WB MP Exam Routine 2025

WB MP Exam Routine 2025 | মাধ্যমিক ২০২৫ পরীক্ষার রুটিন

মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর সিলেবাস ২০২৪ | WBBSE Class 10 Syllabus 2024 Download

Bengali Ganchookhu Chapter

মাধ্যমিক বাংলা- জ্ঞানচক্ষু (গল্প) অধ্যায়ের প্রশ্ম উত্তর | Bengali Ganchookhu Chapter Class 10

বাংলা- জ্ঞানচক্ষু অধ্যায় (Bengali Ganchookhu Chapter)

পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর বাংলা বিষয়ের আশাপূর্ণা দেবী রচিত গল্প ” জ্ঞানচক্ষু ” অধ্যায়ের (Bengali Ganchookhu Chapter) প্রশ্ম-উত্তর তৈরি করা হলো। যে সমস্ত ছাত্র-ছাত্রী দশম শ্রেণীতে পাঠরত এবং যারা আগামী বছর মাধ্যমিক পরীক্ষা দেবে তারা এই প্রশ্ম-উত্তর গুলি দেখে নিতে করতে পারো, এতে তোমাদের বাংলা বিষয়ের জ্ঞানচক্ষু অধ্যায়ের (Bengali Ganchookhu Chapter) পুরো প্র্যাকটিস হয়ে যাবে। বিভিন্ন টেস্ট পেপার থেকে সংগ্রহ করে মোট ৩০ টি প্রশ্ম গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ম এবং তার উত্তর দেওয়া আছে।

নীচে দশম শ্রেণীর বাংলা বিষয়ের ” জ্ঞানচক্ষু ” অধ্যায়ের (Bengali Ganchookhu Chapter) সাজেস্টিভ MCQ প্রশ্ম এবং তার উত্তর দেওয়া হলো।

বাংলা- জ্ঞানচক্ষু অধ্যায় (Bengali Ganchookhu Chapter MCQ)

১) জ্ঞানচক্ষু গল্পের উৎস হল-
(ক) ক্যাকটাস
(খ) প্রথম প্রতিশ্রুতি
(গ) ইজ্জত
(ঘ) কুমকুম


২) তিনি নাকি বই লেখেন তিনি হলেন তপনের-
(ক) মেজো কাকা
(খ) ছোটো মেসোমশাই
(গ) বড়ো মামা
(ঘ) ছোট মাসি


৩) এদেশের কিছু হবে না এ কথা বলে তপনের মেসো চলে যান-
(ক) চায়ের টেবিলে
(খ) খবরের কাগজ পড়তে
(গ) সিনেমা দেখতে
(ঘ) কলেজে


৪) তপন মামার বাড়িতে এসেছে-
(ক) দুর্গাপূজা উপলক্ষে
(খ) ছোটমাসির বিয়ে উপলক্ষে
(গ) ছোটমামার বিয়ে উপলক্ষে
(ঘ) ছোটদাদার বিয়ে উপলক্ষে


৫) বই লেখা ছাড়া তপনের ছোট মেসোমশাই-
(ক) ডাক্তারি করেন
(খ) অধ্যাপনা করেন
(গ) সরকারি অফিসে চাকরি করেন
(ঘ) ওকালতি করেন


৬) তপনের ছোট মেসোমশাইয়ের কিসের ছুটি চলছে?
(ক) গরমের
(খ) বড়দিনের
(গ) পুজোর
(ঘ) কোনোটিই নয়


৭) তপন গল্প লিখে প্রথম জানিয়েছিল-
(ক) ছোটো মামাকে
(খ) ছোটো কাকুকে
(গ) ছোটো পিসিকে
(ঘ) ছোটো মাসিকে


৮) ” রত্নের মূল্য জোহরের কাছেই!”- এখানে ” জহুরী ” হলেন-
(ক) মেজো কাকা
(খ) বড়ো মেসোমশাই
(গ) ছোটো মামা
(ঘ) ছোটো মেসোমশাই


৯) ‘ তপন অবশ্য মাসির এই হইচইতে মনে মনে’ –
(ক) পুলকিত হয়
(খ) আনন্দ পায়
(গ) দুঃখ পায়
(ঘ) অবাক হয়


১০) ” মেসোর উপযুক্ত কাজ হবে সেটা “- এখানে উল্লেখিত উপযুক্ত কাজটি কি?
(ক) তপনকে লিখতে উৎসাহ দেওয়া
(খ) তপনের লেখা ছাপিয়ে দেওয়া
(গ) তপনের লেখা কারেকশন করে দেওয়া
(ঘ) তপনকে লিখতে বাধা দেওয়া

আরও দেখুনঃ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর সিলেবাস ২০২৪ | WBBSE Class 10 Syllabus 2024 Download


১১) ” কোনোখান থেকে টুকলিফাই করিসনি তো। “- এই মন্তব্যটি করেন
(ক) তপনের মেজো কাকা
(খ) তপনের মা
(গ) তপনের ছোটোমাসি
(ঘ) তপনের ছোটো মেসোমশাই


১২) তপনের গল্প ছোট মেসোমশাই ছাপাতে চান-
(ক) দেশ পত্রিকায়
(খ) শুকতারা পত্রিকায়
(গ) কিশোর ভারতী পত্রিকায়
(ঘ) সন্ধ্যাতারা পত্রিকায়


১৩) ‘ চায়ের টেবিলে উঠে কথাটা?’ – কোন সময়ে চা পান হচ্ছিল?
(ক) সকালে
(খ) বিকালে
(গ) সন্ধ্যেয়
(ঘ) রাত্রে


১৪) ” না-না আমি বলছি- তপনের হাত আছে।”- ‘ হাত ‘ শব্দটি যে অর্থে প্রযুক্ত হয়েছে, তা হলো-
(ক) ছবি আঁকার দক্ষতা
(খ) গল্প লেখার দক্ষতা
(গ) সুন্দর হাতের লেখার দক্ষতা
(ঘ) কুস্তি লড়ার দক্ষতা


১৫) তপন তার গল্পটা লিখেছে-
(ক) ভৌতিক কান্ডকারখানা নিয়ে
(খ) নিজের স্কুলে ভর্তি হওয়ার দিনের অভিজ্ঞতা নিয়ে
(গ) রাজা রানীর ঘটনা নিয়ে
(ঘ) রাক্ষস খোক্ষসের বিষয় নিয়ে


১৬) ” শুধু এইটাই জানা ছিল না”-. যা জানা ছিল না, তা হলো
(ক) ছোটো মেসোমশাই একজন লেখক
(খ) ছোটো মেসোমশাই একজন অধ্যাপক
(গ) গল্প সহজ – সাধারণ মানুষ এই লিখতে পারে
(ঘ) নিজে নিজে ভালো গল্প লেখা যায়


১৭) ” দুপুরবেলা, সবাই যখন নিথর নিথর, ” – এখানে যে ঋতুর দুপুরের কথা বলা হয়েছে, সেটি হল
(ক) শরৎকাল
(খ) গ্রীষ্মকাল
(গ) বর্ষাকাল
(ঘ) বসন্তকাল


১৮) তপন তার প্রথম গল্প লিখেছিল-
(ক) ছাদের চিলেকোঠায়
(খ) আম বাগানে
(গ) তিনতলার সিড়িতে
(ঘ) ঝুল বারান্দায়


১৯) তপনের ছোট মাসি তার থেকে কত বছরের বড়?
(ক) বছর পাঁচেকের
(খ) বছর আষ্টেকের
(গ) বছর দশেকের
(ঘ) বছর বারোর


২০) বাড়িতে তপনের নাম হয়েছে-
(ক) কবি, সাহিত্যিক
(খ) লেখক, গল্পকার
(গ) সাহিত্যিক, কথাশিল্পী
(ঘ) কবি, সাহিত্যিক, কথাশিল্পী


২১) ” পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে? “- অলৌকিক ঘটনাটি হল-
(ক) এক লেখকের সঙ্গে তপনের ছোট মাসির বিয়ে হয়েছে
(খ) বাড়িতে তপনের নাম হয়ে গেছে কবি সাহিত্যিক কথাশিল্পী
(গ) তপনের লেখা গল্প ‘ সন্ধ্যাতারা ‘ পত্রিকায় ছাপা হয়েছে
(ঘ) তপন দেখল ছাপানো গল্পের একটি লাইন ও তার নিজের নয়


২২) তপনের লেখা গল্পের নাম-
(ক) বিদ্যালয়ের প্রথম দিন
(খ) প্রথম দিন
(গ) স্কুলের প্রথম দিন
(ঘ) সন্ধ্যাতারা


২৩) তপনের গল্পটি একটু আকটু কারেকশন করে দিয়েছেন-
(ক) মেজো কাকু
(খ) ছোটো মেসোমশাই
(গ) সেজদাদা
(ঘ) বড় জ্যাঠা


২৪) ক্রমশ কথাটা ছড়িয়ে পড়ে যে কথাটা ছড়িয়ে পড়ে সেটি হল-
(ক) তপন একটা গল্প লিখেছে
(খ) তপনের গল্প সন্ধ্যাতারা পত্রিকায় ছাপা হয়েছে
(গ) তপনের ছেপে বেরোনো গল্পটা ছোট মেসোমশাইয়ের কারেকশন করে দিয়েছেন
(ঘ) তপন পুরনো পত্রিকা থেকে গল্পটা টুকেছে


২৫) তপনদের বাড়িতে এসে ছোট মাসি খেয়েছিল?
(ক) চাউমিন আর কফি
(খ) পাপড় আর চা
(গ) ডিম ভাজা আর চা
(ঘ) বিস্কুট আর কফি


২৬) ” তা ওরকম একটি লেখক মিশে থাকা মন্দ নয়। “- উক্তিটির বক্তা হলেন-
(ক) তপনের মেজো কাকু
(খ) তপনের ছোটো মাসি
(গ) তপনের মামা
(ঘ) তপনের বাবা


২৭) গল্প পড়ার পর তপন সংকল্প করে-
(ক) আর কোনদিন গল্প লিখবে না
(খ) আরো বেশি করে গল্প লিখবে
(গ) ভবিষ্যতে নিজের লেখা নিজে গিয়ে ছাপতে দেবে
(ঘ) নিজের পয়সা দিয়ে নিজের গল্প ছাপবে

২৮) ” তপনের হাত আছে ” – এখানে ‘হাত আছে’ কথাটির অর্থ হল তপন

(ক) শক্তিশালী

(খ) প্রভাবশালী

(গ) ভালো লেখে

(ঘ) কল্পনাশীল

২৯) ” গায়ে কাঁটা দিয়ে উঠল তপনের, মাথার চুল খাড়া হয়ে উঠল। ” – এর কারণ হল

(ক) নিজের লেখা প্রথম গল্প পাঠ

(খ) ভৌতিক আতঙ্ক

(গ) প্রচণ্ড ভয়

(ঘ) চখের সামনে জলজ্যান্ত লেখককে দেখে

৩০) ” তা না হলে ফট করে একটা লিখল, আর চাপা হলো”, – কথাটি বলেছিলেন

(ক) তপনের মা

(খ) তপনের মাজোকাকা

(গ) তপনের ছোটোমামা

(ঘ) তপনের বাবা

আমাদের পোষ্টের লেটেস্ট আপডেট পেতে আমাদের Whatsapp Channel জয়েন করুন এবং Telegram Channel জয়েন করুন।

WhatsApp Channel Follow
Telegram Channel Join Now
Facebook Page Follow

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top