WB MP Exam Routine 2025

WB MP Exam Routine 2025 | মাধ্যমিক ২০২৫ পরীক্ষার রুটিন

মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর সিলেবাস ২০২৪ | WBBSE Class 10 Syllabus 2024 Download

Madhyamik history Chapter 7 MCQ

বিশ শতকের ভারতে নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলনঃ বৈশিষ্ট্য ও বিশ্লেষণ | Madhyamik history Chapter 7 MCQ

মাধ্যমিক ইতিহাস ( Madhyamik History) বিষয়ের সপ্তম অধ্যায় ” বিশ শতকের ভারতে নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলনঃ বৈশিষ্ট্য ও বিশ্লেষণ ” থেকে সমস্ত রকম গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ম এবং তার উত্তর করা হলো। যে সমস্ত ছাত্র-ছাত্রী এই বছর মাধ্যমিক পরীক্ষা দেবে এই প্রশ্ম-উত্তর গুলি একবার দেখে নিতে পারো। মাধ্যমিক ইতিহাস বিষয়ের সপ্তম অধ্যায় (Madhyamik History Chapter 7 MCQ) থেকে এই MCQ প্রশ্মগুলি খুবই গুরুত্বপূর্ণ।

১. ১৯০৫ খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গের সিদ্ধান্ত ঘোষণা করেছিলেন-

(ক) লর্ড লিটন
(খ) লর্ড রিপন
(গ) লর্ড কার্জন
(ঘ) লর্ড বেন্টিঙ্ক

উত্তরঃ- (গ) লর্ড কার্জন।


২. বঙ্গভঙ্গের সিদ্ধান্তের বিরোধিতা করে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়ে ‘রাখিবন্ধন’ উৎসবের আয়োজন করেন-

(ক) রথীন্দ্রনাথ ঠাকুর

(খ) রবীন্দ্রনাথ ঠাকুর
(গ) আনন্দমোহন বসু

(ঘ) সরলা দেবী চৌধুরানি

উত্তরঃ- (খ) রবীন্দ্রনাথ ঠাকুর।


৩. ‘অরন্ধন’ দিবস পালনের আবেদন জানান-
(ক) রামেন্দ্রসুন্দর ত্রিবেদী

(খ) অক্ষয়কুমার দত্ত

(গ) ভূদেব মুখোপাধ্যায়

(ঘ) শিবনাথ শাস্ত্রী

উত্তরঃ- (ক) রামেন্দ্রসুন্দর ত্রিবেদী।

৪. ‘মিলন মন্দির’ বা ফেডারেশন হল স্থাপন করেন-
(ক) আনন্দমোহন বসু
(খ) রবীন্দ্রনাথ ঠাকুর
(গ) রামেন্দ্রসুন্দর ত্রিবেদী

(ঘ) বাসন্তী দেবী

উত্তরঃ- (ক) আনন্দমোহন বসু।

৫. ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রতিষ্ঠা করেন-
(ক) স্বর্ণকুমারী দেবী
(খ) সুনয়নী দেবী

(গ) সরলা দেবী চৌধুরানি

(ঘ) বাসন্তী দেবী

উত্তরঃ- (গ) সরলা দেবী চৌধুরানি ।

৬. ‘নারী কর্মমন্দির’-এর প্রতিষ্ঠাতা করেন-
(ক) বীণা দাস

(খ) লীলা নাগ (রায়)

(গ) উর্মিলা দেবী

(ঘ) বাসন্তী দেবী

উত্তরঃ- (গ) উর্মিলা দেবী।

৭. ‘নারী সত্যাগ্রহ সমিতি’ গড়ে তোলেন-

(ক) বাসন্তী দেবী
(খ) কনকলতা বড়ুয়া

(গ) মীরা দাশগুপ্ত
(ঘ) বীণা দাস

উত্তরঃ- (ক) বাসন্তী দেবী।


৮. বঙ্গভঙ্গের সময়কালে বিধবা শিল্পাশ্রম ‘সখী সমিতি’ প্রতিষ্ঠা করেন
(ক) স্বর্ণকুমারী দেবী
(গ) ঊর্মিলা দেবী
(গ) বাসন্তী দেবী
(ঘ) সুনয়নী দেবী


উত্তরঃ- (ক) স্বর্ণকুমারী দেবী।


৯. ‘ভারত স্ত্রী মহামণ্ডল’ প্রতিষ্ঠা করেন-

(ক) বাসন্তী দেবী

(খ) ঊর্মিলা দেবী

(গ) বীণা দাস

(ঘ) সরল দেবী চৌধুরানি

উত্তরঃ- (ঘ) সরল দেবী চৌধুরানি।


১০. ‘ভারতের বুলবুল’ নামে পরিচিত ছিলেন-
(ক) সরোজিনী নাইডু

(খ) লীলা নাগ

(গ) বাসন্তী দেবী

(ঘ) বীণা দাস

উত্তরঃ- (গ) সরোজিনী নাইডু ।

১১. ‘রাষ্ট্রীয় স্ত্রী সংঘ’ প্রতিষ্ঠা করেন-

(ক) কল্পনা দত্ত
(খ) লীলা নাগ (রায়)

(গ) সরোজিনী নাইডু

(ঘ) ঊর্মিলা দেবী

উত্তরঃ- (গ) সরোজিনী নাইডু ।

১২. ‘প্রতাপাদিত্য উৎসব, ও ‘বীরাষ্টমী ব্রত’-র সূচনা করেন-

(ক) সরল দেবী চৌধুরানি

(খ) ঊর্মিলা দেবী

(গ) মৃণালিনী দেবী
(ঘ) কাদম্বরী দেবী

উত্তরঃ- (ক) সরল দেবী চৌধুরানি ।

১৩. ‘দীপালি সংঘ’-এর প্রতিষ্ঠাতা-
(ক) বাসন্তী দেবী

(খ) লীলা নাগ (রায়)

(গ) ঊর্মিলা দেবী
(ঘ) বীণা দাস


উত্তরঃ- (খ) লীলা নাগ (রায়) ।

১৪. দীপালি সংঘ’-এর প্রতিষ্ঠা হয়-

(ক) ১৯১৩ খ্রিস্টাব্দে
(খ) ১৯৩৩ খ্রিস্টাব্দে

(গ) ১৯২৩ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৪৩ খ্রিস্টাব্দে

উত্তরঃ- (গ) ১৯২৩ খ্রিস্টাব্দে।


১৫. ভারতের প্রথম ছাত্রী সংগঠনটি হল-
(ক) নারী সেবা সংঘ

(খ) স্বদেশি স্টোর্স
(গ) নারী শিক্ষা মন্দির

(ঘ) দীপালি ছাত্রী সংঘ

উত্তরঃ- (ঘ) দীপালি ছাত্রী সংঘ।

১৬. ‘দীপালি ছাত্রী সংঘ’ টি গঠিত হয়-
(ক) ১৯১২ খ্রিস্টাব্দে
(খ) ১৯১৮ খ্রিস্টাব্দে
(গ) ১৯২৬ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৩৯ খ্রিস্টাব্দে

উত্তরঃ- (গ) ১৯২৬ খ্রিস্টাব্দে।


১৭. ভারতের বিপ্লবী আন্দোলনের প্রথম নারী শহিদ ছিলেন-
(ক) মাতঙ্গিনি হাজরা
(খ) প্রীতিলতা ওয়াদ্দেদার
(গ) কল্পনা দত্ত
(ঘ) লীলা নাগ (রায়)

উত্তরঃ- (খ) প্রীতিলতা ওয়াদ্দেদার।

আরও দেখুনঃ বিশ শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলনঃ বৈশিষ্ট্য ও পর্যালোচনা | Madhyamik History Chapter 6 MCQ


১৮. দীপালি সংঘ থেকে প্রকাশিত পত্রিকার নাম-
(ক) ভারতী

(খ) জয়শ্রী

(গ) প্রবাসী
(ঘ) সুপ্রভাত

উত্তরঃ- (খ) জয়শ্রী ।


১৯. কোন্ আন্দোলনে মেদিনীপুরের তমলুক থানা আক্রমণকালে ব্রিটিশ পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছিলেন মাতঙ্গিনি হাজরা ?

(ক) বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে

(খ) অসহযোগ আন্দোলনে

(গ) ভারত ছাড়ো আন্দোলনে
(ঘ) আইন অমান্য আন্দোলনে

উত্তরঃ- (গ) ভারত ছাড়ো আন্দোলনে।


২০. ‘ফুলতার’ কার ছদ্মনাম?
(ক) কল্পনা দত্ত

(খ) বীণা দাস

(গ) স্বর্ণকুমারী দেবী

(ঘ) প্রীতিলতা ওয়াদ্দেদার

উত্তরঃ- (ঘ) প্রীতিলতা ওয়াদ্দেদার ।

২১. ‘চট্টগ্রাম অভ্যুত্থান’ গ্রন্থটির রচয়িতা-
(ক) কল্পনা দত্ত
(খ) বীণা দাস
(গ) প্রীতিলতা ওয়াদ্দেদার

(ঘ) লীলা নাগ (রায়)

উত্তরঃ- (ক) কল্পনা দত্ত।


২২. ‘শৃঙ্খল ঝঙ্কার’ গ্রন্থটির রচয়িতা-
(ক) বীণা দাস
(খ) কল্পনা দত্ত
(গ) প্রীতিলতা ওয়াদ্দেদার

(ঘ) লীলা নাগ (রায়)

উত্তরঃ- (ক) বীণা দাস।


২৩. বাংলার গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে হত্যার চেষ্টা করে ব্যর্থ হয়েছিলেন-
(ক) প্রীতিলতা ওয়াদ্দেদার

(খ) কল্পনা দত্ত

(গ) বীণা দাস

(ঘ) মাতঙ্গিনি হাজরা

উত্তরঃ- (গ) বীণা দাস ।


২৪. ‘নারী সত্যাগ্রহ সমিতি’ গড়ে উঠেছিল-
(ক) বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময়

(খ) আইন অমান্য আন্দোলনের সময়

(গ) খিলাফত আন্দোলনের সময়
(ঘ) অসহযোগ আন্দোলনের সময়

উত্তরঃ- (খ) আইন অমান্য আন্দোলনের সময় ।


২৫. আজাদ হিন্দ ফৌজের নারীবাহিনীর নাম ছিল-
(ক) রানি শিরোমণি বাহিনী
(খ) সখী বাহিনী
(গ) ঝাঁসির রানি বাহিনী
(ঘ) লক্ষ্মী বাহিনী

উত্তরঃ- (গ) ঝাঁসির রানি বাহিনী।


২৬. আজাদ হিন্দ ফৌজের নারীবাহিনীর ক্যাপটেন ছিলেন-
(ক) লক্ষ্মী স্বামীনাথন
(খ) লক্ষ্মী ঘোষ
(গ) লক্ষ্মী মেহতা
(ঘ) লক্ষ্মী আয়ার

উত্তরঃ- (ক) লক্ষ্মী স্বামীনাথন।


২৭. নিম্নোক্ত কোন্ মহিলা বিপ্লবী ‘ডিনামাইট ষড়যন্ত্র মামলা’-য় অভিযুক্ত হয়েছিলেন?
(ক) বীণা দাস
(খ) প্রীতিলতা ওয়াদ্দেদার

(গ) লীলা নাগ (রায়)
(ঘ) কল্পনা দত্ত

উত্তরঃ- (ঘ) কল্পনা দত্ত।


২৮. অনুশীলন সমমিতির প্রতিষ্ঠা হয়েছিল-
(ক) ১৯০০ খ্রিস্টাব্দে

(খ) ১৯০২ খ্রিস্টাব্দে
(গ) ১৯০৯ খ্রিস্টাব্দে

(ঘ) ১৯২০ খ্রিস্টাব্দে


উত্তরঃ- (খ) ১৯০২ খ্রিস্টাব্দে।


২৯. ‘ঢাকা অনুশীলন সমিতি’-র প্রতিষ্ঠাতা ছিলেন-
(ক) সতীশচন্দ্র বসু

(খ) সতীশচন্দ্র মুখোপাধ্যায়
(গ) পুলিনবিহারী দাস
(ঘ) শচীন্দ্রপ্রসাদ বসু

উত্তরঃ- (গ) পুলিনবিহারী দাস।

৩০. ১৯০২ খ্রিস্টাব্দে ‘ডন সোসাইটি’ প্রতিষ্ঠা করেন-
(ক) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

(খ) সতীশচন্দ্র মুখোপাধ্যায়

(গ) পুলিনবিহারী দাস

(ঘ) কৃষ্ণকুমার মিত্র

উত্তরঃ- (খ) সতীশচন্দ্র মুখোপাধ্যায় ।


৩১. ‘ঢাকা অনুশীলন সমিতি’ গঠিত হয়েছিল-
(ক) ১৯০৫ খ্রিস্টাব্দে

(খ) ১৯১৫ খ্রিস্টাব্দে

(গ) ১৯২৫ খ্রিস্টাব্দে

(ঘ) ১৯৩৫ খ্রিস্টাব্দে

উত্তরঃ- (ক) ১৯০৫ খ্রিস্টাব্দে ।

৩২. ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি’ গঠিত হয়েছিল-
(ক) ১৯১০ খ্রিস্টাব্দে
(খ) ১৯২০ খ্রিস্টাব্দে
(গ) ১৯৩০ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৪০ খ্রিস্টাব্দে

উত্তরঃ- (গ) ১৯৩০ খ্রিস্টাব্দে।


৩৩. ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি’-র প্রতিষ্ঠতা-
(ক) সূর্য সেন

(খ) রাসবিহারী বসু

(গ) রাসবিহারী ঘোষ

(ঘ) সুভাষচন্দ্র বসু

উত্তরঃ- (ক) সূর্য সেন ।


৩৪. ‘কার্লাইল সার্কুলার’ জারি হয়েছিল-

(ক) ১৯০০ খ্রিস্টাব্দে

(খ) ১৯০১ খ্রিস্টাব্দে

(গ) ১৯০২ খ্রিস্টাব্দে

(ঘ) ১৯০৫ খ্রিস্টাব্দে

উত্তরঃ- (ঘ) ১৯০৫ খ্রিস্টাব্দে।


৩৫. ‘অ্যান্টি-সার্কুলার সোসাইটি’-র প্রতিষ্ঠাতা-

(ক) কৃষ্ণকুমার মিত্র

(খ) শচীন্দ্রপ্রসাদ বসু

(গ) বিনয়কৃষ্ণ বসু

(ঘ) হেমন্ত বসু

উত্তরঃ- (খ) শচীন্দ্রপ্রসাদ বসু ।


৩৬. ‘অ্যান্টি-সার্কুলার সোসাইটি’ গঠিত হয়-

(ক) ১৯০৫ খ্রিস্টাব্দে

(খ) ১৯০৬ খ্রিস্টাব্দে

(গ) ১৯০৭ খ্রিস্টাব্দে

(ঘ) ১৯০৮ খ্রিস্টাব্দে


উত্তরঃ- (ক) ১৯০৫ খ্রিস্টাব্দে ।

৩৭. ‘কাকোরি ষড়যন্ত্র মামলা’ হয়েছিল-

(ক) ১৯১৫ খ্রিস্টাব্দে

(খ) ১৯২৫ খ্রিস্টাব্দে

(গ) ১৯৩৫ খ্রিস্টাব্দে

(ঘ) ১৯৪০ খ্রিস্টাব্দে


উত্তরঃ- (খ) ১৯২৫ খ্রিস্টাব্দে।

আরও দেখুনঃ বিকল্প চিন্তা ও উদ্যোগ (উনিশ শতকের মধ্যভাগ থেকে বিশ শতকের প্রথমভাগ পর্যন্ত)- বৈশিষ্ট্য ও পর্যালোচনা 


৩৮. ভগৎ সিং-এর ফাঁসি হয়-
(ক) লাহোর ষড়যন্ত্র মামলায়
(খ) কাকোরি ষড়যন্ত্র মামলায়

(গ) আলিপুর বোমা মামলায়

(ঘ) বরিশাল ষড়যন্ত্র মামলায়

উত্তরঃ- (ক) লাহোর ষড়যন্ত্র মামলায়।

৩৯. ভগৎ সিং-এর ফাঁসি হয়
(ক) ১৯২১ খ্রিস্টাব্দে
(খ) ১৯৩১ খ্রিস্টাব্দে
(গ) ১৯২৫ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৩৫ খ্রিস্টাব্দে

উত্তরঃ- (খ) ১৯৩১ খ্রিস্টাব্দে।


৪০. ‘বেঙ্গল ভলান্টিয়ার্স’ বা বি. ভি. দল গঠিত হয়েছিল-
(ক) ১৯১৬ খ্রিস্টাব্দে

(খ) ১৯২২ খ্রিস্টাব্দে

(গ) ১৯২৮ খ্রিস্টাব্দে

(ঘ) ১৯৩৪ খ্রিস্টাব্দে

উত্তরঃ- (গ) ১৯২৮ খ্রিস্টাব্দে ।

৪১. ‘বেঙ্গল ভলান্টিয়ার্স’ দল গঠন করেন-
(ক) হেমচন্দ্র কানুনগো

(খ) হেমচন্দ্র ঘোষ
(গ) হেমন্ত বসু

(ঘ) মেমেন্দ্র কুমার রায়

উত্তরঃ- (খ) হেমচন্দ্র ঘোষ।

৪২. অলিন্দ যুদ্ধের ঘটনাটি ঘটেছিল-
(ক) ১৯২৫ খ্রিস্টাব্দে

(খ) ১৯৩০ খ্রিস্টাব্দে

(গ) ১৯৩৩ খ্রিস্টাব্দে

(ঘ) ১৯৩৫ খ্রিস্টাব্দে


উত্তরঃ- (খ) ১৯৩০ খ্রিস্টাব্দে।

৪৩. বিপ্লবী বিনয়-বাদল-দীনেশ যুক্ত ছিলেন-
(ক) অলিন্দ যুদ্ধের সঙ্গে
(খ) বুড়িবালামের যুদ্ধের সঙ্গে
(গ) পাহাড়তলির যুদ্ধের সঙ্গে

(ঘ) চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে

উত্তরঃ- (ক) অলিন্দ যুদ্ধের সঙ্গে।

৪৪. চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠিত হয়-
(ক) ১৯০৩ খ্রিস্টাব্দে

(খ) ১৯৩০ খ্রিস্টাব্দে
(গ) ১৯৩২ খ্রিস্টাব্দে

(ঘ) ১৯৩৪ খ্রিস্টাব্দে

উত্তরঃ- (খ) ১৯৩০ খ্রিস্টাব্দে।


৪৫. ‘মাস্টারদা’ নামে পরিচিত ছিলেন-
(ক) সূর্য সেন

(খ) অনন্ত সিংহ
(গ) লোকনাথ বল
(ঘ) গণেশ ঘোষ

উত্তরঃ- (ক) সূর্য সেন ।


৪৬. রশিদ আলি ছিলেন-
(ক) আজাদ হিন্দ বাহিনীর ক্যাপটেন

(খ) আজাদ হিন্দ বাহিনীর সর্বাধিনায়ক

(গ) আজাদ হিন্দ বাহিনীর নৌ-অধ্যক্ষ

(ঘ) আজাদ হিন্দ বাহিনীর পদাতিক সৈন্য

উত্তরঃ- (ক) আজাদ হিন্দ বাহিনীর ক্যাপটেন ।

৪৭. ‘রশিদ আলি দিবস’ পালন করা হয়-

(ক) ১৯৪৫ খ্রিস্টাব্দের ১২ ফেব্রুয়ারি

(খ) ১৯৪৫ খ্রিস্টাব্দের ২ মার্চ

(গ) ১৯৪৬ খ্রিস্টাব্দের ১২ ফেব্রুয়ারি

(ঘ) ১৯৪৬ খ্রিস্টাব্দের ২ মার্চ

উত্তরঃ- (গ) ১৯৪৬ খ্রিস্টাব্দের ১২ ফেব্রুয়ারি ।

৪৮. ‘পি. এন. ঠাকুর’ ছদ্মনাম ছিল বিপ্লবী-
(ক) রাসবিহারী ঘোষের

(খ) রাসবিহারী বসুর

(গ) ভগৎ সিং-এর

(ঘ) সুভাষচন্দ্র বসুর

উত্তরঃ- (খ) রাসবিহারী বসুর ।

৪৯. জ্যোতিবা ফুলে প্রতিষ্ঠা করেন-
(ক) ব্রাষ্মসমাজ

(খ) আর্যসমাজ
(গ) প্রার্থনাসমাজ

(ঘ) সত্যশোধক সমাজ

উত্তরঃ- (ঘ) সত্যশোধক সমাজ।

৫০. জ্যোতিবা ফুলের লেখা একটি গ্রন্থের নাম-
(ক) জীবনস্মৃতি
(খ) বর্তমান ভারত
(গ) গুলামগিরি
(ঘ) আনন্দমঠ

উত্তরঃ- (গ) গুলামগিরি।


৫১. কেরালায় দলিত আন্দোলনে নেতৃত্ব দেন-
(ক) শ্রীরামকৃষ

(খ) বিজয়কৃষ্ণ গোস্বামী

(গ) শ্রীনারায়ণ গুরু

(ঘ) কেশবচন্দ্র সেন


উত্তরঃ- (গ) শ্রীনারায়ণ গুরু ।

৫২. ‘সাম্প্রদায়িক বাঁটোয়ারা’ নীতির ঘোষণা করেন-
(ক) র‍্যামসে ম্যাকডোনাল্ড

(খ) লর্ড লিটন রিপন

(গ) লর্ড রিপন
(ঘ) লর্ড বেন্টিঙ্ক


উত্তরঃ- (ক) র‍্যামসে ম্যাকডোনাল্ড ।

৫৩. ‘পুনা চুক্তি’ স্বাক্ষরিত হয়-
(ক) ১৯০৯ খ্রিস্টাব্দে
(খ) ১৯১৯ খ্রিস্টাব্দে
(গ) ১৯২৯ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৩২ খ্রিস্টাব্দে

উত্তরঃ- (ঘ) ১৯৩২ খ্রিস্টাব্দে।

৫৪. ‘পুনা চুক্তি’ স্বাক্ষরিত হয়-
(ক) গান্ধি-আম্বেদকরের মধ্যে

(খ) গান্ধি-আরউইনের মধ্যে

(গ) গান্ধি-নেহরুর মধ্যে
(ঘ) গান্ধি-হরিচাঁদ ঠাকুরের মধ্যে

উত্তরঃ- (ক) গান্ধি-আম্বেদকরের মধ্যে ।


৫৫. দলিতদের ‘হরিজন’ নামকরণ করেন-
(ক) নেতাজি

(খ) গান্ধিজি

(গ) ড. আম্বেদকর

(ঘ) বল্লভভাই প্যাটেল

উত্তরঃ- (খ) গান্ধিজি।

৫৬. নমঃশূদ্র আন্দোলন শুরু করেন-
(ক) হরিচাঁদ ঠাকুর
(খ) গুরুচাঁদ ঠাকুর
(গ) যোগেন মণ্ডল
(ঘ) প্রমথরঞ্জন ঠাকুর

উত্তরঃ- (ক) হরিচাঁদ ঠাকুর।

৫৭. মতুয়া’ সম্প্রদায় গড়ে তোলেন-

(ক) মঞ্জুলকৃয় ঠাকুর

(খ) প্রমথরঞ্জন ঠাকুর
(গ) বড়োমা

(ঘ) হরিচাঁদ ঠাকুর

উত্তরঃ- (ঘ) হরিচাঁদ ঠাকুর


৫৮. কবেকার আদমশুমারির রিপোর্টে ‘নমঃশূদ্র’ নামটি পরিচিতি পায় ?
(ক) ১৮৯১ খ্রিস্টাব্দের

(খ) ১৯১১ খ্রিস্টাব্দের
(গ) ১৯০১ খ্রিস্টাব্দের

(ঘ) ১৯৩১ খ্রিস্টাব্দের

উত্তরঃ- (খ) ১৯১১ খ্রিস্টাব্দের।

আমাদের পোষ্টের লেটেস্ট আপডেট পেতে আমাদের Whatsapp Channel জয়েন করুন এবং Telegram Channel জয়েন করুন।

WhatsApp Channel Follow
Telegram Channel Join Now
Facebook Page Follow

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top