঠিত হয়েছিল?

(ক) লর্ড ক্যানিং

(খ) লর্ড ডাফরিন

(গ) লর্ড রিপন

(ঘ) লর্ড লিটন

উঃ- (খ) লর্ড ডাফরিন।

৪০. ‘উইমেন ইন মডার্ন ইন্ডিয়া’ গ্রন্থের লেখক-

(ক) বি. আর. নন্দ

(খ) হোয়াইট ক্লে

(গ) র‍্যাচেল কারসন

(ঘ) জেরাল্ডিন ফোর্বস

উঃ- (ঘ) জেরাল্ডিন ফোর্বস ।

৪১. ‘ ম্যাডনেস অ্যাণ্ড সিভিলাইজেশান’ গ্রন্থটির লেখক-

(ক) মিশেল ফুকো

(খ) লাদুরি

(গ) মার্ক ব্লখ

(ঘ) ড. রণজিৎ গুহ

উঃ- (ক) মিশেল ফুকো ।

৪২. প্রথম বাংলা নির্বাক চলচ্চিত্র-

(ক) জামাইষষ্ঠী

(খ) আলম আরা

(গ) বিল্বমঙ্গল

(ঘ) পথের পাঁচালী

উঃ- (গ) বিল্বমঙ্গল।

৪৩. ” সোমপ্রকাশ” ছিল একটি –

(ক) দৈনিক পত্রিকা

(খ) পাক্ষিক পত্রিকা

(গ) মাসিক পত্রিকা

(ঘ) সাপ্তাহিক পত্রিকা

উঃ- (ঘ) সাপ্তাহিক পত্রিকা ।

৪৪. “ক্যালকাটা ক্রিকেট ক্লাব ” প্রতিষ্ঠিত হয়-

(ক) ১৮৯২ খ্রিস্টাব্দে

(খ) ১৭৯২ খ্রিস্টাব্দে

(গ) ১৯১৯ খ্রিস্টাব্দে

(ঘ) ১৭৯০ খ্রিস্টাব্দে

উঃ- (খ) ১৭৯২ খ্রিস্টাব্দে।

৪৫. ভারতে পরিবেশ রক্ষার জন্য একটি আন্দোলন হল-

(ক) নর্মদা বাঁচাও আন্দোলন

(খ) ওয়াহাবি আন্দোলন

(গ) একা আন্দোলন

(ঘ) গঙ্গা আন্দোলন

উঃ- (ক) নর্মদা বাঁচাও আন্দোলন ।

৪৬. রবীন্দ্রনাথ ঠাকুরের ‘জীবন স্মৃতি’ গ্রন্থাগারে প্রকাশিত হয়-

(ক) ১৩২০ বঙ্গাব্দে

(খ) ১৩১৯ বঙ্গাব্দে

(গ) ১৪১৯বঙ্গাব্দে

(ঘ) ১৪১৮ বঙ্গাব্দে

উঃ- (খ) ১৩১৯ বঙ্গাব্দে।

৪৭. তপন সিংহ যে ধরনের ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত ছিলেন?

(ক) খেলাধূলার ইতিহাস

(খ) শিল্পচর্চার ইতিহাস

(গ) দৃশ্য শিল্পের ইতিহাস

(ঘ) খেলার ইতিহাস

উঃ- (খ) শিল্পচর্চার ইতিহাস।

৪৮. নেহেরু তাঁর কন্যা ইন্দিরাকে চিঠি লিখেছিলেন-

(ক) ২০ টি

(খ) ২৫ টি

(গ) ৩০ টি

(ঘ) ৪০ টি

উঃ- (গ) ৩০ টি ।

৪৯. বিপিনচন্দ্র পালের আত্মকথা প্রথমবার প্রকাশিত হয়-

(ক) বঙ্গদর্শনে

(খ) প্রবাসীতে

(গ) সন্ধ্যাতে

(ঘ) হিতবাদীতে

উঃ- (খ) প্রবাসীতে ।

৫০. ‘বঙ্গদর্শন’ প্রত্রিকা প্রথম সম্পাদক ছিলেন-

(ক) রবীন্দ্রনাথ ঠাকুর

(খ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

(গ) বালগঙ্গাধর তিলক

(ঘ) বিপিনচন্দ্র পাল

উঃ- (খ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ।

৫১. কলহনের রাজতরঙ্গিনীর ইতিহাস অন্তর্গত হবে-

(ক) সামরিক ইতিহাসের

(খ) খেলাধূলার ইতিহাসের

(গ) স্থানীয় ইতিহাসের

(ঘ) পরিবেশের ইতিহাসের

উঃ- (গ) স্থানীয় ইতিহাসের ।

৫২. ‘জীবনের ঝরাপাতা’ যে পত্রিকায় নিয়মিত প্রকাশিত হত-

(ক) বঙ্গদর্শন

(খ) দেশ

(গ) সোমপ্রকাশ

(ঘ) সংবাদ প্রভাকর

উঃ- (খ) দেশ ।

৫৩. ভারতের প্রথম সংবাদপত্র হল-

(ক) সমাচার দর্পন

(খ) বেঙ্গল গেজেট

(গ) দিগদর্শন

(ঘ) সংবাদ প্রভাকর

উঃ- (খ) বেঙ্গল গেজেট ।

৫৪. “মেঘে ঢাকা তারা” চলচ্চিত্রের পরিচালক-

(ক) সত্যজিৎ রায়

(খ) মৃনাল সেন

(গ) ঋত্বিক ঘটক

(ঘ) তরুণ মজুমদার

উঃ- (গ) ঋত্বিক ঘটক ।

৫৫. বিবেকানন্দ আমেরিকার শিকাগোয় বিশ্বধর্ম সম্মেলনে অংশ নেন-

(ক) ১৮৯৩ খ্রিস্টাব্দে

(খ) ১৮৯৫ খ্রিস্টাব্দে

(গ) ১৮৯৬ খ্রিস্টাব্দে

(ঘ) ১৮৯৭ খ্রিস্টাব্দে

উঃ- (ক) ১৮৯৩ খ্রিস্টাব্দে ।

স্কলারশিপ সংক্রান্ত এই রকম গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে আমাদের Facebook Page ফলো করুন এবং Telegram চ্যানেল জয়েন করুন।

WhatsApp Channel Follow
Telegram Channel Join Now
Facebook Page Follow

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top